সবুজ বিপ্লব কি? - What is the Green Revolution?

সবুজ বিপ্লব কি? - What is the Green Revolution?
Follow Our Official Facebook Page For New Updates


Join our Telegram Channel!
সবুজ বিপ্লব কি? - What is the Green Revolution?

প্রশ্ন ॥ সবুজ বিপ্লব কি? অথবা, কৃষি বিপ্লব কি? অথবা, সবুজ/কৃষি বিপ্লবের সংজ্ঞা দাও । অথবা, সবুজ বিপ্লব বলতে কি বুঝ?

ভূমিকা : উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহারের ফলে বর্তমানকালে কৃষিক্ষেত্রে যে অভূতপূর্ব পরিবর্তন দেখা দিয়েছে তাকেই অর্থনীতিবিদগণ সবুজ বিপ্লব নাম অভিহিত করেছেন। ১৯৬৭ সন থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় সবুজ বিপ্লব শুরু হয়। 

সম্প্রসারণমূলক চাষের পরিবর্তে নিবিড় চাষের উপর গুরুত্ব আরোপ করাই সবুজ বিপ্লবের লক্ষ্য। উচ্চ ফলনশীল বীজের আবিষ্কারক নোবেল শান্তি পুরস্কার বিজেতা কৃষি বিশেষজ্ঞ ড. নরম্যান বোরলগকে কৃষি বিপ্লবের অগ্রদূত বলা হয়।

সবুজ বিপ্লব বা কৃষি বিপ্লব : 

বিপ্লব শব্দটির অর্থ পরিবর্তন। কৃষি কাজে উচ্চ ফলনশীল বীজ বপন ও নিবিড় চাষ পদ্ধতির প্রবর্তনের দরুন কৃষির উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে যে অভূতপূর্ব পরিবর্তন দেখা যায় যে অর্থনীতির ভাষায় তাকে 'কৃষি বিপ্লব' বা 'সবুজ বিপ্লব' বলে অভিহিত করা হয়। 

কৃষি বা সবুজ বিপ্লবে উচ্চ ফলনশীল বীজের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। উচ্চ ফলনশীল বীজ, বপনের দ্বারা একই জমিতে দুই তিনগুণ বেশি ফসল উৎপাদন করা যায়।

উচ্চ ফলসনশীল বীজ ছাড়া কৃষি বা সবুজ বিপ্লব কর্মসূচীতে নিবিড় চাষও অন্তর্ভুক্ত। নিবিড় চাষ পদ্ধতির মাধ্যমে একই জমিতে একাধিক ফসল উৎপাদন করা যায়। এজন্য কৃষি বা সবুজ বিপ্লব কর্মসূচীতে একদিকে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার এবং অন্যদিকে নিবিড় চাষ পদ্ধতির উপর গুরুত্ব আরোপ করা হয়। 

সুতরাং কৃষিক্ষেত্রে উচ্চ ফলনশীল বীজ প্রবর্তনের মাধ্যমে দুই-তিনগুণ বেশি ফসল উৎপান এবং নিবিড় চাষ পদ্ধতির মাধ্যমে একই জমিতে একাধিক ফসল উৎপাদন করার কর্মসূচী বা আন্দোলনের নামই কৃষি বিপ্লব বা সবুজ বিপ্লব।

নোবেল শান্তি পুরস্কার বিজেতা মার্কিন কৃষি বিশেষজ্ঞ ড. নরম্যান, বোরলগ উচ্চ ফলনশীল বীজের আবিষ্কার এবং এ জন্য তাকে কৃষি বা সবুজ বিপ্লবের অগ্রদূত বলা হয়

কৃষি বিপ্লবকে সবুজ বিপ্লব বলা হয় এ কারণে যে কৃষি বিপ্লবের ফলে সবুজ শস্যের পরিবর্তন ঘটে। আর সবুজ শস্য বলতে সকল প্রকার কৃষিজাত দ্রব্যকে বুঝায়। কৃষি বা সবুজ বিপ্লবকে আবার 'বীজসারের' বিপ্লবও বলা হয়। 

কারণ উচ্চ ফলনশীল বীজের সাফল্য নির্ভর করে অধিক সার প্রয়োগের উপরু। বাংলাদেশে ১৯৬৭ সালে ইরি ধানের বীজ প্রবর্তনের মাধ্যমে কৃষি বা সবুজ বিপ্লব শুরু হয়। আর সাম্প্রতিককালে শুরু হয়েছে হাইব্রিড ধানের বীজ ব্যবহার। 

এ বীজ ব্যবহারের ফলে কৃষি উৎপাদন পূর্বের তুলনায় অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। তাই হাইব্রিড বা উচ্চ ফলনশীল বীজ সবুজ বিপ্লব বা কৃষি বিপ্লবের অন্যতম মাধ্যমে বা সহায়ক। বাংলাদেশে সবুজ বিপ্লব বা কৃষি বিপ্লবের পর তার উৎপাদন মাত্রা কয়েক গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। কৃষি বিপ্লবের ফলেই এমনটা সম্ভব হয়েছে।

উপসংহার :

পরিশেষে বলা যায়, কৃষি বিপ্লব বা সবুজ বিপ্লব একটি দেশের কৃষি উৎপাদনকে বহুগুণ বাড়িয়ে দেয়। এর ফলে একটি দেশের যেমন কৃষি উৎপাদন বৃদ্ধি পায় তার সাথে সাথে ঐ দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনাযাত্রার মানও বৃদ্ধি পায়। 

বাংলাদেশ সরকারও সবুজ বিপ্লব বা কৃষি বিপ্লব আনয়নের জন্য বিশেষ তৎপর রয়েছে। বিগত কয়েক বছর যাবত কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির জন্য মারাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। এ কর্মসূচী পুরোপুরি সফল হলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হবে।

নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন

Telegram Group Join Now
Our Facebook Page Join Now
Class 8 Facebook Study Group Join Now
Class 7 Facebook Study Group Join Now
Class 6 Facebook Study Group Join Now

Post a Comment