
কৃষির যান্ত্রিকীকরণ কি? অথবা, কৃষির যান্ত্রিকীকরণ কাকে বলে?
ভূমিকা : আধুনিক কৃষির ব্যবস্থায় যান্ত্রিকীকরণ একটি আধুনিক ধারণা। কৃষির যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষির ব্যবস্থা নতুন বিপ্লবে সূচনা হয়েছে। যে কোনো দেশের কৃষির উন্নয়নের জন্য কৃষির যান্ত্রিকীকরণ অপরিহার্য।
কৃষির যান্ত্রিকীকরণ :
বৈজ্ঞানিক উপায়ে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে কৃষি কাজ পরিচালনা করাকে কৃষির যান্ত্রিকীকরণ বলে। অন্য কথায় জমির চাষাবাদ হতে শুরু করে বীজ বপন, ফসল কাটা এবং মাড়াই, পানি সেচ ও নিষ্কাশন এবং অন্যান্য প্রয়োজনে আধুনিক উপকরণ যেমন- মানুষ ও পশুর শ্রমের বদলে ট্রাক্টর, মাড়াই কল, পাওয়ার পাম্প, উইভার, হারভেস্টার, থ্রাসার প্রভৃতি যন্ত্র প্রয়োগের দ্বারা কৃষিকাজ পরিচালনার পদ্ধতিতে কৃষি যান্ত্রিকীকরণ বলে।
কৃষির যান্ত্রিকীকরণে ক্ষেত্রে নিম্নোক্ত দুটি বিষয় উল্লেখযোগ্য :
১: মান্ধাতার আমলের যন্ত্রপাতির পরিবর্তে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার।
২. কৃষি ক্ষেত্রে পশু ও মনুষ্য শক্তির পরিবর্তে যন্ত্রপাতির প্রয়োগ।
আমাদের দেশে এখনও কৃষিকার্যে লাঙ্গল, জোয়াল, মই, কাস্তে, কোদাল প্রভৃতি ব্যবহৃত হয়। কিন্তু বর্তমান যুগে এ সমস্ত সনাতন কৃষি যন্ত্রপাতি অচল হয়ে পড়েছে। উন্নত বিশ্বে যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করে আমাদের চেয়ে চার-পাঁচ গুণ বেশি শস্য উৎপাদন করতে সক্ষম হয়েছে।
উপসংহার :
উপরিউক্ত আলোচনা হতে বলা যায়, প্রাচীন কৃষি পদ্ধতির পরিবর্তে কৃষিকে আধুনিকীকরণ করাই উদ্দেশ্য । আধুনিক কৃষি যন্ত্রপাতির সাহায্যে বিজ্ঞান সম্মত উপায়ে কৃষি কাজ পরিচালনা করাকেই কৃষির যান্ত্রিকীকরণ বলা হয়।