সামাজিক নিরাপত্তা কী? - What is social security?

সামাজিক নিরাপত্তা কী? - What is social security? - সামাজিক নিরাপত্তা কাকে বলে?
সামাজিক নিরাপত্তা কী? - What is social security?

সামাজিক নিরাপত্তা কী? অথবা, সামাজিক নিরাপত্তা কাকে বলে? - What is social security?

ভূমিকা : মানুষ সমাজবদ্ধ জীব। সামাজিকভাবেই মানুষ জীবন যাপন করে থাকে। অর্থাৎ সমাজ ব্যতীত মানুষের জীবন যাপন কল্পনা করা যায় না। তবে সমাজবদ্ধ অবস্থাতেই মানুষকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। 

এ ধরনের সমস্যা বিভিন্ন অঙ্গহানি থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে নিরাপত্তা। আর তা অবশ্যই সামাজিক নিরাপত্তা হওয়া উচিত।

সামাজিক নিরাপত্তা : 

মানুষের বিশেষত শ্রমজীবী মানুষের অর্থনৈতিক নিরাপত্তা বিধানের লক্ষ্যে গৃহীত যেসব পদক্ষেপ নেয়া হয় তাকে সামাজিক নিরাপত্তা পরিকল্পনা বলা যায়। 

এন. এম. বুকানন (N. M. Bukanan )-এর মতে, 

"নিশ্চিত কর্ম সম্পাদনের নিমিত্তে পরিবেশ, স্বাস্থ্য ও চিকিৎসার জন্য গৃহীত পদক্ষেপই হচ্ছে সামাজিক নিরাপত্তা। "

অধ্যাপক বেনহাম (Prof. Benham) বলেন, 

"সামাজিক নিরাপত্তা হচ্ছে ন্যূনতম আর্থিক নিরাপত্তার ব্যাপারে গৃহীত একটি সামাজিক কর্মসূচি।" 

ডব্লিউ. এ. রবসন (W. A Robson)-এর মতে, 

“আধুনিক জীবনের অসুস্থতা, বেকারত্ব, পঙ্গুত্ব ও মৃত্যুর আশঙ্কা থেকে রক্ষা পাওয়ার এক সামাজিক প্রতিরক্ষামূলক কর্মসূচিই হচ্ছে সামাজিক নিরাপত্তা।”

উপসংহার : 

পরিশেষে বলা যায়, রাষ্ট্র তার নাগরিকদের বিভিন্ন দৈহিক, অর্থনৈতিক এবং মানসিক ঝুঁকির হাত হতে রক্ষার জন্য যে নিরাপত্তাজনিত সেবা প্রবর্তন করে তাকে সামাজিক নিরাপত্তা পরিকল্পনা বলা যায়।

Post a Comment