আসছালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ৭ম শ্রেণি বাংলা ৬ষ্ঠ অধ্যায় গাইডবুক সমাধান শেয়ার করব।
৭ম শ্রেণি বাংলা গাইডবুক ৬ষ্ঠ অধ্যায় সমাধান (PDF)
Class 7 Bangla Chapter 6 Guide Book Solution
৬ষ্ঠ অধ্যায়: সাহিত্য পড়ি লিখতে শিখি
এ অধ্যায় শিক্ষার্থীরা যা যা জানতে পারবে-
- প্রশ্ন করা ও উত্তর খোঁজার মাধ্যমে 'মাঝি' ও 'ময়নামতীর চর' কবিতার বিষয় ও মূলভাব নিয়ে আলোচনা এবং নিজের ভাষায় লেখা।
- নিজের জীবন ও পরিপার্শ্বের সঙ্গে 'মাঝি' কবিতার সম্পর্ক তৈরি করা।
- 'মাঝি' কবিতায় কী ধরনের আবেগ প্রকাশ পাচ্ছে তা নিয়ে আলোচনা ।
- 'মাঝি' ও 'ঢাকাই ছড়া' কবিতা থেকে মিল-শব্দ খুঁজে বের করা।
- ছড়া ও প্রবন্ধের বৈশিষ্ট্য খুঁজে বের করা।
- প্রশ্ন করা ও উত্তর খোজার মাধ্যমে 'মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম গানের বিষয় ও মূলভাব নিয়ে আলোচনা এবং নিজের ভাষায় লেখা।
- গান ও নাটকের বৈশিষ্ট্য খুঁজে বের করা।
- 'তোলপাড়' গল্পের সাথে নিজের জীবন ও পরিপার্শ্বের সম্পর্ক তৈরি করা
- 'তোলপাড়' গল্পে কোন ধরনের আবেগ প্রকাশ পাচ্ছে তা নিয়ে আলোচনা ।
- প্রশ্ন করা ও উত্তর খোঁজার মাধ্যমে 'বাংলা নববর্ষ' গল্পের বিষয় ও মূলভাব নিয়ে আলোচনা এবং নিজের ভাষায় লেখা।
- 'সেই ছেলেটি' নাটকের সাথে নিজের জীবন ও পরিপার্শ্বের সম্পর্ক তৈরি করা ।
- সংলাপ নির্ভর কথোপকথন প্রস্তুত করা।
- সাহিত্যের বিভিন্ন রূপের বৈশিষ্ট্য শনাক্ত করা, মিল ও পার্থক্য করা।
- কবিতা, ছড়া, গান, গল্প, প্রবন্ধ, নাটকের বৈশিষ্ট্য অনুযায়ী সংক্ষিপ্ত পরিচিতি প্রস্তুত করা।