ফেইসবুকে আমাদের সকল আপডেট পেতে Follow বাটনে ক্লিক করুন।
৭ম শ্রেণি জীবন ও জীবিকা সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা ও সিলেবাস - Class 7 Jibon O Jibika 1st Summative Assessment syllabus

৭ম শ্রেণি জীবন ও জীবিকা সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার নির্দেশনা ও সিলেবাস
৭.৪ পারিবারিক আয় ও ব্যয় বিবেচনা করে পারিবারিক বাজেট প্রণয়ন করতে পারা এবং পরিবারের আর্থিক কাজে সহযোগিতা করতে পারা।
- ৭.৪.১ নিজ পরিবারের পারিবারিক বাজেট করতে পারা
- ৭.৪.২ পরিবারের আর্থিক কাজে সহযোগিতা করতে পারা
- ৭.২ সেবা, শিল্প ও কৃষি খাতে দেশীয় শ্রমবাজারের চাহিদার পরি
৭.২ বর্তনের ধারা বিশ্লেষণ করতে পারা এবং ভবিষ্যৎ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী সম্ভাব্য পেশাগুলোর মৌলিক দক্ষতাসমূহ অনুসন্ধান করতে পারা।
- ৭.২.১ সেবা, শিল্প ও কৃষি খাতসমূহের দেশীয় শ্রমবাজারের চাহিদা পরিবর্তনের ধারা বিশ্লেষণ করতে
- পারা
- ৭.২.২ ভবিষ্যৎ শ্রমবাজার অনুযায়ী পরিবর্তিত বা নতুন যেকোনো একটি পেশার মৌলিক দক্ষতাসমূহ অন্বেষণ করতে পারা।
উল্লিখিত যোগ্যতা পরিমাপের জন্য যে পারদর্শিতা নির্দেশকসমূহ যাচাই করা হবে -
- ৭.১ যে কোনো তথ্য সংগ্রহ করে নিরপেক্ষ মূল্যায়ন করতে পারবে
- ৭.৪ প্রেক্ষাপট ও মাধ্যম বিবেচনায় জীবন ও জীবিকা ব্যবহার করে সৃজনশীল কনটেন্ট পারবে তৈরি করতে
- ৭.৬ বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যক্তিগত ও বাণিজ্যিকভাবে ব্যবহারের নীতি অনুসরণ করতে পারবে
- ৭.৭ ভার্চুয়াল পরিচিতির নৈতিক, নিরাপদ ও পরিমিত ব্যবহারের মাধ্যমে বিভিন্ন প্রযুক্তিগত সেবা গ্রহণ করতে পারবে
সাধারণ নির্দেশনা
- ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের রুটিন অনুযায়ী নির্ধারিত দিনে অনুষ্ঠানের আয়োজন করতে হবে।
- আয়োজনের জন্য পূর্বপ্রস্তুতিমূলক ২টি পিরিয়ড/ক্লাস রুটিন অনুযায়ী পরিচালনা করতে হবে।
- প্রতিবেদন প্রণয়নের জন্য প্রয়োজনীয় কাগজ প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করতে হবে।
- শিক্ষার্থীদের কাজগুলো মূল্যায়নের জন্য প্রমাণক হিসেবে সংরক্ষণ করতে হবে।
- শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়ন সমন্বিত করে রিপোর্ট কার্ডে শিক্ষার্থীর পারদর্শিতার মাত্রা উল্লেখ করতে হবে।
Class 7 Jibon O Jibika 1st Summative Assessment syllabus
কাজ ক : পেশাজীবীর সাথে মতবিনিময় সভা
শিক্ষক ব্যক্তিগত আলাপ বা ফোনে যোগাযোগের মাধ্যমে শিক্ষার্থীদের অভিভাবকদের (সপ্তম ব্যতীত অন্যান্য শ্রেণির) মধ্য থেকে কৃষি, সেবা ও শিল্প এই তিন খাত থেকে ৩ জন করে মোট ৯ জন পেশাজীবী বেছে নেবেন। তবে কোনো খাতের অভিভাবক পাওয়া না গেলে অন্যান্য খাত থেকে নেওয়া যেতে পারে।
- শিক্ষার্থীদেরকে সামষ্টিক মূল্যায়নের দিন পেশাজীবীদের সাথে একটি মতবিনিময় সভার আয়োজন করতে হবে তা তাদের প্রথম ক্লাসে বুঝিয়ে বলুন।
- শিক্ষার্থীদেরকে ৯টি দলে ভাগ করে নির্বাচিত অভিভাবকের জন্য ৯টি আমন্ত্রণপত্র প্রস্তুত করিয়ে নিন। আমন্ত্রণ পত্রগুলো শিক্ষার্থীদের মাধ্যমে পৌঁছানোর নির্দেশনা দিন এবং এর পাশাপাশি অভিভাবকদের মোবাইলেও ম্যাসেজ পাঠানোর ব্যবস্থা করুন।
- পেশাজীবীর সাথে মতবিনিময় সভা সুন্দর ও সুশৃঙ্খলভাবে করার জন্য কী কী করতে হবে তার নীতিমালা তৈরি করুন এবং তা মেনে চলার বিষয়টি বুঝিয়ে বলুন।
কাজ খ : পারিবারিক বাজেট প্রণয়ন
একাজের প্রস্তুতির জন্য নিজ অভিভাবকের নিকট থেকে যেসব তথ্য সংগ্রহ করতে হবে তার তালিকা সকল শিক্ষার্থীকে দিয়ে তৈরি করিয়ে নিন এবং পরবর্তী ক্লাসেই উক্ত তালিকা অনুযায়ী সবাইকে নিজ নিজ পারিবারিক বাজেট তৈরির তথ্য সংগ্রহ করে আনতে বলুন।
কাজ গ: আর্থিক কাজে সহযোগিতার পরিকল্পনা এবং বাস্তবায়ন
- শিক্ষার্থীরা তাদের পরিবারের আর্থিক কাজে সহায়তা করার জন্য কী পরিকল্পনা করেছিল এবং তার কতটুকু তারা বাস্তবায়ন করেছে বা এখনও তারা যে কাজগুলো করে যাচ্ছে তার ভিত্তিতে বাড়িতে একটি পোস্টার তৈরি করতে বলুন ।
- উক্ত পোস্টারে আর্থিক কাজের পরিকল্পনা এবং কাজটি বাস্তবায়ন করতে গিয়ে সে কী ধরনের বাধার সম্মুখীন হয়েছে এবং পরিবারের আর্থিক কাজে সাহায্য করতে পেরে তার অনুভূতি কেমন ইত্যাদি উপস্থাপন করতে হবে ইত্যাদি বুঝিয়ে বলুন।
জীবন ও জীবিকা ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা ও সিলেবাস
নিচে আপনাদের সুবিধার জন্য ৭ম শ্রেণি জীবন ও জীবিকা ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা ও সিলেবাসটি পিডিএফ দেওয়া হলো। Download বাটনে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করুন।