৬ষ্ঠ ও ৭ম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা ২০২৩ - Class 6 & 7 Annual Summative Assessment 2023 PDF Download

৬ষ্ঠ ও ৭ম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা ২০২৩ - Class 6 & 7 Annual Summative Assessment 2023 PDF Download,
Follow Our Official Facebook Page For New Updates


Join our Telegram Channel!

৬ষ্ঠ ও ৭ম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা ২০২৩ - Class 6 & 7 Annual Summative Assessment 2023

৬ষ্ঠ ও ৭ম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা ২০২৩ - Class 6 & 7 Annual Summative Assessment 2023 PDF Download

প্রিয় শিক্ষার্থীরা, অনেক অপেক্ষা শেষে nctv কর্তৃক ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা ২০২৩ প্রকাশ করা হয়েছে। এই নির্দেশনা অনুসারে তোমাদের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন করা হবে। 

স্মারক নং- ৩৭.০২.০০০০,১০৭.৩১.১৫০.২০২৩.৩৩৮৬ তারিখ: ০৬/১১/২০২৩ খ্রি.


৬ষ্ঠ ও ৭ম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা ২০২৩ 


বিষয়: বিষয়ভিত্তিক বার্ষিক সামষ্টিক মুল্যায়ন টুলস্‌ এর মাধ্যমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মুল্যায়ন কার্যক্রম পরিচালনা প্রসঙ্গে।


সুত্র: ১। এনটিবি'র স্মারক নং- শি/উ/২৫৭/২০০৯/২২২০; তারিখ: ০৫/১১/২০২৩ সি.

 ২। মাউশি'র স্মারক নং- ৩৭,০২.০০০০,১০৭.৩১.১৫০.২০২৩.৩৩৪৯; তারিখ: ৩০/১০/২০২৩ খ্রি.


উপযুক্ত বিষয়ের আলোকে সূত্রোক্ত (১) নং পত্রে ২০২৩ শিক্ষাবর্ষ থেকে সারাদেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনুযায়ী সামষ্টিক সুল্যায়নের অংশ হিসেবে ১৩টি বিষয়ের বার্ষিক সামষ্টিক মুল্যায়নের জন্য বিষয়ভিত্তিক মুল্যায়ন টুলস্‌ ও নির্দেশনা জাতীয় শিক্ষাক্রম ও পাঠাপুস্তক বোর্ড কর্তৃক প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে সূত্রোক্ত (২) নং পত্র মোতাবেক এতদসংক্রান্ত নির্দেশনা মাঠপর্যায়ে প্রেরণ করা হয়েছে। প্রস্তুতকৃত বিষয়ভিত্তিক বার্ষিক মূল্যায়ন টুলস্‌ ও ইতিপূর্বে প্রেরিত নির্দেশনা অনুসরণপূর্বক ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করতে হবে। বিষয়ভিত্তিক বার্ষিক মুল্যায়ন টুলস্‌ ও নির্দেশনা মাউশি অধিদপ্তরের ওয়েবসাইট www.dshe.gov.bd এর নোটিশ বোর্ড এ পাওয়া যাবে৷

এমতাবস্থায়, এনসিটিবি কর্তৃক প্রেরিত বিষয়ভিত্তিক বার্ষিক মুল্যায়ন টুলস্‌ ও ইতিপূর্বে প্রেরিত নির্দেশনা অনুসরণপূর্বক ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে বার্ষিক সামষ্টিক মুল্যায়ন কার্যক্রম পরিচালনা করার জন্য

বিতরণ:

১। অধ্যক্ষ/প্রধান শিক্ষক

সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল এন্ড কলেজ (সকল)

২। অধ্যক্ষ/প্রধান শিক্ষক

বেসরকারি নিয় মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল এন্ড কলেজ (সকল)


সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুলিপি প্রেরণ করা হলো (জ্যেষ্ঠতম, ক্রমানুসারে নয়):


০১। সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়;

০২। চেয়ারম্যান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠাপুস্তক বোর্ড, ঢাকা;

০৩। চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড (সকল);

০৪ মাননীয় মন্ত্রীর একান্ত সচিব, মন্ত্রীর দপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়;

০৫। মাননীয় উপমন্তরীর একান্ত সচিব, উপমন্তরীর দপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়;

০৬। পরিচালক (কলেজ ও প্রশাসন/মাধ্যমিক/প্রশিক্ষণ/পরি: ও উন্ন/অর্থ ও ক্রম/মনি: এন্ড ইভা:), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা;

৩৭। স্কিম পরিচালক, ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা;

০৮। পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (সকল); পরের নির্দেশনা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক যথাযথ বাস্তবায়ন হচ্ছে কিনা তা নিশ্চিতকরণের অনুরোধসহা

৩৯। জেলা প্রশাসক (সকল);

১০। উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (সকল);[পত্রের নির্দেশনা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক যথাযথ বাস্তবায়ন হচ্ছে কিনা তা নিশ্চিতকরণের অনুরোধসহ]

১১। সিনিয়র সিস্টেম এনালিষ্ট, ইএমআইএস সেল, মাউশি অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা; 

(প্রাটি মাউশি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশের অনুরোধসহা

১২। জেলা শিক্ষা অফিসার (সকল);

[পত্রের নির্দেশনা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক যথাযথ বাস্তবায়ন হচ্ছে কিনা তা নিশ্চিতকরণের অনুরোধসহ]

১৩। উপজেলা নির্বাহী অফিসার (সকল);

১৩। উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার (সকল);

[পত্রের নির্দেশনা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক যথাযথ বাস্তবায়ন হচ্ছে কিনা তা নিশ্চিতকরণের অনুরোধসহ]

১৪। পিএ টু মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা;

১৫। সংরক্ষণ নথি।


৬ষ্ঠ শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা পিডিএফ

নিচে ৬ষ্ঠ  শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা ২০২৩ পিডিএফ লিংক গুলো দেয়া হলো


Download PDF


৭ম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা পিডিএফ

নিচে ৬ষ্ঠ  শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা ২০২৩ পিডিএফ লিংক গুলো দেয়া হলো





৬ষ্ঠ ও ৭ম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা ২০২৩ - Class 6 & 7 Annual Summative Assessment 2023 PDF Download


নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন

Telegram Group Join Now
Our Facebook Page Join Now
Class 8 Facebook Study Group Join Now
Class 7 Facebook Study Group Join Now
Class 6 Facebook Study Group Join Now

Post a Comment