৬ষ্ঠ ও ৭ম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা ২০২৩ - Class 6 & 7 Annual Summative Assessment 2023

৬ষ্ঠ ও ৭ম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা ২০২৩
বিষয়: বিষয়ভিত্তিক বার্ষিক সামষ্টিক মুল্যায়ন টুলস্ এর মাধ্যমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মুল্যায়ন কার্যক্রম পরিচালনা প্রসঙ্গে।
সুত্র: ১। এনটিবি'র স্মারক নং- শি/উ/২৫৭/২০০৯/২২২০; তারিখ: ০৫/১১/২০২৩ সি.
২। মাউশি'র স্মারক নং- ৩৭,০২.০০০০,১০৭.৩১.১৫০.২০২৩.৩৩৪৯; তারিখ: ৩০/১০/২০২৩ খ্রি.
উপযুক্ত বিষয়ের আলোকে সূত্রোক্ত (১) নং পত্রে ২০২৩ শিক্ষাবর্ষ থেকে সারাদেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনুযায়ী সামষ্টিক সুল্যায়নের অংশ হিসেবে ১৩টি বিষয়ের বার্ষিক সামষ্টিক মুল্যায়নের জন্য বিষয়ভিত্তিক মুল্যায়ন টুলস্ ও নির্দেশনা জাতীয় শিক্ষাক্রম ও পাঠাপুস্তক বোর্ড কর্তৃক প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে সূত্রোক্ত (২) নং পত্র মোতাবেক এতদসংক্রান্ত নির্দেশনা মাঠপর্যায়ে প্রেরণ করা হয়েছে। প্রস্তুতকৃত বিষয়ভিত্তিক বার্ষিক মূল্যায়ন টুলস্ ও ইতিপূর্বে প্রেরিত নির্দেশনা অনুসরণপূর্বক ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করতে হবে। বিষয়ভিত্তিক বার্ষিক মুল্যায়ন টুলস্ ও নির্দেশনা মাউশি অধিদপ্তরের ওয়েবসাইট www.dshe.gov.bd এর নোটিশ বোর্ড এ পাওয়া যাবে৷
এমতাবস্থায়, এনসিটিবি কর্তৃক প্রেরিত বিষয়ভিত্তিক বার্ষিক মুল্যায়ন টুলস্ ও ইতিপূর্বে প্রেরিত নির্দেশনা অনুসরণপূর্বক ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে বার্ষিক সামষ্টিক মুল্যায়ন কার্যক্রম পরিচালনা করার জন্য
বিতরণ:
১। অধ্যক্ষ/প্রধান শিক্ষক
সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল এন্ড কলেজ (সকল)
২। অধ্যক্ষ/প্রধান শিক্ষক
বেসরকারি নিয় মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল এন্ড কলেজ (সকল)
সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুলিপি প্রেরণ করা হলো (জ্যেষ্ঠতম, ক্রমানুসারে নয়):
০১। সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়;
০২। চেয়ারম্যান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠাপুস্তক বোর্ড, ঢাকা;
০৩। চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড (সকল);
০৪ মাননীয় মন্ত্রীর একান্ত সচিব, মন্ত্রীর দপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়;
০৫। মাননীয় উপমন্তরীর একান্ত সচিব, উপমন্তরীর দপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়;
০৬। পরিচালক (কলেজ ও প্রশাসন/মাধ্যমিক/প্রশিক্ষণ/পরি: ও উন্ন/অর্থ ও ক্রম/মনি: এন্ড ইভা:), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা;
৩৭। স্কিম পরিচালক, ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা;
০৮। পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (সকল); পরের নির্দেশনা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক যথাযথ বাস্তবায়ন হচ্ছে কিনা তা নিশ্চিতকরণের অনুরোধসহা
৩৯। জেলা প্রশাসক (সকল);
১০। উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (সকল);[পত্রের নির্দেশনা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক যথাযথ বাস্তবায়ন হচ্ছে কিনা তা নিশ্চিতকরণের অনুরোধসহ]
১১। সিনিয়র সিস্টেম এনালিষ্ট, ইএমআইএস সেল, মাউশি অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা;
(প্রাটি মাউশি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশের অনুরোধসহা
১২। জেলা শিক্ষা অফিসার (সকল);
[পত্রের নির্দেশনা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক যথাযথ বাস্তবায়ন হচ্ছে কিনা তা নিশ্চিতকরণের অনুরোধসহ]
১৩। উপজেলা নির্বাহী অফিসার (সকল);
১৩। উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার (সকল);
[পত্রের নির্দেশনা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক যথাযথ বাস্তবায়ন হচ্ছে কিনা তা নিশ্চিতকরণের অনুরোধসহ]
১৪। পিএ টু মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা;
১৫। সংরক্ষণ নথি।
৬ষ্ঠ শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা পিডিএফ
৭ম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা পিডিএফ
