স্বাধীনতা দিবস, বিজয় দিবস কিংবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বক্তৃতা - Class 8 Bangla Chapter 2 Page 39 Solution
Class 8 Bangla Chapter 2 Page 39 Solution
প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের অষ্টম শ্রেণির বাংলা বইয়ের ৩৯ পৃষ্টার ২য় কাজ স্বাধীনতা দিবস, বিজয় দিবস কিংবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বক্তৃতা কিভাবে দিতে হয় তার একটি নমুনা শেয়ার করব।
বিজয় দিবস সম্পর্কে কিভাবে বক্তব্য প্রদান করবে তার একটি নমুনা তোমাদের শেয়ার করছি।
স্বাধীনতা দিবস, বিজয় দিবস কিংবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বক্তৃতা
বিজয় দিবস উপলক্ষে বক্তৃতা
আসসালামু আলাইকুম,
আমি আমার বক্তব্যের শুরুতেই সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ও মঞ্চের সম্মুখে উপবিষ্ট সুধী জন সবাইকে জানাই আবারো সালাম ও মহান বিজয় দিবসের প্রাণঢালা শুভেচ্ছা।
আজকের এই ১৬ ডিসেম্বর দিনটি আমাদের কাছে বাঙালি জাতির কাছে অবিস্মরণীয় এক ইতিহাস।
৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ৩০ লক্ষাধিক মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে আজকের এই ইতিহাস যা মহান বিজয় দিবস নামের পরিচিত। আজকের এই আমাদের মা বোনের সংরক্ষিত সম্ভ্রমের লুটপাটে এ বিজয়। আমরা সেই সব আলোকিত মানুষকে স্মরন করছি যাদের আলোর পরশে এসেছে মুক্তমনে বাঁচার অধিকার ।
প্রাণের মায়া ত্যাগে যারা দিলো এ বিজয় তাদের হাজারো সালাম। কত অন্তরায় কত বাধা পেরিয়ে এ বিজয় অর্জন। হাজারও দেশদ্রোহী জঞ্জালে উত্তপ্ত ছিলো এ মাটি। দেশের স্বার্থে যারা প্রাণ দিলো তারাই ছিলো জয়ের সারথী।
অবশেষে অনেক সম্মাণীয় ব্যক্তিবর্গের আত্মত্যাগ এবং বাঙালি জাতির মৃত্যু, আমার মা-বোনেদের লজ্জা হারানোর বিনিময়ে আমরা আজকের এই বিজয় পেতে সফল হয়েছি। তাই আমি লাখো-কোটি সালাম জানাই সেই সব শহীদদের যাদের বিনিময়ে আমরা রাঙালি জাতি এখন স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করতে পারছি।
আমি আর আমার কথা দীর্ঘায়িত করবো না। শুধু একটা কথাই বলবো যে আমরা যেন মা মাটির জন্য দেশের জন্য নিঃস্বার্থ ভাবে সব সময় কাজ করে যেতে পারি এবং লক্ষ লক্ষ শহীদদের মর্যাদা বজায় রাখতে পারি।
এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।