(PDF) (১০০০+) সাধারণ বিজ্ঞান প্রশ্ন ব্যাংক | (1000+) General Science Question Bank

(১০০০+) সাধারণ বিজ্ঞান প্রশ্ন ব্যাংক, (1000+) General Science Question Bank, সাধারণ বিজ্ঞান প্রশ্ন, General Science Question, বিজ্ঞান প্রশ্ন,
Follow Our Official Facebook Page For New Updates


Join our Telegram Channel!
কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাধারণ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সেয়ার করব। যা আপনাদের অনেক উপকারে আসবে। এখানে  জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান থেকে প্রশ্ন উত্তর রয়েছে। এই প্রশ্নগুলো  বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিতে আপনাদের খুবই সাহায্য করবে। এই প্রশ্নগুলো আমি  আপনাদের ১০ পর্বে সেয়ার করব। তো আজকে তার প্রথম পর্ব। 



বিজ্ঞান প্রশ্ন ব্যাংক

১। যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তাকে কি বলে ?- রেইন গেজ।

২। “এক্স রশ্মি ”কে আবিষ্কার করেন?- উইলহেলম কনরাড রন্টজেন।

৩। লুনার কস্টিক আসলে কি ?- সিল্ভার নাইট্রেট।

৪। গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে ?- ক্লোরোপ্লাস্টে।

৫। ব্রঙ্কাইটিস কিসের রোগ ?- শ্বাসনালীর রোগ।

৬। ব্যাঙের শীতঘুমকে কি বলে ?- হাইবারনেশান।

৭। কোন কোষ অঙ্গানুকে ক্লডের ডানা বলা হয় ?- রাইবোজোম।

৮। গতিশীল ট্রেনে বসে থাকা ব্যাক্তির কাছে ট্রেনের গতিবেগ কেমন মনে হবে? - স্থিরমনে হবে।

৯। কোন প্রাণীর গমন অঙ্গের নাম ফ্লিপার?- সামুদ্রিক কচ্ছপ।

১০। কোন বিজ্ঞানী রক্তের শ্রেনীবিভাগ করেন?- কার্ল ল্যান্ডস্টেইনার।

১১। কোন প্রকার উতসেচক রক্ততঞ্চনে সাহায্য করে?- থ্রম্বোকাইনেজ

১২। কোন গ্রন্থি থেকে গোনাডোট্রপিক হরমোন ক্ষরিত হয়?- পিটুইটারি গ্রন্থি।

১৩। জলের স্থায়ী ক্ষরতা কিসের সাহায্যে দূর করা হয় ?- জিওলাইট।

১৪। হাইগ্রোমিটারে কি পরিমাপ করা হয়?- বায়ুর আপেক্ষিক আদ্রতা।

১৫। ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লালারসে কি উৎসেচক থাকে ?- লাইসোজম।

১৬। কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয় ? - ভিটামিন A ও D

১৭। মৃত্যুর পর পেশি কঠিন হয়ে যাওয়ার কারন কি ?- এটিপি কমে যাওয়া

১৮। স্ত্রী দেহে স্তন গ্রন্থি কীসের প্রকৃত রুপান্তর? - ঘর্মগ্রন্থি বা সিবেসিয়াস গ্ল্যান্ড।

১৯। বেশি ভিটামিন নিলে শরীরে কি সমস্যা দেখা দেয় ?- মাথা ব্যাথা ও তন্দ্রাচ্ছন্নতা।

২০। মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি ? - এনামেল।

২১। নিষেকের পর কোষের ক্রোমোজোম সংখ্যা কত হয় ?- ২n

২২। পারনিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে ?- ভিটামিন বি ১২

২৩। কোন স্তন্যপায়ী প্রানীর দেহে লোম থাকে না ?- তিমি।

২৪। যেসব প্রানীদের রাত্রে মল খাওয়ার অভ্যাস আছে তাদের কি বলে? -কপ্রফ্যাগি

২৫। কোন কীটনাশকের ছোয়ায় পতঙ্গদের মৃত্যু ঘটতে পারে?- প্যারাথিয়ন

২৬। কোন অ্যাসিডের উপস্থিতির জন্য বৃষ্টির জল আম্রিক প্রকৃতির হয়?- নাইট্রিক অ্যাসিড ও নাইট্রাস  অ্যাসিড।

২৭। ধুমায়মাননাইট্রিক অ্যাসিডের রঙ কী?- বাদামি

২৮। নাইট্রিক অ্যাসিডকে অনেকদিন রেখে দিলে কেমন রঙ হবে?- হলুদ

২৯। লাফিং গ্যাস আসলে কী?- নাইট্রাস অক্সাইড।

৩০। ফোকাস দৈর্ঘ্য কাকে বলে?- লেন্সের আলোককেন্দ্র থেকে মুখ্য ফোকাস পর্যন্তদৈর্ঘ্যকে।

৩১। বিক্ষিপ্ত প্রতিফলনের বেলায় রশ্মির আপতন কোণ ও প্রতিফলন কোণ কেমন হয় ?- সমান হয়।

৩২। বর্ণালি কাকে বলে? - হুবর্ণী আলোর বিচ্ছুরণে উৎপন্ন একাধিক একবর্ণী আলোর পথকে বর্ণালি বলে।

৩৩। অশুদ্ধ বর্ণালি কাকে বলে - যে বর্ণালিত উপাদান বর্ণগুলি একে অন্যের ওপর পড়ায় তাদের স্পষ্টভাবে আলাদা করা যায় না তাকে অশুদ্ধ বর্ণালি বলে।

৩৪। আয়নায় আমাদের বাঁ হাতকে ডান হাত বলে মনে হয় কেন? - সমতল দর্পণে প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন ঘটে বলে।

৩৫। প্রতিবিম্ব কপ্রকারের ও কী কী?- এই দু-ধরণের সদবিম্ব ও অসদবিম্ব।

৩৬। সমতল দর্পণে রশ্মির আপতন কোণ 45 ডিগ্রী হলে প্রতিফলন কোণ ও চ্যুতি কোণ কত হবে? - প্রতিফলন কোণ 45 ডিগ্রী ও চ্যুতি কোণ 90 ডিগ্রী হবে।

৩৭। সমতল দর্পণের মাধ্যমে বস্তুর সদবিম্ব সৃষ্টি করতে পারা যায় কীভাবে – কোনো বস্তু থেকে আসা  এক গুচ্ছ অভিসারী রশ্মি দর্পণের ওপর আপতিত হলে প্রতিফলনের ওপর তারা বিন্দুতে মিলি হয়।ফলে চোখ বিন্দুতে বস্তুর সদবিম্ব দেখতে পায়

৩৮। আলোকের কোন প্রতিফলনের জন্য পুকুরের পাড়ে থাকা কোনো গাছের ছায়াআঁকাবাঁকা দেখায়?আলোকের বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য।

৩৯। বিচ্ছুরণ কাকে বলে?- প্রিজমের মতো। কোনো প্রতিসারক মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার ফলে বহুবর্ণী আলো বিশ্লিষ্ট হয়ে একাধিক একবর্ণী আলো উৎপন্ন হওয়াকে বিচ্ছুরণ বলে।

৪০। লেন্স কাকে বলে? - নির্দিষ্ট জ্যামিতিক আকৃতির দুটি মসৃণ তল দিয়ে আবদ্ধ হচ্ছে আলোকীয় মাধ্যমকে লেন্স বলে।

৪১। সাদা কপার সালফেটে জল মেশালে কোন রঙ হবে? -নীল।

৪২। কোন পরীক্ষার সাহায্যে নাইট্রিক অ্যাসিড ও নাইট্রেট লবণ সনাক্ত করা হয়? - বলয় পরীক্ষা

৪৩। পটাশিয়াম ফেরোসায়ানাইড কী?একধরণের জটিল লবণ।

৪৪। অক্সিজেন গ্যাস বায়ুর চেয়ে ভারি না হাল্কা?- সামান্য ভারি।

৪৫। অক্সিজেন অধাতুর সঙ্গে বিক্রিয়া করে কী অক্সাইড তৈরি করে - আম্লিক অক্সাইড।

৪৬। অক্সি-অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা কত - ৩০০০ সেন্টিগ্রেড।

৪৭। হাইড্রোজেনশব্দের অর্থ কী - জল উৎপাদক।

৪৮। হাইড্রোজেন গ্যাস উৎপাদনে কী ধরণের দস্তা ব্যবহার করা হয় - বাণিজ্যিক দস্তার ছিবড়া।

৪৯। অক্সি-হাইড্রোজেন শিখার উষ্ণতা কত? - ২০০০ডিগ্রি সেন্টিগ্রেড।

৫০। অন্তধৃতি কাকে বলে?- কোনো গ্যাস কোনো কঠিন পদার্থের মধ্যে শোষিত হলে তাকে অন্তধৃতি বলে।

৫১। কোনো বিক্রিয়ায় সদ্যমুক্ত হাইড্রোজেনকে কী বলে?- জয়মান হাইড্রোজেন।

৫২। অ্যামোনিয়া গ্যাস কোন বিজ্ঞানী প্রথম আবিষ্কার করেন? প্রিস্টলি, ১৭৭৪ সালে।

৫৩। মার্বেল পাথরের রাসায়নিক উপাদান কী? - ক্যালসিয়াম কার্বনেট

৫৪। বায়ুর চেয়ে কার্বন ডাই-অক্সাইড কতগুণ ভারি - প্রায় দেড়গুণ।

৫৫। ইলেক্ট্রোস্টিক প্রিসিপাইটেটরক কাজে লাগে - বাতাসে ভাসমান ধূলিকণাকে অধঃক্ষেপিত করতে।

৫৬। সবুজ উদ্ভিদ ও প্রাণীর সুষম অনুপাত কত?- ৯৯ : ১।

৫৭। গ্রিন হাউস এফেক্ট কী?- বায়ু মণ্ডলে কার্বন ডাই অক্সাইড, মিথেন প্রভৃতি গ্যাসের LTC পরিমাণ বাড়ার ফলে সূর্যরশ্মির মাধ্যমে উত্তপ্ত ভূ-পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপ-তরঙ্গ বায়ুমণ্ডল ভেদ করে মহাশূন্যে ফিরে যেতে না পারায় পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমশ বাড়ার প্রতিক্রিয়া।

৫৮। পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কী? - শিউলি।

৫৯। গাইগার কাউন্টার কী কাজে লাগে?- পদার্থের তেজস্ক্রিয়তা নিরূপণের কাজে।

৬০। কার্সিনোজেন কাকে বলে - ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে।

৬১। কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড কাকে বলে?- জলে জৈব ও অজৈব পদার্থ জারিত করতে         প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণকে।

৬২। সমুদ্রের গভীরতা মাপতে কোন যন্ত্র ব্যবহৃত হয়- ইকো সাউন্ডার।

৬৩। টাটকা ফল ৰা, মাছ সাধারণত কোন পদ্ধতিতে সংরক্ষিত করে প্যাকেট ফুড করা হয়?- শূন্যস্থান শুষ্ককরণ পদ্ধতিতে।

৬৪। তেজস্ক্রিয়তা মাপার একক কী?-কুরি।

৬৫। অগভীর মজে যাওয়া পুকুর ও গভীর পরিষ্কার জলের পুকুরের মধ্যে কোনটিতে B.O.D. কম হবে?পরিষ্কার জলের পুকুরের।

৬৬। রেড ডেটা বুক কী? বিলুপ্তপ্রায় উদ্ভিদগোষ্ঠীর নাম গোত্রের তালিকা।

৬৭। জৈব পদার্থ অবিকৃত অবস্থায় সংরক্ষণের উপায় কী?- ৫% ফর্মালডিহাইড দ্রবণেম ভিজিয়ে রাখা।

৬৮। বিজ্ঞানের কোন শাখার সঙ্গে ইকথিওলজি?- যুক্ত মাছ সম্পর্কিত।

৬৯। দ্বিপদ নামকরণের অর্থ কী- দুটি শব্দে কোনো জীবের বৈজ্ঞানিক নাম।

৭০। দ্বিপদ নামকরণের প্রবক্তা কে? - ক্যারোলাস লিনিয়াস।

৭১। হার্বেরিয়াম কী? - শুকনো উদ্ভিদের নমুনা সংরক্ষণকারী কেন্দ্র।

৭২। পশ্চিমবঙ্গের সংরক্ষণ তালিকাভুক্ত দুটি উদ্ভিদের নাম কী - সূর্যশিশির ও নয়নতারা।

৭৩। যে লেন্সের প্রান্তভাগ মধ্যভাগের তুলনায় স্ফীত তাকে কী বলে?- অবতল লেন্স।

৭৪। পশ্চিমবঙ্গের সংরক্ষণ তালিকাভুক্ত দুটি প্রাণীর নাম কী?- বাঘ ও ধনেশ পাখি।

৭৫। উত্তল লেন্সকে কেন অভিসারী লেন্স বলা হয়?- উত্তল লেন্সে সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হলে লেন্সের দুই তলে প্রতিসরণের পরে তা একটি অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয় বলে।

৭৬। মুখ্য বা প্রধান ফোকাস কাকে বলে?- উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল নির্দিষ্ট রঙের সরু রশ্মিগুচ্ছ উত্তল লেন্সে আপতিত হয়ে। প্রতিসরণের পর লেন্সের প্রধান অক্ষের ওপর যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে বলে লেন্সের মুখ্য ফোকাস।

৭৭। TYMV-র T অক্ষরের অর্থ কী?- Turnip.

৭৮। এন্ডপ্লাজমিক রেটিকিউলামের কাজ কী?- স্টেরয়েড হর্মোন সংশ্লেষণ করা।

৭৯। মানব দেহের ক্ষুদ্রতম গ্রন্থির ওজন কত?- ০.৫ গ্রাম।

৮০। স্বাধীনভাবে ভাসমান জলজ মূলবিহীন উদ্ভিদ কোনটি – Utricularia Sp

৮১। উৎসেচক (crunyone) নামকরণ করেন। কোন বিজ্ঞানী?- Wilhelm FriedrichKuhne

৮২। ভারতে Pinus এর কতগুলি প্রজাতি সম্পর্কে জানা যায় - ৬টি।

৮৩। জেনোটাইপ কথার প্রবর্তক কে ?- জোহানসেন।

৮৪। মানুষের প্রতিটি হাতে কতগুলি হাড় থাকে?- ৩০টি।।

৮৫। বাণিজ্যিক কাঠ কোন গোত্রভুক্ত উদ্ভিদ থেকে পাওয়া যায়?- সোলানেসি

৮৬। বাষ্পমোচন বিরোধী উপাদান গুলো কী?- অ্যাবসিসিক অ্যাসিড, ফিনাইল ও অ্যাসপিরিন।

৮৭। সোডিয়াম গ্লাইকোকোলেট কী -পিত্তলবণ।

৮৮। সালোকসংশ্লেষে ক্লোরোফিলের ভূমিকা কী?- সূর্যের আলো শোষণ করা ও আলোক রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিভাজিত করা।

৮৯। ক্যালসিটোনিনএর উৎপত্তিস্থল কোথায়?- অগ্ন্যাশয়ে

৯০। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে মূত্রের ph মান কত? - ৭.৩

৯১। অভিস্রবন প্রক্রিয়ায় দ্রাবক কোন অভিমুখে যায় – কম থেকে বেশি।

৯২। লিগামেন্ট কার মধ্যে সংযোগ সাধন করে- দুটি হাড়ের মধ্যে।

৯৩। কোনো প্রাণী কত বছর না পাওয়া গেলে তা বিলুপ্ত হিসাবে ধরা হয়- ৫০ বছর।

৯৪। কোনটি অমরানিঃসৃত হর্মোন - হিউম্যান কৌরিওনিক গোনাডোট্রপিন।

৯৫। তরুণাস্থির কোশ কোনটি?- কাসাই

১৬। কোন পতঙ্গ জলে ডিম পাড়ে?- ড্রাগন ফ্লাই।

৯৭। মানুষের সবচেয়ে মজবুত হাড় কোনটি - ফিমার।

৯৮। স্তন্যপায়ী প্রাণীদের কধরণের দাঁত থাকে?- ৪ ধরণের।

৯৯। পতঙ্গের দেহে কোন প্রোটিন পাওয়া যায়? - কাইটিন।

১০০। উদ্ভিদ কোশে কীসের পরিমাণ সবচেয়ে বেশি?- শর্করা


বিঃদ্রঃ যারা এই প্রশ্নগুলোর বইটি পিডিএপ পাইলে নিতে চান, তারা নিচের Click Here to Download Now বাটনে ক্লিক করে পুরো বইটি ডাউনলোড করে নিতে পারবেন।


নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন

Telegram Group Join Now
Our Facebook Page Join Now
Class 8 Facebook Study Group Join Now
Class 7 Facebook Study Group Join Now
Class 6 Facebook Study Group Join Now
Join our Telegram Channel!
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.