৪৪ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও সমাধান

Follow Our Official Facebook Page For New Updates


Join our Telegram Channel!

 ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

প্রশ্ন ও সমাধানর  (44th BCS Preliminary Exam Questions and Solutions)


৪৪ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও সমাধান
 ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

১. বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? > সুপ্রিমকোর্ট

২. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী? > পুণ্ড্র

৩. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কত মুক্তিযোদ্ধাকে ‘বীর বিক্রম' খেতাবে ভূষিত

করা হয়? > ১৭৫ জন 

৪. মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? > এ এইচ এম

কামরুজ্জামান 

৫. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? > মুর্শিদ কুলি খান

৬. UNESCO কত তারিখে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? > ১৭ নভেম্বর, ১৯৯৯

৭. বাংলাদেশের বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? > বঙ্গ

৮. কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল ‘বাঙ্গালা; নামে পরিচিত হয়ে ওঠে > মুসলিম

৯. চীনদেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করে? > ফা হিয়েন

১০. কোন নাগরিক মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানে কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন? > ১০২ 

 ৪৪ তম বিসিএস পরীক্ষা

১১. বাংলাদেশের সরকার পদ্ধতি- > এককেন্দ্রিক

১২. BSTI এর পূর্ণ অভিব্যক্তি কী? > Bangladesh Standards and Testing Institute

১৩. বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? > পূর্ববঙ্গ ও আসাম ১৪. 'তমদ্দুন মজলিশ' কে প্রতিষ্ঠা করেন? > আবুল কাশেম

১৫. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি' গানটি কে রচনা করেন? > আবদুল গাফফার চৌধুরী

১৬. কোন দেশে বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? > সিয়েরালিওন

১৭. বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা - > ৪৮

১৮. নিম্নের কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাদ বাণী পাঠিয়েছিলেন? > ধুমকেতু

১৯. বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? > ৪টি

২০. বাঙালির মুক্তির সনদ ‘ছয় দফা' কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল? > ২৩ ফেব্রুয়ারি ১৯৬৬

২১. ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জাতির পিতা কবে এই ঘোষণা দেন? > ৭ মার্চ, ১৯৭১

 ৪৪ তম বিসিএস পরীক্ষা

২২. বাংলাদেশে জুম চাষ কোথায় হয়? > বান্দরবান

২৩. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? > মৌলভীবাজার 

২৪. 'ধর্মীয় স্বাধীনতা' বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত? > অনুচ্ছেদ ৪১

২৫. বাংলাদেশে প্রথম আদমশুমারি (জনগণনা) কবে অনুষ্ঠিত হয়? > ১৯৭৪ সালে

২৬. বাংলাদেশে জিডিপি (GDP) তে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? > সেবা

২৭. ২০২০-২০২১ অর্থবছরে জিডিপি (GDP) প্রবৃদ্ধির হার কত? > ৬.৯৪%  [বর্তমানে ৭.২৫]

২৮. বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে? > ১ জুলাই, ২০১৫

২৯. বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ কী ধরনের স্যাটেলাইট হবে? > আর্থ-অবজারভেশন স্যাটেলাইট

৩০. বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বন্টন চুক্তি কখন শেষ হবে? > 2026 

৩১. মহান মুক্তিযুদ্ধ চলাকালীন 'কনসার্ট ফর বাংলাদেশ (Concert for Bangladesh)' কোথায় অনুষ্ঠিত হয়েছিল? > নিউইয়র্ক

৩২. বাংলাদেশের প্রেক্ষিতে পরিকল্পনার (Perspective Plan) সময়সীমা কত? > ২০২১-২০৪১

 ৪৪ তম বিসিএস পরীক্ষা

৩৩. বিগত কপ-২৬ কোন শহরে অনুষ্ঠিত হয়? > গ্লাসগো

৩৫. কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়? > ইউক্রেন

৩৬. গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় প্রথম কোন দেশে? > প্রাচীন গ্রিস

৩৭. কখন এবং কোথায় International Union for Conservation of Nature (IUCN) প্রতিষ্ঠিত হয়? > ১৯৪৮, ফ্রান্স

৩৮. ‘নেকড়ে যোদ্ধা কূটনীতি' কোন দেশের সাথে সংশ্লিষ্ট? > চীন 

৩৯. নিচের কেন দেশটি ASEAN জোটভুক্ত নয়? > হংকং

৪০. নিচের কোন দেশটি ডি-৮ এর সদস্য নয়? > জর্ডান 

৪১. World Economic Forum এর বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?

> দাভোস

 ৪৪ তম বিসিএস পরীক্ষা

৪২. তাসখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়? > পাকিস্তান ও ভারত 

৪৩. প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়? > সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার

৪৪. কোন দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ডেভিড (Camp David) চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরাইলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে? > জর্ডান ও মিশর

৪৫. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য? > ২ বছর

৪৬. আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন? > নয় বছর ৪৭. ২০২২ সালে কোন দেশ জাতিসংঘের শান্তিস্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়? > বাংলাদেশ

৪৮. কোন দেশ থেকে ‘আরব বসন্ত' এর সূচনা হয়? > তিউনিশিয়া 

৪৯. কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে? > ২০১৪

৫০. কোন দেশটি ভেনিজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়? > বলিভিয়া 

৫১. নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র? > তিতাস

৫২. বাংলাদেশে জি-কে প্রকল্প একটি > সেচ প্রকল্প

৫৩. COP-26 এ COP মানে কী? > কনফারেন্স অব দ্য পার্টিস

 ৪৪ তম বিসিএস পরীক্ষা

৫৪. বাংলাদেশের ব্লু ইকোনমিক চ্যালেঞ্জ নয় কোনটি? > ঘন ঘন বন্যা 

৫৫. ডাউকি ফন্ট বরাবর একটি প্রচন্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে? > ব্রহ্মপুত্র নদী

৫৬. বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় > বড়পুকুরিয়া, দিনাজপুর 

৫৭. কোন ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভবনা রয়েছে? > পাললিক শিলা

৫৮. নিচের কোন দুর্যোগের কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব নয়? > ভূমিকম্প 

৫৯. দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি বেশি ব্যয়বহৃল? > প্রশমন

৬০. কোনটি নবায়নযোগ্য সম্পদ > বায়ু

৬১. ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল- > চিন্তাবিপ্লব

৬২. ‘চন্ডীমঙ্গল' কাব্যের উপাস্য 'চন্ডী' কার স্ত্রী? > শিব 

৬৩. ‘শ্রীকৃষ্ণকীর্তন কাব্য' কোথা থেকে উদ্ধার করা হয়েছিল? > গোয়ালঘর থেকে

৬৪. বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন? > মৈথিলি

 ৪৪ তম বিসিএস পরীক্ষা

৬৫. ‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে'। এই মনোবাঞ্জাটি কার? > ইশ্বরী পাটনীর 

৬৬. নিচের কোন ব্যক্তি 'বুদ্ধির মুক্তি' আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না? > এস ওয়াজেদ আলি 

৬৭. নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদার নৈতিক ঐতিহ্য ভাবনার ধারক? > অগ্নিবীণা

৬৮. নিচের কোনটি উপন্যাস নয়? > কবিতার কথা

৬৯. 'বাঙালী ও বাঙলা সাহিত্য' গ্রন্থ কে রচনা করেছেন? > আহমদ শরীফ

৭০. ‘মনোরমা' বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? > মৃণালিনী 

৭১. 'অভীক' রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক? > রবিবার

৭২. 'সকলের তরে সকলে আমরা/ প্রত্যেকে আমরা পরের তরে।' কার রচিতপঙক্তি? > কামিনী রায়

৭৩. 'খোকা' ও রঞ্জু' মাহমুদুল হকের কোন উপন্যাসের চরিত্র? > জীবন আমার বোন

৭৪. সৈয়দ ওয়ালীউলাহর লেখা নাটক কোনটি? > বহিপীর 

৭৫. মীর মশাররফ হোসেনের 'বিষাদসিন্ধু' একটি- > উপন্যাস

৭৬. 'চাঁদের অমাবস্য' উপন্যাসের যুবক শিক্ষকের নাম- > আরেফ আলী

৭৭. ‘মরণ রে তুঁহু মম শ্যাম সমান।' পঙক্তিটির রচয়িতা - > রবীন্দ্রনাথ ঠাকুর 

 ৪৪ তম বিসিএস পরীক্ষা

৭৮. ‘আনোয়ারা ' উপন্যাসের রচয়িতার নাম-> নজিবর রহমান

৭৯. নিচের কোনটি বিশ শতকের পত্রিকা? > শনিবারের চিঠি 

৮০. ‘ব্যক্ত প্রেম' ও গুপ্ত প্রেম; কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? > মানসী

নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন

Telegram Group Join Now
Our Facebook Page Join Now
Class 8 Facebook Study Group Join Now
Class 7 Facebook Study Group Join Now
Class 6 Facebook Study Group Join Now
Join our Telegram Channel!
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.