ইবতেদায়ী তৃতীয় শ্রেণির বাংলা সাজেশন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা

ইবতেদায়ী তৃতীয় শ্রেণির বাংলা সাজেশন, ইবতেদায়ী তৃতীয় শ্রেণির বাংলা সাজেশন বার্ষিক পরীক্ষা ২০২২, বাংলা ও ব্যাকরণ, ইবতেদায়ী তৃতীয় শ্রেণি
Follow Our Official Facebook Page For New Updates


Join our Telegram Channel!

ইবতেদায়ী তৃতীয় শ্রেণির বাংলা সাজেশন বার্ষিক পরীক্ষা ২০২২


তৃতীয় শ্রেণির বাংলা সাজেশন


 জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা

বার্ষিক পরীক্ষার সাজেশন -২০২২ ইং

ইবতেদায়ী তৃতীয় শ্রেণি, বিষয় : বাংলা ও ব্যাকরণ

সময় : ২ ঘণ্টা, পূর্ণমান : ১০০


১। শব্দার্থ লিখ (১০টি)

পূর্বদেশ = পূর্ব দিকে আছে এমন দেশ।

প্রিয় = পছন্দ করা হয় এমন।

আপন = নিজ

কবি = যিনি কবিতা লেখেন

বীর = সাহসী

স্বাধীন = মুক্ত

জন = সাধানণ মানুষ

সেথা = সেখানে

পাঠশালা = বিদ্যালয়

কিরণ = আলো

আত্মীয় = আপনজন

আদর্শ = অনুসরণীয় 

কবে = কখন

বল = শক্তি

তেজ = জোর

পণ = শপথ

চেতনা = বোধ

কল্যাণ। = মঙ্গল

তৃতীয় শ্রেণির বাংলা সাজেশন

২। কবির নামসহ কবিতার প্রথম ৮ লাইন মুখস্থ লিখ : ১০

ক) আমাদের গ্রাম।

আমাদের গ্রাম।

বন্দে আলী মিঞা


আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর

থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। 

পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই

একসাথে খেলি আর পাঠশালে যাই। 

হিংসা ও মারামারি কভু নাহি করি, 

পিতা-মাতা গুরুজনে সদা মোরা ডরি৷ 

আমাদের ছোট গ্রাম মায়ের সমান, 

আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ।


খ) আমাদের এই বাংলাদেশ।

আমাদের এই বাংলাদেশ

সৈয়দ শামসুল হক


সূর্য ওঠার পূর্বদেশ

বাংলাদেশ!

আমার প্রিয় আপন দেশ

বাংলাদেশ!

আমাদের এই বাংলাদেশ!


কবির দেশ বীরের দেশ

আমার দেশ স্বাধীন দেশ 

বাংলাদেশ!


গ) আদর্শ ছেলে।

আদর্শ ছেলে 

কুসুমকুমারী দাশ


আমাদের দেশে হবে সেই ছেলে কবে 

কথায় না বড় হয়ে কাজে বড় হবে? 

মুখে হাসি, বুকে বল তেজে ভরা মন 

‘মানুষ হইতে হবে’- এই তার পণ, 

বিপদ আসিলে কাছে হও আগুয়ান, 

নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ? 

হাত, পা সবারি আছে মিছে কেন ভয়, 

চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়?


৩। প্রশ্নোত্তর লিখ:

সমাধান:

প্রশ্নঃ কে মাতৃভাষা শেখালেন?

উত্তর: মা মাতৃভাষা শেখালেন ।

প্রশ্নঃ মায়ের ভাষাকে মিষ্টি বলা হয়েছে কেন ?

উত্তর: এ ভাষায় মন খুলে কথা বলা যায়। এই ভাষাতেই মনের ভাব প্রকাশ করা যায়। তাই

এ ভাষাকে মিষ্টি বলা হয়েছে।

প্রশ্নঃ গ্রামের ঘরগুলো দেখতে কেমন ? 

উত্তর: গ্রামের ঘরগুলো দেখতে সুন্দর ও ছোট ছোট।

প্রশ্নঃ আমাদের শিশুরা কিসে বড় হবে?

উত্তর: আমাদের দেশের শিশুরা কথায় বড় না হয়ে কাজে বড় হবে।

প্রশ্নঃ আমাদের শিশুরা কী পণ করবে?

উত্তর : আমাদের শিশুরা প্রকৃত মানুষ হওয়ার পণ করবে।

প্রশ্নঃ বিপদ এলে শিশুরা কী করবে?

উত্তর: বিপদ এলে শিশুরা পিছপা না হয়ে দৃপ্ত পদক্ষেপে সামনে এগিয়ে যাবে ।

প্রশ্নঃ কেমন করে দেশের কল্যাণ হবে? 

উত্তর: কাজে বড় হয়ে, বিপদকে জয় করে, জ্ঞানার্জনের মাধ্যমে মানুষের মতো মানুষ হয়ে প্রাণপণে পরিশ্রম করলেই দেশের কল্যাণ সাধিত হবে ।

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা এঁকেছেন কে?

উত্তর: শিল্পী কামরুল হাসান বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা এঁকেছেন ।

প্রশ্নঃ চাঁদপুর কেন বিখ্যাত?

উত্তর: চাঁদপুর ইলিশ মাছ ও নদীবন্দরের জন্য বিখ্যাত

প্রশ্নঃ স্টিমারের পিছনে ঝাঁক বেঁধে উড়ে কোন পাখি? 

উত্তর: স্টিমারের পিছনে ঝাঁক বেঁধে গাঙচিল উড়ে।

প্রশ্নঃ কখন হযরত আবু বকর (রা) সমস্ত সম্পদ দান করেন? 

উত্তর: তাবুক যুদ্ধে হযরত আবু বকর (রা) তাঁর সমস্ত সম্পদ দান করেন।

প্রশ্নঃ মৃত্যুর পূর্বে তিনি মেয়ে আয়শা (রা) কে কী বলেছিলেন? 

উত্তর: মৃত্যুর পূর্বে হযরত আবু বকর (রা) তাঁর মেয়ে আয়েশা (রা)-কে বলেছিলেন- মা আয়েশা, আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে। 
আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফা হযরত উমর (রা)-এর নিকট পৌঁছে দিও। কোনো অবস্থাতেই ভুল করবে না।

তৃতীয় শ্রেণির বাংলা সাজেশন


৪। শূন্যস্থান পূরণ কর: (৫টি)

সমাধান:

ক) সৈয়দ শামসুল হক একজন ....... (কবি)

খ) সূর্য ওঠে .........। (পূর্বদেশে)

গ) আমরা ....... দেশের মানুষ।   (স্বাধীন)

ঘ) আমরা সবাই .........  কাজ করি। (আপন)

ঙ) বাংলাদেশ অনেক ....... জন্মভুমি। (বীরের)

চ) ছুটিতে আমরা ..........  স্বজনের বাড়িতে বেড়াতে যাই।  (আত্মীয়)

ছ) সেকালে শিশুদের পড়ার জন্য ........  ছিল।  (পাঠশালা)

জ) থাকি ..........  সবে মিলে নাহি কেহ পর ৷  (সেথা)

ঝ) এ ............. কাজ করতে নেই। (হেন)

ট) চাঁদের .........  চারদিক আলোকিত । (কিরণে)

ঠ) ........... শত্রু-মিত্র সবাইকে ক্ষমা করতেন। (হযরত মুহাম্মদ (স)

ড) আমরা মহানবি (স) এর.......... অনুসরণ করে চলব।  (আদর্শ)

ঢ) মহানবি (স) এর প্রিয় .......... ছিলেন আবু বকর (রা)।   (সাহাবি)

ণ) বংশসূত্রে সম্পর্কিত কয়েকটি পরিবারকে একত্রে ......... বলে । (গোত্র)

ত) তিনি একজন ......... প্রাণের মানুষ ছিলেন।   (মহৎ)

থ) হযরত আয়শা (রা) ............ গুণের অধিকারী ছিলেন।  (অসাধারণ)

দ) মহানবি (স) ৪০ বছর বয়সে .......... লাভ করেন।   (নবুয়ত)

ধ) মহানবি (স) বলেছিলেন ......... মুক্তি দেওয়া সওয়াবের কাজ। (ক্রীতদাস)


৫। সঠিক উত্তর দাও। ৫টি 

সমাধান:

ক) বাংলাদেশ কতোশত নদীর দেশ ?

১. এগারো  ২. বারো

৩. তেরো   ৪. চৌদ্দ

খ) জনের ভাষা বলতে কবি কোনটিকে বুঝিয়েছেন?

১. মিষ্টি বাংলা ভাষা   ২. মায়ের মুখের ভাষা

৩. সাধারণ মানুষের ভাষা  ৪. মানুষের মনের ভাষা

গ) বাংলা কাদের মাতৃভাষা?

১. দেশবাসীর  ২. মায়ের

৩. কবির  ৪. বাঙালির

ঘ) পাড়ার সকল ছেলে একসঙ্গে কী করে?

১. মাছ ধরে  ২. বাজারে যায়

৩. বেড়াতে যায়  ৪. খেলাধুলা করে

ঙ) সকালে সোনার রবি কোন দিকে ওঠে?

১. পশ্চিম  ২. উত্তর

৩. পূব  ৪. দক্ষিণ

চ) গ্রামকে মায়ের সমান বলা হয়েছে কেন ?

১. সবাই মিলেমিশে থাকে  ২. সবাইকে মায়া মমতা দেয়

৩. সব গাছ আত্মীয়ের মতো  ৪. সবকিছু মিলে গ্রামটি সুন্দর

ছ) প্রকৃত বড় কে?

১. যে অনেক ধনসম্পদের মালিক ২. লোকে যারে ছোট বলে

৩. যে ধনসম্পদ চায় না  ৪. যার বড় গুণ আছে

জ) সত্যিকারের বড় হতে হলে কী গুণ থাকা দরকার?

১. নিজেকে ছোট করে দেখা  ২. সব কাজে নিজেকে প্রকাশ করা

৩. অন্যকে তুচ্ছ জ্ঞান করা   ৪. শক্তি ও ক্ষমতা প্রকাশ করা

ঝ) খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা কে ছিলেন?

১. হযরত আলী (রা) ২. হযরত আবু বকর (রা)

৩. হযরত উমর (রা) ৪. হযরত উসমান (রা)

ঞ) হযরত আবু বকর (রা) তাবুক যুদ্ধের সময় মহানবি (স) কে কী দান করেছিলেন?

১. একটি উট  ২. একজন ক্রীতদাস

৪. ব্যবসার অর্থ ৩. সমস্ত সম্পদ

ট) মহানবি (স) কেন মদিনায় হিজরত করেছিলেন?

১. রাজকোষের সম্পদ ভোগ করতে ২. আল্লাহর আদেশ পালন করতে

৩. ব্যবসায় দেখাশোনা করার জন্য  ৪. ক্রীতদাসদের মুক্ত করার জন্য

তৃতীয় শ্রেণির বাংলা সাজেশন


৪। শূন্যস্থান পূরণ কর: (৫টি) 

সমাধান:

গ্রীষ্ম = এখন গ্রীষ্মকাল

বনভোজন = আমরা কাল বনভোজনে গিয়েছিলাম

ঝাঁকে = ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে।

ছড়া = মা আমাকে ছড়া শিখিয়েছেন

শৈশব = আমার শৈশব কেটেছে মামার বাড়িতে।

কল্যাণ = আমরা দেশের কল্যাণ করতে চাই।

আদর্শ = আমাদের আদর্শ মানুষ হতে হবে।

হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম = হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 

আমাদের শেষ নবি।

নকশা = কামরুল হাসান বাংলাদেশের জাতীয় পতাকার নকশা তৈরি করেন।

গোধুলি = গোধূলি বেলায় আকাশ নানা রঙ ধারণ করে।

চাল = ঘুড়ি উড়াতে নানা চাল খাটাতে হয়।

হোচট = সাবধান! ভাংগা রাস্তায় হোঁচট খেয়ে পড়বে

শস্য =  মাঠে শস্য ফলে।

সংসার = সংসার সুখি হয় রমণীর গুণে।

সাহাবি = আবু বকর (রা) আমাদের নবির সাহাবি ছিলেন।


৭। লিঙ্গান্তর কর : (৫টি) খোকা, দাদী, কিশোর, বুড়া, মামা, নানা, দাদা, ছাত্র, শিক্ষক, আব্বা, পুত্র, ভাই, স্বামী, ফুফা, লেখক।

সমাধান:

পুংলিঙ্গ ........................... স্ত্রীলিঙ্গ

খোকা ...........................  খুকি

দাদা .......................... দাদী

কিশোর ......................... কিশোরী

বুড়া .......................... বুড়ি

মামা ..........................মামি

নানা .......................... নানি

দাদা .......................... দাদি

ছাত্র .......................... ছাত্রী

শিক্ষক .......................... শিক্ষিকা

আব্বা .......................... আম্মা

পুত্র .......................... কন্যা

ভাই .......................... বোন

স্বামী .......................... স্ত্রী

ফুফা .......................... ফুফু

লেখক .......................... লেখিকা


৮। প্রশ্নের উত্তর দাও : (২টি) 

ক) এক কথায় প্রকাশ বা বাক্য-সংকোচন কাকে বলে?

উত্তর: একাধিক পদকে সংক্ষেপ করে এক পদে পরিণত করাকে বাক্য-সংকোচন বলে। একে ‘এক কথায় প্রকাশ'ও বলা হয়।

খ) বিপরীত শব্দ কাকে বলে? উদাহরণ দাও ।

উত্তর: যে শব্দ অন্য শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে তাকে বিপরীত বা বিপরীতার্থক শব্দ বলে।

গ) সমার্থক শব্দ কাকে বলে?

উত্তর: বিভিন্ন শব্দের একই অর্থ বোঝালে তাকে সমার্থক শব্দ বলে।


৯। দরখাস্ত/চিঠি লিখ: (১টি)

ক) অনুপস্থিতির জন্য ছুটি চেয়ে মাদরাসা প্রধানের কাছে দরখাস্ত লেখ


৭ই সেপ্টেম্বর, ২০২২

বরাবর

অধ্যক্ষ

জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা

বিষয়: অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমার জ্বর হওয়ায় গতকাল ৬ই সেপ্টেম্বর, ২০২২ আমি মাদরাসায় হাজির হতে পারিনি। 

অতএব, এই এক দিনের ছুটি মঞ্জুর করে আমাকে বাধিত করবেন।

নিবেদক

ইমতিয়াজ হাসান

তৃতীয় শ্রেণি, 

রোল নং– 


খ) মিলাদ মাহফিলের দাওয়াতনামা


১০ই মে, ২০২২

জনাব,

আসালামু আলাইকুম।

আসছে ১৭ই মে, ২০২২ রবিবার বিকাল ৪টায় আমাদের মাদরাসায় এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত মিলাদ মাহফিলে হাজির হয়ে আমাদের উদ্যোগকে সফল করার জন্য আপনার সার্বিক সহযোগিতা কামনা করছি।

আরজ গুজার

মুনতাসির আলম

আতুরার ডিপু, চট্টগ্রাম।


গ) বার্ষিক পরীক্ষার ফলাফল জানিয়ে পিতার কাছে একটি পত্র লেখ। 

বিসমিল্লাহির রাহমানির রাহিম 

জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা

৪ঠা জানুয়ারি, ২০২২ 

শ্রদ্ধেয় আব্বাজান,

আমার সালাম নেবেন। আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। গতকাল আমাদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আপনাদের দোয়ায় ও আল্লাহর মেহেরবানিতে আমি প্রথম স্থান
 অধিকার করে তৃতীয় শ্রেণিতে উত্তীর্ণ হয়েছি। আমার জন্য দোয়া করবেন। 

ইতি

আপনার স্নেহের পুত্র 

মুনতাসির আলম

তৃতীয় শ্রেণির বাংলা সাজেশন


১০। অনুচ্ছেদ লিখ : (১টি)

ক) চরিত্র

চরিত্র


ভূমিকা: চরিত্র মানুষের অমূল্য সম্পদ। চরিত্রবলে মানুষ স্রষ্টার প্রিয় হতে পারে। যিনি কখনো অন্যায় ও অসত্যের পথে চলেন না তিনিই চরিত্রবান্। যিনি চরিত্রবান তিনিই সৎ। তিনিই মহান। তিনিই পুণ্যবান। 

বর্ণনা: চরিত্রবান ব্যক্তি সমাজের আদর্শ। চরিত্রের প্রভাবে মানুষ সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারে। চরিত্রবান ব্যক্তিকে সবাই বিশ্বাস করে এবং যথেষ্ট সম্মান করো। 
চরিত্রহীন লোক পশুর চেয়েও অধম। বাল্যকালে চরিত্র গঠিত না হলে চরিত্রবান হওয়া যায় না। শিশুর চরিত্র রিত্র গঠনে সুশিক্ষা ও নিয়মিত সদুপদেশের প্রয়োজন।

শিশুর সংকল্প: শিশু বড় হলে তার চরিত্র গঠনে সবারই মনোযোগী হওয়া উচিত। ‘আমি ভালো হব'-এ দৃঢ় ইচ্ছা সব সময় শিশুর অন্তরে জাগিয়ে রাখা উচিত।

উপসংহার: চরিত্রহীন ব্যক্তি পশুর সমান। সে ধনী হতে পারে, বিদ্বান হতে পারে; কিন্তু চরিত্রের অভাবে সে কারও নিকট সম্মান পায় না) চরিত্রবান না হলে কেউই প্রকৃত মানুষ হতে পারে না। 
এ পৃথিবীর মহাপুরুষগণ সবাই চরিত্রবান ছিলেন। তাই জীবনে সুখ-শান্তি লাভ করতে হলে সবাইকে চরিত্রবান হতে হবে।


খ) মাতা-পিতার প্রতি কর্তব্য

মাতাপিতার প্রতি কর্তব্য


ভূমিকা : মাতাপিতা আপনজনদের মধ্যে শ্রেষ্ঠ। মাতাপিতার স্থান হলো সবার ঊর্ধ্বে। মহানবি (স) বলেছেন, 'মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।'

মাতাপিতার অবদান: পিতামাতা অতি যত্নে সন্তান লালনপালন করেন। কোনো সন্তানের পক্ষেই তাদের ঋণ পরিশোধ করা সম্ভব নয়) একজন শিশু যখন পৃথিবীতে বড় অসহায় থাকে তখন মাতাপিতা
 তাদের সুখ, আহার, নিদ্রা ভুলে সন্তানের সেবা করেন। সুতরাং তাদের অবদান অশেষ।

সন্তানের কর্তব্য: মাতাপিতাকে সম্মান ও শ্রদ্ধা করতে হবে। তাদের আদেশ-নিষেধ সব সময় মেনে চলতে হবে। পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। অসুখ-বিসুখে তাদের সেবা করতে হবে।
পড়াশোনার পাশাপাশি তাদের কাজে সাহায্য করতে হবে। বৃদ্ধ বয়সে তাদেরকে ভালোভাবে দেখাশোনা করতে হবে। 

উপসংহার: প্রত্যেককেই নিজের ভালো গুণাবলি দিয়ে পিতামাতাকে মুগ্ধ করতে হবে। সব সময় তাদের প্রতি যত্নশীল হতে হবে। তবেই পারিবারিক জীবন সুন্দর ও সার্থক হয়ে উঠবে।


তৃতীয় শ্রেণির বাংলা সাজেশন

,তৃতীয় শ্রেণির বাংলা সাজেশন
 ,তৃতীয় শ্রেণির বাংলা সাজেশন
 ,তৃতীয় শ্রেণির বাংলা সাজেশন
তৃতীয় শ্রেণির বাংলা সাজেশন


নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন

Telegram Group Join Now
Our Facebook Page Join Now
Class 8 Facebook Study Group Join Now
Class 7 Facebook Study Group Join Now
Class 6 Facebook Study Group Join Now
Join our Telegram Channel!
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.