ফেইসবুকে আমাদের সকল আপডেট পেতে Follow বাটনে ক্লিক করুন।
ইবতেদায়ী তৃতীয় শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাজেশন বার্ষিক পরীক্ষা- ২০২২ (উত্তরপত্রসহ)

জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা
বার্ষিক পরীক্ষার সাজেশন্স- ২০২২ ইং
ইবতেদায়ী তৃতীয় শ্রেণি, বিষয়: বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট, পূর্ণমান : ৫০
বার্ষিক পরীক্ষার সাজেশন্স- ২০২২ ইং
ইবতেদায়ী তৃতীয় শ্রেণি, বিষয়: বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট, পূর্ণমান : ৫০
১। সঠিক উত্তরে ঠিক চিহ্ন দাও:
ক) বায়ু দূষণে- মানুষ প্রশান্তি পায়/নানা রোগ সৃষ্টি হয়।খ) মাটি দূষণে ফসল ভালো হয় / পরিবেশ বিনষ্ট হয়।
গ) পৃথিবীর কত ভাগ স্থল- চার ভাগের একভাগ/পাঁচ
গ) পৃথিবীর কত ভাগ পানি- চার ভাগের তিনভাগ/পাঁচ
ঘ) মহাদেশের সংখ্যা - ১৫টি / ৭টি।
ঙ) বাংলাদেশের কোন মহাদেশে অবস্থিত- ইউরোপ/এশিয়া।
চ) আয়তনে সবচেয়ে বড় বিভাগ - ঢাকা/চট্টগ্রাম।
ছ) অর্থকরী ফসল হল- শাক-সবজি/পাট ও চা।
জ) সুন্দর বনের পৃথিবী বিখ্যাত পশু - বানর/রয়েল বেঙ্গল টাইগার।
ঝ) বিজয় দিবন হল- ৭ মার্চ/১৬ ডিসেম্বর।
ঞ) জনসংখ্যার তুলনায় পৃথিবীতে বাংলাদেশের অবস্থান - ১০ম / ৮ম।
উত্তর: ক) নানা রোগ সৃষ্টি হয় খ) পরিবেশ বিনষ্ট হয় গ) চার ভাগের একভাগ গ) চার ভাগের তিনভাগ ঘ) ৭টি। ঙ) এশিয়া চ) চট্টগ্রাম ছ) পাট ও চা জ) রয়েল বেঙ্গল টাইগার ঝ) ১৬ ডিসেম্বর ঞ) ৮ম
২। শূন্যস্থান পূরণ কর :
ক) শব্দ দূষণ আমাদের ............ করে এবং ......... সৃষ্টি করে।খ) পৃথিবী ......... একটি গ্রহ।
গ) পৃথিবীর ........... ভাগের .......... ভাগ স্থল ভাগ।
ঘ) বাংলাদেশের আয়তন ............ বর্গকিলোমিটার।
ঙ) বাংলা ভাষা রাষ্ট্রভাষার দাবীতে পুলিশের গুলিতে ........ শহীদ হন।
চ) বাংলা নববর্ষের প্রথম দিন ...........।
ছ) ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা .............।
জ) ছোট পরিবারে ........... মেঠানো সম্ভব হয়।
ঝ) দেশের মানুষ বৃদ্ধি পেলে তাকে ......... বলে।
ঞ) মানুষের ......... কঠিন হয়।
উত্তর: ক) ক্লান্ত, বিরক্তির খ) সৌরজগতের গ) চার, এক ঘ)১,৪৭,৫৭০ ঙ) ছাত্রসহ সাধারণ মানুষ চ) পহেলা বৈশাখ ছ) ১৪,৯৭,৭২,৩৬৪ জ) সব প্রয়োজন ঝ) জনসংখ্যার বিস্ফোরণ ঞ) যাতায়াত
তৃতীয় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সাজেশন
৩। ডান দিকের অংশের সাথে বাম দিকের অংশ মিল কর :
ডান | বাম |
---|---|
ক) পানি দূষণে | ক) অস্ট্রেলিয়া। |
খ) ছোট মহাদেশ হল | খ) রোগ জীবাণু ছড়ায়। |
গ) সুস্থ পরিবেশ | গ) মহাসাগর। |
ঘ) বিশাল জলরাশিকে বলা হয় | ঘ) মানুষ ও অন্যান্য প্রাণীর জীবন সুন্দর করে |
ঙ) মহাদেশে রয়েছে | ঙ) সবুজ শ্যামল। |
চ) আমাদের দেশ | চ) বিভিন্ন দেশ। |
ছ) ঢাকা শহর গড়ে উঠে | ছ) উর্বর হয়। |
জ) পলিমাটিতে ভূমি | জ) চারশ বছর পূর্বে। |
ঝ) সুন্দরবন অবস্থিত | ঝ) স্বাধীনতা দিবস। |
ঞ) ২৬ মার্চ হল | ঞ) বাংলাদেশের দক্ষিণে খুলনা বিভাগে। |
উত্তর: ক) পানি দূষণে রোগ জীবাণু ছড়ায়। খ) ছোট মহাদেশ হল অস্ট্রেলিয়া। গ) সুস্থ পরিবেশ মানুষ ও অন্যান্য প্রাণীর জীবন সুন্দর করে] ঘ) বিশাল জলরাশিকে বলা হয় মহাসাগর। ঙ) মহাদেশে রয়েছে বিভিন্ন দেশ। চ) আমাদের দেশ সবুজ শ্যামল। ছ) ঢাকা শহর গড়ে উঠে চারশ বছর পূর্বে। জ) পলিমাটিতে ভূমি উর্বর হয়।
ঝ) সুন্দরবন অবস্থিত বাংলাদেশের দক্ষিণে খুলনা বিভাগে। ঞ) ২৬ মার্চ হল স্বাধীনতা দিবস।
তৃতীয় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সাজেশন
৩। প্রশ্নের উত্তর দাও :
ক) পরিবেশ দূষনে মানুষের কী কী ক্ষতি হয়?
উত্তর: পরিবেশ দূষনের কারণে মানুষের ডায়েরিয়া, জন্ডিস, ফুসফুসে সমস্যাসহ নানা রকম রোগ সৃষ্টি হয়।
খ) কি ধরণের স্থল নিয়ে পৃথিবী গঠিত?
উত্তর: সমভূমি, মালভূমি, পাহাড়, পর্বত, মরুভূমি ইত্যাদি স্থল নিয়ে পৃথিবী গঠিত।
গ) পৃথিবী দেখতে কী রকম?
উত্তর: পৃথিবীতে দেখতে গোলাকার।
ঘ) বাংলাদেশের বিভাগীয় শহর কয়টি ও কি কি?
উত্তর: বাংলাদেশের বিভাগীয় শহর ৮টি। সেগুলো হলো- ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ।
ঙ) বাংলাদেশের খনিজ সম্পদ কি কি?
উত্তর: বাংলাদেশের খনিজ সম্পদ গুলো হলো- প্রাকৃতিক গ্যাস, কয়লা, চুনাপাথর, সিলিকা, চিনামাটি, কঠিন শিলা ইত্যাদি।
চ) কত সালে ৬ দফা পেশ করা হয়?
উত্তর: ১৯৬৬ সালে ৬ দফা পেশ করা হয়।
ছ) রাষ্ট্র ভাষা বাংলার জন্য কখন আন্দোলন হয়েছিল?
উত্তর: ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী।
জ) পহেলা বৈশাখে হিসাবের জন্য ব্যবসায়ীরা কি খোলেন?
উত্তর: পহেলা বৈশাখে হিসাবের জন্য ব্যবসায়ীরা নতুন খাতা খোলেন।
ঝ) ধান কাটার সময় কৃষকের ঘরে ঘরে কী উৎসব হয়?
উত্তর: ধান কাটার সময় কৃষকের ঘরে ঘরে নবান্ন উৎসব হয়।
ঞ) অধিক জনসংখ্যার কারণে কি কি সমস্যা দেখা দেয়?
উত্তর: অধিক জনসংখ্যার কারণে পরিবেশ দূষিত হয় ও বাসস্থানের সমস্যা হয়।
উত্তর: পরিবেশ দূষনের কারণে মানুষের ডায়েরিয়া, জন্ডিস, ফুসফুসে সমস্যাসহ নানা রকম রোগ সৃষ্টি হয়।
খ) কি ধরণের স্থল নিয়ে পৃথিবী গঠিত?
উত্তর: সমভূমি, মালভূমি, পাহাড়, পর্বত, মরুভূমি ইত্যাদি স্থল নিয়ে পৃথিবী গঠিত।
গ) পৃথিবী দেখতে কী রকম?
উত্তর: পৃথিবীতে দেখতে গোলাকার।
ঘ) বাংলাদেশের বিভাগীয় শহর কয়টি ও কি কি?
উত্তর: বাংলাদেশের বিভাগীয় শহর ৮টি। সেগুলো হলো- ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ।
ঙ) বাংলাদেশের খনিজ সম্পদ কি কি?
উত্তর: বাংলাদেশের খনিজ সম্পদ গুলো হলো- প্রাকৃতিক গ্যাস, কয়লা, চুনাপাথর, সিলিকা, চিনামাটি, কঠিন শিলা ইত্যাদি।
চ) কত সালে ৬ দফা পেশ করা হয়?
উত্তর: ১৯৬৬ সালে ৬ দফা পেশ করা হয়।
ছ) রাষ্ট্র ভাষা বাংলার জন্য কখন আন্দোলন হয়েছিল?
উত্তর: ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী।
জ) পহেলা বৈশাখে হিসাবের জন্য ব্যবসায়ীরা কি খোলেন?
উত্তর: পহেলা বৈশাখে হিসাবের জন্য ব্যবসায়ীরা নতুন খাতা খোলেন।
ঝ) ধান কাটার সময় কৃষকের ঘরে ঘরে কী উৎসব হয়?
উত্তর: ধান কাটার সময় কৃষকের ঘরে ঘরে নবান্ন উৎসব হয়।
ঞ) অধিক জনসংখ্যার কারণে কি কি সমস্যা দেখা দেয়?
উত্তর: অধিক জনসংখ্যার কারণে পরিবেশ দূষিত হয় ও বাসস্থানের সমস্যা হয়।
তৃতীয় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সাজেশন
৫। চিত্রাংকন কর:
ক) দোয়েল পাখি
খ) জাতীয় পতাকা
গ) শহীদ মিনার।
তৃতীয় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সাজেশন, তৃতীয় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সাজেশন, তৃতীয় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সাজেশন,
তৃতীয় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সাজেশ, তৃতীয় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সাজেশন
Class Three Bangladesh and World Introduction Suggestion 2022