রাষ্ট্রবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষের ২০১৭ সালের উত্তরপত্র (PDF)

রাষ্ট্রবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষের ২০১৭ সালের উত্তরপত্র Theories: Changes and Continuities Political Science রাজনৈতিক তত্ত্বসমূহ পরিরর্তন ও ধারাবাহিকতা
Follow Our Official Facebook Page For New Updates


Join our Telegram Channel!

রাজনৈতিক তত্ত্বসমূহ পরিরর্তন ও ধারাবাহিকতা | রাষ্ট্রবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষের ২০১৭ সালের উত্তরপত্র (PDF) | Political Theories: Changes and Continuities Political Science Honors 4th Year Answer Sheet 2017 (PDF)


আজকে আমি আপনাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ৪র্থ বর্ষের রাজনৈতিক তত্ত্বসমূহ পরিরর্তন ও ধারাবাহিকতা ২০১৭ সালের সকল প্রশ্নের উত্তরপত্র শেয়ার করব। সব গুলো প্রশ্নের উত্তর আপনার নিচে PDF আকারে পেয়ে যাবেন। PDF এর মধ্যে আপনারা Brief Question, Short Question এবং Broad Question গুলো পেয়ে যাবেন উত্তরসহ।

রাষ্ট্রবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষের ২০১৭ সালের উত্তরপত্র

জাতীয় বিশ্ববিদ্যালয় 

[বিএসএস (অনার্স) চতুর্থ বর্ষ পরীক্ষা-২০১৭; অনুষ্ঠিত-০৫/০৩/২০১৮]

(রাষ্ট্রবিজ্ঞান বিভাগ)

বিষয় : Political Theories Changes and Continuities

বিষয় কোড: 241901

সময় : ৪ ঘণ্টা     পূর্ণমান : ৮০


[দ্রষ্টব্য : একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]

ক-বিভাগ

১। নিচের যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও।         ১ x ১০ = ১০

(ক) প্রত্যয় কি?

উত্তর : ধারণা বা প্রত্যয় হলো- সামাজিক গবেষণার উপাদান।

(খ) ক্ষমতা কি? 

উত্তর : ক্ষমতা হলো নিজের উদ্দেশ্য অনুসারে অক্ষরের আচার-আচারণকে প্রভাবিত করার সামর্থ্য।

(গ) রেঁনেসা শব্দের অর্থ কি?

উত্তর : রেঁনেসা শব্দের অর্থ পুনর্জন্ম (re-birth) বা নবজাগরণ

(ঘ) দ্বান্দ্বিক বস্তুবাদের প্রবক্তা কে? 

উত্তর : কার্ল মার্কস।

(ঙ) কর্তৃত্ব কি?

উত্তর : যে সাংগঠনিক কাঠামোর মাধ্যমে ক্ষমতার বৈধতা মূর্ত হয়ে ওঠে তাকে কর্তৃত্ব বলে । 

(চ) এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর : ভিলফ্রেডো প্যারেটো

(ছ) মার্কসবাদ কি?

উত্তর : কার্ল মার্কস এর দৃষ্টিভঙ্গি ও শিক্ষামালাই হলো মাকর্সবাদ।

(জ) সংসদীয় গণতন্ত্রের জনক কে? 

উত্তর : আধুনিক গণতন্ত্রের জনক হলো- জন লক।

(য) নির্দলীয় রাজনীতি কি?

উত্তর : যে রাজনৈতিক ব্যবস্থায় রাজনৈতিক দলের অস্তিত্ব সম্পূর্ন অনুপস্থিত তাকে নির্দলীয় রাজনীতি বলে।

(ঞ) ম্যাগনাকার্টা কত সালে স্বাক্ষরিত হয়?

উত্তর : ১২১৫ সালে।

(ট) গোষ্ঠীতন্ত্রের লৌহ বিধি তত্ত্বটি কে প্রদান করেন? 

উত্তর : রবার্ট মিশেলস-এর।

(ঠ) ফরাসী বিপ্লব কত সালে সংঘটিত হয়?

উত্তর : ফরাসি বিপ্লব ১৭৮৯ সালে সংঘটিত হয়

রাষ্ট্রবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষের ২০১৭ সালের উত্তরপত্র


খ-বিভাগ

[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]         8 X ৫ = ২০

২। রাজনৈতিক তত্ত্ব কি? 

উ : পিডিএপ ফাইলের ৪ পৃষ্ঠার ১.০১ নং

৩। উদ্বৃত্ত্ব মূল্য তত্ত্ব কি? 

উ : পিডিএপ ফাইলের ১৩ পৃষ্ঠার ১.২০ নং

৪। রাজনৈতিক এলিট বলতে কি বুঝ? 

উ: পিডিএপ ফাইলের ৪৬ পৃষ্ঠার ৩.১৩ নং

৫। গণভোট বলতে কি বোঝ? 

উ: পিডিএপ ফাইলের ৭৮ পৃষ্ঠার ৪.০৮ নং

৬। গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য দেখাও। 

উ: পিডিএপ ফাইলের ১১১ পৃষ্ঠার ৫.১০ নং

৭। জাতিসত্তার সংকট বলতে কি বুঝায়?

উ: পিডিএপ ফাইলের ৮৫ পৃষ্ঠার ৪.২৪ 

৮। রাজনৈতিক অংশগ্রহণ বলতে কি বুঝায়? 

উ: পিডিএপ ফাইলের ৮৪ পৃষ্ঠার ৪.২২ নং

৯। সুশাসন বলতে কি বুঝায়? 

উ: পিডিএপ ফাইলের ১৪৪ পৃষ্ঠার ৬.০৯ নং রাষ্ট্রবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষের ২০১৭ সালের উত্তরপত্র



গ-বিভাগ

[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]       ৫ x ১০ = ৫০


১০। রাজনীতি বিশ্লেষণে তত্ত্বের গুরুত্ব আলোচনা কর। 

উ: পিডিএপ ফাইলের ১৫ পৃষ্ঠার ১.২২ নং 

১১। সার্বভৌমত্বের একত্ববাদ আলোচনা কর। 

উ: পিডিএপ ফাইলের ৪৩ পৃষ্ঠার ৩.০৭ নং

১২। রবার্ট মিশেলসের এলিট তত্ত্ব ব্যাখ্যা কর।

উ: এটার উত্তর পিডিএপে নেই। তার জন্য দুঃখিত।

১৩। কার্ল মার্কসের শ্রেণি সংগ্রাম তত্ত্বটি আলোচনা কর। 

উ: পিডিএপ ফাইলের ৭০ পৃষ্ঠার ৩.৪০ নং 

১৪। গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের কার্যাবলি আলোচনা কর। 

উ : পিডিএপ ফাইলের ৮৯, পৃষ্ঠার ৪.৩০ নং

১৫। “গণতন্ত্র সর্বোত্তম সরকার ব্যবস্থা কিন্তু এর পূর্বশর্ত অনেক – ব্যাখ্যা কর। 

উ : পিডিএপ ফাইলের ৯৫ পৃষ্ঠার ৪.৩৬ নং 

১৬। উন্নয়নশীল দেশসমূহে সুশাসন প্রতিষ্ঠার উপায়সমূহ লিখ। 

উ: পিডিএপ ফাইলের ১৬৪ পৃষ্ঠার ৬.৩৬ নং

১৭। উন্নয়নশীল দেশগুলো কেন বৈধতার সংকটের সম্মুখীন হয় আলোচনা কর। 

উ: পিডিএপ ফাইলের ৩৬ পৃষ্ঠার ২.২৭ নং রাষ্ট্রবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষের ২০১৭ সালের উত্তরপত্র



নমুনা উত্তর


প্রশ্ন: রাজনৈতিক তত্ত্ব কী? অথবা, রাজনৈতিক তত্ত্ব বলতে কী বুঝ?

উত্তর: ভূমিকা: রাষ্ট্রচিন্তার ইতিহাস বিশ্লেষণের মাধ্যমে এই -সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, রাষ্ট্রবিজ্ঞানীগণ সর্বদাই নিজেদের ভাবধারাকে একটি তাত্ত্বিক কাঠামোর অন্তর্ভুক্ত করেছেন। আর রাষ্ট্রবিজ্ঞানে বিজ্ঞানসম্মত বিশ্লেষণের জন্য তত্ত্ব গঠন অপরিহার্য। 

কারণ সকল বৈজ্ঞানিক জ্ঞানই হলো তত্ত্বগত। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে রাজনৈতিক তত্ত্বের উপরই মূলত একটি রাষ্ট্র পরিচালিত হয়।

রাজনৈতিক তত্ত্বের সংজ্ঞা: অতীতে রাজনৈতিক তত্ত্ব বলতে প্লেটো, অ্যারিস্টটল, রুশো, মিল প্রমুখ চিন্তাবিদদের জাঁকজমকপূর্ণ দার্শনিকদের লালিত তত্ত্বকেই বোঝায়। কিন্তু বর্তমান রাজনৈতিক তত্ত্বের সংজ্ঞা পরিবর্তিত হয়েছে। 

মূলত রাজনৈতিক তত্ত্বের সংজ্ঞায় আমরা বলতে পারি যে, রাজনীতি সম্পর্কিত তত্ত্ব যেকোনো রাজনৈতিক ঘটনা গবেষণা ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট তর পালন করে থাকে তাকে রাজনৈতিক তত্ত্ব বলে ।

প্রামাণ্য সংজ্ঞা: নিম্নে রাজনৈতিক তত্ত্বের কয়েকটি প্রামাণ্য সংজ্ঞা প্রদান করা হলো :

ফ্রান্সিক কোকার (Francis Coker) -এর মতে, "যখন সরকার তার সংগঠন এবং কার্যকে সাময়িক ফলাফল অর্জনের নিমিত্ত কেবলমাত্র বর্ণনা, তুলনা ও বিচারের তথ্যরূপে গ্রহণ না করে মানুষের নিরন্তন প্রয়োজন, আকাঙ্ক্ষা ও মতামতের মূল্যায়নের তথ্য হিসেবে পরিগণিত হয়, তখন রাজনৈতিক তত্ত্বের উদ্ভব ঘটে।”

কার্ল জি. হেম্পেল (Carl J. Hempel) বলেন, “রাজনৈতিক তত্ত্ব বিভিন্ন বিষয়ে এক নিয়মিত বা সমরূপ নমুনা সম্পর্কে ধারণা দান করে।

জে. এ. বিল এবং আর. এল. হার্ডসেড (J. A. Bill and R. L. Hardgrave) বলেছেন, "Theory is a set of systematically related generalizations suggesting new observations for empirical testing." অর্থাৎ, সাধারণ তত্ত্ব বলতে বোঝায় বাস্ত বক্ষেত্রে পরীক্ষার জন্য পর্যবেক্ষণমূলক এক সাধারণ সূত্রে যা অত্যন্ত সামঞ্জস্যপূর্ণভাবে পরস্পরের সাথে সংশ্লিষ্ট।

উপসংহার: পরিশেষে বলা যায়, রাজনৈতিক তত্ত্বকে প্রকৃতি অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে ভাগ করা যায়। জে. রোলান্ড পেনক রাজনৈতিক তত্ত্বকে পাঁচটি শ্রেণিতে বিভক্ত করেছেন। 

যথা : নৈতিক, কাল্পনিক, সমাজতান্ত্রিক, আইনগত এবং রাজনৈতিক। কালের বিবর্তনধারায় রাজনৈতিক তত্ত্ব একটি শক্ত কাঠামোর উপর প্রতিষ্ঠিত হয়েছে যায় ফলে রাষ্ট্রবিজ্ঞান একটি বিজ্ঞানের পর্যায়ে উন্নীত হয়েছে।

রাষ্ট্রবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষের ২০১৭ সালের উত্তরপত্র, রাষ্ট্রবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষের ২০১৭ সালের উত্তরপত্র, রাষ্ট্রবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষের ২০১৭ সালের উত্তরপত্র, রাষ্ট্রবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষের ২০১৭ সালের উত্তরপত্র, রাষ্ট্রবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষের ২০১৭ সালের উত্তরপত্র

নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন

Telegram Group Join Now
Our Facebook Page Join Now
Class 8 Facebook Study Group Join Now
Class 7 Facebook Study Group Join Now
Class 6 Facebook Study Group Join Now

Post a Comment