রাষ্ট্রবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষের ২০১৯ সালের উত্তরপত্র (PDF)

রাষ্ট্রবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষের ২০১৯ সালের উত্তরপত্র (PDF), রাজনৈতিক তত্ত্বসমূহ পরিরর্তন ও ধারাবাহিকতা, Political Theories: Changes and Continuities
Follow Our Official Facebook Page For New Updates


Join our Telegram Channel!

রাজনৈতিক তত্ত্বসমূহ পরিরর্তন ও ধারাবাহিকতা | রাষ্ট্রবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষের ২০১৯ সালের প্রশ্নের উত্তরপত্র (PDF) | Political Theories: Changes and Continuities Political Science Honors 4th Year Answer Sheet 2019 (PDF)


আজকে আমি আপনাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ৪র্থ বর্ষের রাজনৈতিক তত্ত্বসমূহ পরিরর্তন ও ধারাবাহিকতা ২০১৯ সালের সকল প্রশ্নের উত্তরপত্র শেয়ার করব। সব গুলো প্রশ্নের উত্তর আপনার নিচে PDF আকারে পেয়ে যাবেন। PDF এর মধ্যে আপনারা Brief Question, Short Question এবং Broad Question গুলো পেয়ে যাবেন উত্তরসহ।

রাষ্ট্রবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষের ২০১৯ সালের উত্তরপত্র


জাতীয় বিশ্ববিদ্যালয় 

[বিএসএস (অনার্স) চতুর্থ বর্ষ পরীক্ষা-২০১৯; অনুষ্ঠিত-২৯/০২/২০২০]

(রাষ্ট্রবিজ্ঞান বিভাগ)

বিষয় : Political Theories Changes and Continuities

বিষয় কোড: 241901

সময় : ৪ ঘণ্টা     পূর্ণমান : ৮০


[দ্রষ্টব্য : একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]

ক-বিভাগ

১। নিচের যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও।         ১ x ১০ = ১০

(ক) "The Ruling Class" গ্রন্থটির রচয়িতা কে? (Who is the author of the book "The Ruling Class" ?)

উত্তর : "The Rulling Class" গ্রন্থটির লেখক গায়েটানো মসকা।

(খ) কর্তৃত্ব কী? (What is authority?) 

উত্তর : যে সাংগঠনিক কাঠামোর মাধ্যমে ক্ষমতার বৈধতা মূর্ত হয়ে ওঠে তাকে কর্তৃত্ব বলে।

(গ) আইনগত সার্বভৌমত্ব এর প্রবক্তা কে? (Who is the pioneer of the theory of legal sovereignty?)

উত্তর : ব্রিটিশ আইনবিদ জন অস্টিন।

(ঘ) আধুনিক গণতন্ত্রের জনক কে? (Who is the father of modern democracy?) 

উত্তর : আধুনিক গণতন্ত্রের জনক হলো- জন লক।

(ঙ) সম্মোহনী কর্তৃত্বসম্পন্ন দু'জন ব্যক্তিত্বের নাম লিখ। (Write the names of two charismatic personalities.) 

উত্তর : সম্মোহনী কর্তৃত্বসম্পন্ন দু'জন ব্যক্তির নাম হলো- ১. মহাত্মা গান্ধি ও ২. শেখ মজিবুর রহমান।

(চ) রেনেসাঁ শব্দের অর্থ কী? (What is meaning of the term "Renaissance"?)

উত্তর : পুনর্জন্ম (re-birth) বা নবজাগরণ।

(ছ) কার্ল মার্কস্-এর দুটি তত্ত্বের নাম লিখ। (Write two theories of Karl Marx.) 

উত্তর : ১. শ্রেণিসংগ্রাম তত্ত্ব এবং ২. শ্রমের উদ্বৃত্ত মূল্যতত্ত্ব।

(জ) এরিস্টটলের মতে উত্তম শাসন ব্যবস্থা কোনটি? (Which is the best form of Government according to Aristotle?)

উত্তর : পলিটি বা মধ্যতন্ত্র

(ঝ) সংসদীয় গণতন্ত্রের জনক কে? (Who is the father of Parliamentary Government?) 

উত্তর : সংসদীয় গণতন্ত্রের জনক হলো- জন লক।

(ঞ) সরকারের চতুর্থ অঙ্গ কোনটি? (Which is the fourth organ of the government?)

উত্তর : নির্বাচকমণ্ডলী। 

(ট) আইনের দুটি উৎসের নাম লিখ। (Write two sources of law.)

উত্তর : আইনের দু'টি উৎস হলো- জনমত এবং পার্লামেন্ট।

(ঠ) ফরাসী বিপ্লব কত সালে সংঘটিত হয়? (In which year did the French Revolution take place?) 

উত্তর : ফরাসি বিপ্লব ১৭৮৯ সালে সংঘঠিত হয়। রাষ্ট্রবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষের ২০১৯ সালের উত্তরপত্র

রাষ্ট্রবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষের ২০১৯ সালের উত্তরপত্র

খ-বিভাগ

[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]         8 X ৫ = ২০

২। রাজনৈতিক তত্ত্ব কী?

উ: পিডিএপ ফাইলের ৪ পৃষ্ঠার ১.০১ নং

৩। আইনগত সার্বভৌমত্ব কী? 

উ : পিডিএপ ফাইলের ৫১ পৃষ্ঠার ৩.০৩ নং

৪। রাজনৈতিক এলিট কাকে বলে? 

উ : পিডিএপ ফাইলের ৪৬ পৃষ্ঠার ৩.১৩ নং

৫। জনমত কাকে বলে? 

উ: পিডিএপ ফাইলের ১১৫ পৃষ্ঠার ৫.১৭ নং

৬। সুশীল সমাজ বলতে কী বুঝ? 

উ: পিডিএপ ফাইলের ৭৫ পৃষ্ঠার ৪.০১ নং

৭।  গণভোট বলতে কী বুঝ? 

উ: পিডিএপ ফাইলের ৭৮ পৃষ্ঠার ৪.০৮ নং 

৮। বিশ্বায়ন কাকে বলে? 

উ: পিডিএপ ফাইলের ১৪৪ পৃষ্ঠার ৬.১১ নং

৯। উদ্বৃত্ত মূল্য কী? 

উ : পিডিএপ ফাইলের ১৩ পৃষ্ঠার ১.২০ নং

রাষ্ট্রবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষের ২০১৯ সালের উত্তরপত্র

গ-বিভাগ

[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]       ৫ x ১০ = ৫০

১০। রাজনীতি বিশ্লেষণে তত্ত্বের গুরুত্ব আলোচনা কর। 

উ: পিডিএপ ফাইলের ১৫ পৃষ্ঠার ১.২২ নং

১১। প্যারেটোর এলিট তত্ত্ব ব্যাখ্যা কর। 

উ: পিডিএপ ফাইলের ৬৫ পৃষ্ঠার ৩.৩৬ নং

১২। কার্ল মার্কসের শ্রেণিসংগ্রাম তত্ত্ব বিশ্লেষণ কর। 

উ: পিডিএপ ফাইলের ৭০ পৃষ্ঠার ৩.৫০ নং

১৩। গণতান্ত্রিক রাষ্ট্রে সুশীল সমাজের ভূমিকা আলোচনা কর। 

উ : পিডিএপ ফাইলের ৮৬ পৃষ্ঠার ৪.২৭ নং

১৪ : “গণতন্ত্র সর্বোত্তম সরকার ব্যবস্থা কিন্তু এর পূর্বশর্ত অনেক"-ব্যাখ্যা কর। 

উ : পিডিএপ ফাইলের ৯৫ পৃষ্ঠার ৪.৩৬ নং 

১৫। উন্নয়নশীল দেশে সুশাসন প্রতিষ্ঠার সমস্যাসমূহ আলোচনা কর।

উ: এটার উত্তর পিডিএপে নেই। তার জন্য দুঃখিত।

১৬। উন্নয়নশীল দেশসমূহ কেন বৈধতার সংকটে সম্মুখীন হয়? আলোচনা কর 

উ: পিডিএপ ফাইলের ৩৬ পৃষ্ঠার ২.২৭ নং

১৭। সুশাসনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। 

উ: পিডিএপ ফাইলের ১৬৩ পৃষ্ঠার ৬.৩৫ নং

রাষ্ট্রবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষের ২০১৯ সালের উত্তরপত্র

নমুনা উত্তর


প্রশ্ন ॥৩.০৩॥ আইনগত সার্বভৌমত্ব কী? অথবা, আইনগত সার্বভৌমত্বের সংজ্ঞা দাও ।

উত্তর: ভূমিকা : রাষ্ট্র গঠনের চারটি উপাদানের মধ্যে সার্বভৌমত্ব অন্যতম। সার্বভৌমত্বকে রাষ্ট্রীয় সংগঠনের স্পর্শমান বলা হয়। দেহের মধ্যে যেমন প্রান রাষ্ট্রের মধ্যে সার্বভৌমত্ব তেমন। তবে সার্বভৌমত্ব এক ধরনের নয়। প্রকৃতি ও স্বরূপ বিশ্লেষণ করলে এর কয়েকটি প্রকার লক্ষ্য করা যায়। যেমন- নামসর্বস্ব সার্বভৌমত্ব, একত্ববাদী সার্বভৌমত্ব, বহুত্ববাদী সার্বভৌমত্ব, বাস্তব সার্বভৌমত্ব, আইনগত সার্বভৌমত্ব। এ সকল সার্ভভৌমত্বের মধ্যে আইনগত সার্বভৌমত্ব একটি অন্যতম স্বার্বভৌমত্ব। নিম্নে এ সার্বভৌমত্ব সম্পর্কে আলোচনা করা হলো :

আইনসংগত সার্বভৌমত্ব: Legal Sovereignty বা আইনগত সার্বভৌমত্বের ক্ষমতা হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ ও চরম ক্ষমতা। যে ক্ষমতা আইনানুসারে ঘোষিত হয়ে থাকে। অর্থাৎ আইনসংগত সার্বভৌমত্ব বলতে বুঝায় রাষ্ট্রের অভ্যন্তরে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান রাষ্ট্রের চরম জ্ঞানকে আইন হিসেবে ঘোষণা করে। আইন সংগত সার্বভৌমত্বের প্রবক্তা হলেন আইনবিদ জন অস্টিন। অস্টিনের (Austine) সার্বভৌমত্ববাদকে আইনগত সার্বভৌমত্ববাদ বলে।

মূলবক্তব্য: আইন সংগত সার্বভৌমত্ববাদ তথা অস্টিনের সার্বভৌমত্ববাদের মূল কথা হচ্ছে, যদি কোনো সুনির্দিষ্ট মানবীয় কর্তৃপক্ষ অনুরূপ কোনো কর্তৃপক্ষের বশ্যতা স্বীকারে অভ্যস্ত ভা হয়, অথচ সমাজের অধিকাংশ ব্যক্তির আনুগত্য লাভ করেন, হলে সেই সুনির্দিষ্ট কর্তৃপক্ষ এই সমাজের সার্বভৌম শক্তি হবেন | এবং উক্ত কর্তৃপক্ষসহ ঐ সমাজকে রাজনৈতিকভাবে গঠিত ও স্বাধীন সমাজ বলা হবে।" ("It determinate human superior not in the habit of obedience to a like suprior. receives habitual obedience from the bulk of a given socity, that determinde superior is the sovereign in that society and the society. Including the superior is a society political and independon আইনগত সার্বভৌমত্ববাদ সম্পর্কে De-lome বলেন, "Parliament can do everything but make a wamen a man and a man a women". 

আইনগত সার্বভৌমত্ববাদের বৈশিষ্ট্য:

১. আইনগত সাবভৌমত্ববাদে পার্লামেন্টের প্রাধান্য দেওয়া হয়েছে। পার্লামেন্টে যে আইন প্রণয়ন হয় তা মানুষ মেনে চলতে বাধ্য থাকে।

২. আইনগত সার্বভৌমত্ববাদে সার্বভৌম ক্ষমতা অন্য কোনো কিছুর কাছে আনুগত্য প্রদর্শন করে না। একমাত্র আইনের নিকটে মানুষ মাথা নত করে।

৩. আইনগত সার্বভৌমত্ববাদে আইনের চোখে সকলে সমান। আইন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হবে এ ক্ষেত্রে কোনো ভেদাভেদ থাকবে না ।

৪. এ সার্বভৌমত্ববাদে আনুগত্যবোধের কথা বলা হয়েছে। অস্টিনের মতে, জনগণের স্বভাবগতভাবে আইনের প্রতি আনুগত্য প্রদর্শনই হচ্ছে সার্বভৌমত্বের মূল ভিত্তি। কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলার মানেই আইনের আনুগত্য করা ।

৫. এ সার্বভৌমত্বের আর একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি অপরিসীম। এ অপ্রতিহত। Austin এ সম্পর্কে বলেন, "legal Sovereignty is absolute indivisible and vunlimited in both the cases internal and externel."

উপসংহার: পরিশেষে আমরা বলতে পারি যে, আইনগত সার্বভৌমত্ব বলতে আমরা বুঝি আইনই রাষ্ট্রের একমাত্র বিষয় যার প্রতি মানুষ আনুগত্য করে। আইনগত সার্বভৌমত্বে সকল মানুষের জন্য আইন সমান। নির্দিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এই আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয়।

রাষ্ট্রবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষের ২০৯ সালের উত্তরপত্র, রাষ্ট্রবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষের ২০১৯ সালের উত্তরপত্র, রাষ্ট্রবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষের ২০১৯ সালের উত্তরপত্র রাষ্ট্রবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষের ২০১৯ সালের উত্তরপত্র


নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন

Telegram Group Join Now
Our Facebook Page Join Now
Class 8 Facebook Study Group Join Now
Class 7 Facebook Study Group Join Now
Class 6 Facebook Study Group Join Now

1 comment

  1. Anonymous
    Wow So Gooooooooooooooooooooooooooooooooooood