গ্রিন ব্যাংকিং কি? | What is Green Banking?

গ্রিন ব্যাংকিং কি ? | What is Green Banking? গ্রিন ব্যাংকিং এর ধারণা, গ্রিন ব্যাংকিং এর উৎপত্তি, গ্রিন ব্যাংকিং কি ? | What is Green Banking?
Follow Our Official Facebook Page For New Updates


Join our Telegram Channel!

 গ্রিন ব্যাংকিং কি ? | What is Green Banking?

গ্রিন ব্যাংকিং কি? | What is Green Banking?


গ্রিন ব্যাংকিং কি

গ্রিন ব্যাংকিংয়ের ধারণাটি প্রথমে বিকশিত হয় পশ্চিমা দেশগুলোতে। পরিবেশ রক্ষার লক্ষ্যে ২০০৩ সালে আনুষ্ঠানিকভাবে গ্রিন ব্যাংকিং কার্যক্রম শুরু হয়। মার্চ ২০০৯ মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ক্রিস ভ্যান হোলেন তৎকালীন মার্কিন সরকারের মালিকানাধীন গ্রিন ব্যাংক প্রতিষ্ঠা ও সম্প্রসারণের লক্ষ্যে গ্রিন ব্যাংক আইন চালু করেন। গ্রিন ব্যাংকিং আইন প্রণয়নের পর প্রাথমিকভাবে ব্যাংকিংয়ের কাজগুলোতে কাগজের ব্যবহার। হ্রাস করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কারণ কাগজ তৈরিতে কাঁচামাল হিসেবে প্রচুর পরিমাণে গাছ ব্যবহার করা হয়। এ জন্য গ্রিন ব্যাংকিংকে পরিবেশবান্ধব ব্যাংকিং ব্যবস্থা বলা হয়। বাংলাদেশ ব্যাংক ২৭ ফেব্রুয়ারি ২০১১ সালে সর্বপ্রথম গ্রিন ব্যাংকিং নীতিমালা তৈরি করে। পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে ২০১৩ সালে সব তফসিলী ব্যাংক তাদের নিজস্ব গ্রিন ব্যাংকিং নীতি এবং গ্রিন ব্যাংকিং ইউনিট তৈরি করেছে। গ্রিন ব্যাংকিং অনুশীলনের দুটি মৌলিক পদ্ধতির মধ্যে প্রথমটি হলো, অনলাইন ব্যাংকিং, বর্জ্য ব্যবস্থাপনা, ব্যাংকের ছাদে সোলার প্যানেল। স্থাপন, শারীরিক বৈঠকের পরিবর্তে ভিডিও কনফারেন্সয়ের জন্য ওয়েবক্যাম ব্যবহার, উচ্চ মাইলেজ যানবাহন ব্যবহার, অনলাইন বিবৃতি, ই-মেইল করার নথি প্রভৃতি। দ্বিতীয়টি হল, সবুজ বিল্ডিং স্থাপন সবুজ প্রকল্পের অর্থায়ন, বৃক্ষরোপণ ও ব্যাংকের বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম। বাংলাদেশের সব সরকারি ও বেসরকারি ব্যাংক ইতিমধ্যে গ্রিন ব্যাংকের অভ্যন্তরীণ কার্যক্রমের পাশাপাশি গ্রিন প্রকল্পেও অর্থায়ন জোরদার করেছে। ব্যাংকগুলোর ১০ হাজার ৩৪২টি শাখার মধ্যে ৯২৫১টি শাখা অনলাইনভিত্তিক, যা মোট শাখার ৮৯.৪২ শতাংশ। বাণিজ্যিক ব্যাংকগুলোর ৩ হাজার ২২৬টি শাখা অনলাইন সুবিধা প্রদান করছে গ্রাহকদের। বর্তমানে বাণিজ্যিক ব্যাংকগুলোর ২১২টি শাখা এবং ১৫০টি এসএমই ইউনিট ও এটিএম বুথ সৌরবিদ্যুৎ দিয়ে সম্পূর্ণভাবে চালিত হচ্ছে।


What is Green Banking?

The concept of green banking was first developed in Western countries. Green banking activities were officially started in 2003 with the aim of protecting the environment. In March 2009, United States Congressman Chris Van Hollen introduced the Green Bank Act to establish and expand government-owned green banks. After enactment of Green Banking Act, use of paper in primary banking operations. A decision to reduce is taken. Because a lot of trees are used as raw material for paper making. For this reason, green banking is called environment friendly banking system. Bangladesh Bank made the first green banking policy on 27 February 2011. Subsequently, all Scheduled Banks have developed their own Green Banking Policy and Green Banking Unit in 2013 as per the directives of Bangladesh Bank. The first of the two basic methods of practicing green banking is online banking, waste management, solar panels on bank roofs. deployment, use of webcams for video conferencing instead of physical meetings, use of high mileage vehicles, online statements, e-mailing documents etc. The second is the construction of green buildings, financing of green projects, tree planting and various voluntary activities of banks. All public and private banks in Bangladesh have already stepped up funding for green projects as well as internal operations of green banks. Out of 10 thousand 342 branches of the banks, 9251 branches are online based, which is 89.42 percent of the total branches. 3 thousand 226 branches of commercial banks are providing online facilities to customers. At present 212 branches of commercial banks and 150 SME units and ATM booths are fully powered by solar power.


গ্রিন ব্যাংকিং কি ? | What is Green Banking? গ্রিন ব্যাংকিং কি ? | What is Green Banking?  গ্রিন ব্যাংকিং কি ? | What is Green Banking?  গ্রিন ব্যাংকিং কি ? | What is Green Banking?


নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন

Telegram Group Join Now
Our Facebook Page Join Now
Class 8 Facebook Study Group Join Now
Class 7 Facebook Study Group Join Now
Class 6 Facebook Study Group Join Now

Post a Comment