বেঙ্গল প্যান্টের কার্যকারিতা, গুরুত্ব ও শর্তাবলি

0
ফেইসবুকে আমাদের সকল আপডেট পেতে Follow বাটনে ক্লিক করুন।




প্রশ্ন ॥ বেঙ্গল প্যান্টের কার্যকারিতা, গুরুত্ব ও শর্তাবলি আলোচনা কর। Discuss the function, importance and terms of Bengal pants.

বেঙ্গল প্যান্টের কার্যকারিতা, গুরুত্ব ও শর্তাবলি
বেঙ্গল প্যান্টের কার্যকারিতা, গুরুত্ব ও শর্তাবলি

ভূমিকা : ভারতীয় রাজনীতির ইতিহাসে ১৯২৩ সালের বেঙ্গল প্যাক্ট অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। মূলত অখণ্ড ভারতে দুটি সম্প্রদায় হিন্দু মুসলিম সম্পর্কের সম্প্রীতির মিলন সেতু স্থানান্তরিত হয়। 

তবে তীব্র হিন্দুবাদী জনগণের অসমর্থনের জন্যে তা পরবর্তীতে অকার্যকর হয়ে পড়ে। তবে ইহা ভারতীয়দের জন্য ছিল সম্প্রতি স্থাপনে সফল দৃষ্টান্ত।

বেঙ্গল প্যাক্টের কার্যকারিতা :

মূলত ভারতবর্ষের হিন্দু মুসলিম উভয়ই শ্রেণির মধ্যে সম্প্রীতি স্থাপনে বেঙ্গল প্যাক্ট ১৯২৩ সালে স্বাক্ষরিত হয়। নিম্নে এ কার্যতারিতা দেওয়া হলো :

১. কয়েকজন রাজবন্দির মুক্তির দাবিতে একটি আইন পাস করা হয়। 

২. ভারতের জন্য একটি নতুন সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে স্বরাজ দল গোলটেবিল বৈঠকের আহ্বান করে।

৩. সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ওয়াক আউট করার দৃষ্টান্ত স্বরাজ দল স্থাপন করে। 

৪. সরকারের অর্থ বিল অনুমোদনে স্বরাজ পার্টি বিরোধিতা করলে তা পুরোপুরিভাবে অনুমোদিত হতে পারেনি।

৫. স্বরূজ দলের বিরোধিতায় প্রাদেশিক আইনসভায় বাজেটের অনেক প্রস্তাব বাতিল হয়ে যায় ।

৬. স্বরাজ দলের অসহযোগিতার ফলেই শেষ পর্যন্ত দ্বৈত শাসনব্যবস্থা ব্যর্থ হয়। 

৭. সর্বপ্রকার দমনমূলক আইন বিলুপ্ত করার দাবি। বেঙ্গল প্যান্টের কার্যকারিতা, গুরুত্ব ও শর্তাবলি


বেঙ্গল প্যাক্টের গুরুত্ব : 

১৯২৩ সালের বেঙ্গল প্যাক্ট ছিল ভারতবর্ষে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সহযোগিতার মনোভাব প্রতিষ্ঠার দলিল। এ চুক্তির মাধ্যমে মুসলমানদের প্রতি সদাচারণ ন্যায্য অধিকার এবং ধর্মীয় মনোভাবের প্রতি শ্রদ্ধা জানানো হয়। 

আর এর মাধ্যমে দীর্ঘদিনের বৈষম্যের রেখা মুছে যায় হিন্দু মুসলিমদের মধ্যে থেকে। চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে বেঙ্গল প্যাক্ট স্বাক্ষরিত হওয়ায় স্বরাজ দলের নেতৃত্বে বাংলার জন্য বহু প্রস্তাব পাস এ অনেক প্রস্তাব বাতিল করা হয়। বেঙ্গল প্যান্টের কার্যকারিতা, গুরুত্ব ও শর্তাবলি

স্বরাজ দল বাংলার নির্বাচনে ৮৫টি আসনের মধ্যে ৪৭টি আসন লাভ করে। কলকাতা কর্পোরেশনে স্বরাজ দল তিন চতুর্থাংশ আসন দখল করার মাধ্যমে সি.আর. দাস মেয়র এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী ডেপুটি মেয়র নির্বাচিত হন। বেঙ্গল প্যান্টের কার্যকারিতা, গুরুত্ব ও শর্তাবলি


বেঙ্গল প্যাক্টের শর্তাবলি: 

১. জনসংখ্যার ভিত্তিতে বাংলায় আইন পরিষদের প্রতিনিধিত্ব থাকবে।

২. আলাদা নির্বাচনের দ্বারা আইনসভার প্রতিনিধিত্ব নির্ধারণ করা হবে। 

৩. প্রতিটি জেলায় ৬০ ও ৪০ এর সংখ্যানুপাতে স্থানীয় সংখ্যাসমূহে প্রতিনিধিত্ব এবং যে সম্প্রদায় সংখ্যালঘু তাদের জন্য ৬০ ভাগ এবং সে সম্প্রদায় সংখ্যালঘু নয় তাদের জন্য ৪০ ভাগ প্রতিনিধিত্ব।

৪. মুসলমানদের জন্য শতকরা ৫৫ ভাগ কাজের ব্যবস্থা। 

৫. মুসলমানদের ধর্মীয় উপসানালয়ের সামনে কোনো প্রকার গান বাজনা বা মিছিল করা যাবে না। 

উপসংহার :

পরিশেষে বলা যায়, বেঙ্গল প্যাক্ট মূলত হিন্দু মুসলিম সম্পর্কটিকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট সহায়ক হিসেবে ছিল । 

যদি নানা বিরোধিতার জন্যে তা পরবর্তীতে ১৯২৫ সালের দিকে অকার্যকর হয়ে পড়ে। তবে এর আলোচনা এবং প্রভাব ছিল খুবই গুরুত্বপূর্ণ। বেঙ্গল প্যান্টের কার্যকারিতা, গুরুত্ব ও শর্তাবলি, বেঙ্গল প্যান্টের কার্যকারিতা, গুরুত্ব ও শর্তাবলি, বেঙ্গল প্যান্টের কার্যকারিতা, গুরুত্ব ও শর্তাবলি

Post a Comment

0Comments
Post a Comment (0)