পঞ্চসালা বন্দোবস্ত কি? What is Panchasala settlement?

পঞ্চসালা বন্দোবস্ত কি? What is Panchasala settlement?, পাঁচশালা পরিকল্পনা কি, পঞ্চসালা বন্দোবস্তের বলতে কি বুঝ? পাঁচসালা বন্দোবস্তের সম্পর্কে কি জান
Follow Our Official Facebook Page For New Updates


Join our Telegram Channel!

প্রশ্ন ॥ পঞ্চসালা বন্দোবস্ত কি? অথবা, পঞ্চসালা বন্দোবস্তের বলতে কি বুঝ? অথবা, পাঁচসালা বন্দোবস্তের সম্পর্কে যা জান লিখ।

পঞ্চসালা বন্দোবস্ত কি

ভূমিকা : ভারত উপমহাদেশে (১৭৫৭-১৮৫৮) সাল পর্যন্ত কোম্পানির শাসন এক অবিস্মরণীয় ঘটনা। সামান্য বাণিজ্য দল হিসেবে ভারত উপমহাদেশে এসে সময়ের ব্যবধানে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অত্র অঞ্চলের ভাগ্য নিয়ন্ত্রকের ভূমিকায় অবতীর্ণ হয়,
তারা বিভিন্ন কূটকৌশল ও ষড়যন্ত্রের মাধ্যমে এবং যুদ্ধ বিদ্রোহের মাধ্যমে এদেশের শাসন ক্ষমতায় একাধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। তারা রাজস্ব আদায়ের উন্নতির জন্য পাঁচসালা বন্দোবস্ত গ্রহণ করে।

পঞ্চসালা বন্দোবস্ত

১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে জয় বাংলায় কোম্পানির রাজনৈতিক আধিপত্যবাদের সূচনা করলেও মূলত কোম্পানি চূড়ান্ত ক্ষমতালাভ ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধে বিজয়ী হওয়ার মাধ্যমে।
এরপর কোম্পানি তার কূটকৌশলের মাধ্যমে ১৭৬৫ ক্লাইভের মাধ্যমে বাংলার নবাবকে বাৎসরিক ৫৩,৮৬,৩১৩ টাকা আর মুঘল সম্রাট ২য় শাহ আলমকে বার্ষিক ২৬ লক্ষ টাকা দেওয়ার চুক্তিতে বাংলার দেওয়ানি আদায়ের অধিকার লাভ করেন।
এই দেওয়ানি লাভের ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরোক্ষভাবে বাংলার অর্থনৈতিক ক্ষমতা সম্রাটের হাত থেকে নিজেদের হাতে তুলে নেয়। ফলে সম্রাট হয়ে পড়ে কোম্পানির বেতনভুক্ত কর্মচারী।
এদিকে কোম্পানি মুহাম্মদ রেজা খার মাধ্যমে রাজস্ব আদায়ের ব্যবস্থা গ্রহণ করায় কিছু অসৎ কর্মচারীর দুর্নীতির কারণে রাজস্ব প্রশাসনে মারাত্মক বিশৃঙ্খলা দেখা দেয়।
অতিরিক্ত রাজস্ব আদায়ের জন্য রাজস্ব কর্মচারীরা সাধারণ কৃষকও প্রজাদের ঘর বাড়ি লুঠ করা শুরু করে। ফলে সমগ্র অঞ্চলে এক রাজনৈতিক অস্থিরতার প্রকাশ ঘঠে।
এহেন পরিস্থিতিতে ব্রিটিশ কোর্ট ১৭৭১ সালের ২৮ আগস্টে রেজা খান ও সিতাব রায়কে অপসারণ করে সরাসরি কোম্পানিকে দেওয়ানি শাসন পরিচালনায় নির্দেশ দান করেন।
কিন্তু ফোর্ট কোম্পানিকে এই দায়িত্ব অর্পণ করলেও বাংলার রাজস্ব প্রশাসন সম্পর্কে তাদের কোন ধারণা না থাকয়ে মারাত্মক জটিলতায় পড়ে। যার ফলশ্রুতিতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এক পর্যায়ে যে ব্যবস্থা প্রবর্তিত হয় তাই ইতিহাসে পঞ্চসালা বন্দোবস্ত নামে পরিচিত।
১৭৭১ সালে ওয়ারেন হেস্টিংস গভর্নর হয়ে ভারতে আসেন, তিনি বিভিন্ন পর্যায়ের রাজকর্মচারীদের সাথে কথা বলে অবশেষে যাচাই বাছাই ও পর্যালোচনা করে এই পঞ্চসালা বন্দোবস্ত প্রবর্তন করেন। এই বন্দোবস্ত ছিলও যে কোম্পানি পাঁচ বছর মেয়াদে ইজারাদারদের সাথে ভূমির ব্যাপারে একটি বন্দোবস্ত করবেন।
আর এই বন্দোবস্তই পঞ্চসালা বন্দোবস্ত। ওয়ারেন হেস্টিংস এই পঞ্চসালা বন্দোবস্তের আনুষ্ঠানিক ঘোষণা দেন ১৭৭২ সালের ১৪ মে। উক্ত ঘোষণায় আরো বলা হয়েছিল ওয়ারেন হেস্টিংস নিজে এবং তার কাউন্সিলের ৪ জন সদস্য নিয়ে গঠিত হবে।
“কমিটি অব সার্কিট আর এই কমিটির উপর প্রধান দায়িত্ব ছিল এই পঞ্চসালা বন্দোবস্ত কার্যকর ও বাস্তবায়ন করা।

উপসংহার :

উপরিউক্ত আলোচনা শেষে বলা যায় যে, কোম্পানির রাজস্ব আদায় আরো বেশি গতিশীল ও যুগোপযোগী করার জন্য ওয়ারেন হেস্টিংস ১৭৭২ সালে এই ঐতিহাসিক পঞ্চসালা বন্দোবস্তের ঘোষণা দেন।
আর তার এই পরিকল্পনা ভারতবর্ষের রাজস্ব আদায়ে সামরিক সাফল্য লাভ করলে তা দীর্ঘমেয়াদে সাফল্য লাভে ব্যর্থ হয়।


English Version

What is Panchasala settlement? Or, what do you mean by five-year settlement? Or, write what you know about the five-year settlement.

Introduction : The Company's rule in the Indian Subcontinent (1757-1858) is a memorable event. After coming to the Indian subcontinent as a small trading group, the British East India Company assumed the role of controlling the destiny of the region. They were able to monopolize the ruling power of the country through various stratagems and conspiracies and through war rebellions. They adopted a five-year settlement to improve revenue collection.

Panchsala settlement:

The victory at the Battle of Palashi in 1757 marked the beginning of the Company's political hegemony in Bengal, but the Company's final rise to power came with the victory at the Battle of Buxar in 1764. Then the company through its maneuvers got the right to levy the civil rights of Bengal in an agreement to pay 53,86,313 taka per annum to the Nawab of Bengal and 26 lakh taka per annum to the Mughal Emperor Shah Alam II through 1765 Clive. As a result of these civil gains, the British East India Company indirectly took over the economic power of Bengal from the hands of the Emperor. As a result, the emperor became a paid employee of the company. Meanwhile, as the company took up revenue collection through Muhammad Reza Khar, there was serious chaos in the revenue administration due to the corruption of some unscrupulous employees. To collect additional revenue, revenue officials started looting the houses of common peasants and subjects. As a result, a political instability emerged in the entire region. In this situation, the British Court on August 28, 1771, removed Reza Khan and Sitab Roy and directly ordered the Company to administer civil rule. But assigning this responsibility to the Fort Company led to serious complications as they had no idea about the revenue administration of Bengal. As a result of which the system which was introduced at one stage through various experiments is known as Panchasala settlement in history. In 1771, Warren Hastings came to India as Governor, he spoke to various levels of royal officials and finally scrutinized and reviewed and introduced this five-year settlement. The arrangement was also that the company would make a settlement with the lessees in respect of the land over a period of five years. And this settlement is a five-year settlement. Warren Hastings formally announced the five-year settlement on May 14, 1772. The proclamation also stated that Warren Hastings himself and his council would consist of 4 members. “Committee of Circuits and on this committee the main responsibility was to execute and implement this five-year settlement.

Conclusion:

After the above discussion, it can be said that Warren Hastings announced this historic five-year settlement in 1772 to make the company's revenue collection more dynamic and up-to-date. And if this plan of his achieved military success in revenue collection of India, it failed to achieve success in the long run.

নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন

Telegram Group Join Now
Our Facebook Page Join Now
Class 8 Facebook Study Group Join Now
Class 7 Facebook Study Group Join Now
Class 6 Facebook Study Group Join Now
Join our Telegram Channel!
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.