অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর - ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন - রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর - ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন - রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
Follow Our Official Facebook Page For New Updates


Join our Telegram Channel!
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর - ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন -  রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন বিষয়ের সকল অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রশ্ন: কনফুসিয়াস কে ছিলেন?
উত্তর : চীনা জীবনদর্শন ও সংস্কৃতির সবচেয়ে প্রভাবশালী মনীষী ।
প্রশ্ন: প্রাচীন সভ্যতার লীলাভূমির নাম কী?
উত্তর : অন্যতম চৈনিক সভ্যতা।
প্রশ্ন: পৃথিবীর প্রাচীনতম মানব গোষ্ঠীর নাম কী?
উত্তর : 'পিকিং' মানব গোষ্ঠী ।
প্রশ্ন: কনফুসিয়াস ধর্মীয় আচার অনুচীনের উপর লেখা গ্রন্থের নাম কি? 
উত্তর : The Book of Rites.
প্রশ্ন: কনফুসিয়াসের ইতিহাস গ্রন্থের নাম কী?
উত্তর : The Book of History'.
প্রশ্ন: তোমার ঘুম ভাঙবে কবিতার ছন্দে, তোমার শিক্ষার শেষ হবে সংগীতে। কার উক্তি?
উত্তর : কনফুসিয়াসের
প্রশ্ন: তাও শব্দের অর্থ কী?
উত্তর : বাস্তবতা।
প্রশ্ন: তাও শব্দের মূল কথা কী ?
উত্তর : প্রাকৃতিক নিয়ম মেনে চলার মাধ্যমে দীর্ঘ জীবন লাভ করা।
প্রশ্ন: কনফুসিয়াসের আসল নাম কী? 
উত্তর : কুং-ফু-যু (Kung Fu Tzu) যার অর্থ কুণ্ড প্রভু।
প্রশ্ন: কনফুসিয়াস কে ছিলেন? অথবা, কনফুসিয়াসকে চীনের কোন নগরীয় প্রধান ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়? 
উত্তর : চুং তু নগরীর।
প্রশ্ন: কনফুসিয়াসের দুটি গ্রন্থের নাম লেখ? 
উত্তর : The Book of History and The Book of Changes.
প্রশ্ন: Five Chings কী?
উত্তর : কনফুসিয়াসের প্রচারিত মতবাদের পাঁচটি কর্তব্যকে Five Chings বলা হয়।
প্রশ্ন: লাও-ৎসু লিখিত গ্রন্থের নাম কী?
উত্তর : 'তাও তে চিং' (Tao Te Ching)
প্রশ্ন: আল ফারাবি কে ছিলেন?
উত্তর : আল-কিন্দি প্রতিষ্ঠিত 'ফালাসিফা' গোষ্ঠির পরবর্তী শ্রেষ্ঠ চিন্তাবিদ ছিলেন।
প্রশ্ন: আল ফারাবির পূর্ণনাম কি? 
উত্তর : মুহাম্মদ ইবনে তারখান ইবনে উমলাক আবু নসর আল ফারাবি।
প্রশ্ন: আল ফারাবীর জন্মস্থান কোথায়? অথবা, আল ফারাবি কবে কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : ৮৭০ সালে তুরস্কের ফারাব শহরে জন্মগ্রহণ করেন
প্রশ্ন: দ্বিতীয় শিক্ষক বলা হয় কাকে? অথবা, কোন দার্শনিককে দ্বিতীয় শিক্ষক বলা হয়?
উত্তর : আল-ফারাবিকে।
প্রশ্ন: আল ফারাবিকে 'ফারাবি' বলা হয় কেন?
উত্তর : আল-ফারাবি তুরস্কের ফারাব জেলার অন্তর্গত একটি গ্রামে জন্মগ্রহণ করেন বলে তাকে ফারাবি বলা হয়। 
প্রশ্ন: আল ফারাবীর বিখ্যাত গ্রন্থের নাম কী?
উত্তর : Madinatul Fadilah.
প্রশ্ন: আল ফারাবীর রাষ্ট্রচিন্তা তাঁর কোন কোন গ্রন্থে পাওয়া যায়? 
উত্তর : মদিনাতুল ফাজালাহ ও সিরাতুল মাদানীয়াহ গ্রন্থে ।
প্রশ্ন: আল-ফারাবি কি উপাধিতে ভূষিত হন? 
উত্তর : 'মুয়ালিম সানি' উপাধিতে।
প্রশ্ন: ইসলামী অস্তিত্ববাদী দার্শনিক কাকে বলে? 
উত্তর : ইসলামী অস্তিত্ববাদী দার্শনিক বলা হয় আল-ফারাবিকে।
প্রশ্ন: আল ফারাবি রাষ্ট্রকে কয় ভাগে ভাগ করেছেন? 
উত্তর : ফারাবি রাষ্ট্রকে চার ভাগে ভাগ করেছেন।
প্রশ্ন: আল ফারাবি আত্মাকে কয় ভাগে ভাগ করেন? 
উত্তর : আল-ফারাবি আত্মাকে তিন ভাগে ভাগ করেছেন। যথা- ১. উদ্ভিদ আত্মা, ২. জীবাত্মা ও ৩, মানবাত্মা।
প্রশ্ন: আল-ফারাবীর মতে, প্রথম কল্যণকামী রাষ্ট্র কী? 
উত্তর : যে রাষ্ট্রের জনগণ একত্রিত হয়ে পরস্পর কাজ সম্পাদন ও সুখ অর্জনে সহযোগিতা করে তাই প্রথম কল্যাণকামী রাষ্ট্র।
প্রশ্ন: প্রাচ্যের এরিস্টটল বলা হয় কাকে?
উত্তর : আল ফারাবিকে।
প্রশ্ন: আল-ফারাবির উল্লেখযোগ্য তিনটি গ্রন্থের নাম লিখ।
উত্তর : ১. ইনট্রডাকশান টু লজিক ২. ফিজিক্স ও ৩. অন দি সোল।
প্রশ্ন: পাশ্চাত্য জগতে মুসলিম মনীষীদের মধ্যে সর্বাধিক প্রভাব ছিল কার ? 
উত্তর : পাশ্চাত্য জগতে মুসলিম মনীষীদের মধ্যে সর্বাধিক প্রভাব ছিল আল ফারাবির।
প্রশ্ন: আল ফারাবির মতে সত্তা কয় প্রকার ও কি কি? 
উত্তর : আল-ফারাবির মতে সত্তা দুই প্রকার। যথা- ১. অনিবার্য সত্তা ও ২ সম্ভাব্য সত্তা।
প্রশ্ন: আল ফারাবি জ্ঞানকে কয়ভাগে বিভক্ত করেছেন ও কি কি?
উত্তর : দুই ভাগে। যথা: ১. নিশ্চয়াত্মক জ্ঞান এবং ২. সম্ভাব্য জ্ঞান।
প্রশ্ন: আল-ফারাবির মতে মানবাত্মা কয়টি শ্রেণীতে বিভক্ত ও কি কি?
উত্তর : চার শ্রেণীতে। যথাঃ ১. সুপ্ত বা সম্ভাব্য বুদ্ধিবৃত্তি; ২. সক্রিয় বুদ্ধিবৃত্তি; ৩. অর্জিত বুদ্ধিবৃত্তি ও ৪. চালক বুদ্ধিবৃত্তি।
প্রশ্ন: ফারাবির জীবনে কোন গ্রীক দার্শনিকের প্রভাব ছিল? 
উত্তর : ফারাবির জীবনে গ্রীক দার্শনিক এরিস্টটলের প্রভাব ছিল
প্রশ্ন: 'মুয়ালিম আল-সানী - কাকে বলা হয়?
উত্তর : 'মুয়ালিম আল-সানী' বলা হয় আল-ফারাবিকে ।
প্রশ্ন: আল ফারাবির নৈতিক মতবাদের ভিত্তি কি?
উত্তর : সদগুণ।
প্রশ্ন: ইবনে রুশদের পূর্ণনাম কি?
উত্তর : আবু ওলিদ মুহম্মদ ইবনে আহমদ ইবনে রুশদ।
প্রশ্ন: ইবনে রুশদ কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
উত্তর : স্পেনের কর্ডোভায়।
প্রশ্ন: তাহাফুভূত আল তাহযুত গ্রন্থটি কার লেখা?
উত্তর : তাহাফুতুত আল তাইফুত গ্রন্থটি হলো ইবনে রুশদ-এর লেখা।
প্রশ্ন: ল্যাটিন ভাষায় ইবনে রূশদকে কি বলা হয়? 
উত্তর : আভেররোজ।
প্রশ্ন: ইবনে রুশদের চিকিৎসা বিজ্ঞানের উপর লিখিত গ্রন্থের নাম কি?
উত্তর : 'কুলিয়াত ফিততিব্ব' নামক গ্রন্থ।
প্রশ্ন: ইবনে রুশদের মতে আদর্শ রাষ্ট্র কোনটি?
উত্তর : ইবনে রুশদের মতে, শরীয়া বিধানের উপর প্রতিষ্ঠিত রাষ্ট্রই হচ্ছে আদর্শরাষ্ট্র।
প্রশ্ন: ইবনে রুশদের মতে, জ্ঞান কয় শ্রেণিতে বিভক্ত ও কি কি?
উত্তর : তিন শ্রেণিতে। যথা : (ক) আলঙ্কারিক (খ) যুক্তিসিদ্ধ এবং (গ) প্রতিপাদক।
প্রশ্ন: ইবনে রুশদের মতে কয়টি মূলনীতির উপর ধর্ম প্রতিষ্ঠিত এবং কি কি? 
উত্তর : ইবনে রুশদের মতে দুটি মূলনীতির উপর ধর্ম প্রতিষ্ঠিত। যথা: ১. বুদ্ধি ও ২. প্রত্যাদেশ।
প্রশ্ন: ইবনে রুশদের মতে জ্ঞান কত প্রকার?
উত্তর : ইবনে রুশদের মতে, জ্ঞান তিন প্রকার। যথা- ১. অলংকারিক জ্ঞান ২. যৌক্তিক জ্ঞান ও ৩. প্রতিপাদক জ্ঞান
প্রশ্ন: আলাহ কয়টি গুণের দ্বারা বিশেষিত?
উত্তর : সাতটি। যথা : জ্ঞান, জীবন, শক্তি, ইচ্ছা, শ্রবণ, দর্শন ও কথা। 
প্রশ্ন: ইবনে রুশদের মতে ধর্মের মূলনীতি কয়টি ও কি কি ?
উত্তর : ৪টি। যথা: (ক) কোরআন (খ) হাদিস (গ) ইজমা ও (ঘ) কিয়াস ।
প্রশ্ন: বুদ্ধিবৃত্তির কয়টি দিক ও কি কি? 
উত্তর : দুটি দিক । যথা :- (ক) তাত্ত্বিক ও (খ) ব্যবহারিক।
প্রশ্ন: জ্ঞান কয় প্রকার ও কি কি?
উত্তর : দুই প্রকার যথাঃ- (ক) বিশেষ ও (খ) সার্বিক।
প্রশ্ন: ইবনে খালদুন কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৩৩২ সালে।
প্রশ্ন: ইবনে খালদুন কোন শহরে জন্মগ্রহণ করেন?
উত্তর : তিউনিশিয়া শহরে। 
প্রশ্ন: সমাজতন্ত্রের যে প্রত্যয়টি সর্বশেষ প্রাধান্য লাভ করেছে তা কি ?
উত্তর : আল-আসাবিয়া। 
প্রশ্ন: Social Soliderity কে অন্য কথায় কি বলা হয়?
উত্তর : সামাজিক সংহতি । 
প্রশ্ন: আল-আসাবিয়াহ কি?
উত্তর : আল-আসাবিয়াহ সমাজের মানুষের মধ্যে একাত্মবোধ ও শক্তিশালী জাতি রাষ্ট্রগঠনে সহায়তা করে।
প্রশ্ন: পূর্ব রোমান সাম্রাজ্য কাদের হাতে পতন হয়?
উত্তর : অটোমানদের হাতে।
প্রশ্ন: আল-মুকাদ্দিমা গ্রন্থটি কার লেখা?
উত্তর : ইবনে খালদুনের।
প্রশ্ন: ইবনে খালদুন রচিত গ্রন্থটির নাম কি? অথবা, কিতাব আল ইবার নামক বিশ্ব ইতিহাসের ভূমিকা নিয়ে লিখা গ্রন্থটির নাম কি?
উত্তর : আল-মুকাদ্দিমা। 
প্রশ্ন: ইবনে খালদুনের প্রকৃত নাম কি?
উত্তর : ওলী উদ্দীন আবু জায়েদ আবাদ আর রহমান মুহাম্মদ ইবনে খালদুন। 
প্রশ্ন: রাষ্ট্রবিজ্ঞানীগণ কাকে' প্রাচ্যের এরিস্টটল' বলে আখ্যায়িত করেছেন?
উত্তর : ইবনে খালদুনকে।
প্রশ্ন: কিতাবুল ইবার গ্রন্থটির লেখক কে?
উত্তর : ইবনে খালদুন ।
প্রশ্ন: ইবনে খালদুনের মতে ইসলামী রাষ্ট্র কী? 
উত্তর : ইসলামি শরিয়তের দাবি অনুযায়ী নাগরীকদের বৈষয়িক ইহকাল ও পরকালীন কল্যাণ সাধনের সর্বাধিক দায়িত্ব গ্রহণকারী রাজনৈতিক সংগঠনই ইসলামি রাষ্ট্র।
প্রশ্ন: ইবনে খালদুন রাষ্ট্রের ধরনকে কয়ভাগে ভাগ করেন?
উত্তর : তিন ভাগে।
প্রশ্ন: মধ্যযুগের স্রষ্টা কাকে বলা হয় ?
উত্তর : ইবনে খালদুনকে।
প্রশ্ন: ইমাম গাজ্জালী কে ছিলেন?
উত্তর ইমাম গাজ্জালী সর্বশ্রেষ্ঠ মুসলিম ছিলেন।
প্রশ্ন: ইমাম গাজ্জালীর প্রকৃত নাম কি?
উত্তর : আবু হামিদ মুহাম্মদ ইবনে আল-গাজ্জালী ।
প্রশ্ন: আল-গাজ্জালী কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : খোরাসানের অন্তর্গত তুস নগরীর নিকটবর্তী গাজাল নামক স্থানে।
প্রশ্ন: হাজ্জাতুল ইসলাম' বলা হয় কাকে?
উত্তর : : আল-গাজ্জালীকে।
প্রশ্ন: ইমাম গাজ্জালীর উপাধি কি ছিল।
উত্তর : ইজ্জাতুল ইসলাম
প্রশ্ন: “হুজ্জাতুল ইসলাম” শব্দটির অর্থ কি?
উত্তর : 'হুজ্জাতুল ইসলাম' শব্দটির অর্থ ইসলামের রক্ষক।
প্রশ্ন: আশাবিয়া সম্প্রদায়ের জনক কে?
উত্তর : আশাবিয়া সম্প্রদায়ের জনক হলেন ইমাম আল-গাযালি।
প্রশ্ন: ইমাম গাজ্জালী আলাহর ইচ্ছাকে কয়ভাগে ভাগ করেন?
উত্তর : ইমাম গাজ্জালী আলাহর ইচ্ছাকে দুইভাগে ভাগ করেন।
প্রশ্ন: আল-গাজ্জালীর জন্ম-মৃত্যু সাল উল্লেখ কর। 
উত্তর: জন্ম ১০৫৮ সালে এবং মৃত্যু ১১১১ সালে।
প্রশ্ন: ইমাম গাজ্জালী রচিত একটি গ্রন্থের নাম লিখ। অথবা, আল গাজ্জালীর শ্রেষ্ঠ গ্রন্থের নাম কি?
উত্তর : এহইয়া-উল-উলুম আদ-দীন (ধর্মের নবরুপায়ন)।
প্রশ্ন: আল-গাজ্জালীর দুই বিখ্যাত গ্রন্থের নাম লিখ ।
উত্তর : আল-গাজ্জালীর দুইটি বিখ্যাত গ্রন্থের নাম- ১. তাহফাতুল ফালাসিফা ও ২. মাকাসিদুল ফালাসিফা। 
প্রশ্ন: আল গাজ্জালীর দুইটি বিখ্যাত গ্রন্থের নাম লিখ।
উত্তর : আল গাজ্জালীর দুইটি বিখ্যাত গ্রন্থের নাম হলো- ১. 'তহাফুতুল ফালাসিফা' ২. কিমিয়ায়ে সায়াদাত।
প্রশ্ন: আল-গাজ্জালী রচিত গ্রন্থের সংখ্যা কত?
উত্তর : আল-গাজ্জালী রচিত গ্রন্থের সংখ্যা সত্তরটি।
প্রশ্ন: ইমাম গাজ্জালীকে 'গাযালী' বলা হয় কেন?
উত্তর : ইমাম গাজ্জালী পারস্যের তুল নগরের নিকটবর্তী গাযালা গ্রামে জন্মগ্রহণ করেন বলে তাকে ‘গাযালী' বলা হয়। 
প্রশ্ন: ইমাম আল-গাজ্জালী কোন বিশ্বদ্যিালয়ের প্রধান নিযুক্ত হন?
উত্তর : নিজামিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসাবে নিযুক্ত হন। 
প্রশ্ন: রাষ্ট্রীয় সত্তাকে জীবদেহের সাথে তুলনা করেছেন কে ?
উত্তর : আল-গাজালি ।
প্রশ্ন: আশারিয়া সম্প্রদায়ের সর্বশ্রেষ্ঠ দার্শনিকের নাম কি?
উত্তর : আশারিয়া সম্প্রদায়ের সর্বশ্রেষ্ঠ দার্শনিকের নাম আল-গাযালী। 
প্রশ্ন: 'ডেকার্টের Cogito ergo Sum-এর পরিবর্তে গাজ্জালী কি বলেছেন?
উত্তর: Volo ergo Sum.
প্রশ্ন: মুসলিম জাতির শ্রেষ্ঠ মৌলিক চিন্তাবিদ কে?
উত্তর : আল-গাজ্জালী ।
প্রশ্ন: প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার ৩টি বৈশিষ্ট্য লিখ। 
উত্তর : ১. বাস্তববাদিতা, ২. তত্ত্ব ও বাস্তবের সমন্বয় এবং ৩. ধর্ম ও নীতিবোধ।
প্রশ্ন: প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার ৩টি উৎস লিখ।
উত্তর : ১. বৈদিক শাস্ত্রসমূহ, ২. স্মৃতিসমূহ ও ৩. ধর্মসমূহ
প্রশ্ন: পাণিনির 'অষ্টাধ্যায়ী' কোন জাতীয় গ্রন্থ?
উত্তর : ব্যাকরণ গ্রন্থ
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতার নাম কী? 
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন: কত সালে এবং কোথায় রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন? 
উত্তর : ১৮৬১ সালের ৭ মে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে।
প্রশ্ন: রবীন্দ্রনাথের প্রথম কবিতার নাম কী?
উত্তর : হিন্দু মেলার উপহার' যা ১৮৭৪ সালে অমৃতবাজার পত্রিকায় ছাপা হয়। 
প্রশ্ন: কত সালে রবীন্দ্রনাথ 'বাংলার মাটি বাংলার জল' গানটি রচনা করেন? 
উত্তর : ১৯০৫ সালে।
প্রশ্ন: কত সালে রবীন্দ্রনাথ 'গীতাঞ্জলি' কাব্য ইংরেজিতে অনুবাদ করেন? 
উত্তর : ১৯১২ সালে। 
প্রশ্ন: কত সালে রবীন্দ্রনাথ 'নোবেল' পুরস্কার লাভ করেন?
উত্তর : ১৯১৩ সালে। 
প্রশ্ন: কত সালে রবীন্দ্রনাথ 'নাইটহুড' উপাধি পান?
উত্তর : ১৯১৫ সালে ।
প্রশ্ন: কত সালে রবীন্দ্রনাথ 'ঢাকা বিশ্ববিদ্যালয়ে' ডক্টরেট ডিগ্রি লাভ করেন?
উত্তর : ১৯৩৬ সালে। 
প্রশ্ন: কত সালে রবীন্দ্রনাথ 'অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে' ডিগ্রি লাভ করেন?
উত্তর : ১৯৪০ সালে। 8.38 রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ কতটি? উত্তর : ৫৬টি।
প্রশ্ন: রবীন্দ্রনাথের লেখা ছোটগল্পের সংখ্যা কত?
উত্তর: ১১৯টি।
প্রশ্ন: রবীন্দ্রনাথের লেখা উপন্যাস সংখ্যা কত?
উত্তর : ১২টি।
প্রশ্ন: রবীন্দ্রনাথের লেখা নাটক কতটি?
উত্তর : ২৯টি। 
প্রশ্ন: কত সালে রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার চুরি হয়? 
উত্তর : ২০০৪ সালে ২৪ মার্চ।
প্রশ্ন: রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কী?
উত্তর : বৌ ঠাকুরানীর হাট।
প্রশ্ন: রবীন্দ্রনাথের বৃহত্তম উপন্যাসের নাম কী ?
উত্তর: গোরা।
প্রশ্ন: রবীন্দ্রনাথ কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তর : গীতাঞ্জলি কাব্যের জন্য 
প্রশ্ন: কত সালে রবীন্দ্রনাথ পরলোক গমন করেন?
উত্তর : ১৯৪১ সালের ৭ আগস্ট।
প্রশ্ন: অরবিন্দ ঘোষ কবে, কোথায় জন্মগ্রহণ করেন? 
উত্তর : ১৮৭২ সালে, পশ্চিবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন।
প্রশ্ন: ধর্ম ও জাতীয়তা গ্রন্থটি কার লেখা?
উত্তর : অরবিন্দ ঘোষের।
প্রশ্ন: অরবিন্দ ঘোষ সম্পাদিত পত্রিকার নাম কী?
উত্তর: দৈনিক বন্দেমাতরম। 
প্রশ্ন: “আমি স্বদেশকে মা বলিয়া জানি" কার উক্তি?
উত্তর : অরবিন্দ ঘোষের।
প্রশ্ন: অরবিন্দ ঘোষ কবে মৃত্যুবরণ করেন? 
উত্তর : ১৯৫০ সালের ৪টা ডিসেম্বর।
প্রশ্ন: কত সালে সুরাট কংগ্রেস অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৯০৭ সালে।
প্রশ্ন: মহাত্মা গান্ধীর আসল নাম কী? অথবা, মহাত্মা গান্ধীর পুরো নাম কী? 
উত্তর : মোহন দাস করমচাঁদ গান্ধী
প্রশ্ন: মহাত্মা গান্ধীর লেখা বিখ্যাত গ্রন্থর নাম লিখ।
উত্তর : An Appeal to Every Brito in South Africa. 
প্রশ্ন: মহাত্মা গান্ধীর রাজনীতির মূল ভিত্তি কী?
উত্তর : অহিংসা ও শান্তি।
প্রশ্ন: ভারত ছাড় আন্দোলন শুরু করেন কে? 
উত্তর : মহাত্মা গান্ধী।
প্রশ্ন: কত সালে এবং কোথায় মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৮৬৯ সালের ২ অক্টোবর ভারতের গুজরাট রাজ্যের পোরন্দরে।
প্রশ্ন: ভারতীয় জাতির জনকের নাম কি?
উত্তর : মহাত্মা গান্ধী।
প্রশ্ন: মহাত্মা গান্ধী কোথায় প্রথম তাঁর রাজনীতি শুরু করেন?
উত্তর : মহাত্মা গান্ধী আফ্রিকায় প্রথম তার রাজনীতি শুরু করেন। 
প্রশ্ন: কত সালে গান্ধী ইহকাল ত্যাগ করেন?
উত্তর : ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি।।
প্রশ্ন: মাধবেন্দ্রনাথ রায় কবে, কোথায় জন্মগ্রহণ করেন? 
উত্তর : ১৮৮৭ সালের ২১ মার্চ পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলায় জন্মগ্রহণ করেন।
প্রশ্ন: এম এন রায়ের প্রকৃত নাম কী?
উত্তর : নরেন্দ্রনাথ ভট্টাচাৰ্য।
প্রশ্ন: কত সালে ভারতে কমিউনিস্ট পার্টি গঠিত হয়? 
উত্তর : ১৯২০ সালে।
প্রশ্ন: Radical Humanism বইটির লেখক কে?
উত্তর : এম. এন রায়
প্রশ্ন: মানবেন্দ্রনাথ রায়ের দু'টি গ্রন্থের নাম লিখ। 
উত্তর : 1. Radical Humanism, 2. The Historical Role of Islam.
প্রশ্ন: কোন গ্রন্থে মানবেন্দ্রনাথ রায় সমাজ সম্পর্কে প্রাসঙ্গিক আলোচনা করেছেন? 
উত্তর : New Humanism গ্রন্থে। 
প্রশ্ন: 'রাষ্ট্রের প্রধান কাজ জনসাধারণের অবস্থার উন্নতি এবং ব্যক্তিত্বের বিকাশ ঘটানো' - কার উক্তি?
উত্তর : শ্রী অরবিন্দ রাম এর। 
প্রশ্ন: "India in Transition” গ্রন্থটি কার লেখা? 
উত্তর : এম.এন. রায়।
প্রশ্ন: কত সালে এম এন রায় ভারতে প্রত্যাবর্তন করেন? 
উত্তর : ১৯৩০ সালে।
প্রশ্ন: বাঙালির ম্যাগন্যাকার্টা বলা হয় কোনটিকে? 
উত্তর : ১৯৬৬ সালের ৬ দফাকে ।
প্রশ্ন: র‍্যাডিকেল হিউম্যানিজম এর তিনটি উপাদান কী কী?
উত্তর : বস্তুবাদ, বিচারবুদ্ধি ও নৈতিকতা। 
প্রশ্ন: ভারতের কমিউটিষ্ট পার্টির প্রতিষ্ঠাতা কে?
উত্তর : এম. এন. রায়।
প্রশ্ন: মুজাফফর আহমেদ কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৮৮৯ সালের ৫ আগস্ট, সন্দীপে মুসাপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন: পশ্চিমবঙ্গ ও কলকাতার নেতাকর্মীদের কাছে মুজাফ্ফর আহমেদ কি নামে পরিচিত ছিলেন?
উত্তর : কাকাবাবু ।
প্রশ্ন: মুজাফ্ফর আহমেদ এর বিখ্যাত একটি গ্রন্থের নাম লিখ।
উত্তর: আমার জীবন ও ভারতের কমিউনিস্ট পার্টি ।
প্রশ্ন: কত সালে ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম হয়?
উত্তর: ১৯২০ সালে।
প্রশ্ন: কত সালে কবি নজরুল ইসলাম সম্পাদিত 'ধূমকেতু' পত্রিকা প্রকাশিত হয়?
উত্তর : ১৯২২ সালে। 
প্রশ্ন: কত সালে মেথর ঝাড়ুদারদের ইউনিয়ন গঠিত হয়? 
উত্তর : ১৯২৭ সালে। 
প্রশ্ন: কত সালে চীন-ভারত যুদ্ধ হয়?
উত্তর : ১৯৬২ সালে।
প্রশ্ন: কত সালে প্রথম যুক্তফ্রন্ট গঠিত হয়?
উত্তর : ১৯৫৪ সালে।
প্রশ্ন: কত সালে স্বাধীন বাংলাদেশ জন্ম লাভ করে? 
উত্তর : ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর।
প্রশ্ন: কত সালে মওলানা ভাসানী জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৮৮০ সালের ২২ ফেব্রুয়ারি। 
প্রশ্ন: মওলানা ভাসানীর জন্মস্থান কোথায়?
উত্তর : সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামে।
প্রশ্ন: কত সালে মওলানা ভাসানী কংগ্রেসে যোগদান করেন?
উত্তর : ১৯১৯ সালে।
প্রশ্ন: কৃষক মঞ্জুর পাটি কার নেতৃত্বে গঠিত হয়? 
উত্তর : মওলানা ভাসানী
প্রশ্ন: কত সালে মওলানা ভাসানী মুসলিম লীগের লাহোর অধিবেশনে যোগ দেন?
উত্তর : ১৯৪০ সালের ২৩ মার্চ। 
প্রশ্ন: কত সালে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়?
উত্তর : ১৯৪৯ সালের ২৩ জুন। 
প্রশ্ন: কত সালে মওলানা ভাসানী ১৪৪ ধারা ভঙ্গ করে ঢাকায় মিছিল করেন? 
উত্তর: ১৯৪৯ সালের ১১ অক্টোবর।
প্রশ্ন: কাকে মজলুম জননেতা বলা হয়?
উত্তর: মওলানা ভাসানিকে।
প্রশ্ন: কত সালে মওলানা ভাসানী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে বিবৃতি দেন ? 
উত্তর : ১৯৭১ সালে। 
প্রশ্ন: 'দেশের সমস্যা ও সমাধান' কার লেখা পুস্তক-পুস্তিকা?
উত্তর : মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর।
প্রশ্ন: 'গণ-মুক্তি' কার লেখা সাপ্তাহিক? 
উত্তর : মওলানা ভাসানীর
প্রশ্ন: কবে মওলানা উপাধি লাভ করেন? 
উত্তর : ১৯২৪ সালে।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? 
উত্তর : বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 
প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৯২০ সালে। 
প্রশ্ন: শেখ মুজিবুর রহমান কত তারিখে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত হন?
উত্তর : শেখ মুজিবুর রহমান 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত হন ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।
প্রশ্ন: স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তর : ১৯৭৩ সালের ৭ মার্চ। 
প্রশ্ন: ১৯৭০ -এর নির্বাচন পরবর্তী সময়কালের অসহযোগ আন্দোলন চলাকালে বাঙালীর মুকুটবিহিন সম্রাট -এ পরিণত হন কে? 
উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন: বঙ্গবন্ধু কত সালে বাকশাল গঠন করেন? 
উত্তর : ১৯৭৫ সালের ২৪ ফেব্রুয়ারি।
প্রশ্ন: বাকশাল ( BAKSAL) এর পূর্ণরূপ কি?
উত্তর : বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামীলীগ (Bangladesh Krishak Sramik Awami League).
প্রশ্ন: জোট নিরপেক্ষ আন্দোলনে বঙ্গবন্ধু কোন অধিবেশনে ভাষণ দেন?
উত্তর : ১৯৭৩ সালে জোট নিরপেক্ষ আন্দোলনের চতুর্থ শীর্ষ সম্মেলনে। 
প্রশ্ন: 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের লেখক কে?
উত্তর : বঙ্গবন্ধ শেখ মজিবুর রহমান।
প্রশ্ন: বঙ্গবন্ধু কার নেতৃত্বে একটি শিক্ষা কমিশন গঠন করেন? 
উত্তর : ড. কুদরত-এ-খুদার নেতৃত্বে।
প্রশ্ন: পল্লী বিদ্যুতায়ন বোর্ড কে গঠন করে?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন: শেখ মুজিবুর রহমানের পরে কে বাংলাদেশের রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন?
উত্তর : শেখ মুজিবুর রহমানের পরে বিচারপতি আবু সাঈদ চৌধুরী বাংলাদেশের রাষ্ট্রপতি হন।  
প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর : ১৯৭৫ সালের ১৫ আগস্ট 
প্রশ্ন: কোন সংশোধনীতে জাতির পিতার প্রতিকৃতি প্রতিস্থাপিত করার কথা বলা হয়েছে? 
উত্তর : পঞ্চদশ সংশোধনীতে।
প্রশ্ন: কৃষক প্রজা আন্দোলন কি?
উত্তর : কৃষকদের অধিকার আদায়ের আন্দোলন।
প্রশ্ন: কৃষক-প্রজা আন্দোলন এর জনক কে? অথবা, বাংলার কৃষক কুলের মুক্তির দূত বলা হয় কাকে?
উত্তর: শেরে বাংলা ফজলুল হক।
প্রশ্ন: শেরে বাংলার পুরো নাম কী?
উত্তর : আবুল কাসেম ফজলুল হক। 
প্রশ্ন: বাঙালি জাতীয়তাবাদের জনক কে?
উত্তর : শেরে বাংলা এ কে ফজলুল হক ।
প্রশ্ন: “ফজলুল তোমার মাথাটা আমাকে দাও, আর আমার গদিটা তুমি নাও।” কে কাকে বলেছে?
উত্তর : নবাব স্যার সলিমুল্লাহ, ফজলুল হককে বলেছিল।
প্রশ্ন: কত সালে বঙ্গীয় মহাজনী আইন পাস হয়?
উত্তর : ১৯৪০ সালে।
প্রশ্ন: বঙ্গ চাষী ঘাতক আইন কে পাস করেন?
উত্তর : এ.কে ফজলুল হক।
প্রশ্ন: কত সালে 'ঋণ সালিশী বোর্ড' গঠিত হয়?
উত্তর : ১৯৪০ সালে।
প্রশ্ন: “নিখিল বঙ্গ প্রজা সমিতি” কার নেতৃত্বে গঠিত হয়?
উত্তর : শেরে বাংলা এ. কে. ফজলুল হকের নেতৃত্বে “নিখিল বঙ্গ প্রজা সমিত" গঠিত হয়। 
প্রশ্ন: ফজলুল হকের নেতৃত্বে কত সালে কৃষক প্রজা পার্টি গঠিত হয়?
উত্তর : ১৯৩৬ সালে।
প্রশ্ন: কত সালে শেরে বাংলা মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।
উত্তর : ১৯৩৭ সালে।
প্রশ্ন: শেরে বাংলা এ. কে ফজলুল হকের রাজনৈতিক দলের নাম কি ছিল?
উত্তর : কৃষক-প্রজা পার্টি।
প্রশ্ন: ১৯৩৭ সালের নির্বাচনে কৃষক প্রজা পার্টি কয়টি আসন লাভ করে? 
উত্তর : ৩৮টি।
প্রশ্ন: ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভারতীয় উপমহাদেশে যে মহান নেতা দেশবন্ধু উপাধি পেয়েছিলেন তার নাম কী?
উত্তর : চিত্তরঞ্জন দাস ।
প্রশ্ন: কে ভারতবাসীকে গোলামের জাতি বলে গালি দিয়েছিল?
উত্তর : ম্যাকলিন।
প্রশ্ন: স্বরাজ দলের প্রতিষ্ঠাতা কে? অথবা, স্বরাজ দল গঠন করেন কে? 
উত্তর : দেশবন্ধু চিত্তরঞ্জন দাস।
প্রশ্ন: কি কারণে ব্রিটিশ সরকার চিত্তরঞ্জন দাসকে কারাদণ্ড প্রদান করেন?
উত্তর : মহাত্মা গান্ধীর ডাকে সাড়া দিয়ে ১৯২০ সালে যখন চিত্তরঞ্জন দাস আদালত বর্জন করেন।
প্রশ্ন: বেঙ্গল প্যাক্ট কে করেন? 
উত্তর : চিত্তরঞ্জন দাস ।
প্রশ্ন: স্বরাজ ও স্বাধীনতার অর্থ কী?
উত্তর : আত্মত্মবিকাশ ও আত্মপ্রত্যয়।
প্রশ্ন: ১৯১৯ সালের আইনকে কি নামে ডাকা হয়? অথবা, ১৯১৯ সালের ভারত শাসন আইনে অপর নাম কী?
উত্তর : মন্টেগু চেমসফোর্ড আইন।
প্রশ্ন: প্রথম বিশ্বযুদ্ধ কত সালে আরম্ভ হয়?
উত্তর : ১৯১৪ সালে ।
প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন সালে শুরু হয়?
উত্তর : দ্বিতীয় বিশ্বযুদ্ধ ১৯৩৯ সালে শুরু হয়।
প্রশ্ন: ওয়াটার লু যুদ্ধ কী? 
উত্তর : একটি যুদ্ধক্ষেত্র।
প্রশ্ন: ভারতে খিলাফত আন্দোলনের নেতা কে ছিলেন?
উত্তর : মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, মাওলানা আবুল কালাম আযাদ প্রমুখ । 
প্রশ্ন: ব্রিটিশ ভারতের মুসলমানরা কাকে সমগ্র মুসলিম জাহানের খলিফা মনে করত?
উত্তর : ব্রিটিশ ভারতের মুসলমানরা তুরস্কের সুলতানকে সমগ্র মুসলিম জাহানের খলিফা মনে করতো।
প্রশ্ন: “অটোম্যান সাম্রাজ্য” বলতে কোন দেশকে বুঝানো হতো? 
উত্তর : “অটোম্যান সাম্রাজ্য” বলতে তুরস্ককে বুঝানো হতো ।
প্রশ্ন: অসহযোগ আন্দোলন বলতে কি বুঝ?
উত্তর : ব্রিটিশ কর্তৃপক্ষের প্রতি ভারতীয়দের সহযোগিতা ও সমর্থন প্রত্যাহার করে ভারতবর্ষে ব্রিটিশ রাজ্যের অস্তিত্ব বিপন্ন করে তোলার উদ্দেশ্যে মহাত্মা গান্ধী যে আন্দোলনের ডাক দেন তাই অসহযোগ আন্দোলন নামে পরিচিত।
প্রশ্ন: কত তারিখে অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষিত হয়?
উত্তর : ১৯২০ সালের ১ আগস্ট।
প্রশ্ন: অসহযোগ আন্দোলন কখন শুরু হয়? 
উত্তর : অসহযোগ আন্দোলন ১৯২০ সালে শুরু হয়।
প্রশ্ন: অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন কে? অথবা, অহিংস আন্দোলনের জনক বলা হয় কাকে? অথবা, সত্যাগ্রহ আন্দোলনের প্রবর্তক কে? 
উত্তর : মহাত্মা গান্ধী।
প্রশ্ন: কোন তিনটি দাবি অসহযোগ আন্দোলনের উদ্দেশ্য হিসাবে গৃহিত হয়?
উত্তর : খিলাফত, রাওলাট আইন প্রত্যাহার ও স্বরাজ লাভ। 
প্রশ্ন: গান্ধীর আদর্শ ও কর্মপন্থার মূল ভিত্তি ছিল কী?
উত্তর : অহিংস নীতি।
প্রশ্ন: কত তারিখে গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন?
উত্তর : ১৯২২ সালের ১২ ফেব্রুয়ারি।
প্রশ্ন: কত তারিখে গান্ধী গ্রেফতার হন? 
উত্তর : ১৯২২ সালের ১৩ মার্চ।
প্রশ্ন: বিশ্বের ইতিহাসে প্রথম নিরস্ত্র ও শাস্তিপূর্ণ আন্দোলন কোনটি?
উত্তর : অসহযোগ আন্দোলন । 
প্রশ্ন: ১৯১৯ সালে ভারত শাসন আইনে কেন্দ্রীয় আইনসভা কয় কক্ষ বিশিষ্ট ছিল?
উত্তর : ১৯১৯ সালের ভারত শাসন আইনে কেন্দ্রীয় আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট ছিল।
প্রশ্ন: রাওলাট আইন কত সালে পাস হয়? 
উত্তর : ১৯১৯ সালে।
প্রশ্ন: রাওলাট আইন প্রণয়নে কার ভূমিকা বেশি ছিল?
উত্তর : বড় লাটের আইন সচিব স্যার সিডনি রাওলাট । 
প্রশ্ন: Political History' গ্রন্থটির লেখক কে?
উত্তর : রামগোপাল।
প্রশ্ন: স্বত্ব বিলোপ নীতি প্রবর্তন করেন কে?
উত্তর : লর্ড ডালহৌসি । 
প্রশ্ন: কে দক্ষিণ আফ্রিকায় সত্যাগ্রহ আন্দোলনের নেতা হিসেবে সুনাম অর্জন করে।
উত্তর : মোহন দাস করমচাঁদ গান্ধী।
প্রশ্ন: রাওলাট আইন পাস করার কারণ কি? 
উত্তর : সত্যাগ্রহ ও অন্যান্য আন্দোলন দমন করার জন্য ।
প্রশ্ন: কখন জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড ঘটে? অথবা, জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড সংঘটিত হয় কবে?
উত্তর : ১৯১৯ খ্রিস্টাব্দের ১৩ এপ্রিল।
প্রশ্ন: অমৃতসরে কোথায় জনতার উপর গুলিবর্ষণ করা হয়?
উত্তর : জালিয়ানওয়ালা বাগে ।
প্রশ্ন: প্রথম বিশ্বযুদ্ধ কখন শেষ হয়? 
উত্তর : ১৯১৮ সালে।
প্রশ্ন: কোন ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি অর্জন করে?
উত্তর : জাতীয় অবমাননার প্রতিবাদে। 
প্রশ্ন: কার নির্দেশে অমৃতসরে জালিয়ানওয়ালা বাগের সমবেত জনতার ওপরগুলো চালান হয়?
উত্তর : জেনারেল ডায়ার।
প্রশ্ন: কে নাইট উপাধি বর্জন করেন? 
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন: কত সালে খিলাফত ও অসহযোগ আন্দোলন শুরু হয়?
উত্তর : খিলাফত আন্দোলন শুরু হয় ১৯১৮ সালে ও অসহযোগ আন্দোলন শুরু হয় ১৯২০ সালে। 
প্রশ্ন: কত সালে খিলাফত কমিটি গঠিত হয়?
উত্তর : ১৯১৯ সালে।
প্রশ্ন: মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব সলিমুল্লাহ। 
প্রশ্ন: কত সালে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করে? অথবা, কোন সালের কত তারিখে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? 
উত্তর : ৩০ ডিসেম্বর ১৯০৬ সালে।
প্রশ্ন: সর্বভারতীয় মুসলিম লীগের সদর দপ্তর কোথায় ছিল?
উত্তর : আলীগড়ে।
প্রশ্ন: কোন চুক্তির মাধ্যমে কংগ্রেস মুসলিম লীগকে একটি পৃথক রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেয়?
উত্তর : লক্ষ্মৌ চুক্তি। 
প্রশ্ন: কবে, কেন মুসলিম লীগ গঠিত হয়?
উত্তর : ১৯০৬ সালের ৩০/৩১ ডিসেম্বরে মুসলিম লীগ গঠিত হয়। 
প্রশ্ন: কে সর্বভারতীয় মুসলিম রাজনৈতিক দল গঠনের প্রস্তাব রাখেন? 
উত্তর : নবাব স্যার সলিমুল্লাহ সর্বভারতীয় মুসলিম রাজনৈতিক দল গঠনের প্রস্তাব রাখেন। 
প্রশ্ন: মুসলিম লীগ প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন?
উত্তর : নবাব স্যার সলিমুল্লাহ। 
প্রশ্ন: মুসলীম লীগ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল?
উত্তর : বাংলার মুসলমানদের রাজনৈতিক ও সামাজিক স্বার্থরক্ষা করা।
প্রশ্ন: মুসলিমলীগের যুগ্ম-সচিব নির্বাচিত হন কারা?
উত্তর : ভিখার-উল-মুলক ও মুহসীন-উল-মুলক। 
প্রশ্ন: নিখিল ভারত মুসলীম লীগ গঠনের তারিখ ও স্থান উল্লেখ কর।
উত্তর- ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর, স্থান: শাহবাগ
প্রশ্ন: কে বঙ্গভঙ্গ রদ করেন?
উত্তর : লর্ড হার্ডিঞ্জ, ১৯১১ সালে।
প্রশ্ন: কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয়? 
উত্তর : ১৯১১ সালের ১২ ডিসেম্বর।
প্রশ্ন: পূর্ব বাংলা ও আসাম প্রদেশের রাজধানী কোথায় স্থাপিত হয়? 
উত্তর : ঢাকায়।
প্রশ্ন: ১৯০৫ সালের বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
উত্তর : লর্ড কার্জন। 
প্রশ্ন: ১৯০৫ সালের বঙ্গভঙ্গের পিছনে কি কি কারণ নিহিত ছিল?
উত্তর : প্রশাসনিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কারণ।
প্রশ্ন: ১৯০৫ এর বঙ্গভঙ্গ বাংলার কোন কোন এলাকা নিয়ে নতুন প্রদেশ 'পূর্ববঙ্গ ও আসাম' গঠিত হয়? 
উত্তর : ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী ও আসাম নিয়ে পূর্ববঙ্গ গঠিত হয়।
প্রশ্ন: কার শাসনামলে বঙ্গভঙ্গ রদ হয়?
উত্তর : বড় লাট হার্ডিঞ্জের শাসনামলে।
প্রশ্ন: বঙ্গভঙ্গ রদের প্রতিক্রিয়া কি হয়েছিল? 
উত্তর : বঙ্গভঙ্গ রদের প্রতিক্রিয়া হয়েছিল ১৯০৬ সালের ৩১ ডিসেম্বর নিখিল ভারত মুসলিম লীগ গঠনের উদ্যোগ ।
প্রশ্ন: নবগঠিত পশ্চিম বাংলার প্রথম গভর্নরের নাম কী ছিল ? 
উত্তর : স্যার এন্ড্রু ফ্রেজার।
প্রশ্ন: বঙ্গভঙ্গের জন্য মুসলমানদের পক্ষে যে বিশেষ ব্যক্তি অক্লান্ত শ্রম ও সংগ্রাম করেছেন তার নাম কি?
উত্তর : নবাব স্যার সলিমুল্লাহ।
প্রশ্ন: বঙ্গভঙ্গের পূর্বে ব্রিটিশ ভারতের সর্বাপেক্ষা বৃহৎ প্রদেশের নাম কী? অথবা, বৃটিশ ভারতের সর্বাপেক্ষা প্রদেশ ছিল কোনটি?
উত্তর : বাংলা প্রেসিডেন্সী ।
প্রশ্ন: বঙ্গভঙ্গের প্রধান লক্ষ্য কী ছিল?
উত্তর : ব্রিটিশদের Divide and Rule Policy বাস্তবায়ন।
প্রশ্ন: কে বঙ্গভঙ্গের সমর্থনে পূর্ববঙ্গের মুসলমান জনগণকে সংঘটিত করেন?
উত্তর : নবাব স্যার সলিমুল্লাহ খান।
প্রশ্ন: স্বদেশী আন্দোলন কি?
উত্তর : দেশীয় পণ্য ব্যবহার ও বিলেতি পণ্য বর্জন।
প্রশ্ন: স্বদেশী আন্দোলনের প্রবর্তক কে ছিলেন?
উত্তর : সুরেন্দ্রনাথ ব্যানার্জী।
প্রশ্ন: কত সালে স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল?
উত্তর : ১৯০৫ সালে। 
প্রশ্ন: বয়কট আন্দোলনের প্রধান লক্ষ্য কি ছিল?
উত্তর : বিলাতি পণ্য সামগ্রী বর্জন করা এবং ইংরেজদের সাথে সকল প্রকার অসহযোগীতা করা।
প্রশ্ন: কত তারিখে বয়কট প্রস্তাব গৃহিত হয়?
উত্তর : ১৯০৫ সালের ১৭ জুলাই।
প্রশ্ন: সংগ্রামশীল বা জঙ্গী জাতীয়তাবাদ ভারতীয় জাতীয়তাবাদের প্রধান উদ্দেশ্য কি?
উত্তর : ভারতীয় জাতীয়তাবাদের প্রধান উদ্দেশ্য ভারতের পূর্ণ স্বাধীনাত অর্জন। 
প্রশ্ন: ভারতীয় কংগ্রেস অগণতান্ত্রিক প্রতিষ্ঠান, উক্তিটি কার?
উত্তর : লালা লাজপৎ রায়ের।
প্রশ্ন: নিউ ইন্ডিয়া পত্রিকা কখন প্রকাশিত হয়?
উত্তর : ১৯০১ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন: ভারতের স্বাধীনতা আন্দোলনে পাঞ্জাবের শ্রেষ্ঠ নেতা কে?
উত্তর : লালা লাজপৎ রায়।
প্রশ্ন: Young India এবং English Date to India গ্রন্থ দুটির লেখক কে?
উত্তর : লালা লাজপৎ রায়।
প্রশ্ন: “বন্দেমাতরম” পত্রিকার কর্ণধার কে? 
উত্তর : অরবিন্দ ঘোষ।
প্রশ্ন: দুটি সন্ত্রাসী গোষ্ঠীর নাম লিখ।
উত্তর : কলকাতার যুগান্তর ও ঢাকার অনুশীলনী।
প্রশ্ন: কত সালে 'British India Association' সংগঠন জন্ম লাভ করে?
উত্তর : ১৮৫১ সালে ।
প্রশ্ন: ভারতবর্ষে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল দুটির নাম কি?
উত্তর: ভারতবর্ষে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল দুটির নাম হচ্ছে যথাক্রমে কংগ্রেস ও মুসলিম লীগ । 
প্রশ্ন: The Arms Act - কত সালে চালু হয়? 
উত্তর : ১৮৭৮ সালে।
প্রশ্ন: ইংরেজ লেখক হান্টারের বিখ্যাত গ্রন্থ কোনটি? 
উত্তর : The Indian Mussalmans'.
প্রশ্ন: সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন কে? 
উত্তর : তৎকালীন বৃটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড।
প্রশ্ন: বঙ্গীয় পৌরসভা আইন কখন প্রণীত হয়? 
উত্তর : ১৮৬৪ সালে বঙ্গীয় পৌরসভা আইন প্রণীত হয়।
প্রশ্ন: বঙ্গভঙ্গ কাকে বলে? 
উত্তর : তদানীন্তন ভারতের সর্ববৃহৎ 'বাংলা প্রদেশ' নামক প্রদেশকে বিভক্ত করে 'পূর্ববঙ্গ ও আসাম' প্রদেশ নামে নতুন এক প্রদেশ সৃষ্টি করাই ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত।
প্রশ্ন : পূর্ববঙ্গ ও আসাম বঙ্গভঙ্গ করেন কে? অথবা, বঙ্গভঙ্গের পেছনে ভারতের কোন গভর্নর জেনারেলের নাম জড়িত? 
উত্তর : লর্ড কার্জন করেন।
প্রশ্ন: পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের প্রথম ছোট লাট কে ছিলেন? অথবা, নবগঠিত 'পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের প্রথম গভর্নর কে ছিলেন?
উত্তর : স্যার জোসেফ ব্যামফিল্ড ফুলার। 
প্রশ্ন: বাংলা তথা ভারতের জাতীয়তাবাদের প্রতি বিরাট চ্যালেঞ্জ কি ছিল?
উত্তর : বঙ্গভঙ্গ। 
প্রশ্ন: কত সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ এর পরিকল্পনা করেন? অথবা, বঙ্গভঙ্গ কত সালে সংঘটিত হয়?
উত্তর : ১৯০৫ সালের ১০ জুলাই। 
প্রশ্ন: ১৯০৫ সাল কেন বিখ্যাত?
উত্তর : ১৯০৫ সাল বঙ্গভঙ্গের জন্য বিখ্যাত।
প্রশ্ন: বাংলা প্রেসিডেন্সি কোন কোন এলাকা নিয়ে গঠিত ছিল? অথবা, বাংলা প্রেসিডেন্সি কোন কোন এলাকা নিয়ে গঠিত হয়েছিল?
উত্তর : বাংলা, বিহার, ছোট নাগপুর ও উড়িষ্যা অঞ্চল নিয়ে।
প্রশ্ন: ১৯০৫ সালের কত তারিখে বঙ্গভঙ্গের ঘোষণা প্রদান করা হয়? 
উত্তর : ১৯০৫ সালের ১ সেপ্টেম্বর।
প্রশ্ন: ভারতীয় মুসলমানদের সর্বপ্রথম সমিতি কোনটি?
উত্তর : মোহামেডান লিটারেরি সোসাইটি।
প্রশ্ন: বাংলার রেঁনেসার অগ্রদূত কে?
উত্তর : সৈয়দ আমির আলী।
প্রশ্ন: কে সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান এসোসিয়েশন গঠন করেন?
উত্তর : সৈয়দ আমীর আলী।
প্রশ্ন: 'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' বইটি কার লেখা? 
উত্তর : গ্রন্থটির রচয়িতা আবুল মনসুর আহমদ।
প্রশ্ন: Central National Mohammedan Association. গ্রন্থটি কার লেখা? 
উত্তর : Sekh A. Rashid.
প্রশ্ন: সৈয়দ আমীর আলীর রচিত দুটি বিখ্যাত গ্রন্থের নাম লেখ? 
উত্তর : The Sprit of Islam এবং Personal Law of the Mohammedan.
প্রশ্ন: 'The Spirit of Islam' গ্রন্থটির লেখক কে?
উত্তর : সৈয়দ আমির আলী।
প্রশ্ন: ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পেছনে কোন ইংরেজের কৃতিত্ব ছিল? অথবা, সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন
উত্তর : এ্যালান অক্টোভিয়ান হিউম।
প্রশ্ন: ভারতীয় উপমহাদেশের সবচেয়ে পূরাতন রাজনৈতিক দল কোনটি?
উত্তর : ভারতীয় জাতীয় কংগ্রেস।
প্রশ্ন: ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, কবে, কোথায় কার নেতৃত্বে প্রতিষ্ঠা হয়?
উত্তর : এ্যালান অক্টোভিয়ান হিউম, ১৮৮৫ সালের ২৮ ডিসেম্বর, বোম্বের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ হলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা করেন।
প্রশ্ন: কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৮৮৫ সালে।
প্রশ্ন: কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কতজন মুসলমান প্রতিনিধি অংশ নেয়?
উত্তর : ৩৩ জন
প্রশ্ন: কতজন প্রতিনিধি তৃতীয় অধিবেশনে যোগ দেয়?
উত্তর : ৬০৭ জন।
প্রশ্ন: কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ত্ব করেন কে? 
উত্তর : উমেশচন্দ্র বন্দোপাধ্যায়।
প্রশ্ন: ভারতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কত জন প্রতিনিধি যোগ দিয়েছিল?
উত্তর : ৭২ জন।
প্রশ্ন: ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তর : ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন, উমেশচন্দ্র ব্যানার্জী ।
প্রশ্ন: 'India Today' কার রচনা? 
উত্তর : আর. পি. দত্ত।
প্রশ্ন: এলান অক্টোভিয়ান হিউম কিসের জন্য বিখ্যাত?
উত্তর : এলান অক্টোভিয়ান হিউম ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হিসাবে বিখ্যাত ।
প্রশ্ন: স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর : স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু।
প্রশ্ন: আলীগড় আন্দোলন কী?
উত্তর : মুসলিম সমাজকে জাগ্রত করার উদ্দেশ্যে স্যার সৈয়দ আহমদ খান কর্তৃক আলীগড় বিশ্ববিদ্যালয় আন্দোলনকে আলীগড় আন্দোলন বলা হয়। 
প্রশ্ন: আলীগড় আন্দোলনের প্রবর্তকের নাম কি? অথবা, আলীগড় আন্দোলনের অগ্রদূত কে? অথবা, আলীগড় আন্দোলনের প্রধান রূপকার কে ছিলেন?
উত্তর : স্যার সৈয়দ আহমদ খান।
প্রশ্ন: আলীগড় আন্দোলনের প্রথম ভিত্তি কি ছিল?
উত্তর : মুসলিম সমাজকে জাগ্রত করা।
প্রশ্ন: সৈয়দ আহমেদের মৃত্যুর পর আলীগড় আন্দোলন এর নেতা কে হন?
উত্তর : নবাব মহসীন উল-মূলক।
প্রশ্ন: স্যার সৈয়দ আহমদের সংস্কার আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল কী?
উত্তর : আলীগড় কলেজ। 
প্রশ্ন: কে মুসলিম সাহিত্য সমিতি প্রতিষ্ঠা করেন?
উত্তর : নবাব আব্দুল লতিফ।
প্রশ্ন: ‘মোহামেডান লিটারেরি সোসাইটি' প্রতিষ্ঠা করেন কে? অথবা, মোহাম্মদ লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
উত্তর : নবাব আব্দুল লতিফ।
প্রশ্ন: মোহাম্মদ লিটারেরি সোসাইটি কে, কবে কোথায় প্রতিষ্ঠা করেন?
উত্তর : নবাব আব্দুল লতিফ, ১৮৩৬ সালে কলকাতায় MLS প্রতিষ্ঠা করেন।
প্রশ্ন: কাকে 'বাংলার স্যার সৈয়দ' বলা হয়।
উত্তর : নবাব আব্দুল লতিফকে ।
প্রশ্ন: মুসলিম সাহিত্য সমিতির উদ্দেশ্য কি ছিল?
উত্তর : মুসলমানদের শিক্ষার উন্নতির জন্য ব্যবস্থা গ্রহণ ।
প্রশ্ন: কে ১৯৪৫ সালের ২৫ জুন সিমলায় সম্মেলন আহবান করেন?
উত্তর : গভর্নর জেনারেল লর্ড ওয়াভেল। 
প্রশ্ন: কত সালে ওয়াভেল গভর্নর জেনারেল নির্বাচিত হন।
উত্তর : ১৯৪৩ সালে।
প্রশ্ন: গান্ধী ও জিন্নাহর মধ্যে কত তারিখে বৈঠক হয়?
উত্তর : ১৯৪৩ সালে ৯ সেপ্টেম্বর হতে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রশ্ন: ১৯৪৫ সালে ব্রিটেনে কোন দল ক্ষমতায় আসে?
উত্তর : শ্রমিক দল।
প্রশ্ন: ‘ভারত ছাড়' আন্দোলন কবে সংগঠিত হয়? অথবা, কত তারিখ থেকে 'ভারত ছাড়' আন্দোলন শুরু হয়? 
উত্তর : ১৯৪২ সালের ৯ আগস্ট।
প্রশ্ন: গান্ধীজি কোন পত্রিকায় ব্রিটিশ সরকারকে ভারত ত্যাগ করার কথা বলেন?
উত্তর : 'হরিজন' পত্রিকায়।
প্রশ্ন: কত তারিখ আগষ্ট প্রস্তাব পাস করা হয়? 
উত্তর : ১৯৪২ সালের ৮ আগস্ট।
প্রশ্ন: “আমি ফ্যাসিবাদকে সমর্থন করিনা। কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও ফ্যাসিবাদের সমগোত্রীয়।” গান্ধীজি কাকে উদ্দেশ্য করে বলেছেন?
উত্তর : মার্কিন লেখক ও সাংবাদিক লুই ফিসার। 
প্রশ্ন: ভারতছাড় আন্দোলনের মূল পটভূমি কি ছিল?
উত্তর : ব্রিটিশদেরকে ভারত ছেড়ে চলে যাবার আন্দোলন।
প্রশ্ন: ১৪ আগস্টকে স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের উদ্বোধনী ঘোষণা করেন কে? 
উত্তর : লর্ড মাউন্ট ব্যাটেন।
প্রশ্ন: কোন দল আগস্ট প্রস্তাব সরাসরি প্রত্যাখান করে ?
উত্তর : কংগ্রেস।
প্রশ্ন: ক্রীপস প্রস্তাবের অপর নাম কি?
উত্তর : ক্রীপস মিশন। 
প্রশ্ন: কত সালে ক্ৰীপস প্রস্তাব গৃহীত হয়?
উত্তর : ১৯৪২ সালের ২২ মার্চ। 
প্রশ্ন: ক্রীপস কবে ভারতে পদার্পণ করেন? অথবা, কত তারিখে স্যার স্ট্যাফোর্ড ক্রীপস ভারত বর্ষে আসেন?
উত্তর : ১৯৪২ সালের ২৩ মার্চ।
প্রশ্ন: ব্রিটিশ সরকার কেন ক্রীপসকে ভারতবর্ষে প্রেরণ করেন?
উত্তর : ভারতের শাসনতান্ত্রিক অচলাবস্থা নিরসনের জন্য কিছু সুনির্দিষ্ট প্রস্তাব দিয়ে।
প্রশ্ন: তৎকালীন ভারতীয় কোন কোন দল ক্রীপস মিশন প্রত্যাখ্যান করে? 
উত্তর : মুসলিম লীগ, কংগ্রেস, হিন্দু মহাসভা, হরিজন সংঘ।
প্রশ্ন: স্যার স্ট্যাফোর্ড ক্রীপস কে ছিলেন? 
উত্তর : ব্রিটেনের তৎকালীন অর্থমন্ত্রী।
প্রশ্ন: ১৯৩৭ সালে কতটি প্রদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়? 
উত্তর : ১১ টি প্রদেশে।
প্রশ্ন: ১৯৩৫ সালের আইন অনুযায়ী কত সালে প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়? 
উত্তর : ১৯৩৭ সালে।
প্রশ্ন: সমগ্র ভারতের ৮০৮ টি হিন্দু আসনের মধ্যে কংগ্রেস কতটি আসন লাভ করে? 
উত্তর : ৭১১ টি আসন ।
প্রশ্ন: কার নেতৃত্বে কোয়ালিশন মন্ত্রীসভা গঠিত হয়? 
উত্তর: শেরে বাংলা এ. কে. ফজলুল হকের নেতৃত্বে।
প্রশ্ন: প্রাদেশিক আইনসভার অধিবেশন আহ্বান, মূলতবী ঘোষণা ও আইনসভা ভেঙ্গে দিতে পারেন কে? 
উত্তর : বড় লাট। 
প্রশ্ন: ১৯৩৭ সালের নির্বাচনে অবিভক্ত বাংলার প্রাদেশিক আইনসভায় মুসলিম লীগ কয়টি আসন পায়?
উত্তর : ১০৩ টি।
প্রশ্ন: জিন্নাহ কত তারিখে দ্বি-জাতি তত্ত্ব পেশ করেন?
উত্তর : ১৯৪০ সালের ২২ মার্চ।
প্রশ্ন: দ্বি-জাতি তত্ত্বের মূল কথা কি?
উত্তর : ভারতবর্ষে দুটি জাতির ভিত্তিতে দুটি আলাদা রাষ্ট্র গঠন ।
প্রশ্ন: কে বক্তৃতায় বলেছিলেন মুসলমানরা একটি স্বতন্ত্র জাতি? 
উত্তর : মুহাম্মদ আলী জিন্নাহ ।
প্রশ্ন: দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হলেন- মুহম্মদ আলী জিন্নাহ। 
প্রশ্ন: ফজলুল হক কত তারিখে লাহোর প্রস্তাব উত্থাপন করেন?
উত্তর : ১৯৪০ সালের ২৩ মার্চ।
প্রশ্ন: ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে পেশ করেন? অথবা, লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?
উত্তর : শেরে বাংলা এ, কে, ফজলুল হক। 
প্রশ্ন: ১৯৪০ সালে বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? 
উত্তর : এ, কে, ফজলুল হক ।
প্রশ্ন: ঐতিহাসিক লাহোর প্রস্তাবের সংশোধনী প্রস্তাব পেশ করেন? 
উত্তর : বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
প্রশ্ন: হোসেন শহীদ সোহরাওয়ার্দী কে ছিলেন?
উত্তর : অভিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী এবং পরবর্তী পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন।
প্রশ্ন: ওয়াহাবী আন্দোলন কি?
উত্তর : ইসলাম ধর্মকে কলুষতা মুক্ত করা আন্দোলন।
প্রশ্ন: ওয়াহাবী শব্দের অর্থ কী? 
উত্তর : নবজাগরণ।
প্রশ্ন: ওহাবী মতবাদের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : মুহম্মদ ইবনে আব্দুল ওহাব
প্রশ্ন: ফরায়েজী আন্দোলন বলতে কি বোঝ?
উত্তর : ধর্মীয় কুসংস্কার ও গৌড়ামির হাত থেকে মুসলমানদের রক্ষা করার জন্য সমাজ সংস্কারক হাজী শরীয়তউল্লাহ যে আন্দোলন গড়ে তোলেন ইতিহাসে তাই ফরায়েজী আন্দোলন নামে পরিচিত।
প্রশ্ন: 'ফরায়েজী' শব্দটির উৎপত্তি কোথা হতে? 
উত্তর : আরবি 'ফরজ' শব্দ থেকে 'ফরায়েজী' শব্দটির উৎপত্তি হয়েছে।
প্রশ্ন: ফরজ শব্দের অর্থ কী? 
উত্তর : অবশ্য পালনীয়।
প্রশ্ন: বাংলায় ওয়াহাবী আন্দোলনের প্রবক্তা কে? 
উত্তর : সৈয়দ আহমদ ও তিতুমীর।
প্রশ্ন: হাজী শরীয়তুল্লাহ কে ছিলেন?
উত্তর : ফরায়েজী আন্দোলনের অন্যতম নেতা । 
প্রশ্ন: হাজী শরীয়তউল্লাহ পরিচালিত আন্দোলনের নাম কি?
উত্তর : হাজী শরীয়তউল্লাহ পরিচালিত আন্দোলনের নাম ফরায়েজী আন্দোলন।
প্রশ্ন: ‘ফরায়েজী আন্দোলনের অগ্রদূত কে?
উত্তর : ফরায়েজী আন্দোলনের অগ্রদূত হাজী শরীয়তুল্লাহ।
প্রশ্ন: কোন বাঙালি সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে?
উত্তর : মীর নিসার আলী খান ওরফে তিতুমীর। 
প্রশ্ন: শহীদ তিতুমীরের প্রকৃত নাম কী?
উত্তর : মীর নিসার আলী ওরফে তিতুমীর।
প্রশ্ন: কত সালে তিতুমীর শহীদ হন।
উত্তর : ১৮৩১ সালের ১৯ নভেম্বর। 
প্রশ্ন: তিতুমীর কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন?
উত্তর : নারিকেল বাড়িয়ায়।
প্রশ্ন: কে বাঁশের কেল্লা নির্মাণ করেন? 
উত্তর : তিতুমীর
প্রশ্ন: তিতুমীরের বারাসতে বিদ্রোহ কত সালে হয়?
উত্তর : ১৮৩১ সালে।
প্রশ্ন: বারাসাত বিদ্রোহ হয় কার নেতৃত্বে?
উত্তর : মীর নিসার আলী ওরফে তিতুমীর এর নেতৃত্বে বারাসাত বিদ্রোহ হয়।
প্রশ্ন: ব্রিটিশ ভারতে রাজনৈতিক সমিতির সম্প্রসারণ ভারতে সংঘটিত রাজনৈতিক আন্দোলনের জনক বলা হয় কাকে?
উত্তর : রাজা রামমোহন রায়কে। 
প্রশ্ন: কত সালে ইন্ডিয়ান এসোসিয়েশন' গঠিত হয়?
উত্তর : ১৮৭৬ সালে।
প্রশ্ন: কত সালে 'বঙ্গভাষা প্রকাশিত সভা' নামে সমিতি গঠিত হয়।
উত্তর : ১৮৩৬ সালে।
প্রশ্ন: ইন্ডিয়ান এসোসিয়েশন' কোন শ্রেণির মুখপাত্র ছিল?
উত্তর : প্রকৃত মধ্যবিত্ত শ্রেণির মুখপাত্র ছিল?
প্রশ্ন: রাজা রামমোহন রায় কত সালে ব্রাহ্মসভা স্থাপন করেন? 
উত্তর : ১৮২৮ সালের ২০ আগস্ট।
প্রশ্ন: রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন কে?
উত্তর : নরেন্দ্রনাথ দত্ত ওরফে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন।
প্রশ্ন: সতীদাহ প্রথা বিলোপ করেন কে? 
উত্তর : লর্ড উইলিয়াম বেন্টিংক
প্রশ্ন: 'সতীদাহ' প্রথা বিলোপ সাধনে কার অবদান সবচেয়ে বেশি রয়েছে?
উত্তর : 'সতীদাহ' প্রথা বিলোপ সাধনে রাজা রামমোহন রায় এর অবদান বেশি। প্রশ্ন: তিন জন হিন্দু ধর্মীয় ও সমাজ সংস্কারকের নাম লিখ? 
উত্তর : ১. রাজা রামমোহন রায়; ২. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও ৩. রামকৃষ্ণ পরমহংস। 
প্রশ্ন: রাজা রামমোহন রায়ের দুটি ধর্মীয় সংস্কার লিখ।
উত্তর : ১. একেশ্বরবাদ ও ২. আত্মীয় সভা গঠন 
প্রশ্ন: রাজা রামমোহন রায়ের ধর্মচিন্তার প্রধান দিক কি ছিল?
উত্তর : একেশ্বরবাদ।
প্রশ্ন: সুবিখ্যাত 'নীলদর্পণ' নাটকের রচয়িতা কে?
উত্তর : সুবিখ্যাত 'নীলদর্পণ' নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র। 
প্রশ্ন: রাজা রামামোহন রায় তাঁর কোন গ্রন্থে একেশ্বরবাদের আদর্শ প্রচার করেন?
উত্তর : রাজা রামমোহন রায় তাঁর তুহফান-উল- মোয়াজিদ্দীন গ্রন্থে একেশ্বরবাদের আদর্শ প্রচার করেন।
প্রশ্ন: রাজা রামমোহন রায় রচিত যে কোন দুটি গ্রন্থের নাম লিখ।
উত্তর : ১. তুহাফাৎ-উল-মোয়হিদ্দীন ও ২. মনাজারারাৎ-উল-আদিয়ান।
প্রশ্ন: ব্রাহ্মসমাজের মূল আদর্শ কি?
উত্তর : একেশ্বরবাদ ও অপৌত্তলিকতাবাদ।
প্রশ্ন: রাজা রামমোহনের পর 'ব্রাহ্ম আন্দোলনে'র নেতৃত্ব দেন কে?
উত্তর : দেবেন্দ্রনাথ।
প্রশ্ন: আর্য সমাজ প্রতিষ্ঠাতার নাম কী? 
উত্তর : দয়ানন্দ স্বরসতী।
প্রশ্ন: পণ্ডিত ঈশ্বরচন্দ্র কত সালে বিদ্যাসাগর উপাধি প্রাপ্ত হন?
উত্তর : ১৮৪১ সালে। 
প্রশ্ন: বিধবা বিবাহ কে চালু করেন?
উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
প্রশ্ন: বাংলায় নবজাগরণের সূচনা করেছিল কে?
উত্তর : বাংলায় নবজাগরণের সূচনা করেছিলেন রাজা রামমোহন রায়।
প্রশ্ন: 'এনফিল্ড' রাইফেলের প্রবর্তন হয় কত সালে।
উত্তর : ১৮৫৬ সালে
প্রশ্ন: “এনফিল্ড” রাইফেলের কার্তুজ কি দিয়ে তৈরি হত? 
উত্তর : শুকুর ও গরুর চর্বি দিয়ে।
প্রশ্ন: বিদ্রোহীরা কাকে সম্রাট বলে স্বীকৃতি প্রদান করে? 
উত্তর : দ্বিতীয় বাহাদুর শাহকে।
প্রশ্ন: সিপাহী বিদ্রোহে অংশগ্রহণকারী তিনজন নারী বিদ্রোহীর নাম লেখ? 
উত্তর : ঝাঁসির রাণী লক্ষ্মী বাঈ, তাঁতিয়া তোপী ও অযোধ্যার নবাবের বেগম।
প্রশ্ন: ফকির সন্ন্যাসী বিদ্রোহের প্রধান নেতা কি ছিলেন? 
উত্তর : ফকির মজনুশাহ ।
প্রশ্ন: ফকির সন্ন্যাসী বিদ্রোহের ব্যাপ্তিকাল কতদিন ছিল? 
উত্তর : ফকির সন্ন্যাসী বিদ্রোহের ব্যাপ্তি কাল ছিল ১৭৬০ থেকে ১৮০০ সাল পর্যন্ত। 
প্রশ্ন: কে 'ফকির সন্ন্যাসী বিদ্রোহকে' সর্বপ্রথম কৃষক বিদ্রোহ বলেন ?
উত্তর : উইলিয়াম হান্টার। 
প্রশ্ন: ফকির সন্ন্যাসী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল?
উত্তর : ফকিরদের অধিকার আদায়।
প্রশ্ন: ভবানী পাঠক কে ছিলেন?
উত্তর : ফকির সন্ন্যাসী আন্দোলনের নেতা। 
প্রশ্ন: ফকির সন্ন্যাসী বিদ্রোহে কারা নেতৃত্ব দেন?
উত্তর : ফকির মজনু শাহ, ভবানী পাঠক, মুসা শাহ। ভা
প্রশ্ন: রতবর্ষের সর্বপ্রথম গণবিদ্রোহ কোনটি ছিল?
উত্তর : নীল বিদ্রোহ।
প্রশ্ন: কখন নীল বিদ্রোহ শুরু হয়?
উত্তর : ১৮৫৯ সালে। 
প্রশ্ন: কমনওয়েলথ কি?
উত্তর : ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত স্বাধীন রাষ্ট্রসমূহের যৌথ সংগঠন।
প্রশ্ন: 'রংপুরের কৃষক বিদ্রোহ' কত সালে হয়েছিল? 
উত্তর : 'রংপুরের কৃষক বিদ্রোহ' ১৭৮৩ সালে সংগঠিত হয়েছিল।
প্রশ্ন: সিপাহী বিদ্রোহী কী?
উত্তর : ব্রিটিশ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতীয়দের প্রথম ঐক্যবদ্ধ প্রতিবাদ।
প্রশ্ন: সিপাহী বিপ্লব কবে সংঘটিত হয়? 
উত্তর : ১৮৫৭ খ্রিস্টাব্দের ২৯ মার্চ।
প্রশ্ন: ১৮৫৭ সালে সংঘটিত গুরুত্বপূর্ণ ঘটনা কোনটি?
উত্তর : সিপাহী বিদ্রোহ।
প্রশ্ন: সিপাহী বিদ্রোহের অপর নাম কি?
উত্তর : সিপাহী বিদ্রোহের অপর নাম মহাবিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। প্রশ্ন: ভারত শাসন আইন সর্বপ্রথম কখন প্রণীত হয়।
উত্তর : ১৮৫৮ সালে।
প্রশ্ন: সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের কয়েকটি রাজনৈতিক কারণ লিখ। 
উত্তর : ১. মুসলমানদের ক্ষোভ ও ২. ইংরেজদের সাম্রাজ্য বিস্তারনীতি।
প্রশ্ন: পলাশি যুদ্ধের প্রধান কারণ কোনটি?
উত্তর : ১. ঘসেটি বেগমের চক্রান্ত; ২.কৃষ্ণ দাসকে কলিকাতায় আশ্রয় দান, ৩. ক্লাইভের চন্দন নগরদুর্গ অধিকার ও ৪. মুর্শিদাবাদে সিরাজ বিরোধী ষড়যন্ত্র।
প্রশ্ন: পলাশির যুদ্ধে নবাব সিরাজের প্রধান সেনাপতি কে ছিলেন? 
উত্তর: মীর জাফর আলী খান।
প্রশ্ন: সিরাজের পক্ষে কোন ফরাসি সেনানায়ক যুদ্ধ করেছিলেন?
উত্তর : সিনফ্রে। 
প্রশ্ন: নবাব সিরাজ-উদ-দৌলা কখন নিহত হন?
উত্তর : নবাব সিরাজ-উদ-দৌলা ১৭৫৭ সালের ২০ জুলাই নিহত হন।
প্রশ্ন: হলওয়েল কে ছিলেন?
উত্তর : 'অন্ধকূপ হত্যা' নামক কাল্পনিক কাহিনীর স্রষ্টার একজন ইংরেজ কর্মচারী ও লেখক।
প্রশ্ন: অন্ধকূপ হত্যা কাহিনীর রচয়িতা কে ছিলেন? 
উত্তর : অন্ধকূপ হত্যা কাহিনীর রচয়িতা ছিলেন- ইংরেজ লেখক হলওয়েল।
প্রশ্ন: অন্ধকুপ হত্যা কী?
উত্তর : একটি সাজানো কল্পকাহিনী।
প্রশ্ন: 'অন্ধকূপ' নামক কক্ষের আয়তন কত ছিল?
উত্তর : 'অন্ধকূপ' নামক কক্ষের আয়তন-১৮×১৪ ফুট।
প্রশ্ন: ব্রিটিশ সরকারের মূলনীতি কী ছিল?
উত্তর : ভাগ কর ও শাসন কর নীতি।
প্রশ্ন: ব্রিটিশ শাসন কত সাল পর্যন্ত বিস্তৃত?
উত্তর : ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত । 
প্রশ্ন: বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল কত সালে?
উত্তর : ১৭৬৪ সালে ২২ অক্টোবর।
প্রশ্ন: পাঁচসালা বন্দোবস্ত কী?
উত্তর : পাঁচ বছরের জন্য জমি বন্ধক দেয়া
প্রশ্ন: 'পাঁচসালা বন্দোবস্ত' কে করেন?
উত্তর : ওয়ারেন হেস্টিংস।
প্রশ্ন: ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন
উত্তর : ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেলের নাম ওয়ারেন হেস্টিংস।
প্রশ্ন: চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার প্রবর্তক কে?
উত্তর : লর্ড কর্নওয়ালিশ। 
প্রশ্ন: ছিয়াত্তরের মন্বন্তর কি?
উত্তর : বাংলা ১১৭৬ ইংরেজি - ১৭৭০ সাল (মতান্তরে ১১৭৭ বাংলা) এর দুর্ভিক্ষকে ছিয়াত্তরের মন্বন্তর বলা হয় ।
প্রশ্ন: বাংলা কত সালে 'ছিয়াত্তরের মন্বন্তর' ঘটে?
উত্তর : বাংলা ১১৭৬ সালে 'ছিয়াত্তরের মন্বন্তর' ঘটে।
প্রশ্ন: কোন দুর্ভিক্ষে বাংলায় লক্ষ লক্ষ লোক মৃত্যুবরণ করে? 
উত্তর: ছিয়াত্তরের দুর্ভিক্ষে।
প্রশ্ন: ছিয়াত্তরের মন্বন্তর ঘটে কত খ্রিস্টাব্দে।
উত্তর : ১৭৭০ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: পলাশির যুদ্ধ কি?
উত্তর : ১৭৫৭ সালের ২৩ জুন পলাশি প্রান্তরে বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয় ইতিহাসে তাই পলাশির যুদ্ধ নামে পরিচিতি।
প্রশ্ন: কত সালে পলাশির যুদ্ধ সংঘটিত হয়? অথবা, কোন তারিখে পলাশির যুদ্ধ সংঘটিত হয়?
উত্তর : ১৭৫৭ সালের ২৩ শে জুন পলাশির যুদ্ধ সংঘটিত হয়। 
প্রশ্ন: সর্বপ্রথম কোন বণিকেরা ভারতবর্ষে উপনিবেশ প্রতিষ্ঠা করেন?
উত্তর : পর্তুগীজরা।
প্রশ্ন: সিরাজউদ্দৌলার পিতার নাম কি?
উত্তর : জৈনুদ্দিন।
প্রশ্ন: সিরাজউদ্দৌলার মাতার নাম কি? 
উত্তর : আমিনা বেগম।
প্রশ্ন: নবাব সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম কি? 
উত্তর : লুৎফুন্নেসা। 
প্রশ্ন: কত সালে সিরাজউদ্দৌলা বাংলার মসনদ আরোহণ করেন?
উত্তর : ১৭৫৬ সালের ৯ই এপ্রিল। 
প্রশ্ন: নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে বাংলার সিংহাসন আরোহণ করেন?
উত্তর : ২৩ বছর বয়সে।
প্রশ্ন: নবাব আলীবর্দী খান কে ছিলেন?
উত্তর : নবাব আলীবর্দী খান বাংলার একজন নবাব ছিলেন, তিনি ১৯৪০ সালে ক্ষমতায় অধিষ্ঠিত হন। 
প্রশ্ন: ১৭৫৭ সালের ২৩শে জুন কেন বিখ্যাত? 
উত্তর : ১৭৫৭ সালের ২৩শে জুন নবাব সিরাজ উদ-দৌলা এবং লর্ডক্লাইভ এর মধ্যে পলাশি যুদ্ধ সংগঠিত হয়। এ জন্য ১৭৫৭ সালের ২৩শে জুন বিখ্যাত।
প্রশ্ন: নবাব আলীবর্দী খান কত সালে মৃত্যুবরণ করেন? 
উত্তর : ১৭৫৬ সালের ৯ এপ্রিল।
প্রশ্ন: কত সালে কলকাতায় “ফোর্ট উইলিয়াম" দূর্গ স্থাপিত হয়?
উত্তর : ১৭০০ সালে।
প্রশ্ন: আলীবর্দী খানের জৈষ্ঠ্য কন্যার নাম কি? 
উত্তর : মেহেরুন্নেসা ওরফে ঘসেটি বেগম।
প্রশ্ন: নবাব সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গের কী নামকরণ করেন? 
উত্তর : আলীনগর।
প্রশ্ন: লর্ড ক্লাইভ কে ছিলেন?
উত্তর : লর্ড ক্লাইড ছিলেন পলাশি যুদ্ধের ইংরেজ সেনাপতি এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিযুক্ত বাংলার গভর্নর।
প্রশ্ন: নেহেরু রিপোর্ট কি?
উত্তর : ভারত উপমহাদেশের সাংবিধানিক উন্নয়নের জন্য ১৯২৮ সালের ২০ আগষ্ট মতিলাল নেহেরু কর্তৃক প্রস্তাবিত রিপোর্টকে নেহেরু রিপোর্ট বলে।
প্রশ্ন: নেহেরু রিপোর্ট কবে প্রকাশিত হয়?
উত্তর : ১৯২৮ সালের ২০ আগস্ট। 
প্রশ্ন: নেহেরু রিপোর্টের প্রধান রূপকার কে?
উত্তর : মতিলাল নেহেরু ।
প্রশ্ন: কোন রিপোর্টে পৃথক নির্বাচন ব্যবস্থা বিলুপ্ত করার প্রস্তাব করা হয়?
উত্তর : ১৯২৮ সালের নেহেরু 
প্রশ্ন: সংবিধান রচনার জন্য সর্বদলীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? 
উত্তর : দিল্লিতে।
প্রশ্ন: নেহেরু রিপোর্ট সম্পর্কে আলোচনা এবং বিভিন্ন দলের মতামত গ্রহণে কত সালে কলকাতায় সর্বদলীয় সম্মেলন অনুষ্ঠিত হয়? 
উত্তর : ১৯২৮ সালের ডিসেম্বর মাসে।
প্রশ্ন: জিন্নাহর চৌদ্দ দফা কী?
উত্তর : মূলত চৌদ্দ দফা ছিল ১৯২৯ সালে নেহেরু রিপোর্টের প্রতিবাদ। 
প্রশ্ন: চৌদ্দ দফা-প্রস্তাবের উপস্থাপক কে? 
উত্তর : কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ।
প্রশ্ন: কত সালে জিন্নাহ চৌদ্দ দফা প্রস্তাব পেশ করেন? 
উত্তর : ১৯২৯ সালের মার্চ মাসে।
প্রশ্ন: চৌদ্দ দফা দাবির প্রধান উদ্দেশ্য কি ছিলো? 
উত্তর : মুসলমানদের স্বার্থ সংরক্ষণ।
প্রশ্ন: ১৯২৯ সালে মুসলিম লীগের সভাপতি কে ছিলেন? 
উত্তর : মোহাম্মদ আলী জিন্নাহ।
প্রশ্ন: ভারত বর্ষের সবগুলো প্রদেশে স্বায়ত্তশাসনের দাবি কার ? 
উত্তর : মুসলমানদের পক্ষে মোহাম্মদ আলী জিন্নাহ।
প্রশ্ন: স্বাধীন পাকিস্তানের সর্বপ্রথম গভর্নর জেনারেলের নাম কী?
উত্তর : স্বাধীন পাকিস্তানের সর্ব প্রথম গভর্নর জেনারেলের নাম হলো- মোহাম্মদ আলী জিন্নাহ।
প্রশ্ন: কোন কমিশনকে All white commission বলা হয়?
উত্তর : 'সাইমন কমিশন'কে All white commission বলা হয়।
প্রশ্ন: কার নেতৃত্বে সাইমন কমিশন গঠিত হয়? 
উত্তর : ব্রিটিশ উদার নৈতিক দলের সদস্য স্যার জন সাইমনের নেতৃত্বে।
প্রশ্ন: কত তারিখে 'সাইমন কমিশন' গঠিত হয়?
উত্তর : ১৯২৭ সালে ৮ নভেম্বর। 
প্রশ্ন: স্যার জন সাইমন কে ছিলেন?
উত্তর : স্যার জন সাইমন ছিলেন ব্রিটেনের খ্যাতনামা আইনবিদ, উদারনৈতিক দলের একজন সদস্য। 
প্রশ্ন: সাইমন কমিশন কত সদস্য বিশিষ্ট?
উত্তর : সাত সদস্য বিশিষ্ট। 
প্রশ্ন: কত তারিখে ভারত স্বাধীনতা আইন পাস হয়?
উত্তর : ১৯৪৭ সালের ১৮ জুলাই ভারত স্বাধীনতা আইন পাস হয়।
প্রশ্ন: ভারত কত তারিখে স্বাধীনতা লাভ করে?
উত্তর : ভারত ১৯৪৭ সালে ১৫ আগস্ট স্বাধীনতা লাভ করে।
প্রশ্ন: বেঙ্গল প্যাক্ট কি?
উত্তর : চিত্তরঞ্জন দাস ১৯২৩ সালে মুসলমানদের সাথে যে চুক্তি স্বাক্ষর করেন, সেটিই বেঙ্গল প্যাক্ট। 
প্রশ্ন: কার উদ্যোগে বেঙ্গল প্যাক্ট চুক্তি সম্পাদিত হয়?
উত্তর : কংগ্রেস নেতা চিত্তরঞ্জন দাসের উদ্যোগে।
প্রশ্ন: বেঙ্গল প্যাক্টের প্রাণ পুরুষ কে ছিলেন?
উত্তর : বেঙ্গল প্যাক্টের প্রাণ পুরুষ হলো- দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। 
প্রশ্ন: বেঙ্গলপ্যাক্ট কোন ধরনের চুক্তি ছিল?
উত্তর : মুসলিম হিন্দু দ্বন্দ্ব নিরসনের চুক্তি। 
প্রশ্ন: কত সালে বেঙ্গল প্যাক্ট স্বাক্ষরিত হয়?
উত্তর : বেঙ্গল প্যাক্ট ১৯২৩ সালে স্বাক্ষরিত হয়।
প্রশ্ন: কত সালে বেঙ্গল প্যাক্টকে বাতিল বলে ঘোষণা করা হয়?
উত্তর : ১৯২৬ সালের মে মাসে।
প্রশ্ন: দ্বৈত শাসন কী?
উত্তর দ্বৈতশাসন বলতে কোন প্রশাসনে দুটি কর্তৃপক্ষের উপস্থিতিকে বুঝায় ।
প্রশ্ন: দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক কে? 
উত্তর : মন্টেগু চেমসফোর্ড।
প্রশ্ন: ‘দ্বৈত শাসন' -এর ইংরেজি প্রতিশব্দ কী? 
উত্তর ‘দ্বৈত শাসন' -এর ইংরেজি প্রতিশব্দ "Dyarchy'.
প্রশ্ন: Dyarchy শব্দের অর্থ কী?
উত্তর : দ্বৈত শাসন ।
প্রশ্ন: কোন আইনে বৃটিশ ভারতের প্রদেশগুলোতে দ্বৈতশাসন ব্যবস্থা চালু করে?
উত্তর : মন্টেজ্ঞো চেমসফোর্ড আইন। 
প্রশ্ন: কোন আইন দ্বারা ইংল্যান্ডে 'ভারতীয় হাই কমিশনার' নিয়োগ করা হয়?
উত্তর : ১৯১৯ সালের ভারত শাসন আইন। 
প্রশ্ন: কোন আইন দ্বারা সর্বপ্রথম 'পাবলিক সার্ভিস কমিশন' গঠন করা হয়?
উত্তর : ১৯১৯ সালের ভারত শাসন আইন দ্বারা।
প্রশ্ন: শ্বেতপত্র কি?
উত্তর : স্বচ্ছ ও জবাবদিহিতার হিসাব নিকাশ।
প্রশ্ন: ১৯১৯ সালেল ভারতাসন আইনে অপর নাম কি? 
উত্তর : মন্টেগু চেমসফোর্ড আইন।
প্রশ্ন: ১৯১৯ সালের ভারত শাসন আইনে ব্যতিক্রমী বৈশিষ্ট্য কি ছিল? 
উত্তর : প্রদেশে দ্বৈতশাসন প্রবর্তন ছিল ১৯১৯ সালের ভারত শাসন আইনে ব্যতিক্রমী বৈশিষ্ট্য।
প্রশ্ন: মন্টেগু ও চেমসফোর্ড কে ছিলেন? 
উত্তর : মন্টেগু ভারতসচিব ও চেমসফোর্ড বড় লাট ।
প্রশ্ন: মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য কী? 
উত্তর : প্রদেশে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন।
প্রশ্ন: সর্বপ্রথম ভারতে কে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন? 
উত্তর : লর্ড ক্লাইভ ।
প্রশ্ন: ১৯১৯ সালের ভারত শাসন আইন কত সালে কার্যকর হয়? 
উত্তর : ১৯২১ সালে কার্যকর হয়।
প্রশ্ন: ১৯১৯ সালে ভারত শাসন আইনে কেন্দ্রীয় আইনসভা কয় কক্ষ বিশিষ্ট ছিল? 
উত্তর : ১৯১৯ সালের ভারত শাসন আইনে কেন্দ্রীয় আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট ছিল।
প্রশ্ন: ‘লক্ষ্মৌ চুক্তি’ কাদের মধ্যে সম্পাদিত হয়? 
উত্তর : 'লক্ষ্মৌ চুক্তি' ভারতীয় জাতীয় কংগ্রেস ও ভারতীয় মুসলিম লীগের মধ্যে সম্পাদিত হয়। 
প্রশ্ন: লক্ষ্মৌ চুক্তির মূল উদ্দেশ্য কি ছিল?
উত্তর : হিন্দু ও মুসলমানদের মধ্যে সম্প্রীতি সৃষ্টি করা ও ব্রিটিশ বিরোধী আইন জোরদার করা। 
প্রশ্ন: ১৯১৬ সালের লক্ষ্মৌ অধিবেশনে মুসলিম লীগের সভাপতিত্ব করেন কে?
উত্তর : মোহাম্মদ আলী জিন্নাহ্
প্রশ্ন: কত সালে এবং কোথায় ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 
উত্তর : ১৯১৬ সালে লক্ষ্মৌতে।
প্রশ্ন: “হিন্দু-মুসলিম ঐক্যের দলিল “বলা হয় কোন চুক্তিকে? 
উত্তর : ১৯১৬ সালের লক্ষ্মৌ চুক্তিকে।
প্রশ্ন: কত সালে লক্ষ্মৌতে কংগ্রেস ও মুসলিম লীগের বার্ষিক অধিবেশন শুরু হয়?
উত্তর : ১৯১৬ সালের ২৯ ও ৩০ ডিসেম্বর। 
প্রশ্ন: লক্ষ্মৌ চুক্তিতে কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য সংখ্যা কতজন দাবি করা হয়?
উত্তর : ১৫০ জন। 
প্রশ্ন: কোন চুক্তির মাধ্যমে ব্রিটিশ ভারতে হিন্দু মুসলিম একতা দৃঢ় হয়?
উত্তর : ১৯১৬ সালে লক্ষ্মৌচুক্তির মাধ্যমে ব্রিটিশ ভারতে হিন্দু মুসলিম একতা দৃঢ় হয়।
প্রশ্ন: কোন অধিবেশনে মুসলিম লীগের নতুন গঠনতন্ত্র গৃহীত হয়?
উত্তর : লক্ষ্মৌ অধিবেশন।
প্রশ্ন: মুসলমানগণ সর্বপ্রথম পৃথক নির্বাচনের দাবি জানায় কখন ?
উত্তর : ১৯০৯ সালে। 
প্রশ্ন: কোন আইনে মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়?
উত্তর : ১৯০৯ সালের মর্লি-মিন্টো সংস্কার আইনে। 
প্রশ্ন: India Wins Freedom গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : মাওলানা আবুল কালাম আজাদ। 
প্রশ্ন: কত সালে লর্ড মিন্টো লর্ড কার্জনের স্থলাভিষিক্ত হন?
উত্তর : ১৯০৫ সালের নভেম্বর মাসে। 
প্রশ্ন: কত সালের আইনে মুসলমানদের পৃথক নির্বাচনের স্বীকৃতি দেয়া হয়?
উত্তর : ১৯৩৫ সালের ভারত শাসন আইনে ।
প্রশ্ন: সিমলা ডেপুটেশন কি?
উত্তর : ১৯০৬ সালে মহামান্য আগা খানের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল মুসলমানদের রাজনৈতিক স্বার্থ ও পৃথক নির্বাচনের দাবি নিয়ে বড় লাট মিন্টোর সাথে সিমলায় সাক্ষাৎ করেন। এটিই সিমলা ডেপুটেশন ।
প্রশ্ন: কোন তারিখে সিমলা ডেপুটেশন প্রদান করা হয়?
উত্তর : ১৯০৬ সালে।
প্রশ্ন: সিমলা ডেপুটেশনে মুসলমানদের মূল দাবি কি ছিল?
উত্তর : পৃথক নির্বাচন ও মুসলমানদের রাজনৈতিক স্বার্থ সংরক্ষণ।
প্রশ্ন: সিমলা ডেপুটেশনে কত সদস্যের প্রতিনিধিদল ছিল? 
উত্তর : ৩৫ সদস্য বিশিষ্ট।
প্রশ্ন: সিমলা চুক্তি কত সালে অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৯০৬ সালে।
প্রশ্ন: লর্ড কার্জন কে ছিলেন?
উত্তর : লর্ড কার্জন ছিলেন বৃটিশ ভারতের বড় লাট।
প্রশ্ন: ১৯০৯ সালের ভারতীয় কাউন্সিল আইন কী নামে পরিচিত?
উত্তর : মর্লি-মিন্টো সংস্কার আইন।
প্রশ্ন: মর্লি-মিন্টো সংস্কার আইন কত সালে পাস হয়? 
উত্তর : ১৯০৯ সালে ।
প্রশ্ন: ১৯০৯ সালের ভারতীয় আইন প্রণয়নের সময় ব্রিটিশ ভারতের বড়লাট কে ছিলেন ? 
উত্তর : লর্ড মিন্টো। 
প্রশ্ন: কত তারিখে ভারতীয় কাউন্সিল আইন ১৯০৯ পাশ হয়?
উত্তর : ১৯০৯ সালের ২৫ মে।
প্রশ্ন: মর্লি-মিন্টো সংস্কার আইন ব্রিটিশ পার্লামেন্টে অনুমোদিত হয় কত তারিখে? 
উত্তর : ১৯০৯ সালের ২৫ মে।
প্রশ্ন: পার্লামেন্টের উভয় কক্ষে কোন আইনে সর্বপ্রথম পৃথক নির্বাচনের ব্যবস্থা চালু হয়?
উত্তর : ১৯০৯ সালের মার্লি মিন্টো সংস্কার আইনে। 
প্রশ্ন: ১৯০৯ সালে মর্লি-মিন্টো সংস্কার আইন কি নামে পরিচিত ছিল?
উত্তর : নির্বাচন (পৃথক) সংস্কার আইন ।
প্রশ্ন: তুরস্কের সালতানাত কে ভেঙ্গে দেয়?
উত্তর : ব্রিটিশ সরকার।
প্রশ্ন: মুসলিম লীগ কোন দিবসকে 'কালো দিবস' ঘোষণা করে?
উত্তর : ২৪ আগস্ট।
প্রশ্ন: কত তারিখে অখণ্ড স্বাধীন বাংলার ভবিষ্যৎ সংবিধান প্রণীত হয়। 
উত্তর : ১৯৪৭ সালের ২০ মে।
প্রশ্ন: নতুন পাকিস্তান রাষ্ট্রের গভর্নর জেনারেল এবং প্রধানমন্ত্রী নিযুক্ত হন কে?
উত্তর : মোহাম্মদ আলী জিন্নাহ এবং প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান। 
প্রশ্ন: ভারত উপমহাদেশে স্থানীয় স্বায়ত্বশাসন প্রবর্তনের স্বপ্নস্রষ্টা কে? 
উত্তর : লর্ড রিপন।
প্রশ্ন: কত তারিখে ভারতীয় কাউন্সিল আইন পাশ হয়?
উত্তর : ১৮৬১ সালের ১ আগস্ট। 
প্রশ্ন: সর্বপ্রথম ভারতীয়দেরকে আইন পরিষদের সদস্য করা হয় কোন আইনের দ্বারা? 
উত্তর : ১৮৬১ সালের ভারতীয় কাউন্সিল আইন দ্বারা ।
প্রশ্ন: ব্রিটিশ ভারতে ভাইসরয়' পদ সৃষ্টি করা হয় কবে?
উত্তর : ১৮৬১ সালের ভারত শাসন আইন।
প্রশ্ন: ১৮৬১ সালের আইন কে জারি করেন?
উত্তর : মহারানি ভিক্টোরিয়া।
প্রশ্ন: কোন আইনে ভারতে সর্বপ্রথম ইস্ট-ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে?
উত্তর : ১৮৬১ সালের আইনের মাধ্যমে।
প্রশ্ন: লর্ড রিপন কোন নীতির প্রবক্তা ছিলেন?
উত্তর : গ্ল্যাডস্টো ও উদারনীতির প্রবক্তা। 
প্রশ্ন: কত সালে লর্ড রিপন ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত হন?
উত্তর : ১৮৮০ সালে । 
প্রশ্ন: লর্ড রিপনের সর্বাপেক্ষা বিতর্কিত সংস্কার কি ছিল?
উত্তর : ১৮৮৩ সালের ইলবার্ট বিল। 
প্রশ্ন: ইলবার্ট বিলের উদ্দেশ্য কি ছিল?
উত্তর : বিচার ব্যবস্থায় ভারতীয় ও ইউরোপীয়দের মধ্যে এ যাবত যে বৈষম্য প্রচলিত ছিল তা বিলুপ্ত করা।
প্রশ্ন: The Partition of India is the only Solution কে বলেছেন? 
উত্তর : মোহাম্মদ আলী জিন্নাহ।
প্রশ্ন: কত তারিখে জিন্নাহ 'লাহোর' প্রস্তাবকে 'পাকিস্তান প্রস্তাব' বলে উল্লেখ করেন? 
উত্তর : ১৯৪০ সালের ২৫ ডিসেম্বর। 
প্রশ্ন: কোন কবি মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র গঠনের প্রস্তাব করেন?
উত্তর : মুসলিম কবি স্যার মুহাম্মদ ইকবাল। 
প্রশ্ন: I am giving you a Muslim province' কে বলেছেন?
উত্তর : লর্ড কার্জন। 
প্রশ্ন: কত সালে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়?
উত্তর : ১৯৪০ সালে।
প্রশ্ন: কত সালে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বি-জাতি তত্ত্ব ঘোষণা করেন?
উত্তর : ১৯৪০ সালের জানুয়ারি মাসে।
প্রশ্ন: লাহোর প্রস্তাবের অপর নাম কী? 
উত্তর : পাকিস্তান প্রস্তাব ।
প্রশ্ন: শহীদ সোহরাওয়ার্দী কত সালে স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রস্তাব করেন? 
উত্তর : ১৯৪৭ সালের ২৪ এপ্রিল।
প্রশ্ন: ‘আইন অমান্য আন্দোলন' এ নেতৃত্ব দেন কে?
উত্তর : মহাত্মা গান্ধী। 
প্রশ্ন: কত তারিখে আইন অমান্য আন্দোলন শুরু করা হয়?
উত্তর : ১৯৩০ সালের এপ্রিলে। 
প্রশ্ন: আইন অমান্য আন্দোলনের সময় ব্রিটিশ সরকার গান্ধীর সাথে যে চুক্তি করেছিলেন তার নাম কী?
উত্তর : আরউইন চুক্তি। 
প্রশ্ন: আইন অমান্য আন্দোলনের লক্ষ ছিল কী?
উত্তর : পূর্ণ স্বরাজ অর্জন।
প্রশ্ন: কত তারিখে পুনা চুক্তি করা হয়?
উত্তর : ১৯৩২ সালের ২০ সেপ্টেম্বর।

নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন

Telegram Group Join Now
Our Facebook Page Join Now
Class 8 Facebook Study Group Join Now
Class 7 Facebook Study Group Join Now
Class 6 Facebook Study Group Join Now
Join our Telegram Channel!
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.