(PDF) বাংলাদেশের সমাজবিজ্ঞান বিষয়ের গুরত্বপূর্ণ সংক্ষিপ্ত প্র্রশ্নোত্তর - রাষ্ট্রবিজ্ঞান বিভাগ - অনার্স ২য় বর্ষ

(PDF) বাংলাদেশের সমাজবিজ্ঞান বিষয়ের গুরত্বপূর্ণ সংক্ষিপ্ত প্র্রশ্নোত্তর - রাষ্ট্রবিজ্ঞান বিভাগ - অনার্স ২য় বর্ষ
Follow Our Official Facebook Page For New Updates


Join our Telegram Channel!

রাষ্ট্রবিজ্ঞান অনার্স ২য় বর্ষ সাজেশন ২০২৩
বিষয়: বাংলাদেশের সমাজবিজ্ঞান
ক-বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর)

চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কে প্রবর্তন করেন?

উত্তর : চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস ।

'Political Elites in Bangladesh' গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর : Political Elites in Bangladesh গ্রন্থটির রচয়িতা হলেন ড. রঙ্গলাল সেন।

'পুল ফ্যাক্টর' কী?

উত্তর : শহরের সুযোগ সুবিধা, বৈচিত্র্য ও চাকচিক্য যেন গ্রামের মানুষকে আকর্ষন করছে বা টানছে যাকে পুল ফ্যাক্টর বলে। 

'Culture' শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?

উত্তর : ষোল শতকের শেষার্ধে ফ্রান্সিস ব্যাকন ।

Labelling Model' এর প্রবক্তা কে?

উত্তর : Howard saul becker's.

গ্রামীণ ক্ষমতা কাঠামো মূলভিত্তি কী?

উত্তর : গ্রামীণ ক্ষমতা কাঠামোর মূলভিত্তি হলো: ভূমি।

SDG এর পূর্ণরূপ কী?

উত্তর : SDG-এর পূর্ণরূপ হলো- Sustainable Development Goal.

বন উজাড়করণ কী?

উত্তর : বন উজাড়করণ বলতে কোন এলাকার বনভূমি কেটে ফেলাকে বুঝায় । অপরাধের জৈবিক দৃষ্টিভঙ্গির প্রবক্তা কে?

উত্তর : Lombroso.

অভিযোজন কী?

উত্তর : প্রাণী তার পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেবার প্রবণতাকে অভিযোজন বলে।

জাতীয় শিক্ষানীতি, ২০১০ এ শিক্ষার স্তর কয়টি? 

উত্তর : তিনটি।

কখন মুজিবনগর সরকার গঠিত হয়?

উত্তর : মুজিবনগর সরকার গঠিত হয় ১০ এপ্রিল ১৯৭১ সালে।

Discovery of Bangladesh' গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : 'Discovery of Bangladesh' গ্রন্থের রচয়িতা ম্যারেট

বয়স কাঠামোর মৌল নির্ধারকগুলো কি? 

উত্তর : বয়স কাঠামোর মৌল নির্ধারকগুলো জন্মশীলতা, মরণশীলতা ও অভিগমন।

আন্তর্জাতিক স্থানাস্তরগমনের প্রকারভেদ উল্লেখ কর।

উত্তর : আন্তর্জাতিক স্থানাস্তরগমন দুই প্রকার। 

এল.এইচ. মর্গানের মতে, জ্ঞাতিসম্পর্ক কয় প্রকার?

উত্তর : এল.এইচ. মর্গানের মতে, জ্ঞাতিসম্পর্ক ২ প্রকার। যথা- ১. শ্রেণিমূলক ও ২. বর্ণনামূলক

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসরত একটি এথনিক গোষ্ঠীর নাম লিখ ।

উত্তর : রাখাইন।


'No society is classless or unstratified' উক্তিটি কার?

উত্তর : 'No society is classless or unstratified' উক্তিটি ম্যাকাইডার এর।

বিভিন্নমুখী মেলামেশা তত্ত্বের প্রবক্তা কে? 

উত্তর : বিভিন্নমুখী মেলামেশা তত্ত্বের প্রবক্তা ই. এইচ সাদারল্যান্ড

'আমলাতন্ত্রের' জনক কে?

উত্তর : আমলাতন্ত্রের জনক জার্মান সমাজবিজ্ঞানী Weber. 

বাংলাদেশের স্থানীয় সরকারের স্তর কয়টি?

উত্তর : বাংলাদেশের স্থানীয় সরকারের স্তর পাঁচটি। যথা : ১. ইউনিয়ন পরিষদ, ২. উপজেলা পরিষদ, ৩. জেলা পরিষদ, ৪. নগরাঞ্চলে পৌরসভা ও ৫. সিটি কর্পোরেশন।

রেমিট্যান্স কি?

উত্তর : বৈদেশিক প্রবাসীদের প্রেরিত অর্থই হলো রেমিট্যান্স।

কখন বাংলাদেশে প্রথম শিক্ষানীতি প্রণয়ন করা হয়? 

উত্তর : বাংলাদেশে প্রথম শিক্ষানীতি প্রণয়ন করা হয় ১৯৭২ সালে।

বঙ্গভঙ্গ হয় কত সালে?

উত্তর : ১৯০৫ সালে। 

জনসংখ্যা কাঠামো কি?

উত্তর : জনসংখ্যার কাঠামো হচ্ছে এমন একটি জনমিতিক কাঠামো যা বিভিন্ন জনমিতিক হারের অর্থপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করে।

লেভিরেট বিবাহ কি?

উত্তর : কোনো বিধবা মহিলার সঙ্গে তার মৃত স্বামীর যে-কোনো ভাইয়ের বিবাহকে লেভিরেট বলে। 

জ্ঞাতি সম্পর্কের ধারাগুলো কি?

উত্তর : চার প্রকার যথা- ১. রক্তসম্পর্কীয় বন্ধন, ২. বৈবাহিক বন্ধন, ৩. কাল্পনিক বন্ধন ও ৪. প্রথাগত বন্ধন। 

স্থানাস্তর গমন প্রধানত কয় প্রকার?

উত্তর : স্থানান্তরগমন প্রধানত ২ প্রকার। যথা- ১. অভ্যন্তরীণ স্থানান্তরগমন ও ২. আন্তর্জাতিক স্থানান্তরগমন।

দারিদ্র্য সীমা কি?

উত্তর : কোনো দেশের জনসংখ্যার যে অংশ মৌলিক অধিকার থেকে বঞ্চিত সেই অংশ বা সীমাকে দারিদ্র সীমা বলে।

কত সালে জমিদারী প্রথা বিলুপ্ত করা হয়?

উত্তর : ১৯৫০ সালে।

অতি নগরায়ণ কি?

উত্তর : একটি নগরী তার ধারণ ক্ষমতার অতিরিক্ত জনসংখ্যার হলে এবং তা অনাকাঙ্ক্ষিত ও অবাঞ্ছিত অবস্থার সৃষ্টি করলে তাকে অতিনগরায়ণ বলে।

চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কে প্রবর্তন করেন? 

উত্তর : চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস।

'Parole' শব্দের অর্থ কি?

উত্তর: শর্তাধীনে মুক্তি।

সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি?

উত্তর : পরিবার ।

২০১০ সালে শিক্ষানীতি প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? 

উত্তর : সদ্য প্রয়াত প্রফেসর অব এমিরেটস অধ্যাপক কবীর চোধুরী।

'Dynamics of Bangladesh Society' গ্রন্থটির রচয়িতা কে? 

উত্তর : রেডক্লিফ ব্রাউন।

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসরত একটি এথনিক গোষ্ঠীর নাম লিখ ।

উত্তর : রাখাইন। 

মর্গানের মতানুযায়ী জাতিসম্পর্কের ধরনগুলো কী

উত্তর : মর্গান প্রদও জ্ঞাতি সম্পর্কের ধরনগুলো হলো-

১. রক্ত সম্পর্কীয়, ২. বৈবাহিক সম্পর্কীয়, ৩. পাতানো ও ৪. কৃত্রিম জ্ঞাতি সম্পর্ক।

বর্ধিত পরিবারের সংজ্ঞা দাও ।

উত্তর : কমপক্ষে তিন পুরুষের পরিবারকে বর্ধিত পরিবার বলে।

'Labelling Model' এর প্রবক্ত কে? 

উত্তর : Howard saul becker's.

বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান কত?

উত্তর; ৩০%

রেমিট্যান্স কী?

উত্তর : বৈদেশিক প্রবাসীদের প্রেরিত অর্থ-ই-হলো রেমিট্যান্স।

বিচ্যুতি সম্পর্কিত সাদারল্যান্ডের তত্ত্বের নাম কি?

উত্তর : সামাজিক মেলামেশা।

‘দারিদ্র্যের দুষ্টচক্র'র ধারণাটির প্রবক্তা কে?

উত্তর : অধ্যাপক রাগনার নার্কস। 

মুসলিম লীগ কত সালে গঠিত হয়?

উত্তর : ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর।

বাংলাদেশে স্থানীয় সরকারের প্রথম স্তর কোনটি?

উত্তর : ইউনিয়ন পরিষদ কর।

আমলাতন্ত্রের একটি বৈশিষ্ট্য উল্লেখ কর।

উত্তর : লাল ফিতার দৌরাত্ম্য।

কখন মুজিবনগর সরকার গঠিত হয়।

উত্তর : ১০ এপ্রিল ১৯৭১ সালে। 

কোন সালে বাংলাভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে?

উত্তর : ১৯৯৯ সালে।

কার্ল মার্কস সংস্কৃতিকে কী নামে আখ্যায়িত করেছেন? 

উত্তর : কার্ল মার্কস সংস্কৃতিকে উপরি কাঠামো বলে আখ্যায়িত করেছেন।

'The History of Human Marriage' গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : এডওয়ার্ড ওয়েস্টারমার্ক।

লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? 

উত্তর : এ. কে. ফজলুল হক।

WAD - এর পূর্ণরূপ কি?

উত্তর : WAD এর পূর্ণরূপ হলো- Women and Development. 

'অপরাধ হচ্ছে ঐ সকল কাজ যা আইন ভঙ্গ করে -উক্তিটি কার? 

উত্তর: সমাজবিজ্ঞানী সাদারল্যান্ড এর।

আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালিত হয়? 

উত্তর : আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় ৮ মার্চ।

'Urbanism' প্রত্যয়টি প্রথম কে ব্যবহার করেন?

উত্তর : ‘Urbanism' শব্দটি প্রথম Louis writh ব্যবহার করেন।

আমলাতন্ত্রের জনক কে?

উত্তর: আমলাতন্ত্রের জনক জার্মান সমাজবিজ্ঞানী Max Weber.

'সুশীল সমাজ' ধারণাটি কে প্রথম ব্যবহার করেন? 

উত্তর : জ্যা জ্যাক রুশো।

জাতীয় শিক্ষানীতি ২০১০ -এর শিক্ষার স্তর কয়টি?

উত্তর : তিনটি।

“চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা' কত সালে প্রবর্তিত হয়? 

উত্তর : ১৭৯৩ সালে ।

সাঁওতাল এথনিক সম্প্রদায় বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে?

উত্তর : উত্তরাঞ্চলে ।

কোন তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়?

উত্তর : ২১শে ফেব্রুয়ারি।

দারিদ্র্য সীমা কি?

উত্তর : কোনো দেশের জনসংখ্যার যে অংশ মৌলিক অধিকার থেকে বঞ্চিত বা অবহেলিত সীমাকে দারিদ্র্য সীমা বলে।

“বিচ্যুতি আচরণ হলো সেই আচরণ যা সামাজিক প্রত্যাশাকে পূরণ করে না'- উক্তিটি কার?

উত্তর : রস (Ross)-এর।

বাংলাদেশে স্থানীয় সরকারের ধাপসমূহ কি? 

উত্তর : গ্রামাঞ্চলে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ। নগরাঞ্চলে পৌরসভা ও সিটি কর্পোরেশন।

বাংলাদেশে পারিবারিক সহিংসতার সবচেয়ে বেশি শিকার কারা? 

উত্তর : নারী ও শিশুরা।

স্থানাস্তরগমন প্রধানত কয় প্রকার?

উত্তর : স্থানান্তরগমন প্রধানত ২ প্রকার। যথা- ১. অভ্যন্তরীণ স্থানান্তরগমন, ২. আন্তর্জাতিক স্থানান্তরগমন।

"Culture is what we are" -উক্তিটি কার?

উত্তর : ম্যাকাইভার ।

সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি?

উত্তর : পরিবার। 

সরোরেট কি?

উত্তর : কোনো ব্যক্তির স্ত্রী মারাগেলে সেই ব্যক্তি তার মৃত স্ত্রীর কোনো বোনকে বিবাহ করলে তাকে সরোরেট বিবাহ বলে।

বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি?

উত্তর : কুদরত-ই-খোদা

সিপাহি বিদ্রোহ সংঘটিত হয় কত সালে?

উত্তর : সিপাহি বিদ্রোহ সংঘটিত হয় ১৮৫৭ সালে। 

চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কে প্রবর্তন করেন?

উত্তর : চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্ণওয়ালিস। 

বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক এথনিক গোষ্ঠীর নাম লিখ ।

উত্তর : বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক এথনিক গোষ্ঠ হলো- খাসিয়া ।

আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখ পালিত হয়? 

উত্তর : আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় ৮ মার্চ।

সংস্কৃতির প্রধান দুটি ধরন কি?

উত্তর : সংস্কৃতির প্রধান দুটি ধরন হলো-বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতি।

An Essay on the Principle of Population গ্রন্থের লেখক কে? 

উত্তর : An Essay on the Principle of Population গ্রন্থের লেখক ম্যালথাস।

V-AID এর পূর্ণরূপ কি?

উত্তর : V-AID এর পূর্ণরূপ হলো- Village Agricultural and Industrial Development.


বিচ্যুত আচরণ কি?

উত্তর : সামাজিক আচার ও বিধি বহির্ভূত আচরণকে বিচ্যুত আচরণ বলে।

সামাজিক স্তরবিন্যাস কত প্রকার? 

উত্তর : সামাজিক স্তরবিন্যাস চার প্রকার।

অপরাধ কি?

উত্তর : সমাজ ও গোষ্ঠী দ্বারা দৃঢ়ভাবে অসমর্থিত বা নিষিদ্ধ মানব আচরণই অপরাধ ।

গুরুদন্ড কি?

উত্তর : অপরাধের শাস্তি হিসেবে প্রদত্ত মৃতুদন্ডই গুরুদন্ড।

আমলাতন্ত্রের জনক কে ?

উত্তর : আমলাতন্ত্রের জনক হলেন- ম্যাক্স ওয়েবার।

বঙ্গভঙ্গ কত সালে হয়?

উত্তর : ১৯০৫ সালে।

লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? 

উত্তর : এ. কে. ফজলুল হক।

ভারতীয় স্বয়ংসম্পূর্ণ গ্রামগুলো ছিল ছোট ছোট প্রজাতন্ত্রের মত – কে বলেছিলেন?

উত্তর : ম্যাটক্যাফ। 

‘Political Elites in Bangladesh' গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর : ৫ : রঙ্গলাল সেন। 

চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কত সালে প্রবর্তিত হয়।

উত্তর : ১৭৯৩ সালে।

ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা কর্মসূচি কত সালে উত্থাপিত হয়?

উত্তর : ১৯৬৯ সালের ১৭ জানুয়ারী।

'জমিদারী প্রথা' কত সালে বিলুপ্ত হয়? 

উত্তর : ১৯৫০ সালে। 

বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি?

উত্তর : কুদরত-ই-খোদা। 


কখন মুজিবনগর সরকার গঠিত হয়?

উত্তর : ১৯৭১ সালে।

কখন বাংলাদেশের সর্বপ্রথম জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয়?

উত্তর : ১৯৭২ সালে।

জ্ঞাতি সম্পর্ক কত প্রকার? 

উত্তর : ৪ প্রকার।

প্যারোল কী?

উত্তর : প্যারোল হচ্ছে অপরাধীর কিছু শাস্তির পর শাস্তি স্থগিত রেখে শর্তাধীনে মুক্তি প্রদান করা।

দুর্যোগ ব্যবস্থাপনার ধাপসমূহ কি কি?

উত্তর : দুর্যোগ ব্যবস্থাপনার ধাপসমূহ হলো- ১. দুর্যোগ ক্ষতিগ্রস্ত এলাকায় প্রবেশ। ২. স্থানীয় জনসাধারণের সাথে যোগসূত্র স্থাপন; ৩. নিরাপত্তা জোরদার, চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধ করা; ৪. উদ্ধার তৎপরতা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা।

AIDS এর পূর্ণ অভিব্যক্তি কী?

উত্তর : AIDS এর পূর্ণ অভিব্যক্তি হলো- Acquired Immune Deficiency Syndrome. 

বাংলাদেশের পারিবারিক সহিংসতার সবচেয়ে বেশি শিকার কারা?

উত্তর : নারী ও শিশুরা।

বাংলাদেশের উত্তরাঞ্চলীয় একটি এখনিক গোষ্ঠীর নাম লিখ। 

উত্তর : বাংলাদেশের উত্তরাঞ্চলীয় একটি এথনিক গোষ্ঠীর নাম সাঁওতাল।

প্রজননশীলতা কী?

উত্তর : প্রজননশীলতা হলো বিবাহের মাধ্যমে স্বামী ও স্ত্রী একত্রে সন্তান উৎপাদন করার প্রক্রিয়া।

অভ্যন্তরীণ স্থানাস্তর গমনের প্রকারভেদ উল্লেখ কর। 

উত্তর : অভ্যন্তরীণ স্থানান্তর গমন দুই ধরনের।

বাংলাদেশের স্থানীয় সরকারের প্রথম স্তর কোনটি? 

উত্তর : ইউনিয়ন পরিষদ

কোন তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে উদযাপন করা হয়।

উত্তর : ২১শে ফেব্রুয়ারি।

বস্তি-কী ?

উত্তর : দারিদ্র সীমার নিচে অবস্থান কারী ব্যক্তিদের আবাস স্থল।

বিচ্যুতি কী?

উত্তর : বিচ্যুতি হচ্ছে এমন এক ধরনের আচরণ যা কোন সমাজের সামাজিক মূল্যবোধকে ভংগ করে।

ছয়দফা দাবী কত সালে পেশ করা হয়?

উত্তর : ১৯৬৬ সালে পেশ করা হয়।

অপারেশন সার্চ-লাইট কী?

উত্তর : ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে বাঙালির উপর পাকবাহিনী যে বর্বরতা চালায় তাকে অপারেশন সার্চ-লাইট বলে।

সরোরেট কী?

উত্তর : কোনো ব্যক্তির স্ত্রী মারা গেলে সেই ব্যক্তি তার মৃত স্ত্রীর কোনো বোনকে বিবাহ করলে তাকে সরোরেট বা শ্যালিকা বিবাহ বলা হয়।

বাংলাদেশে রাখাইন জনগোষ্ঠীর বসবাস কোন কোন জেলায়? 

উত্তর : রাখাইন উপজাতিরা বাংলাদেশের দক্ষিণ অঞ্চল বিশেষত, পটুয়াখালী, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার, বরগুনা ও বরিশাল জেলায় বাস করে। 

Dynamics of Bangladesh Society' গ্রন্থটির রচয়িতা কে? 

উত্তর : রেডক্লিফ ব্রাউন ।

সামাজিক স্তরবিন্যাসের প্রধান ধরন কয়টি? 

উত্তর : সামাজিক স্তরবিন্যাসের প্রধান ধরন ৪টি। যথা- ১. দাসপ্রথা ২. এস্টেট প্রথা ৩. জাতিবর্ণ প্রথা এবং ৪. সামাজিক শ্রেণি ও পদ মর্যাদা।

বাংলাদেশের অর্থনীতিতে কৃষিখাতের অবদান কত শতাংশ? 

উত্তর : বাংলাদেশের অর্থনীতিতে কৃষিখাতের অবদান ৩২%।

অভ্যন্তরীণ স্থানাস্তর কত প্রকার? 

উত্তর : অভ্যন্তরীণ স্থানান্তর ২ প্রকার।

সর্বপ্রাণবাদ মতবাদের জনক কে? 

উত্তর : সর্বপ্রাণবাদ মতবাদের জনক হলেন E B Tylor.

'Urbanism' প্রত্যয়টি কে প্রথম ব্যবহার করেন? 

উত্তর : 'Urbanism' শব্দটি প্রথম Louis ব্যবহার করেন।

জাতীয় শিক্ষানীতি-২০১০ এ শিক্ষার স্তর কয়টি? 

উত্তর : জাতীয় শিক্ষানীতি ২০১০-এর শিক্ষার স্তর তিনটি।

আগরতলা ষড়যন্ত্র মামলা কখন গ্রহণ করা হয়? 

উত্তর : আগরতলা ষড়যন্ত্র মামলা ১৯৬৮ সালে গ্রহণ করা হয়।

মুজিবনগর সরকার কখন গঠিত। 

উত্তর : ১০ এপ্রিল ১৯৭১ সালে।

বাংলাদেশের বৃহত্তম এথনিক গোষ্ঠী কোনটি?

উত্তর : বাংলাদেশের এথনিক গোষ্ঠী হলো চাকমা।

লেভিরেট কী?

উত্তর : কোনো বিধবা মহিলার সঙ্গে তার মৃত স্বামীর যে-কোনো ভাইয়ের বিবাহকে লেভিরেট বলে।

'Discovery of Bangladesh' গ্রন্থটির রচয়িতা কে? 

উত্তর : প্রফেসর ডা. বৃহত্তম নাজমুল করিম।

বাংলাদেশের পল্লি উন্নয়ন একাডেমি (BARD) এর প্রতিষ্ঠাতার নাম লিখ ।

উত্তর : ড. আকতার হামিদ খান।

আন্তর্জাতিক স্থানান্তর কত প্রকার?

উত্তর : আন্তর্জাতিক স্থানান্তর দুই প্রকার। 

কিশোর অপরাধ বলতে কী বুঝায়?

উত্তর : অপরিণত বয়স্ক ছেলেমেয়েদের দ্বারা সংঘটিত দেশের আইন ও সমাজ বিরোধী এবং সমাজের রীতিনীতি ও মূল্যবোধের পরিপন্থী কার্যাবলিকেই কিশোর অপরাধ বলে 

বাংলাদেশের স্থানীয় সরকারের প্রথম স্তর কোনটি?

উত্তর : ইউনিয়ন পরিষদ। 

বিভিন্নমুখী মেলামেশা তত্ত্বটি কে দিয়েছেন?

উত্তর : বিভিন্নমুখী মেলামেশা তত্ত্বটি দিয়েছেন অপরাধ বিজ্ঞানী ই. এইচ সাদারল্যান্ড। 

২০১০ সালে শিক্ষানীতি প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? 

উত্তর : জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী।


বাংলাদেশের সমাজবিজ্ঞান বিষয়ের গুরত্বপূর্ণ সংক্ষিপ্ত প্র্রশ্নোত্তর

বাংলাদেশের সমাজবিজ্ঞান বিষয়ের গুরত্বপূর্ণ সংক্ষিপ্ত প্র্রশ্নোত্তর

বাংলাদেশের সমাজবিজ্ঞান বিষয়ের গুরত্বপূর্ণ সংক্ষিপ্ত প্র্রশ্নোত্তর

বাংলাদেশের সমাজবিজ্ঞান বিষয়ের গুরত্বপূর্ণ সংক্ষিপ্ত প্র্রশ্নোত্তর

বাংলাদেশের সমাজবিজ্ঞান বিষয়ের গুরত্বপূর্ণ সংক্ষিপ্ত প্র্রশ্নোত্তর

বাংলাদেশের সমাজবিজ্ঞান বিষয়ের গুরত্বপূর্ণ সংক্ষিপ্ত প্র্রশ্নোত্তর

বাংলাদেশের সমাজবিজ্ঞান বিষয়ের গুরত্বপূর্ণ সংক্ষিপ্ত প্র্রশ্নোত্তর

বাংলাদেশের সমাজবিজ্ঞান বিষয়ের গুরত্বপূর্ণ সংক্ষিপ্ত প্র্রশ্নোত্তর

বাংলাদেশের সমাজবিজ্ঞান বিষয়ের গুরত্বপূর্ণ সংক্ষিপ্ত প্র্রশ্নোত্তর

বাংলাদেশের সমাজবিজ্ঞান বিষয়ের গুরত্বপূর্ণ সংক্ষিপ্ত প্র্রশ্নোত্তর


পিডিএফ টি ডাউনলোড করতে নিচে Download বাটনে ক্লিক করুন।


নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন

Telegram Group Join Now
Our Facebook Page Join Now
Class 8 Facebook Study Group Join Now
Class 7 Facebook Study Group Join Now
Class 6 Facebook Study Group Join Now

Post a Comment