উন্নয়নশীল দেশের রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে ব্যাখ্যা কর।

0
ফেইসবুকে আমাদের সকল আপডেট পেতে Follow বাটনে ক্লিক করুন।




উন্নয়নশীল দেশের রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে ব্যাখ্যা কর।

উন্নয়নশীল দেশের রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে ব্যাখ্যা কর।

ভূমিকা : রাজনীতি (Politics) ও অর্থনীতি (Economy) শব্দ দুটি ব্যাপক অর্থবোধক। রাজনীতি ও অর্থনীতি শব্দ দুটি পরিপূরক। অর্থনীতি ও রাজনীতির মধ্যকার সম্পর্ক নিয়ে বহু দার্শনিক, লেখক এবং অর্থনীতিবিদ, রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্ন সময়ে বিভিন্ন মতামত, মতবাদ দিয়ে গেছেন।

রাজনীতি ও অর্থনীতির মধ্যে সম্পর্ক: 

আধুনিক অর্থনীতিবিদদের মতে, 

রাষ্ট্র একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং অর্থনীতি হলো ঐ সমস্ত বিষয় যা মানুষের সীমিত সম্পদের মাধ্যমে অসীম অভাব পূরণ করা নিয়ে আলোচনা করে থাকে। আর রাজনীতির কাজ হলো জনকল্যাণ সাধন করা।

অধ্যাপক মার্শালের মতে, 

উৎপাদন ও উৎপাদিত সামগ্রীর সুষ্ঠু বণ্টন এবং মানবসমাজের জন্য পরিকল্পিত নীতিমালা প্রণয়ন অর্থনৈতিক প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। অপরদিকে রাজনৈতিক প্রতিষ্ঠান হলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্রীয় নীতি নির্ধারণ ও প্রণয়নের ক্ষেত্রে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে সমস্ত সংস্থাগুলো কার্যরত রয়েছে।

অন্যভাবে বলা যায়, 

রাজনৈতিক ক্ষমতার যেসব নিয়ন্ত্রক রয়েছে অর্থনীতি তার অন্যতম। আয় পণ্য ও সেবার উৎপাদন এবং এদের বণ্টনের উপর আবার রাজনৈতিক নিয়ন্ত্রক ও প্রভাবক রয়েছে। আর্থিক প্রাতিষ্ঠানকে কেন্দ্র করে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা পরিচালিত হয়।

সুতরাং অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান উভয়ই সমাজবিজ্ঞান, যা রাষ্ট্রের এবং মানবসমাজের কল্যাণে নিয়োজিত। উদ্দেশ্য অভিন্ন বলেই অর্থনীতি ও রাজনীতি একটি অপরটির অবিচ্ছেদ্য অঙ্গ এবং একটি অপরটি দ্বারা গভীরভাবে প্রভাবিত ও পরিচালিত। 

উপসংহার: 

পরিশেষে বলা যায় যে, রাজনীতি ও অর্থনীতি দুটি ভিন্ন ব্যাপার নয়। যেহেতু এরা উভয়ই মানবকল্যাণ সাধন জনিত বিষয়াদি নিয়ে আলোচনা করে। সুতরাং বলা চলে, রাজনৈতিক ও অর্থনৈতিক কার্যাবলি পরস্পর নির্ভরশীল

Post a Comment

0Comments
Post a Comment (0)