অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর - বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি - রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর - বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি - রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
Follow Our Official Facebook Page For New Updates


Join our Telegram Channel!

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর - বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি - রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর - বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি - রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

'Political power always follows Economic power' উক্তিটি কার?

উত্তর : উক্তিটি হ্যারিংটনের।

Wealth of Nations গ্রন্থটির লেখক কে?

উত্তর : গ্রন্থটির লেখক অর্থনীতির জনক Adam Smith (এডাম স্মিথ)। 

“রাষ্ট্র শোষণের হাতিয়ার” – উক্তিটি কার?

উত্তর : “রাষ্ট্র শোষণের হাতিয়ার" উক্তিটি কার্ল মার্কসের।

BADC - এর পূর্ণরূপ কি?

উত্তর : BADC এরপূর্ণ রূপ হলো- Bangladesh Agricultural Development Corporation.

সরকারি আয়ের প্রধান উৎস কি? 

উত্তর : সরকারি আয়ের প্রধান উৎস হলো- রাজস্ব কর।

'রাজনৈতিক অর্থনীতি' কথাটি প্রথম ব্যবহার করেন কে?

উত্তর : 'রাজনৈতিক অর্থনীতি' কথাটি প্রথম ব্যবহার করেন ফরাসি অর্থনীতিবিদ আন্টানিক ডি মনটেরেসিটিন। 

ADB এর সদর দপ্তর কোথায়?

উত্তর : ADB এর সদর দপ্তর ফিলিপাইন এর রাজধানী ম্যানিলায়।

গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯৮৩ সালে। 

দারিদ্র্য কয় প্রকার?

উত্তর : দারিদ্র্যকে প্রধানত দুভাগে ভাগ করা যায়- (১) অনপেক্ষ দারিদ্র্য ও (২) আপেক্ষিক দারিদ্র্য।

ADB এর সদর দপ্তর কোথায়? 

উত্তর : ADB এর সদর দপ্তর ফিলিপাইন এর রাজধানী ম্যানিলায়।

বাংলাদেশে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরুর সন কোনটি?

উত্তর : ১৯৮০ সালে।

রাজনৈতিক অর্থনীতির জনক কে?

উত্তর : রাজনৈতিক অর্থনীতির জনক- এডাম স্মিথ।

"The Economic Basis of Politics" গ্রন্থটির লেখক কে? 

উত্তর : চালর্স এ-বিয়ার্ড।

EPZ এর অর্থ কি?

উত্তর : Export Processing Zone যার বাংলা অর্থ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। 

অর্থনৈতিক উন্নয়নের দুটি পূর্বশর্ত লিখ।

উত্তর : অর্থনৈতিক উন্নয়নের দুটি পূর্বশর্ত হলো- প্রাকৃতিক সম্পদ ও মূলধন গঠন।

NGO-এর পূর্ণরূপ কি?

উত্তর : NGO এর পূর্ণরূপ হলো- Non Government Organization.

আবগারি শুল্ক কি?

উত্তর : দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর আরোপিত করকে আবগারি শুল্ক বলে।

বাংলাদেশে কৃষি ঋণের উৎস কয়টি?

উত্তর : বাংলাদেশের কৃষি ঋণের উৎস দুইটি। যথা : ১. প্রাতিষ্ঠানিক উৎস ও ২. অপ্রাতিষ্ঠানিক উৎস ।

IBRD - এর পূর্ণরূপ কি?

উত্তর : IBRD এর পূর্ণরূপ হলো- International Bank for Reconstruction and Development. 

বাংলাদেশে বর্তমানে মাথাপিছু আয় কত?

উত্তর : বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ১৭৫২ ডলার।

‘রাজনৈতিক অর্থনীতি' কথাটি প্রথম ব্যবহার করেন কে? 

উত্তর : 'রাজনৈতিক অর্থনীতি' কথাটি প্রথম ব্যবহার করেন ফরাসি অর্থনীতিবিদ অ্যান্টনিক ডি মনটেরেসিটিন।

'রাষ্ট্র শোষণের হাতিয়ার’—উক্তিটি কার?

উত্তর : “রাষ্ট্র শোষণের হাতিয়ার"- উক্তিটি কার্ল মার্কসের।

'An Enquiry into the Nature and the Causes of the Wealth of Nation -গ্রন্থটির লেখক কে? 

উত্তর : এডাম স্মিথ।

কর কি?

উত্তর : কোনোরূপ প্রত্যক্ষ সুবিধার আশা না করে জনসাধারণ বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থ প্রদান করে তাকে কর বলে।

সামাজিক নিরাপত্তার তিনটি পদক্ষেপের নাম লিখ

উত্তর : সামাজিক নিরাপত্তার তিনটি পদক্ষেপ হলো— শ্রমিক ক্ষতিপূরণ আইন, মাতৃকল্যাণ আইন, পেনসন।

VGF-এর পূর্ণরূপ কি?

উত্তর : VGF -এর পূর্ণরূপ হলো- Vulnerable Group Feeding. 

IMF এর সদর দপ্তর কোথায়?

উত্তর : নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র)।

বেসরকারিকরণ বোর্ড কখন গঠিত হয়।

উত্তর : ১৯৮৩ সালে। 

ভ্যাট কোন ধরনের কর?

উত্তর : মূল্য সংযোজন কর। 

BCIC-এর পূর্ণরূপ কি?

উত্তর : BCIC-এর পূর্ণরূপ হলো- Bangladesh Chemical Industries Corporation.

বাজেট কি? 

উত্তর : একটি দেশের কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত ১ বছরে সরকারের সম্ভাব্য আয় ব্যয়ের হিসাব নিকাশকে বাজেট বলে ।

কখন কৃষি উন্নয়ন ব্যাংক প্রথম প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯৮৭ সালে। 

VAT কি?

উত্তর : VAT হলো Value Added Tax অর্থাৎ মূল্য সংযোজন কর। পণ্যের উৎপাদন মূল্যের উপর যে কর আরোপ করা হয় তাই VAT.

বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কে? 

উত্তর : বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কার্ল মার্কস।

WTO কি?

উত্তর : World Trade Organization. বিশ্ববাণিজ্য ও অর্থনীতির উদারিকরণ এবং বিশ্বায়নের লক্ষ্যে পরিচালিত বিশ্ব বাণিজ্য সংস্থা।

GDP এর অর্থ কি?

উত্তর : GDP হলো- Gross Domestic Product. যার বাংলা অর্থ মোট দেশজ উৎপাদন।

রাজনৈতিক অর্থনীতির জনক কে? 

উত্তর : রাজনৈতিক অর্থনীতির জনক এডাম স্মিথ।

মধ্যবর্তী শাসনব্যবস্থা ধারণাটির প্রবক্তা কে? 

উত্তর : মধ্যবর্তী শাসনব্যবস্থা ধারণার প্রবক্তা মাইকেল ক্যালেস্কি

'Social Security' গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর : "Social Security" গ্রন্থটির রচয়িতা W. A Robson. 

A Country is poor because it is poor'- উক্তিটি কার?

উত্তর : অধ্যাপক র‍্যাগনার মার্কস- এর।

VGF এর পূর্ণরূপ কী?

উত্তর : VGF -এর পূর্ণরূপ হলো- Vulnerable Group Feeding.

'GDP' কী?

উত্তর : GDP হলো- Gross Domestic Product. যার বাংলা অর্থ মোট দেশজ উৎপাদন।

'ECNEC' এর পূর্ণরূপ কী?

উত্তর : ECNEC -এর পূর্ণরূপ হলো- Executive Committee of the National Economic Counci.

বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কে? 

উত্তর : বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কার্ল মার্কস।

VAT কি?

উত্তর : VAT হলো Value Added Tax অর্থাৎ মূল্য সংযোজন কর। পণ্যের উৎপাদন মূল্যের উপর যে কর আরোপ করা হয় তাই VAT.

দারিদ্র্য কয় প্রকার?

উত্তর : দারিদ্র্যকে প্রধানত দুভাগে ভাগ করা যায়. 

১. অনপেক্ষ দারিদ্র্য ও ২. আপেক্ষিক দারিদ্র্য।

‘ADP' কী?

উত্তর : একটি রাষ্ট্রের একটি নির্দিষ্ট বছরের উন্নয়ন কর্মসূচি। 

‘BRDB' এর পূর্ণরূপ কী ?

উত্তর : BRDB-এর পূর্ণরূপ হলো- Bangladesh Rural Development Board.

অর্থনৈতিক উন্নয়নের দু'টি পূর্বশর্ত লিখ।

উত্তর : অর্থনৈতিক উন্নয়নের দু'টি পূর্বশর্ত হলো- ১. প্রাকৃতিক সম্পদ ও ২. মূলধন গঠন।

বেসরকারিকরণ বোর্ড গঠিত হয় কখন? 

উত্তর : বেসরকারিকরণ বোর্ড ১৯৯৩ সালে গঠিত হয়।

'মধ্যবর্তী শাসনব্যবস্থা' ধারণাটির প্রবক্তা কে? 

উত্তর : মধ্যবর্তী শাসনব্যবস্থা ধারণার প্রবক্তা হলেন মাইকেল ক্যালেস্কি ।

GDP এর অর্থ কি?

উত্তর: GDP হলো - Gross Domestic Product. যার অর্থ মোট দেশজ উৎপাদন

VGF -এর পূর্ণরূপ কি ?

উত্তর : VGF -এর পূর্ণরূপ হলো- Vulnerable Group Feeding.

“The Economic Basis of Politics” গ্রন্থটির লেখক কে?

উত্তর : চালর্স এ-বিয়ার্ড 

BCIC - এর পূর্ণরূপ কি?

উত্তর : BCIC -এর পূর্ণরূপ হলো- Bangladesh Chemical Industries Corporation. 

“Social Security” গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর : "Social Security" গ্রন্থটির রচয়িতা W. A. Robson. 

“A country is poor because it is poor" উক্তিটি কার?

উত্তর : অধ্যাপক র‍্যাগনার নার্কস- এর।

WTO কি?

উত্তর : World Trade Organization বিশ্ববাণিজ্য ও অর্থনীতির উদারিকরণ এবং বিশ্বায়নের লক্ষ্যে পরিচালিত বিশ্ব বাণিজ্য সংস্থা। 

বাজেট কি?

উত্তর : একটি দেশের কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত ১ বছরে সরকারের সম্ভাব্য আয় ব্যয়ের হিসাব নিকাশকে বাজেট বলে। 

VAT কি?

উত্তর : VAT হলো Value Added Tax অর্থাৎ মূল্য সংযোজন কর । পণ্যের উৎপাদন মূল্যের উপর যে কর আরোপ করা হয় তাই VAT.

'অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলি নিয়ে আলোচনা করে'—উক্তিটি কার? 

উত্তর : আলফ্রেড মার্শালের ।

An Enquiry into the nature and the causes of the Wealth of Nations' বইটির লেখক কে?

উত্তর : এডাম স্মিথ 

মিশ্র অর্থনীতি কি?

উত্তর: যে অর্থনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রীয় মালিকানা ও বেসরকারি মালিকানা পাশাপাশি অবস্থান করে, তাকে মিশ্র অর্থনীতি বলে।

‘Development planning in Bangladesh’ এবং 'Development strategy of Bangladesh' গ্রন্থ দু'টির লেখক কে?

উত্তর : যথাক্রমে-আতিউর রহমান এবং এম. কে. আলমগীর।

বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কে? 

উত্তর : বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কার্ল মার্কস

'Bangladesh Equitable Growth 'গ্রন্থটির লেখক কে? 

উত্তর : Bangladesh Equitable Growth" গ্রন্থটির লেখক- জোসেফ স্তেপানিক ।

EPZ-এর অর্থ কি?

উত্তর : Export Processing Zone. যার অর্থ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। 

GATT - এর পূর্ণরূপ কি?

উত্তর : GATT -এর পূর্ণরূপ হলো- General Agreement on Tariffs and Trade.

ADB -এর অর্থ কি?

উত্তর : Asian Development Bank. 

আবগারি শুল্ক কি?

উত্তর : দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর আরোপিত করকে আবগারি শুল্ক বলে।

IMF কি?

উত্তর : International Monetary Fund.

বাংলাদেশে কত 'বিঘা' পর্যন্ত জমির খাজনা মওকুফ নির্ধারিত? 

উত্তর : বাংলাদেশে ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মাফ।

রাজনৈতিক অর্থনীতির জনক কে? 

উত্তর : রাজনৈতিক অর্থনীতির জনক এডাম স্মিথ।

“রাষ্ট্র শোষণের হাতিয়ার”- উক্তিটি কার?

উত্তর : “রাষ্ট্র শোষণের হাতিয়ার"- উক্তিটি কার্ল মার্কসের । 

"Bangladesh Equitable Growth" গ্রন্থটির লেখক কে?

উত্তর : "Bangladesh Equitable Growth" গ্রন্থটির লেখক জোসেফ স্তেপানিক।

BADC এর পূর্ণরূপ কি?

উত্তর : BADC এর পূর্ণরূপ হলো- Bangladesh Agricultural Development Corporation.

অর্থনৈতিক উন্নয়নের দুটি পূর্বশর্ত লেখ। 

উত্তর : অর্থনৈতিক উন্নয়নের দুটি পূর্বশর্ত হলো- (১) বাংলাদেশ শিল্প উন্নয়ন বোর্ড ও (২) কৃষি উন্নয়ন কর্পোরেশন।

NGO এর পূর্ণরূপ কি?

উত্তর : NGO এর পূর্ণরূপ হলো- Non Government Organization.

পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল উল্লেখ কর।

উত্তর : পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল (১৯৯৭-২০০২) ।

VGF এর পূর্ণরূপ কি?

উত্তর : VGF এর পূর্ণরূপ হলো- Vulnerable Group Feeding.

"Social Security" গ্রন্থটির রচয়িতা কে? 

উত্তর : "Social Security" গ্রন্থটির রচয়িতা W. A. Robson.

সরকারি আয়ের প্রধান উৎস কি?

উত্তর : সরকারি আয়ের প্রধান উৎস হলো- রাজস্ব কর।

'রাজনৈতিক অর্থনীতি' কথাটি প্রথম ব্যবহার করেন কে?

উত্তর : ‘রাজনৈতিক অর্থনীতি' কথাটি প্রথম ব্যবহার করেন ফরাসি অর্থনীতিবিদ অ্যান্টানিক ডি মনটেরেসিটিন। 

Political Power always follows Economic Power' উক্তিটি কার?

উত্তর: হ্যারিংটনের। 

পুঁজিবাদ কি?

উত্তর : পুঁজিবাদ বলতে বুঝায় এক ধরনের অর্থব্যবস্থা, যা দেশের সকল উৎপাদনের উপাদানের উপর ব্যক্তিমালিকানা বজায় থাকে এবং উৎপাদন কার্যক্রম পরিচালিত হয় মুনাফা লাভের উদ্দেশ্যে। 

কল্যাণমূলক রাষ্ট্রের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।

উত্তর : ১. জনকল্যাণ সাধিত হয় ও ২. ব্যক্তিস্বাধীনতার সংরক্ষণ হয়।

বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কে?

উত্তর : বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কার্ল মার্কস। 

'মধ্যবর্তী শাসনব্যবস্থা' ধারণাটির প্রবক্তা কে

উত্তর : 'মধ্যবর্তী শাসনব্যবস্থা' ধারণাটির প্রবক্তা পোল্যান্ডের খ্যাতনামা মনীষী- মাইকেল ক্যালেস্কি। 

Wealth of Nation' গ্রন্থটির লেখক কে ?

উত্তর : গ্রন্থটির লেখক অর্থনীতির জনক Adam Smith (এডাম স্মিথ)।

অর্থনৈতিক উন্নয়নের সূচক কি? 

উত্তর : ১. প্রকৃত জাতীয় আয়, ২. প্রকৃত মাথাপিছু আয় ও ৩. আর্থিক কল্যাণ।

GDP এর অর্থ কি? 

উত্তর : GDP হলো - Gross Domestic Product. যার অর্থ মোট দেশজ উৎপাদন।

কখন কৃষি উন্নয়ন ব্যাংক প্রথম প্রতিষ্ঠিত হয়?

উত্তর : কৃষি উন্নয়ন ব্যাংক ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়। 

স্বাধীন বাংলাদেশে প্রথম কখন ভূমি সংস্কার আইন গৃহীত হয়?

উত্তর : স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে প্রথম ভূমি সংস্কার আইন গৃহীত হয়।

EPZ এর অর্থ কি?

উত্তর : Export Processing Zone. যার অর্থ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। 

বেসরকারিকরণ বোর্ড গঠিত হয় কখন?

উত্তর : বেসরকারিকরণ বোর্ড ১৯৯৩ সালে গঠিত হয়। 

বাংলাদেশে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরুর সন কোনটি?

উত্তর : বাংলাদেশে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরুর সন ১৯৭৩ - ১৯৭৮।

বাংলাদেশে প্রথম বয়স্কভাতা চালু হয় কোন অর্থ বছরে? 

উত্তর : ২০০৯ অর্থ বছরে।

ৰাজেট কি?

উত্তর : একটি দেশে কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত ১ বছরে সরকারের সম্ভাব্য আয়-ব্যয়ের হিসাব-নিকাশকে বাজেট বলে।

ADB এর সদর দপ্তর কোথায়?

উত্তর : ADB এর সদর দপ্তর ফিলিপাইন এর রাজধানী ম্যানিলায়।

মালিকানার ভিত্তিতে বাংলাদেশে কত ধরনের শিল্প প্রতিষ্ঠান বিদ্যমান? 

উত্তর : মালিকানার ভিত্তিতে বাংলাদেশে ২ ধরনের শিল্প প্রতিষ্ঠান বিদ্যমান।

বাংলাদেশে কত 'বিষা' পর্যন্ত জমির খাজনা মাফ?

উত্তর : বাংলাদেশে ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মাফ।

মৌসুমি বেকারত্বের একটি উদাহরণ দাও। 

উত্তর : মৌসুমি বেকারত্বের একটি উদাহরণ হলো- চিনি শিল্প

রাষ্ট্রায়ত্ত্ব শিল্প কারখানার মূল লক্ষ্য কি?

উত্তর : রাষ্ট্রায়ত্ত্ব শিল্প কারখানার মূল লক্ষ্য জনকল্যাণ রক্ষা করা। 

দারিদ্র্য বিমোচনে চারটি সরকারি কর্মসূচির নাম লিখ

উত্তর : ১. ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট কর্মসূচি, ২. শহর সমাজ উন্নয়ন কর্মসূচি, ৩. ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট ফর আলট্রা পুওর কর্মসূচি ও ৪. সমবায় ব্যাংক।

বিশ্বায়ন কি?

উত্তর : বিশ্বায়ন হলো আধুনিক বিশ্ব ব্যবস্থার অন্তর্গত বিভিন্ন রাষ্ট্র এবং সমাজের মধ্যে বহুবিধ সংযোগ এবং সম্পর্কের উন্নয়ন।

নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন

Telegram Group Join Now
Our Facebook Page Join Now
Class 8 Facebook Study Group Join Now
Class 7 Facebook Study Group Join Now
Class 6 Facebook Study Group Join Now
Join our Telegram Channel!
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.