অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর - বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি - রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

0
ফেইসবুকে আমাদের সকল আপডেট পেতে Follow বাটনে ক্লিক করুন।




অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর - বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি - রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর - বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি - রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

'Political power always follows Economic power' উক্তিটি কার?

উত্তর : উক্তিটি হ্যারিংটনের।

Wealth of Nations গ্রন্থটির লেখক কে?

উত্তর : গ্রন্থটির লেখক অর্থনীতির জনক Adam Smith (এডাম স্মিথ)। 

“রাষ্ট্র শোষণের হাতিয়ার” – উক্তিটি কার?

উত্তর : “রাষ্ট্র শোষণের হাতিয়ার" উক্তিটি কার্ল মার্কসের।

BADC - এর পূর্ণরূপ কি?

উত্তর : BADC এরপূর্ণ রূপ হলো- Bangladesh Agricultural Development Corporation.

সরকারি আয়ের প্রধান উৎস কি? 

উত্তর : সরকারি আয়ের প্রধান উৎস হলো- রাজস্ব কর।

'রাজনৈতিক অর্থনীতি' কথাটি প্রথম ব্যবহার করেন কে?

উত্তর : 'রাজনৈতিক অর্থনীতি' কথাটি প্রথম ব্যবহার করেন ফরাসি অর্থনীতিবিদ আন্টানিক ডি মনটেরেসিটিন। 

ADB এর সদর দপ্তর কোথায়?

উত্তর : ADB এর সদর দপ্তর ফিলিপাইন এর রাজধানী ম্যানিলায়।

গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯৮৩ সালে। 

দারিদ্র্য কয় প্রকার?

উত্তর : দারিদ্র্যকে প্রধানত দুভাগে ভাগ করা যায়- (১) অনপেক্ষ দারিদ্র্য ও (২) আপেক্ষিক দারিদ্র্য।

ADB এর সদর দপ্তর কোথায়? 

উত্তর : ADB এর সদর দপ্তর ফিলিপাইন এর রাজধানী ম্যানিলায়।

বাংলাদেশে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরুর সন কোনটি?

উত্তর : ১৯৮০ সালে।

রাজনৈতিক অর্থনীতির জনক কে?

উত্তর : রাজনৈতিক অর্থনীতির জনক- এডাম স্মিথ।

"The Economic Basis of Politics" গ্রন্থটির লেখক কে? 

উত্তর : চালর্স এ-বিয়ার্ড।

EPZ এর অর্থ কি?

উত্তর : Export Processing Zone যার বাংলা অর্থ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। 

অর্থনৈতিক উন্নয়নের দুটি পূর্বশর্ত লিখ।

উত্তর : অর্থনৈতিক উন্নয়নের দুটি পূর্বশর্ত হলো- প্রাকৃতিক সম্পদ ও মূলধন গঠন।

NGO-এর পূর্ণরূপ কি?

উত্তর : NGO এর পূর্ণরূপ হলো- Non Government Organization.

আবগারি শুল্ক কি?

উত্তর : দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর আরোপিত করকে আবগারি শুল্ক বলে।

বাংলাদেশে কৃষি ঋণের উৎস কয়টি?

উত্তর : বাংলাদেশের কৃষি ঋণের উৎস দুইটি। যথা : ১. প্রাতিষ্ঠানিক উৎস ও ২. অপ্রাতিষ্ঠানিক উৎস ।

IBRD - এর পূর্ণরূপ কি?

উত্তর : IBRD এর পূর্ণরূপ হলো- International Bank for Reconstruction and Development. 

বাংলাদেশে বর্তমানে মাথাপিছু আয় কত?

উত্তর : বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ১৭৫২ ডলার।

‘রাজনৈতিক অর্থনীতি' কথাটি প্রথম ব্যবহার করেন কে? 

উত্তর : 'রাজনৈতিক অর্থনীতি' কথাটি প্রথম ব্যবহার করেন ফরাসি অর্থনীতিবিদ অ্যান্টনিক ডি মনটেরেসিটিন।

'রাষ্ট্র শোষণের হাতিয়ার’—উক্তিটি কার?

উত্তর : “রাষ্ট্র শোষণের হাতিয়ার"- উক্তিটি কার্ল মার্কসের।

'An Enquiry into the Nature and the Causes of the Wealth of Nation -গ্রন্থটির লেখক কে? 

উত্তর : এডাম স্মিথ।

কর কি?

উত্তর : কোনোরূপ প্রত্যক্ষ সুবিধার আশা না করে জনসাধারণ বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থ প্রদান করে তাকে কর বলে।

সামাজিক নিরাপত্তার তিনটি পদক্ষেপের নাম লিখ

উত্তর : সামাজিক নিরাপত্তার তিনটি পদক্ষেপ হলো— শ্রমিক ক্ষতিপূরণ আইন, মাতৃকল্যাণ আইন, পেনসন।

VGF-এর পূর্ণরূপ কি?

উত্তর : VGF -এর পূর্ণরূপ হলো- Vulnerable Group Feeding. 

IMF এর সদর দপ্তর কোথায়?

উত্তর : নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র)।

বেসরকারিকরণ বোর্ড কখন গঠিত হয়।

উত্তর : ১৯৮৩ সালে। 

ভ্যাট কোন ধরনের কর?

উত্তর : মূল্য সংযোজন কর। 

BCIC-এর পূর্ণরূপ কি?

উত্তর : BCIC-এর পূর্ণরূপ হলো- Bangladesh Chemical Industries Corporation.

বাজেট কি? 

উত্তর : একটি দেশের কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত ১ বছরে সরকারের সম্ভাব্য আয় ব্যয়ের হিসাব নিকাশকে বাজেট বলে ।

কখন কৃষি উন্নয়ন ব্যাংক প্রথম প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯৮৭ সালে। 

VAT কি?

উত্তর : VAT হলো Value Added Tax অর্থাৎ মূল্য সংযোজন কর। পণ্যের উৎপাদন মূল্যের উপর যে কর আরোপ করা হয় তাই VAT.

বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কে? 

উত্তর : বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কার্ল মার্কস।

WTO কি?

উত্তর : World Trade Organization. বিশ্ববাণিজ্য ও অর্থনীতির উদারিকরণ এবং বিশ্বায়নের লক্ষ্যে পরিচালিত বিশ্ব বাণিজ্য সংস্থা।

GDP এর অর্থ কি?

উত্তর : GDP হলো- Gross Domestic Product. যার বাংলা অর্থ মোট দেশজ উৎপাদন।

রাজনৈতিক অর্থনীতির জনক কে? 

উত্তর : রাজনৈতিক অর্থনীতির জনক এডাম স্মিথ।

মধ্যবর্তী শাসনব্যবস্থা ধারণাটির প্রবক্তা কে? 

উত্তর : মধ্যবর্তী শাসনব্যবস্থা ধারণার প্রবক্তা মাইকেল ক্যালেস্কি

'Social Security' গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর : "Social Security" গ্রন্থটির রচয়িতা W. A Robson. 

A Country is poor because it is poor'- উক্তিটি কার?

উত্তর : অধ্যাপক র‍্যাগনার মার্কস- এর।

VGF এর পূর্ণরূপ কী?

উত্তর : VGF -এর পূর্ণরূপ হলো- Vulnerable Group Feeding.

'GDP' কী?

উত্তর : GDP হলো- Gross Domestic Product. যার বাংলা অর্থ মোট দেশজ উৎপাদন।

'ECNEC' এর পূর্ণরূপ কী?

উত্তর : ECNEC -এর পূর্ণরূপ হলো- Executive Committee of the National Economic Counci.

বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কে? 

উত্তর : বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কার্ল মার্কস।

VAT কি?

উত্তর : VAT হলো Value Added Tax অর্থাৎ মূল্য সংযোজন কর। পণ্যের উৎপাদন মূল্যের উপর যে কর আরোপ করা হয় তাই VAT.

দারিদ্র্য কয় প্রকার?

উত্তর : দারিদ্র্যকে প্রধানত দুভাগে ভাগ করা যায়. 

১. অনপেক্ষ দারিদ্র্য ও ২. আপেক্ষিক দারিদ্র্য।

‘ADP' কী?

উত্তর : একটি রাষ্ট্রের একটি নির্দিষ্ট বছরের উন্নয়ন কর্মসূচি। 

‘BRDB' এর পূর্ণরূপ কী ?

উত্তর : BRDB-এর পূর্ণরূপ হলো- Bangladesh Rural Development Board.

অর্থনৈতিক উন্নয়নের দু'টি পূর্বশর্ত লিখ।

উত্তর : অর্থনৈতিক উন্নয়নের দু'টি পূর্বশর্ত হলো- ১. প্রাকৃতিক সম্পদ ও ২. মূলধন গঠন।

বেসরকারিকরণ বোর্ড গঠিত হয় কখন? 

উত্তর : বেসরকারিকরণ বোর্ড ১৯৯৩ সালে গঠিত হয়।

'মধ্যবর্তী শাসনব্যবস্থা' ধারণাটির প্রবক্তা কে? 

উত্তর : মধ্যবর্তী শাসনব্যবস্থা ধারণার প্রবক্তা হলেন মাইকেল ক্যালেস্কি ।

GDP এর অর্থ কি?

উত্তর: GDP হলো - Gross Domestic Product. যার অর্থ মোট দেশজ উৎপাদন

VGF -এর পূর্ণরূপ কি ?

উত্তর : VGF -এর পূর্ণরূপ হলো- Vulnerable Group Feeding.

“The Economic Basis of Politics” গ্রন্থটির লেখক কে?

উত্তর : চালর্স এ-বিয়ার্ড 

BCIC - এর পূর্ণরূপ কি?

উত্তর : BCIC -এর পূর্ণরূপ হলো- Bangladesh Chemical Industries Corporation. 

“Social Security” গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর : "Social Security" গ্রন্থটির রচয়িতা W. A. Robson. 

“A country is poor because it is poor" উক্তিটি কার?

উত্তর : অধ্যাপক র‍্যাগনার নার্কস- এর।

WTO কি?

উত্তর : World Trade Organization বিশ্ববাণিজ্য ও অর্থনীতির উদারিকরণ এবং বিশ্বায়নের লক্ষ্যে পরিচালিত বিশ্ব বাণিজ্য সংস্থা। 

বাজেট কি?

উত্তর : একটি দেশের কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত ১ বছরে সরকারের সম্ভাব্য আয় ব্যয়ের হিসাব নিকাশকে বাজেট বলে। 

VAT কি?

উত্তর : VAT হলো Value Added Tax অর্থাৎ মূল্য সংযোজন কর । পণ্যের উৎপাদন মূল্যের উপর যে কর আরোপ করা হয় তাই VAT.

'অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলি নিয়ে আলোচনা করে'—উক্তিটি কার? 

উত্তর : আলফ্রেড মার্শালের ।

An Enquiry into the nature and the causes of the Wealth of Nations' বইটির লেখক কে?

উত্তর : এডাম স্মিথ 

মিশ্র অর্থনীতি কি?

উত্তর: যে অর্থনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রীয় মালিকানা ও বেসরকারি মালিকানা পাশাপাশি অবস্থান করে, তাকে মিশ্র অর্থনীতি বলে।

‘Development planning in Bangladesh’ এবং 'Development strategy of Bangladesh' গ্রন্থ দু'টির লেখক কে?

উত্তর : যথাক্রমে-আতিউর রহমান এবং এম. কে. আলমগীর।

বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কে? 

উত্তর : বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কার্ল মার্কস

'Bangladesh Equitable Growth 'গ্রন্থটির লেখক কে? 

উত্তর : Bangladesh Equitable Growth" গ্রন্থটির লেখক- জোসেফ স্তেপানিক ।

EPZ-এর অর্থ কি?

উত্তর : Export Processing Zone. যার অর্থ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। 

GATT - এর পূর্ণরূপ কি?

উত্তর : GATT -এর পূর্ণরূপ হলো- General Agreement on Tariffs and Trade.

ADB -এর অর্থ কি?

উত্তর : Asian Development Bank. 

আবগারি শুল্ক কি?

উত্তর : দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর আরোপিত করকে আবগারি শুল্ক বলে।

IMF কি?

উত্তর : International Monetary Fund.

বাংলাদেশে কত 'বিঘা' পর্যন্ত জমির খাজনা মওকুফ নির্ধারিত? 

উত্তর : বাংলাদেশে ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মাফ।

রাজনৈতিক অর্থনীতির জনক কে? 

উত্তর : রাজনৈতিক অর্থনীতির জনক এডাম স্মিথ।

“রাষ্ট্র শোষণের হাতিয়ার”- উক্তিটি কার?

উত্তর : “রাষ্ট্র শোষণের হাতিয়ার"- উক্তিটি কার্ল মার্কসের । 

"Bangladesh Equitable Growth" গ্রন্থটির লেখক কে?

উত্তর : "Bangladesh Equitable Growth" গ্রন্থটির লেখক জোসেফ স্তেপানিক।

BADC এর পূর্ণরূপ কি?

উত্তর : BADC এর পূর্ণরূপ হলো- Bangladesh Agricultural Development Corporation.

অর্থনৈতিক উন্নয়নের দুটি পূর্বশর্ত লেখ। 

উত্তর : অর্থনৈতিক উন্নয়নের দুটি পূর্বশর্ত হলো- (১) বাংলাদেশ শিল্প উন্নয়ন বোর্ড ও (২) কৃষি উন্নয়ন কর্পোরেশন।

NGO এর পূর্ণরূপ কি?

উত্তর : NGO এর পূর্ণরূপ হলো- Non Government Organization.

পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল উল্লেখ কর।

উত্তর : পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল (১৯৯৭-২০০২) ।

VGF এর পূর্ণরূপ কি?

উত্তর : VGF এর পূর্ণরূপ হলো- Vulnerable Group Feeding.

"Social Security" গ্রন্থটির রচয়িতা কে? 

উত্তর : "Social Security" গ্রন্থটির রচয়িতা W. A. Robson.

সরকারি আয়ের প্রধান উৎস কি?

উত্তর : সরকারি আয়ের প্রধান উৎস হলো- রাজস্ব কর।

'রাজনৈতিক অর্থনীতি' কথাটি প্রথম ব্যবহার করেন কে?

উত্তর : ‘রাজনৈতিক অর্থনীতি' কথাটি প্রথম ব্যবহার করেন ফরাসি অর্থনীতিবিদ অ্যান্টানিক ডি মনটেরেসিটিন। 

Political Power always follows Economic Power' উক্তিটি কার?

উত্তর: হ্যারিংটনের। 

পুঁজিবাদ কি?

উত্তর : পুঁজিবাদ বলতে বুঝায় এক ধরনের অর্থব্যবস্থা, যা দেশের সকল উৎপাদনের উপাদানের উপর ব্যক্তিমালিকানা বজায় থাকে এবং উৎপাদন কার্যক্রম পরিচালিত হয় মুনাফা লাভের উদ্দেশ্যে। 

কল্যাণমূলক রাষ্ট্রের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।

উত্তর : ১. জনকল্যাণ সাধিত হয় ও ২. ব্যক্তিস্বাধীনতার সংরক্ষণ হয়।

বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কে?

উত্তর : বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কার্ল মার্কস। 

'মধ্যবর্তী শাসনব্যবস্থা' ধারণাটির প্রবক্তা কে

উত্তর : 'মধ্যবর্তী শাসনব্যবস্থা' ধারণাটির প্রবক্তা পোল্যান্ডের খ্যাতনামা মনীষী- মাইকেল ক্যালেস্কি। 

Wealth of Nation' গ্রন্থটির লেখক কে ?

উত্তর : গ্রন্থটির লেখক অর্থনীতির জনক Adam Smith (এডাম স্মিথ)।

অর্থনৈতিক উন্নয়নের সূচক কি? 

উত্তর : ১. প্রকৃত জাতীয় আয়, ২. প্রকৃত মাথাপিছু আয় ও ৩. আর্থিক কল্যাণ।

GDP এর অর্থ কি? 

উত্তর : GDP হলো - Gross Domestic Product. যার অর্থ মোট দেশজ উৎপাদন।

কখন কৃষি উন্নয়ন ব্যাংক প্রথম প্রতিষ্ঠিত হয়?

উত্তর : কৃষি উন্নয়ন ব্যাংক ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়। 

স্বাধীন বাংলাদেশে প্রথম কখন ভূমি সংস্কার আইন গৃহীত হয়?

উত্তর : স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে প্রথম ভূমি সংস্কার আইন গৃহীত হয়।

EPZ এর অর্থ কি?

উত্তর : Export Processing Zone. যার অর্থ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। 

বেসরকারিকরণ বোর্ড গঠিত হয় কখন?

উত্তর : বেসরকারিকরণ বোর্ড ১৯৯৩ সালে গঠিত হয়। 

বাংলাদেশে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরুর সন কোনটি?

উত্তর : বাংলাদেশে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরুর সন ১৯৭৩ - ১৯৭৮।

বাংলাদেশে প্রথম বয়স্কভাতা চালু হয় কোন অর্থ বছরে? 

উত্তর : ২০০৯ অর্থ বছরে।

ৰাজেট কি?

উত্তর : একটি দেশে কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত ১ বছরে সরকারের সম্ভাব্য আয়-ব্যয়ের হিসাব-নিকাশকে বাজেট বলে।

ADB এর সদর দপ্তর কোথায়?

উত্তর : ADB এর সদর দপ্তর ফিলিপাইন এর রাজধানী ম্যানিলায়।

মালিকানার ভিত্তিতে বাংলাদেশে কত ধরনের শিল্প প্রতিষ্ঠান বিদ্যমান? 

উত্তর : মালিকানার ভিত্তিতে বাংলাদেশে ২ ধরনের শিল্প প্রতিষ্ঠান বিদ্যমান।

বাংলাদেশে কত 'বিষা' পর্যন্ত জমির খাজনা মাফ?

উত্তর : বাংলাদেশে ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মাফ।

মৌসুমি বেকারত্বের একটি উদাহরণ দাও। 

উত্তর : মৌসুমি বেকারত্বের একটি উদাহরণ হলো- চিনি শিল্প

রাষ্ট্রায়ত্ত্ব শিল্প কারখানার মূল লক্ষ্য কি?

উত্তর : রাষ্ট্রায়ত্ত্ব শিল্প কারখানার মূল লক্ষ্য জনকল্যাণ রক্ষা করা। 

দারিদ্র্য বিমোচনে চারটি সরকারি কর্মসূচির নাম লিখ

উত্তর : ১. ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট কর্মসূচি, ২. শহর সমাজ উন্নয়ন কর্মসূচি, ৩. ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট ফর আলট্রা পুওর কর্মসূচি ও ৪. সমবায় ব্যাংক।

বিশ্বায়ন কি?

উত্তর : বিশ্বায়ন হলো আধুনিক বিশ্ব ব্যবস্থার অন্তর্গত বিভিন্ন রাষ্ট্র এবং সমাজের মধ্যে বহুবিধ সংযোগ এবং সম্পর্কের উন্নয়ন।

Post a Comment

0Comments
Post a Comment (0)