সামাজিকীকরণ কী? সামাজিকীকরণ কাকে বলে? - What is socialization?

0
ফেইসবুকে আমাদের সকল আপডেট পেতে Follow বাটনে ক্লিক করুন।




প্রশ্ন : সামাজিকীকরণ কী? অথবা, সামাজিকীকরণ কাকে বলে? অথবা, সামাজিকীকরণ বলতে কী বুঝ?অথবা, সামাজিকীকরণের সংজ্ঞা দাও

সামাজিকীকরণ কী? সামাজিকীকরণ কাকে বলে? - What is socialization?

ভূমিকা : সাধারণত সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষের সামাজিক প্রকৃতির বিকাশ ঘটে এবং যার দ্বারা মানুষ সামাজিক হয়ে ওঠে। অর্থাৎ, সামাজিকীকরণ ধর্ম, শিক্ষা, খেলার সাথী, গণমাধ্যম ইত্যাদির মাধ্যমে মানুষকে সমাজের সদস্য হিসেবে গড়ে তোলে। 

সামাজিকীকরণ হলো একটি পূর্ণ প্রক্রিয়া। মানুষ কখন কোন পরিবেশের সাথে কিভাবে নিজেকে খাপ খাইয়ে নিবে তার শিক্ষাই হলো সামাজিকীকরণ। সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া যা জন্মের মাধ্যমে শুরু হয় এবং মৃত্যুর মাধ্যমে শেষ হয় ।

সামাজিকীকরণের সংজ্ঞা : 

সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি তার জীবনের বিভিন্ন পর্যায়ে পরিবেশের বিভিন্ন রকম প্রতিকূলের সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়। সামাজিকীকরণ প্রক্রিয়া জন্মগত সূত্রে নয়; বরং মানুষ এটা অর্জন করে নেয়। সুতরাং, যে প্রক্রিয়ার মাধ্যমে শিশু তার সমাজের সাথে খাপ খাইয়ে নিতে শেখে তাকে সামাজিকীকরণ বলে।

প্রামাণ্য সংজ্ঞা: 

Sociologist and psychologist-রা বিভিন্নভাবে সামাজিকীকরণের সংজ্ঞা দেন। নিম্নে তাদের সংজ্ঞা বর্ণনা করা হলো।

কিংসলে ডেভিস (Kingslay Dayis) বলেন, 

"যে প্রক্রিয়ায় মানব শিশু ক্রমশ সামাজিক মানুষে পরিণত হয় তাকে সামাজিকীকরণ প্রক্রিয়া বলে।"

 ম্যাকাইভার (MacIver) বলেন, 

“সামাজিকীকরণ হচ্ছে এমনই একটি প্রক্রিয়া যার মাধ্যমে সামাজিক জীব অন্যদের সাথে বৃহত্তর ও গভীরতার সম্পর্ক গড়ে তোলে।" 

নেইল জে. ম্মেলসার (Neil J. Smelser) বলেন, 

“যে প্রক্রিয়ায় মানুষ সামাজিক ভূমিকা পালনের জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং দৃষ্টিভঙ্গি অর্জন করে তাকে সামাজিকীকরণ বলা হয়।”

অগবার্ন ও নিমকফ (Oghern & Nimcoty) বলেন, 

“সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার দ্বারা ব্যক্তি তার গোষ্ঠীর সাথে মেলামেশায় সামাজিক মূল্য বজায় রাখে।” 

সমাজবিজ্ঞানী রস (Ross) বলেন, 

"সামাজিকীকরণ হলো সঙ্গীদের মধ্যে ভাবের বিকাশ এবং তাদের সামর্থ্য দিয়ে তার ক্রম বৃদ্ধি এবং একত্রে কাজ করার ইচ্ছা।" 

সমাজবিজ্ঞানী জি. এফ, নিলার (G. F. kneller) বলেন, 

“আমরা যেভাবে একটি সভ্যতার সংস্কৃতি শিখি এবং নিজেদের আচরণে এর প্রতিফলন ঘটাই সেটাকে সামাজিকীকরণ বলে। "

সমাজবিজ্ঞানী কুলি (Kooley) বলেন, 

"সামাজিকীকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে সামাজিক এবং অন্যান্য পৈতৃক বিষয়াবলি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থানান্তরিত হয়। "

উপসংহার : 

পরিশেষে বলা যায় যে, সামাজিকীকরণ হলো সমাজ ও সংস্কৃতির সাথে নিজেকে মানিয়ে নেয়া। প্রতিকূল পরিবেশ কীভাবে সামাল দিতে হবে তাই শিক্ষা দেয় সামাজিকীকরণ। 

সামাজিকীকরণ জন্মগত নয়; বরং সামাজিকীকরণ হলো অর্জিত বিষয়। আমরা সমাজ থেকে সামাজিকীকরণ শিক্ষা নেই। এবং সেই সমাজেই নিজেদের খাপ খাইয়ে নেই।

সামাজিকীকরণ কী? সামাজিকীকরণ কাকে বলে? - What is socialization?, সামাজিকীকরণ কী? সামাজিকীকরণ কাকে বলে? - What is socialization?, সামাজিকীকরণ কী? সামাজিকীকরণ কাকে বলে? - What is socialization?

Post a Comment

0Comments
Post a Comment (0)