
ভূমি সংস্কার কি? অথবা, ভূমি সংস্কার বলতে কি বুঝ?
ভূমিকা : আধুনিক কৃষি ব্যবস্থা ভূমিক সংস্কার একটি গুরুত্ব পূর্ণ বিষয়। ভূমিক সংস্কার ছাড়া কোন দেশের কৃষিতে উন্নতি করতে পারে না।
→ ভূমি সংস্কার :
ভূমি সংস্কার বলতে উপযুক্ত আইন প্রণয়নের মাধ্যমে দেশের প্রচলিত ভূমি স্বত্ব ব্যবস্থার সংস্কার সাধনকে বুঝায়। নিম্নে ভূমি সংস্কার সংক্রান্ত কতিপয় সংজ্ঞা উল্লেখ করা হলো :
ডঃ ওয়ারিনার মতে,
“প্রকৃত ভূমি সংস্কার বলতে ক্ষুদ্র কৃষক ও কৃষি মজুরদের স্বার্থে সম্পত্তি অথবা জমিতে অধিকারের পুনর্বণ্টনকে বোঝায়। ”
অধ্যাপক এম. এ হামিদের মতে,
“পল্লী উন্নয়নের লক্ষ্যে অস্তিত্বমান ভূমি ব্যবস্থার সমস্যা ও সীমাবদ্ধতা সনাক্ত করে তার সংস্কারমূলক কার্যক্রম নির্ণয় ও তা বাস্তবায়নের রূপ রেখাই ভূমি সংস্কার।"
ভূমিসংস্কারের সাথে নিম্নোক্ত বিষয়গুলো জড়িত :
(i) ভূমির সিলিং নির্ধারণ;
(ii) ভূমির পুর্ণবণ্টন;
(iii) প্রকৃত চাষীদের জমি দান;
(iv) ভূমির খণ্ডিকরণ ও বিচ্ছিন্নতা রোধ;
(v) খণ্ডিত ও বিচ্ছিন্ন জমিগুলির একত্রীকরণ;
(vi) ভাগচাষীদের স্বার্থ সংরক্ষণ;
(vii) কৃষি-মজুরদের ন্যূনতম মজুরি নির্ধারণ;
(vii) সরকার ও প্রজাদের মধ্যে সম্পর্কোন্নয়ন ইত্যাদি।
উপসংহার :
উপরি উক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, ভূমির সাথে সংশিষ্ট ব্যক্তিবর্গের স্বার্থ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ভূমিস্বত্ব ব্যবস্থার ত্রুটিগুলি পরিহার করে তাতে যে পরিবর্তন আনয়ন করা হয় তাকেই ভূমি সংস্কার বলে।