
উন্নয়নশীল দেশ কি? অথবা, উন্নয়নশীল দেশের সংজ্ঞা দাও । অথবা, উন্নয়নশীল দেশ বলতে কি বুঝ? অথবা, উন্নয়নশীল দেশ কাকে বলে?
ভূমিকা: সাধারণত উন্নয়নশীল দেশ বলতে আমরা বুঝি যে দেশ অনুন্নত দাপ কাটিয়ে জনগণের জীবনযাত্রার মান একটু উন্নতির দিকে এগিয়ে নিতে পেরেছে। মানুষের মধ্যে এতটুকু উদ্দীপনা ফিরে এসেছে যেসব দেশে সেসব দেশই উন্নয়নশীল।
উন্নয়নশীল দেশ :
নিম্নে উন্নয়নশীল দেশ সম্পর্কে আলোচনা করা হলো:
উন্নয়নশীল দেশ বলতে সে সকল দেশকে বুঝায় যে সকল দেশে কিছুটা অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়েছে এবং ক্রমশ উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে। যেসব দেশে অর্থনৈতিক জড়ত্ব ও স্থরিবতা কাটিয়ে উঠে ক্রমশ উন্নয়নের পথে ধাবিত হচ্ছে সে সকল দেশকে উন্নয়শীল দেশ বলে।
অনুন্নত দেশে অর্থনীতি স্থির হলেও উন্নয়নশীল দেশ বলতে একটি গতিশীল অর্থনীতি বুঝায়। উন্নয়নশীল দেশের জনগণের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান উন্নত দেশের তুলনায় কম। তবে এ সব দেশ সরকারি ও বেসরকারি প্রচেষ্টায় দারিদ্র্য দূরীকরণ ও জীবনযাত্রার মান উন্নয়নে সচেষ্ট থাকে।
ফলে এসব দেশে অর্থনীতি ক্রমশ বিকশিত হতে থাকে। মোট কথা উন্নয়নশীল দেশ বলতে উন্নয়নের পথে অগ্রসরমান দেশগুলোকেই বুঝায়।
যেমন- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা ইত্যাদি দেশগুলোকে উন্নয়নশীল দেশ বলা যায়।
উপসংহার :
পরিশেষে বলা যায় যে, পুরো পৃথিবীতে উন্নয়নশীল দেশের সংখ্যা বাড়ছে। পৃথিবীর অধিকাংশ দেশ উন্নয়নশীল এবং অদূর ভবিষ্যতে উন্নয়নশীল দেশ আরো বাড়বে এ কথা নিঃসন্দেহে বলা যায়।