প্রতিবেশ কাকে বলে? পরিবেশ ও প্রতিবেশের মধ্যে সম্পর্ক কি? (বিস্তারিত জানুন)

0
ফেইসবুকে আমাদের সকল আপডেট পেতে Follow বাটনে ক্লিক করুন।




আজকের আলোচনার বিষয়, প্রতিবেশ কি? অথবা, প্রতিবেশ কাকে বলে? ও পরিবেশ ও প্রতিবেশের মধ্যে সম্পর্ক কি

প্রতিবেশ কাকে বলে? পরিবেশ ও প্রতিবেশের মধ্যে সম্পর্ক

প্রতিবেশ কাকে বলে? ও পরিবেশ ও প্রতিবেশের মধ্যে সম্পর্ক

প্রতিবেশ হলো এমন একটি বিজ্ঞান, যা প্রাণী ও প্রাণিজগৎ বিশেষত মানুষের সাথে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সম্পর্ক নিয়ে আলোচনা করে। প্রতিবেশের মাধ্যমে জীবজগৎ সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। সামাজিক পরিবেশের অন্যতম শাখা প্রতিবেশ। 

প্রতিবেশের মাধ্যমে জীবজগৎ ও পরিবেশের মধ্যকার ভারসাম্য সম্পর্কে জানা যায় এবং এদের মধ্যকার আন্তঃসম্পর্ক নির্ণয়ে প্রতিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রাণীদের নিরাপদ জীবনযাপন প্রতিবেশের উপর নির্ভর করে।

প্রতিবেশ কি : 

প্রতিবেশ বলতে পরিবেশের সাথে প্রাণিজগতের আন্তঃসম্পর্ককে বুঝায়। প্রতিবেশের ইংরেজি প্রতিশব্দ Ecology। Ecology শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ Oikos থেকে। 

Ecology শব্দটি প্রথম ব্যবহার করেন জীববিজ্ঞানী Ernest Hackel ১৯৬৯ সালে। তিনি জীবজগৎ ও প্রাণিজগতের সম্পর্ক নির্ণয়ের জন্য Ecology শব্দটি ব্যবহার করেন।

প্রামাণ্য সংজ্ঞা:

বিভিন্ন সমাজবিজ্ঞানী ও পরিবেশ বিজ্ঞানী প্রতিবেশকে বিভিন্নভাগে সংজ্ঞায়িত করেছেন। নিয়ে তাদের সংজ্ঞাসমূহ তুলে ধরা হলো : 

সমাজবিজ্ঞানী জে. স্পেনসার-এর মতে, জীবসমূহের সম্পর্ক স্থাপন ও প্রাচুর্য নিয়ন্ত্রণকারী মিথষ্ক্রিয়াদি সম্পর্কে বৈজ্ঞানিক গবেষণা ও অধ্যয়নই প্রতিবেশ বিজ্ঞান ।

উইলিয়াম পি.স্কর্ট-এর মতে, প্রতিবেশ হলো নির্দিষ্ট পরিবেশে বসবাসরত জীব জগতের মধ্যকার পারস্পরিক অধ্যয়ন এবং যা প্রত্যেক প্রত্যেকের সঙ্গে সামঞ্জস্য বিধান এবং পরিবেশের সাথে সামঞ্জস্য বিধানে তৎপর।

সমাজকর্ম অভিধান অনুযায়ী, পরিবেশ ও প্রাণীর পারস্পরিক সম্পর্ক নিয়ে যে বিজ্ঞান অধ্যয়ন করে তাই প্রতিবেশ। 

পরিবেশ বিজ্ঞানী অ্যাড্রেওয়ার্থ (Andreworth)-এর মতে, প্রতিবেশ হচ্ছে বিন্যাস ও প্রাচুর্য বিষয়ক বৈজ্ঞানিক অধ্যয়ন

পরিবেশ বিজ্ঞানী ই. ওডাম (E. Odum)-এর মতে, প্রতিবেশ হচ্ছে প্রকৃতির গঠন ও কাজ বিষয়ক পাঠ। 

পরিবেশ বিজ্ঞানী পেট্রিডস (Petrides )-এর মতে, প্রতিবেশ হলো পরিবেশের আন্তঃক্রিয়াদি অধ্যয়ন যা জীবের বণ্টন, প্রাচুর্য, উৎপাদন ও অভিব্যক্তির নিয়ন্ত্রণ করে এদের মঙ্গল সাধন করে থাকে। 

পরিবেশ বিজ্ঞানী Chariles J. Krebs-এর মতে, প্রতিবেশ হচ্ছে প্রাণীজগতের আন্তঃক্রিয়া সম্পর্কিত অধ্যয়ন, যা এর বিন্যাস ও প্রাচুর্য নিয়ে আলোচনা করে।


পরিবেশ ও প্রতিবেশের মধ্যে সম্পর্ক কি?

পরিবেশ ও প্রতিবেশ পরস্পরের উপর নির্ভরশীল। এই দুটি বিষয়ের একটি সমস্যায় পড়লে তাহলে উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। ভূপৃষ্ঠ ও ওজোনস্তরের সকল উপাদানের সমষ্টিই হলো পরিবেশ। 

অন্যদিকে প্রতিবেশ হলো এমন একটি আন্তঃসম্পর্ক যা দ্বারা জীবজগৎ ও পরিবেশের মধ্যে ভারসাম্য সূচিত হয়। মানুষের কল্যাণময় জীবন প্রতিষ্ঠায় সমাজকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পরিবেশ ও প্রতিবেশ সম্পর্কে সবার জ্ঞান থাকতে হবে।

পরিবেশ ও প্রতিবেশের মধ্যে সম্পর্ক : 

আমাদের চারপাশে যা কিছু আছে তা হলো পরিবেশ। প্রাকৃতিক ও সামাজিক সব উপাদানই পরিবেশ সৃষ্টি করে পরিবেশের সাথে জীবজগতের আন্তঃসম্পর্ককে প্রতিবেশ বলে। পরিবেশ ও প্রাণীর সম্পর্ক নিয়ে যে বিজ্ঞান গবেষণা করে তাই প্রতিবেশ।

পরিবেশ ও প্রতিবেশের মধ্যে সম্পর্ক নিম্নে তুলে ধরা হলো :

১. একে অন্যের উপর নির্ভরশীল : 

পরিবেশ ও প্রতিবেশ একে অন্যের উপর নির্ভরশীল। পরিবেশ ছাড়া প্রতিবেশ চলতে পারে না আবার প্রতিবেশ ছাড়া পরিবেশ যথাযথভাবে গঠিত হতে পারে না। 

পরিবেশের সমস্যা হলে তা দ্বারা পরিবেশ প্রতিবেশ উভয় ক্ষতিগ্রস্ত হয়। যার প্রভাব আমাদের উপর পড়ে। তাই বলা যায় পরিবেশ ও প্রতিবেশ পরস্পরের উপর নির্ভরশীল।

২. আলোচ্য বিষয় : 

পরিবেশের আলোচ্য বিষয় ব্যাপক। আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে পরিবেশ আলোচনা করে। পরিবেশ আমাদের সবকিছু বিষয় নিয়ে আলোচনা করতে থাকে। পরিবেশ প্রাকৃতিক, সামাজিক ও “কৃত্রিম যাহোক না কেন তা মানুষকে কেন্দ্র করে গড়ে ওঠে। 

অন্যদিকে প্রতিবেশের আলোচ্য বিষয় হলো পরিবেশের সাথে জীবজগতে কিরূপ সম্পর্ক তা নিয়ে গবেষণা করা। জীবজগৎ পরিবেশের উপর ভিত্তি করে জীবনযাপন করে থাকে । পরিবেশ ছাড়া জীবজগতের অস্তিত্ব কল্পনা করা যায় না।

৩. ভারসাম্য রক্ষায় : 

ভারসাম্য রক্ষায় পরিবেশ ও প্রতিবেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। প্রতিবেশ জীবজগৎ ও পরিবেশের মধ্যে ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে। পরিবেশ হলো চারপাশে যেসব বস্তু আছে তার সমষ্টি। 

অন্যদিকে প্রতিবেশ হলো এক ধরনের বিজ্ঞান, যা পরিবেশের সাথে জীবজগতের সম্পর্ক নিয়ে আলোচনা করে থাকে। পরিবেশের ভারসাম্য রক্ষায় জীবজগতের ভূমিকা অনেক। ও

৪. বিষয়ভিত্তিক সম্পর্ক : 

পরিবেশ মানুষের বস্তুগত ও অবস্তুগত উপাদানের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করে। অন্যদিকে প্রতিবেশ পরিবেশের বিভিন্ন উপাদানের সাথে জীবজগতের সম্পর্ক নিয়ে আলোচনা করে থাকে। 

তাই বিষয়গত দিক দিয়ে উভয়ই মানুষ নিয়ে আলোচনা করে। মানুষকে কেন্দ্র করে পরিবেশ গঠিত হত তেমনি মানুষ ও পরিবেশের সম্পর্ক নিয়ে গবেষণা করতেই প্রতিবেশের সৃষ্টি

৫. পরিবেশের অংশই প্রতিবেশ': 

প্রতিবেশ পরিবেশের সাথে মানুষ সম্পর্ক নিয়ে আলোচনা কর। পরিবেশের অংশবিশিষ্ট বা অনেকগুলো প্রতিবেশের মধ্যেই প্রতিবেশ নিহিত। পরস্পর পরস্পরের উপর ভিত্তি করে গড়ে ওঠে। 

৬. ক্ষতিগ্রস্ত : 

পরিবেশ বিভিন্ন উপাদানের সমন্বয়ে গঠিত হয়। প্রতিবেশ একটি বিশেষ প্রক্রিয়া দ্বারা গঠিত প্রতিবেশের এই প্রক্রিয়ায় সমস্যা দেখা দিলে তা সমস্ত প্রতিবেশ এবং বৃহত্তরভাবে পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। 

পরিবেশ ও প্রতিবেশ একই বিষয়ের সাথে সম্পর্কিত, তা হলো জীবজগৎ। জীবজগতের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে পরিবেশ গঠিত হয়। অন্যদিকে উপাদানের সম্পর্ক নিয়ে প্রতিবেশ আলোচনা ও গবেষণা করে।

পরিশেষে বলা যায় যে, পরিবেশ ও প্রতিবেশ পরস্পরের সাথে গভীরভাবে সম্পর্কিত। পরিবেশ হলো আমাদের চারপাশের সব উপাদানের সমষ্টি। জীবজগতের সাথে পরিবেশের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করে প্রতিবেশ। 

পরিবেশ ও প্রতিবেশের মধ্যে সম্পর্ক নিয়ে বিজ্ঞানীরা আলোচনা করে। এই দুটি বিষয়ের মধ্যে একটির সমস্যা হলে অন্যটির সমস্যা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Post a Comment

0Comments
Post a Comment (0)