বাংলাদেশে ভূমিস্বত্ব ব্যবস্থা কি? বিস্তারিত দেখুন - What is land ownership system in Bangladesh?

0
ফেইসবুকে আমাদের সকল আপডেট পেতে Follow বাটনে ক্লিক করুন।




বাংলাদেশে ভূমিস্বত্ব ব্যবস্থা কি? - What is land ownership system in Bangladesh?

বাংলাদেশে ভূমিস্বত্ব ব্যবস্থা সম্পর্কে যা জান লিখ। অথবা, বাংলাদেশে ভূমিস্বত্ব ব্যবস্থা স্বরূপ সম্পর্কে লিখ। What is land ownership system in Bangladesh?

ভূমিকা : বাংলাদেশের কৃষিতে বিরাজমান উৎপাদন সম্পর্ক বা ভূমিস্বত্ব ব্যবস্থাই স্বল্প উৎপাদনের মৌলিক কারণ। বর্তমান ভূমিস্বত্ব ব্যবস্থায় সত্যিকার কৃষকগণ উৎপাদন কাজে অংশ গ্রহন নিরুৎসাহিত হয়। 

তারা অনুপস্থিত ভূ-স্বামী ও জোতদার কর্তৃক প্রতারিত ও শোষিত হচ্ছে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও এদেশে সুষ্ঠু ভূমি স্বত্ব ব্যবস্থা গড়ে উঠেনি। 

বাংলাদেশে বর্তমানে ভূমিস্বত্ব ব্যবস্থা : 

বাংলাদেশে বর্তমান ভূমিস্বত্ব ব্যবস্থা ১৯৫০ এর পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইনের ধারাবাহিকতা মাত্র। এই আইনের মাধ্যমে রায়ত জমির পূর্ণ স্বত্ত্ব লাভ করে যা স্থায়ী, বংশানুক্রমিক ও হস্তান্তরযোগ্য।

পরবর্তীতে ১৯৭২ ও ১৯৮৪ সালের ভূমি সংস্কারনীতি এবং বিভিন্ন সময়ে ভূমিস্বত্ব সম্পর্কিত জারিকৃত সরকারি আইনের মাধ্যমে ভূমিস্বত্ব ব্যবস্থা বর্তমান রূপ নেয়। এই ব্যবস্থার আওতায় বর্তমানে ৪ ধরনের কৃষক পরিবার দেখা দেয়। 

যেমন- 

১. মালিক কৃষক : 

এই ধরনের কৃষকরা নিজেই জমি চাষ করে। কাউকে নিজের জমি বর্গা দেয় না এবং কারো কাছ থেকে বর্গা নেয় না। 

২. মালিক বর্গা কৃষক : 

এই কৃষকরা নিজের জমি চাষ করে অন্যের জমি বর্গা নেয়। প্রয়োজনে নিজের জমিও বর্গা দেয়।

৩. বর্গাচাষী : 

এই কৃষকরা শুধু অন্যের জমি বর্গা নিয়ে চাষ করে।

৪. অনুপস্থিত ভূ-স্বামী : 

মালিক নিজে চাষ করে না। কিন্তু বিভিন্ন শর্ত দিয়ে নিজের জমি বর্গাচাষীকে দিয়ে চাষ করায়।

উপসংহার : 

পরিশেষে বলা যায় যে, বাংলাদেশের ভূমিস্বত্ব ব্যবস্থা যদিও পশ্চাৎপদ তবু ভূমিস্বত্ব ব্যবস্থা আধুনিককরণে জন্য বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।

Post a Comment

0Comments
Post a Comment (0)