ফেইসবুকে আমাদের সকল আপডেট পেতে Follow বাটনে ক্লিক করুন।
সংখ্যার গল্প - ৬ষ্ঠ শ্রেণির গণিত সমাধান ১ম অধ্যায় সমাধান - Sonkhar Golpo Class 6 Math Chapter 1 Solution | Math Notes (Chapter-1) Class 6

সংখ্যার গল্প ৬ষ্ঠ শ্রেণির গণিত ১ম অধ্যায় সমাধান:
বাস্তব জীবনে সকালে ঘুম হতে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা প্রতিদিন বিভিন্ন
ধরনের সংখ্যা দেখতে পাই। চলো নিচের ছবিগুলো লক্ষ করি-
ধরনের সংখ্যা দেখতে পাই। চলো নিচের ছবিগুলো লক্ষ করি-

এই যে নানারকম সংখ্যা দেখতে পাচ্ছ, এগুলো কীভাবে মানুষ জানল? ভেবে দেখ তো? আজ থেকে অনেক অনেক বছর আগে তারা কীভাবে সংখ্যা লিখত এবং গণনা করত?
এই অধ্যায়ের সব কিছুর উত্তর পাবেন নিচের পিডিএফ ফাইলে আশা করি আপনাদের সকলের উপকার হবে।
এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ তথ্য না জানলেই নয়। তা নিচে দেওয়া হলো:-
অঙ্কপাতন:
পাটি গণিতে ১০ টি প্রতিক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা যায়। এ প্রতিকগুলো হলো: - ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ০। এদের মধ্যে প্রথম ৯ টি প্রতীককে সার্থক অঙ্ক এবং শেষেরটি কে শূণ্য (সংখ্যার অভাবগত অঙ্ক ) বলা হয়।
৯ অপেক্ষা বড় সব সংখ্যাই দুই বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা যায়। কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। অঙ্কপাতনে দশটি সংখ্যাই বব্যহার করা হয়। দশ-ভিত্তিক সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা দশ গুণোত্তর রীতি বলা হয়।
স্বকীয় মান:-
দুই বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে একটি সংখ্যা লেখা হলে সংখ্যাটির সর্বডানের অঙ্কটি তার স্বকীয় মান প্রকাশ করে। এর বামে অবস্থিত দ্বিতীয় অঙ্কটি এর স্বকীয় মানের দশগুণ এবং তৃতীয় অঙ্কটি স্বকীয় মানের শতগুণ।
স্থানীয় মান:-
সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক অবস্থানের উপর নির্ভর করে যে মান প্রকাশ করে তাকে ঐ অঙ্কের স্থানীয় মান বলা হয়। যেমন, ৫৫৫৫৫ সংখ্যাটির সর্বডানে অবস্থিত অঙ্ক ৫ এর স্বকীয় মান ৫ (পাঁচ)। এর স্থানীয় মানও ৫।
দেশীয় সংখ্যা পঠন রীতি:-
দেশীয় সংখ্যা পঠন রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান যথাক্রমে একক, দশক ও শতক প্রকাশ করে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানকে যথাক্রমে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি বলা হয়। নিচের ছক দেখলেেই আপনারা বুঝতে পারবেন।


আন্তর্জাতিক রীতি:-
আন্তর্জাতিক পদ্ধতিতে একক,দশক এবং শতক দেশীয় রীতির মতোই পড়া ও লেখা হয়। তবে, হাজারের পরে অযুত, লক্ষ, নিযুত, কোটি’র বদলে রয়েছে মিলিয়ন এবং বিলিয়ন।

১ম অধ্যায়ের সম্পূর্ণ সমাধান:-
নিচের পিডিএফ ফাইলে যা যা সংযুক্ত করা হয়েছে তা হলো:-
- দড়ির গিট দিয়ে গণনা
- দাগ কেটে গণনা
- ট্যালির মাধ্যমে গণনা
- ঘড়িতে সময় দেখি
- পাজল
- দশমিক (Decimal) সংখ্যা পদ্ধতির গল্প
- কাগজের ভাঁজে লুকানো স্থানীয় মান
- অনুশীলনী
- সংখ্যারেখা
- সংখ্যারেখায় যোগ
- সংখ্যারেখায় বিয়োগ
- সংখ্যারেখার মাধ্যমে গুণ
- সংখ্যারেখার মাধ্যমে ভাগের ধারণা
- বিভাজ্যতা
- ২ ও ৪ দিয়ে বিভাজ্যতার নিয়ম ও স্থানীয়মানের সাহায্যে কারণ ব্যাখ্যা
- ২ দ্বারা বিভাজ্য
- ৪ দ্বারা বিভাজ্য
- ৫ দ্বারা বিভাজ্য
- ৩, ৬, ৯ দিয়ে বিভাজ্যতার নিয়ম ও স্থানীয়মানের সাহায্যে কারণ ব্যাখ্যা ৩ 20. দ্বারা বিভাজ্য
- ৬ দ্বারা বিভাজ্য
- 9 দ্বারা বিভাজ্য
- ১১ দ্বারা বিভাজ্যতা
- তিন কার্ডের ম্র্ডে যাজিক
- নির্বাচি ত সংখ্যা কার্ড
- প্রিয় নামে বয়স জান