কাজের মাঝে আনন্দ (২য় পর্ব) - ৭ম শ্রেণি জীবন ও জীবিকা ১ম অধ্যায় সমাধান (PDF)

2
ফেইসবুকে আমাদের সকল আপডেট পেতে Follow বাটনে ক্লিক করুন।




কাজের মাঝে আনন্দ - ৭ম শ্রেণি জীবন ও জীবিকা বই ২০২৩ প্রশ্ন ও সমাধান (PDF) | Class 7 Jibon o Jibika chapter 1 - class seven Jibon o Jibika 2023 - Kajer Majhe Anondo Class 7 

কাজের মাঝে আনন্দ (২য় পর্ব) - ৭ম শ্রেণি জীবন ও জীবিকা ১ম অধ্যায় সমাধান (PDF)

গত পর্বে জীবন ও জীবিকা বিষয়ের ১ম অধ্যায়ের ১ থেকে ১১ পৃষ্ঠা পর্যন্ত সমাধান পেয়েছিলে, আজ তোমাদের ১ম অধ্যায়ের বাকি সম্পূর্ণ অর্থ্যাৎ ১২ হতে ২১ পৃষ্ঠা পর্যন্ত সকল সমাধান নিচের পিডিএফে দেয়া হলো-

তার আগে তোমরা যারা সপ্তম শ্রেণির স্টাডি গ্রুপে জয়েন করে নাও।

সপ্তম শ্রেণির ফেইসবুক স্টাডি গ্রুপে নিচের লিংক থেকে জয়েন করে নিন। সেখানে আমি প্রতিদিন বিভিন্ন বিষয়ের সমাধান ও ছকসমূহ পূরণ করে দিয়ে দিব। আর আপনাদের বিভিন্ন সমস্যা ও বাড়ির কাজ গুলো সেখানে পোষ্ট করবেন। আমি সেগুলো দেখব এবং ভুল থাকলে কারেকশন করে দিব।
ফেইসবুক স্টাডি গ্রুপ লিংক:  Click Here

৭ম শ্রেণি জীবন ও জীবিকা ১ম অধ্যায় সমাধান (PDF)



পারিবারিক আয়-ব্যয়ের হিসাব

যা যা সমাধান করা হলো:
১। ছক ১.৫ পূরনের নমুনা উত্তর
২। ছক ১.৬ পূরনের নমুনা উত্তর
৩। প্রশ্ন ১: সুমন আর সুমি কীভাবে তাদের পরিবারে সহযোগিতা করছে?
৪। প্রশ্ন ২: তুমি তোমার পরিবারের যেসব কাজে সহযোগিতা করো সেখান থেকে আর্থিক কাজগুলো শনাক্ত করে একটি তালিকা তৈরি করো।
৫। প্রশ্ন ৩: তুমি তোমার বাবা-মা/অভিভাবকের সঙ্গে কথা বলে এমন একটি কাজের পরিকল্পনা করো যেখান থেকে অর্থ উপার্জিত হবে এবং এর মাধ্যমে তুমি তোমার পরিবারের আর্থিক কাজে সরাসরি সহযোগিতা করতে পারবে।
৬। আমার কথা পূরনের নমুনা উত্তর
৭। স্বমূল্যায়ন পূরনের নমুনা উত্তর
৮। পারিবারিক বাজেটে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে তোমার কেমন লাগছে, কী কী নতুন বিষয় শিখতে পেরেছ এবং এসব দক্ষতা পরবর্তী সময়ে তোমার কী কী কাজে লাগাতে পারবে?
৯। এই অধ্যায়ে আমরা যা যা করেছি ... ... (√ টিক চিহ্ন দাও)
১০। এই অধ্যায়ের যেসব বিষয়গুলো আমাকে আরো ভালোভাবে জানতে হবে তা লিখি
১২। যে কাজগুলোর নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো লিখি

নিচে কিছুনা নমুনা উত্তর দেয়া হলো:

এই অধ্যায়ের যেসব বিষয়গুলো আমাকে আরো ভালোভাবে জানতে হবে তা লিখি:

১। সঠিকভাবে পরিবারের বাজেট নির্ণয় ।
২। সঠিক ভাবে পরিবারের আর্থিক ডায়েরি নির্ণয়।
৩। পরিবারের আর্থিক কাজ চিহ্নিত করা।
৪। পরিবারের আর্থিক কাজে সহযোগিতা করা ।
৫। কেসস্টাডি থেকে আর্থিক পরিকল্পনা বিশ্লেষণ করা।
৬ । অর্থ উপার্জিত হবে এমন কাজের পরিকল্পনা করা।

যে কাজগুলোর নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো লিখি :

১। আগামী এক সপ্তাহের সম্ভাব্য ব্যয়ের হিসাব করা
২। বাজেট প্রণয়নের অনশীলন করা
৩। পরিবারের পারিবারিক বাজেট প্রণয়ন করা
৪। আর্থিক ডায়রিতে পারিবারিক আয় ব্যয়ের হিসাব রাখা
৫। পরিকল্পিত আয় ব্যয়ের সাথে প্রকৃত আয় ব্যয়ের তুলনা করা।

সপ্তম শ্রেণির বিভিন্ন প্রশ্নের উত্তর গুলো জানতে ক্লিক করুন: Click here

সম্পূর্ণ উত্তর নিচের পিডিএফে দেখুন

Post a Comment

2Comments
Post a Comment