ফেইসবুকে আমাদের সকল আপডেট পেতে Follow বাটনে ক্লিক করুন।
কাজের মাঝে আনন্দ - ৭ম শ্রেণি জীবন ও জীবিকা বই ২০২৩ প্রশ্ন ও সমাধান (PDF) | Class 7 Jibon o Jibika chapter 1 - class seven Jibon o Jibika 2023 - Kajer Majhe Anondo Class 7

সপ্তম শ্রেণির মাধ্যমিক/দাখিলের
নতুন বই ২০২৩
বিষয়: জীবন ও জীবিকা
প্রথম অধ্যায়: কাজের মাঝে আনন্দ
সকল প্রশ্নের সমাধান
৭ম শ্রেণি জীবন ও জীবিকা ১ম অধ্যায় সকল সমাধান (PDF)
সপ্তম শ্রেণির ফেইসবুক স্টাডি গ্রুপে নিচের লিংক থেকে জয়েন করে নিন। সেখানে আমি প্রতিদিন বিভিন্ন বিষয়ের সমাধান ও ছকসমূহ পূরণ করে দিয়ে দিব। আর আপনাদের বিভিন্ন সমস্যা ও বাড়ির কাজ গুলো সেখানে পোষ্ট করবেন। আমি সেগুলো দেখব এবং ভুল থাকলে কারেকশন করে দিব।ফেইসবুক স্টাডি গ্রুপ লিংক: Click Here
ছক: ১.২ পূরণের নিয়ম:
তোমরা তোমাদের বিগত ছয় মাসের কাজগুলো ফিরে দেখবে এবং বাবা-মা কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে নিচের ছকটি পূরণ করবে। যদি এমন হয় যে-
- মাসের বেশিরভাগ সময় কাজটি করেছ তাহলে স্কোর দিবে - ৩
- ঐ মাসে মাঝে মাঝে কাজটি করেছ তাহলে স্কোর দিবে - ২
- মাসের খুব অল্প কয়েকদিন কাজটি করেছ তাহলে স্কোর দিবে - ১
- আর যদি একেবারেই না করে থাক তাহলে স্কোর দিবে – ০
আরো পড়ুন: কাজের মাঝে আনন্দ (২য় পর্ব)
নিচে একটি নমুনা ছক দেয়া হলো। তবে তোমরা অবশ্যই নাম্বার গুলো তোমাদের কাজের ধরন অনুযায়ী দিবে। তারপর সেগুলো যোগ করবে।
সপ্তম শ্রেণির বিভিন্ন প্রশ্নের উত্তর গুলো জানতে ক্লিক করুন: Click here
পারিবারিক আয় ও ব্যয়
আমরা জানি, জীবন ধারনের জন্য আমাদের মৌলিক চাহিদা পূরণ করতে হয়। মানুষের মৌলিক চাহিদাগুলো হলো- খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। কীভাবে আমরা এ মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারি তা সম্পর্কে তোমরা কি কিছু জানো? খাদ্য, বস্ত্র এবং বাসস্থান (বাড়ি) কিনতে হলে আমাদের অর্থ বা টাকার প্রয়োজন, তাই না? শিক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণ করতে গেলেও অর্থের প্রর্থে য়োজন।
এই অর্থ আমরা র্থ কোথা থেকে পাই? আমাদের মা-বাবারা কাজ করে অর্থ উপা র্থ র্জন কর্জ রেন। তা দিয়ে তাঁরা আমাদের সংসারের খরচ এবং পরিবারের সকল সদস্যের চাহিদা পূরণ করার চেষ্টা করেন। অর্থ যর্থ দি যত্ন সহকারে পরিকল্পনা মতো খরচ করা হয়, তাহলে আমরা আমাদের প্রয়োজনীয় ব্যয় মিটিয়েও কিছু অর্থ সঞ্চয়ও কর র্থ তে পারি।
সেবা প্রদান, পণ্য বিক্রয় বা বিনিয়োগ থেকে অর্থ প্রাপ্তি বা আর্থিক মূ র্থি ল্য আছে এমন কিছু প্রাপ্তিকে আয় বলে। এই আয় বিভিন্ন উৎস থেকে আসতে পারে। আয়ের উৎস হতে পারে হতে পারে চাকরি থেকে পাওয়া বেতন, খণ্ডকালীন কাজ থেকে প্রাপ্ত সম্মানী, ব্যবসা থেকে প্রাপ্ত লাভ, বাড়ি বা দোকান থেকে পাওয়া ভাড়া, ব্যাংক থেকে বা শেয়ার বিক্রয় থেকে প্রাপ্ত সুদ বা লাভ এবং অন্যান্য বিনিয়োগ হতে আয়।
আবার শিল্প-প্রতিষ্ঠান ও কল-কারখানায় উৎপাদিত পণ্য বিক্রয়লব্ধ লাভ, কৃষিজাত পণ্য বা ফসল বিক্রয়লব্ধ লাভ, পরিবারের তৈরি/ উৎপাদিত পণ্য বিক্রয়লব্ধ লাভ থেকেও আয় হতে পারে।
পরিবারের সদস্যদের দক্ষতা ব্যবহার করেও আয় হতে পারে, যেমন রিকশা, ভ্যান, অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেল, গাড়ি, বাস, ট্রাক, নৌকা, লঞ্চ, স্টিমার, বিমান চালিয়ে উপার্জিত পারিবারিক আয় হলো-
একই পরিবারে বসবাসকারী লোকদের একত্রিত করা মোট আয়। অন্যভাবে বলা যায়, পরিবারের সদস্যদের দক্ষতা ব্যবহার করে বিভিন্ন উৎস থেকে আয়; যেমন- পরিবারের সদস্যদের বেতন, ভাতা, ভাড়া, ক্ষুদ্র-মাঝারি-বৃহৎ ব্যবসা থেকে আয়, চাষাবাদ ও খামার থেকে আয়, উৎপাদিত পণ্য বা সামগ্রী, ফসল, শাকসবজি, ফল-মূল বিক্রয় থেকে প্রাপ্ত আয়, ব্যাংক থেকে এবং সঞ্চয় থেকে প্রাপ্ত সুদ প্রভৃতি।
পারিবারিক আয় ও ব্যয়
পারিবারিক আয় পরিবারের এক বা একাধিক ব্যক্তির মাধ্যমে হতে পারে। এই আয় কখনও সুনির্দিষ্ট থাকে, কখনও বা সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। তবে পারিবারিক আয়ের পরিমাণ যতই হোক না কেন, আয়ের সঙ্গে ব্যয় সামঞ্জস্যপূর্ণ হওয়া বাঞ্ছনীয়। কথায় বলে-
আয় বুঝে করো ব্যয়
তবেই হবে সঞ্চয়।
আয় থেকে আমরা আমাদের চাহিদা পূরণের জন্য বিভিন্ন জিনিস কিনে যে টাকা খরচ করি, তাকে ব্যয় বলা হয়। পরিবারে কিছু কিছু খরচ আছে অতি প্রয়োজনীয়, যা আমরা আমাদের জীবন ধারনের জন্য ব্যয় করি।
আবার কিছু কিছু খরচ আছে যা আমরা আমাদের জীবনকে সাজাতে বা রাঙাতে ব্যয় করি। তবে দু’ধরনের ব্যয়ই সাধারণত: খাদ্য, বাসস্থান, পোশাক, শিক্ষা, পরিবহন, চিকিৎসা, বিনোদন, বিল পরিশোধ ও আনুষঙ্গিক অন্যান্য ক্ষেত্রে হয়ে থাকে।
পারিবারিক আয় ও ব্যয়
আবার শহর এবং গ্রাম ভেদে এই ব্যয় কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন হয়। আয় একটি পরিবারে অর্থ নিয়ে আসে আর ব্যয় অর্থ বের করে দেয়, তখন অন্য কিছুর জন্য আর অর্থ অর্থ বশিষ্ট থাকে না। প্রকৃতপক্ষে আয়ের তুলনায় ব্যয় কম হলে পরিবারে সুখ-শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে।
কাজের মাঝে আনন্দ ৭ম শ্রেণি, কাজের মাঝে আনন্দ ৭ম শ্রেণি, কাজের মাঝে আনন্দ ৭ম শ্রেণি কাজের মাঝে আনন্দ - ৭ম শ্রেণি
১ম অধ্যায়ের প্রতিটি বাড়ির কাজ নিচের পিডিএফে দেওয়া হয়েছে। পিডিএফটি ভালোভাবে লক্ষ করুন।
কারো পিডিএফ লিংক প্রয়োজন হলে তারা আমাদের ফেসবুক পেইজে গিয়ে লাইক দিয়ে আমাদের মেসেজ করুন।
ফেসবুক পেইজ লিংক: Click here
টেলিগ্রাম গ্রুপ: t.me/helptrickbd
This website is quite helpful to solve our various trouble according to new cariculam 👩
ReplyDeleteThanks for your valuable comment.
Delete