ডিজিটাল সময়ে তথ্যের অবাধ প্রবাহের কারণে যেসব সম্ভাবনা ও সমস্যা সৃষ্টি হয়েছে

ডিজিটাল সময়ে তথ্যের অবাধ প্রবাহের কারণে যেসব সম্ভাবনা ও সমস্যা সৃষ্টি হয়েছে - তথ্যের অবাধ প্রবোহে কারণে যেসব সম্ভাবনা সৃষ্টি হয়েছে

ডিজিটাল সময়ে তথ্যের অবাধ প্রবাহের কারণে যেসব সম্ভাবনা ও সমস্যা সৃষ্টি হয়েছে

ডিজিটাল সময়ে তথ্যের অবাধ প্রবাহের কারণে যেসব সম্ভাবনা ও সমস্যা সৃষ্টি হয়েছে

ডিজিটাল সময়ে তথ্যের অবাধ প্রবাহে কি কি সম্ভাবনা ও সমস্যা সৃষ্টি হয়েছে?

প্রযুক্তির এই যুগে তথ্যের অবাধ প্রবাহ অনেক বেশি লক্ষণীয়। প্রযুক্তির চাহিদা বৃদ্ধির সাথে সাথে তথ্যের অবাধ প্রবাহ দিন দিন আরো বেড়ে যাচ্ছে। ডিজিটাল এই প্রযুক্তির যুগে আমরা প্রায় দেখতে পাই, নানা মহল থেকে দাবি করা হয় তথ্য প্রবাহের নিশ্চয়তা প্রদানের। তথ্যের অবাধ প্রবাহের যেমন উপকারীতা রয়েছে তেমনি কিছু সমস্যা ও রয়েছে। আজ আমরা আলোচনা করব, তথ্যের অবাধ প্রবাহে কি কি সম্ভাবনা ও সমস্যা সৃষ্টি হয়েছে-

তথ্যের অবাধ প্রবাহের কারণে যেসব সম্ভাবনা সৃষ্টি হয়েছে:

  • তথ্য পাওয়া জনগণের সাংবিধানিক অধিকার। তাই তথ্য প্রবাহের কারণে জনগণ তার নাগরিক সুবিধা গুলো ভোগ করতে পারছে।
  • তথ্যের অবাধ প্রবাহের ফলে রাষ্ট্রের সকল স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে।
  • তথ্যের অবাধ প্রবাহ না থাকলে সমাজে গুজব জন্ম নেয়। তাই তথ্য প্রবাহের নিশ্চয়তার কারণে এসব সমস্যা পরিমাণ অনেক হারে কমে গেছে।
  • তথ্যের অবাধ প্রবাহের ফলে জনগণকে সাংবিধানিক আওতায় আনতে সুবিধা হয়েছে।
  • তথ্যের অবাধ প্রবাহের কারণে আধুনিক শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধন হয়েছে।
  • জনগণ তাদের মৌলিক দাবি গুলো খুব সহজে প্রকাশ করতে পারছে।
  • দুর দুরান্তের খবর গুলো মুহূর্তের মধ্যে জানতে পারছে।
  • যে কোনো ধরনের তথ্যের প্রয়োজন পড়লে সাথে ইন্টারনেটের মাধ্যমে জানতে পারছে।


তথ্যের অবাধ প্রবাহের কারণে যেসব সমস্যা সৃষ্টি হয়েছে: 

  • তথ্যের অবাধ প্রবাহের কারণে মাঝে মাঝে আমরা অনেকরকম ভূল তথ্য পেয়ে থাকি। যা বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি করে।
  • তথ্যের অবাধ প্রবাহের কারণে নানা রকম অপরাধ বেড়ে গেছে। যেমন: খুন, রাহাজানি, জঙ্গীবাদ, ধর্ষণ ইত্যাদি
  • তথ্য বা খবরের সত্য-মিথ্যা যাচাই না করে মানুষ নানা রকম হিংস্রতা শুরু করে। ফলে সৃষ্টি হয় ধর্মীয় এবং জাতিগত বিদ্বেষ।
  • ইন্টারনেটে তথ্যের অবাধ প্রবাহের কারণে শিশুদের নানা রকম সমস্যা সৃষ্টি হয়েছে। যেমন: বিভিন্ন পর্নো**গ্রাফী ভিডিও বা লেখার কারণে শিশুরা নানা রকম অপরাধে জড়িয়ে পড়ছে। মানুষের জন্য ফাউন্ডেশন নামে একটি সংগঠন পর্নো**গ্রাফী নিয়ে একটি রিপোর্ট করেছে, যাতে বলা হচ্ছে বাংলাদেশে স্কুলগামী শিশুদের প্রায় ৭৭ শতাংশ নিয়মিত পর্ন**গ্রাফি দেখছে।
  • তথ্যের অবাধ প্রবাহ মানুষকে প্রায় সন্ত্রাস বা জঙ্গীবাদের দিকে আকৃষ্ট করে।
  • তথ্যের অবাধ প্রবাহের কারণে তথ্য উপস্থাপনের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে।
  • শিশুরা পড়ালেখার প্রতি মনোযোগ হারিয়ে বিভিন্ন অনলাইন গেমসে আসক্ত হয়ে পড়ছে।
  • একই তথ্য ভিন্ন ভিন্ন থাকায় সত্যতা বাছাইকরণে সমস্যা সৃষ্টি হচ্ছে।

কিন্তু এটা তো মানতে হবে যে সাম্প্রতিক সময়ে যার নিকট যত বেশি ইনফরমেশন আছে, সে তত বহু সমৃদ্ধ; যদিও এই সমৃদ্ধির ফাঁকে কিছু প্রবলেম দেখা দেয়। আর এসব ঘটছে তথ্যের অবাধ প্রচার ও অজ্ঞতার কারণে। 

বিশেষজ্ঞরা মত প্রকাশ করেন, সময়ের এই স্রোতমুখে সর্বাপেক্ষা অধিক ইনফরমেশন ছড়িয়ে পড়ছে সোশাল যোগাযোগের মাধ্যমে, যা কোথাও কোথাও তথ্যসন্ত্রাসের আকারে রূপ নিয়েছে। তথ্যসন্ত্রাস বলার কারণ এর ওপর ভর করে হেনস্তা অথবা আক্রমণের জোর নিদর্শন দৃশ্যমান। তবুও বিশ্বব্যাপী সবচেয়ে মূল্যবান ও অনেক দামী বিষয় হচ্ছে তথ্য।


লেখক: ওমর ফারুক 

Post a Comment