দাঁত পড়া নিয়ে রীতি-নীতি - অনুসন্ধানী কাজ ১ সমাধান - ৭ম শ্রেণি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান
অনুসন্ধানী কাজ ১ সমাধান
বিষয়বস্তু: দাঁত পড়া নিয়ে রীতি-নীতি
অনুসন্ধানের প্রশ্ন: দাঁত পড়া নিয়ে আমাদের পরিবার বা এলাকা বা সমাজে কী ধরনের রীতি-নীতি আর গল্প প্রচলিত আছে?
প্রশ্নে যে মূল বিষয়বস্তুগুলো রয়েছে:
আমাদের পরিবার, এলকা ও সমাজ: জাতি হিসেবে আমরা সাংস্কৃতিক দিক থেকে সমৃদ্ধ। তাই আমাদের আমাদের পরিবার, এলকা ও সমাজে বিভিন্ন রীতি-নীতি প্রচলিত রয়েছে।
প্রথম দাঁত পড়লে রীতি-নীতি বা নিয়ম-কানুন: শিশুর যখন প্রথম দাঁত পড়ে, তখন মুরব্বীরা বিভিন্ন প্রকার রীতি-নীতি বা নিয়ম- কানুন পালন করে থাকেন। তারা বিশ্বাস করেন যে, এতে শিশুর কল্যাণ হবে।
দাঁত নিয়ে প্রচলিত বিভিন্ন গল্প বা চিন্তা-ভাবনা: শিশুর প্রথম দাঁত পড়া এবং তার প্রেক্ষিতে রীতি-নীতি পালনের পেছনে বিভিন্ন গল্প রয়েছে। এ গল্পগুলো মূলত মনের কাল্পনিক কিছু ধারণা। এ গল্প বা চিন্তা-ভাবনার মধ্যে ফুটে ওঠে যে, দাঁত পড়া নিয়ে গৃহীত কিছু পদক্ষেপ শিশুদের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসে।
কার কাছে বা কোথায় গেলে জানতে পারব? (তথ্যের উৎস): আমাদের আশেপাশে থাকা বয়জেষ্ঠ্য ব্যক্তি, বিভিন্ন ম্যাগাজিন, শিক্ষামূলক ওয়েবসাইট (www.helptrickbd.com) এবং শ্রেণিশিক্ষক।
কী কী উপায়ে জানব ও তথ্য সংগ্রহ করব? (তথ্য সংগ্রহের পদ্ধতি): আমাদের আশেপাশে থাকা পরিচিত বয়জেষ্ঠ্য ব্যক্তিদের সাথে আলাপ করব, ইন্টারনেটে helptrickbd ওয়েবসাইট ভিজিট করব এবং শ্রেণিশিক্ষকের সহায়তা নেব।
তথ্য বিশ্লেষণ: উপরের ছকে উল্লেখিত তথ্যগুলো আমি আমার নিকটবর্তী এবং পরিচিত বয়জেষ্ঠ্য ব্যক্তিদের সাথে আলাপের মাধ্যমে সংগ্রহ করেছি। এছাড়াও ইন্টারনেটে কোর্সটিকা ওয়েবসাইটে এ তথ্যগুলো রয়েছে। যেখান থেকে আমি তথ্যগুলো সংগ্রহ করেছি। পাশাপাশি আমার বিদ্যালয়ের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের শ্রেণিশিক্ষক জনাব সাইফুল ইসলামের থেকে সহায়তা গ্রহণ করেছি। এ তথ্যগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় যে, শিশুর প্রথম দাঁত পড়া নিয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন রীতি-নীতি প্রচলিত রয়েছে । কখনো কখনো একস্থানের রীতির সাথে অন্য স্থানের রীতি মিলে যায়, আবার কখনো কখনো এক স্থানের রীতির সাথে অন্য স্থানের রীতি সম্পূর্ণ আলাদা হয়ে থাকে।
ফলাফল বা সিদ্ধান্ত: উক্ত তথ্য বিশ্লেষণ করে আমরা বেশ কিছু সিদ্ধান্তে পৌঁছেছি। তা হল—
১. দাঁত পড়া নিয়ে করণীয় রীতি-নীতিগুলো এলাকা ও সমাজভেদে আলাদা-আলাদা হতে পারে ।
২. মূলত শিশুদের কল্যাণ প্রত্যাশার জন্য এসব রীতি-নীতি পালন করা হয়।
৩. সমাজে প্রচলিত এসব রীতি-নীতির পেছনে ব্যক্তির এমন কিছু ধ্যান-ধারণা কাজ করে, যা সম্পূর্ণরূপে কাল্পনিক।
উপস্থাপন: শিক্ষার্থীরা উপস্থাপনটা তোমরা নিজেদের মতো করে উপস্থাপন করার চেষ্টা করবে।
নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন
If any objections to our content, please email us directly: helptrick24bd@gmail.com