ফেইসবুকে আমাদের সকল আপডেট পেতে Follow বাটনে ক্লিক করুন।
অর্থ বুঝে বাক্য লিখি - ৭ম শ্রেণি বাংলা ৩য় অধ্যায় সমাধান (২য় পরিচ্ছেদ) শব্দের অর্থ - Ortho Buje Bakko Likhi - Class 7 bangla chapter 3 Solution Lesson 3

সম্পূর্ণ উত্তর নিচের পিডিএফ থেকে দেখে নিন।
অর্থ বুঝে বাক্য লিখি - ৭ম শ্রেণি বাংলা ৩য় অধ্যায় সমাধান (৩য় পরিচ্ছেদ)
৭ম শ্রেণির বাংলা ৩য় অধ্যায় ৩য় পরিচ্ছেদ:
বিপরীত শব্দ
দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো আবার লেখো। প্রথমটি করে দেখানো হলো। (মূল বইয়ের ৪৭ নম্বর পৃষ্ঠা)
১. এই গ্লাসের পানি ঠান্ডা।
বাক্য: এই গ্লাসের পানি গরম।
২. তিনি শক্ত মনের মানুষ।
বাক্য: তিনি নরম মনের মানুষ।
৩. কথাটি সত্য নয়।
বাক্য: কথাটি মিথ্যা নয়।
৪. নতুন রাস্তাটি অনেক সরু।
বাক্য: নতুন রাস্তাটি অনেক প্রশস্ত।
৫. এ আয়নাতে সব ঝাপসা দেখা যায়।
বাক্য: এ আয়নাতে সব পরিষ্কার দেখা যায়।
৬. কাজটি যৌথভাবে করো।
বাক্য: কাজটি এককভাবে করো।
৭. কাল দিনের বেলায় এসো।
বাক্য: কাল রাতের বেলায় এসো।
৮. লোকটি কৃপণ।
বাক্য: লোকটি দানশীল।
৯. টেবিলে বইগুলো গোছানো আছে।
বাক্য: টেবিলে বইগুলো এলোমেলো আছে।
১০. আজকের খেলা তাড়াতাড়ি শেষ হলো।
বাক্য: আজকের খেলা দেরিতে শেষ হলো।
বাক্যের অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসাই
(মূল বইয়ের ৪৯ নম্বর পৃষ্ঠা)
এবার দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো এমনভাবে লেখো যাতে বাক্যের অর্থ ঠিক থাকে। এজন্য বাক্যের শেষে না, নি, নেই, নয় ইত্যাদি বসানোর দরকার হবে। প্রথমটি করে দেখানো হলো।
১. এই গ্লাসের পানি ঠান্ডা।
বাক্য: এই গ্লাসের পানি গরম নয়।
২. তিনি শক্ত মনের মানুষ।
বাক্য: তিনি নরম মনের মানুষ নয়।
৩. কথাটি সত্য নয়।
বাক্য: কথাটি মিথ্যা।
৪. নতুন রাস্তাটি অনেক সরু।
বাক্য: নতুন রাস্তাটি অনেক প্রশস্ত নয়।
৫. এ আয়নাতে সব ঝাপসা দেখা যায়।
বাক্য: এ আয়নাতে সব পরিষ্কার দেখা যায় না।
৬. কাজটি যৌথভাবে করো।
বাক্য: কাজটি এককভাবে করো না।
৭. কাল দিনের বেলায় এসো।
বাক্য: কাল রাতের বেলায় এসো না।
৮. লোকটি কৃপণ।
বাক্য: লোকটি দানশীল নয়।
৯. টেবিলে বইগুলো গোছানো আছে।
বাক্য: টেবিলে বইগুলো এলোমেলো নেই।
১০. আজকের খেলা তাড়াতাড়ি শেষ হলো।
বাক্য: আজকের খেলা দেরিতে শেষ হয়নি।
সম্পূর্ণ উত্তর পিডিএফ থেকে দেখে নিন।
সপ্তম শ্রেণির ফেইসবুক স্টাডি গ্রুপে নিচের লিংক থেকে জয়েন করে নিন। সেখানে আমি প্রতিদিন বিভিন্ন বিষয়ের সমাধান ও ছকসমূহ পূরণ করে দিয়ে দিব। আর আপনাদের বিভিন্ন সমস্যা ও বাড়ির কাজ গুলো সেখানে পোষ্ট করবেন। আমি সেগুলো দেখব এবং ভুল থাকলে সংশোধন করে দিব।