সামজিক মূল্যবোধের পরির্তনশীলতা অনুসন্ধান ৭ম শ্রেণির পড়া

1
ফেইসবুকে আমাদের সকল আপডেট পেতে Follow বাটনে ক্লিক করুন।




মুক্ত আলোচনা: সামজিক মূল্যবোধের পরির্তনশীলতা অনুসন্ধান - Variability of social values

সামজিক মূল্যবোধের পরির্তনশীলতা অনুসন্ধান ৭ম শ্রেণি


মুক্ত আলোচনা

বিষয়: ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুশীলন বই

পৃষ্ঠা নং ২৩ সমাধান


সামজিক মূল্যবোধের পরির্তনশীলতা অনুসন্ধান

মূল্যবোধ কী?

উত্তর: মূল্যবোধ একটি মানবিক গুণ বা দোষ । মানবিক গুণের কারণেই আমরা মানুষ হিসেবে ভালো চরিত্রের অধিকারি হয়ে থাকি। আবার দোষের কারণেই আমরা মানুষ হিসেবে খারাপ চরিত্রের অধিকারি হয়ে থাকি। তাই বলা যায়, মানুষের ভেতরের ভাল এবং মন্দ উভয় ধরনের আচরণকেই মূল্যবোধ বা (Values) বলা হয়।


প্রশ্ন-১: কেন আমরা মিথ্যা বলাকে খারাপ মনে করি ? 

উত্তর: মিথ্যা বলা এক ধরনের পাপ। মিথ্যা কথা বলার মাধ্যমে প্রকৃত সত্যকে লুকান হয়। মিথ্যা বলার মাধ্যমে কখনো কখনো বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এছাড়া মিথ্যাবাদী ব্যক্তি সর্বদা তার মিথ্যা কথার মাধ্যমে অন্যের ক্ষতি-সাধনের চেষ্টা করে। তাই আমরা মিথ্যা বলাকে খারাপ মনে করি।

প্রশ্ন-২: মিথ্যা বলা খারাপ এটা আমরা কীভাবে, কার কাছ থেকে, কবে জানলাম? 

উত্তর: আমরা আমাদের শৈশব থেকেই জেনে আসছি যে, মিথ্যা বলা খারাপ কাজ। পরিবার থেকে মা-বাবা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিশিক্ষক আমাদের মিথ্যা বলা থেকে বিরত থাকার উপদেশ দেন।

প্রশ্ন-৩: এরকম আর কী কী বিষয় আছে যেগুলো সাধারণত আমরা সবাই পছন্দ বা অপছন্দ করি? 

উত্তর: আমাদের সমাজে এমন অনেক কাজ আছে, যেগুলো আমরা সবাই পছন্দ করি। যেমন- - বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, অন্যের উপকারে এগিয়ে আসা ইত্যাদি। অপরদিকে এমন কিছু কাজও রয়েছে, যা আমরা সবাই অপছন্দ করি । যেমন— বড়দের সাথে বেয়াদবি করা, ছোটদের সাথে রূঢ় আচরণ করা এবং অন্যের বিপদে এগিয়ে না আসা।

প্রশ্ন-৪: এগুলোকে আমরা কী বলতে পারি?

উত্তর: এধরনের কাজগুলোকে আমরা মূল্যবোধ বলতে পারি।


যেসব বৈশিষ্ট্য আমরা সাধারণত পছন্দ করি যেসব বৈশিষ্ট্য আমরা সাধারণত অপছন্দ করি
১। সত্য কথা বলা ১। মিথ্যা কথা বলা
২। সময়ানুবর্তিতা ২। অলসতা
৩। বড়দের সম্মান করা ৩। বড়দের অসম্মান করা
৪। ছোটদের স্নেহ করা ৪। ছোটদের সাথে রূঢ় আচরণ করা
৫। অন্যের বিপদে সাধ্যমত সাহায্য করা ৫। অন্যের বিপদে নির্লিপ্ত থাকা

সামজিক মূল্যবোধের পরির্তনশীলতা অনুসন্ধান, সামজিক মূল্যবোধের পরির্তনশীলতা অনুসন্ধান, সামজিক মূল্যবোধের পরির্তনশীলতা অনুসন্ধান
সপ্তম শ্রেণির ফেইসবুক স্টাডি গ্রুপে নিচের লিংক থেকে জয়েন করে নিন। সেখানে আমি প্রতিদিন বিভিন্ন বিষয়ের সমাধান ও ছকসমূহ পূরণ করে দিয়ে দিব। আর আপনাদের বিভিন্ন সমস্যা ও বাড়ির কাজ গুলো সেখানে পোষ্ট করবেন। আমি সেগুলো দেখব এবং ভুল থাকলে কারেকশন করে দিব।

Post a Comment

1Comments
  1. এটার পিডিএফ দিলে ভালো হতো।

    ReplyDelete
Post a Comment