৭ম শ্রেণি ডিজিটাল প্রযুক্তি সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা ও সিলেবাস

0
ফেইসবুকে আমাদের সকল আপডেট পেতে Follow বাটনে ক্লিক করুন।




প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জানতে পেরেছো যে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা প্রকাশ করা হয়েছে। তাই আজ আমি তোমাদের সপ্তম/৭ম শ্রেণির  ডিজিটাল প্রযুক্তি ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা ও সিলেবাস শেয়ার করব।

৭ম শ্রেণি ডিজিটাল প্রযুক্তি সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা ও সিলেবাস

৭ম শ্রেণি ডিজিটাল প্রযুক্তি সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার নির্দেশনা ও সিলেবাস

যে অভিজ্ঞতা শেষে ষাণ্মাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে-

  • শিখন অভিজ্ঞতা -১: ডিজিটাল সময়ে তথ্য (যোগ্যতা-১ ও ৪, পারদর্শিতার নির্দেশক- ৭.১ ও ৭.৪)
  • শিখনঅভিজ্ঞতা -২: বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার (যোগ্যতা-৬, পারদর্শিতার নির্দেশক- ৭.৬) 
  • শিখন অভিজ্ঞতা -৩: তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল পরিচিতি তৈরি (যোগ্যতা-৭, পারদর্শিতার নির্দেশক-৭.৭)

যে যোগ্যতাগুলো যাচাই করা হবে -

  • প্রয়োজনীয় প্রযুক্তি ব্যবহার করে উপযুক্ত তথ্য নির্বাচন, সংগ্রহ, ব্যবহার, সংরক্ষণ করা ও তথ্যের নিরপেক্ষ মূল্যায়ন করতে পারা;
  • নির্দিষ্ট প্রেক্ষাপট এবং মাধ্যম বিবেচনায় নিয়ে সৃজনশীল কাজের উন্নয়ন ও উপস্থাপনে ডিজিটাল প্রযুক্তির উপযুক্ত ব্যবহারে আগ্রহী হওয়া;
  • বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যক্তিগত ও বাণিজ্যিক ব্যবহার সম্পর্কে ধারণা লাভ করা এবং এ বিষয়ক নীতি মেনে চলা;
  • তথ্য প্রযুক্তির মাধ্যমে নিজের ভার্চুয়াল পরিচিতি তৈরি করা ও তার নৈতিক, নিরাপদ ও পরিমিত ব্যবহারের মাধ্যমে বিভিন্ন প্রযুক্তিগত সেবা গ্রহণে পারদর্শিতা অর্জন করতে পারা;

উল্লিখিত যোগ্যতা পরিমাপের জন্য যে পারদর্শিতা নির্দেশকসমূহ যাচাই করা হবে -

  • ৭.১ যে কোনো তথ্য সংগ্রহ করে নিরপেক্ষ মূল্যায়ন করতে পারবে
  • ৭.৪ প্রেক্ষাপট ও মাধ্যম বিবেচনায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সৃজনশীল কনটেন্ট পারবে তৈরি করতে
  • ৭.৬ বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যক্তিগত ও বাণিজ্যিকভাবে ব্যবহারের নীতি অনুসরণ করতে পারবে 
  • ৭.৭ ভার্চুয়াল পরিচিতির নৈতিক, নিরাপদ ও পরিমিত ব্যবহারের মাধ্যমে বিভিন্ন প্রযুক্তিগত সেবা গ্রহণ করতে পারবে

Class 7 Digital Technology 1st Summative Assessment syllabus

ষাণ্মাসিক মূল্যায়ন থিম:

*আমার এলাকা কেন ভিন্ন' এর উপর তথ্য সংগ্রহ করে প্রকাশনা প্রণয়ন।

ডিজিটাল প্রযুক্তি ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা ও সিলেবাস

নিচে আপনাদের সুবিধার জন্য ৭ম শ্রেণি ডিজিটাল প্রযুক্তি ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা ও সিলেবাসটি পিডিএফ দেওয়া হলো। Download বাটনে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করুন।





Post a Comment

0Comments
Post a Comment (0)