নিজের অভিজ্ঞতার বিবরণ - ৮ম শ্রেণির বাংলা ৩৯ পৃষ্ঠা সমাধান description-of-own-experience

নিজের অভিজ্ঞতার বিবরণ - ৮ম শ্রেণির বাংলা ৩৯ পৃষ্ঠা সমাধান - Class 8 Bangla Chapter 2 Page 39 ‍Solution - Description of own experience
Follow Our Official Facebook Page For New Updates


Join our Telegram Channel!

নিজের অভিজ্ঞতার বিবরণ - ৮ম শ্রেণির বাংলা ৩৯ পৃষ্ঠা সমাধান - Class 8 Bangla Chapter 2 Page 39 ‍Solution - Description of own experience

নিজের অভিজ্ঞতার বিবরণ - ৮ম শ্রেণির বাংলা ৩৯ পৃষ্ঠা সমাধান

নিজের অভিজ্ঞতার বিবরণ

প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের অষ্টম শ্রেণির বাংলা বইয়ের ৩৯ পৃষ্টার ৪র্থ নং কাজ- নিজের অভিজ্ঞতার বিবরণ কিভাবে করতে হয় তার একটি নমুনা সমাধান শেয়ার করব।

নিজের অভিজ্ঞতার বিবরণ ৮ম শ্রেণির বাংলা ৩৯ পৃষ্ঠা

নমুনা হিসেবে আমি নির্ধারণ করেছি ঐতিহাসিক স্থান ভ্রমণে আমার অভিজ্ঞতা। চলো নিচে তার সমাধান কেমন হবে তা দেখে নেয়া যাক।

একটি ঐতিহাসিক স্থান ভ্রমণে আমার অভিজ্ঞতা

ঐতিহাসিক স্থান বলতে সেই স্থানকে বোঝায় যেটি ইতিহাসের স্বাক্ষর বহন করে। মানুষের মন কৌতুহলী; তা অজানাকে জানতে ও অদেখাকে দেখতে চায়। ঐতিহাসিক স্থানের ক্ষেত্রে মানুষের আগ্রহ আরও বেশি। ছোটবেলা থেকেই আমাদের দেশের ঐতিহাসিক স্থানগুলো দেখার আগ্রহ আমার প্রবল।

গত শরৎকালীন ছুটিতে আমি একটি বিখ্যাত ঐতিহাসিক স্থান 'বাগেরহাট' দর্শনের সুযোগ পেয়েছিলাম। আমি সেখানে আমার কতিপয় বন্ধুকে নিয়ে গিয়েছিলাম। বাগেরহাটের আর্কষণীয় ঐতিহাসিক স্থানগুলো হলো—খানজাহান আলীর মাজার, খানজাহান আলীর দিঘি, ষাট গম্বুজ মসজিদ এবং ঘোড়া দিঘি। সবকয়টি স্থানই দেখার সৌভাগ্য আমার হয়েছে। খানজাহান আলীর মাজারটি কারুকাজ সম্বলিত একটি সুন্দর একতলা ভবন। চৈত্র মাসের পূর্ণিমা রাতে মাজারের পাশে এক বিরাট মেলা অনুষ্ঠিত হয়।

এ মাজারের সামনে একটি বিশালায়তনের দিঘি রয়েছে। এ দিঘিতে দুর্লভ প্রজাতির কুমির রয়েছে, যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। আমি ষাট গম্বুজ মসজিদও পরিদর্শন করেছি। স্থানীয় মানুষের সাথে কথা বলে জানতে পারি মসজিদটি ষাট গম্বুজ নামে পরিচিত হলেও এ গম্বুজ ৭৭টি। ধারণা করা হয় খান-ই-জাহান পনেরোশ শতকে এটি নির্মাণ করেন।

প্রায় পাঁচশ বছর পরও এর স্থপত্যশৈলী এক অপার বিস্ময়। মুঘল স্থাপত্যের নির্দশন এ মসজিদটি অনেক সুন্দরভাবে সজ্জিত। এ কারুকার্য যে কাউকে মুগ্ধ করবে। ঘোড়া দিঘিটিও বিশাল। এটি ষাট গম্বুজ সমজিদের নিকটে অবস্থিত। বাগেরহাট সত্যিই একটি ঐতিহাসিক স্থান। আমি বাগেরহাট ত্যাগ করেছি কিন্তু সে স্মৃতি আজও আমার মনে পড়ে।


Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.