Table of Contents

রাষ্ট্রবিজ্ঞান মাস্টার্স পরীক্ষা ২০২২: ক বিভাগের সকল প্রশ্নোত্তর (অনুষ্ঠিত ২০২৫)
রাষ্ট্রবিজ্ঞান মাস্টার্স পরীক্ষা ২০২২: ভাইভা বোর্ডে প্রায় সময় ক বিভাগ থেকে প্রশ্ন করা হয়। তাই আপনাদের সুবিধার্থে রাষ্ট্রবিজ্ঞান মাস্টার্স পরীক্ষা ২০২৫ সালে অনুষ্ঠিত প্রশ্নের ক বিভাগের সকল প্রশ্ন গুলোর উত্তর দিয়ে দেয়া হলো।
মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান বিগত সালের প্রশ্ন: পরীক্ষা ২০২২ এর ক বিভাগের সকল প্রশ্নোত্তর
সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা
(বিষয় কোড:-৩১১৯০১)
‘ক’ বিভাগের প্রশ্নোত্তর (২০২২)
- ক. জাতীয়তাবাদের জনক কে?
উত্তর: নিকোলো ম্যাকিয়াভেলি। - খ. অস্তিত্ববাদের প্রথম প্রবক্তা কে?
উত্তর: জ্যাঁ পল সার্ত্র। - গ. "Representative Government" গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: জন স্টুয়ার্ট মিল। - ঘ. আধুনিক ভাববাদী দর্শনের জনক কে?
উত্তর: ইমানুয়েল কান্ট। - ঙ. "Will, not force, is the basis of the state" — উক্তিটি কার?
উত্তর: টমাস হিল গ্রিন (T. H. Green)। - চ. "The Communist Manifesto" বইটির লেখক কে?
উত্তর: কার্ল মার্কস ও ফ্রিডরিখ এঙ্গেলস। - ছ. কাল্পনিক সমাজতন্ত্রের পথিকৃত বলা হয় কাকে?
উত্তর: সেন্ট সাইমনকে। - জ. সংশোধনবাদের উদ্ভব হয় কোন দেশে?
উত্তর: জার্মানিতে। - ঝ. সর্বহারা বিপ্লবে কোন শ্রেণীর মানুষ নেতৃত্ব দিবে?
উত্তর: শ্রমিক শ্রেণীর মানুষ। - ঞ. "Democracy is a government of the people, by the people and for the people" — উক্তিটি কার?
উত্তর: সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের। - ট. উত্তর আধুনিকতাবাদের বিকাশে কে নেতৃত্ব দেন?
উত্তর: স্যামুয়েল বেকেট। - ঠ. ফ্রেডরিক হেগেল কোন দেশে জন্ম গ্রহণ করেন?
উত্তর: জার্মানিতে।
সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়ন
(বিষয় কোড: ৩১১৯০৩)
‘ক’ বিভাগের প্রশ্নোত্তর (২০২২)
- ১। ক. বাংলাদেশ কোন সমাজের অন্তর্ভুক্ত?
উত্তর: পরিবর্তনশীল বা রূপান্তরশীল সমাজের অন্তর্ভুক্ত। - খ. আমলাতন্ত্রের জনক কে?
উত্তর: ম্যাক্স ওয়েবার। - গ. The Man on Horseback গ্রন্থটির লেখক কে?
উত্তর: এস. ই. ফাইনার (S. E. Finer)। - ঘ. BRDB কী?
উত্তর: BRDB এর পূর্ণরূপ হলো Bangladesh Rural Development Board।
এটি বাংলাদেশের পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে গঠিত একটি সংস্থা। - ঙ. উপ-সংস্কৃতি কী?
উত্তর: একটি প্রধান সংস্কৃতির পাশাপাশি অন্য যে সংস্কৃতি বিদ্যমান থাকে সেটাই উপ-সংস্কৃতি। - চ. Political Culture and Political Development গ্রন্থটির লেখক কে?
উত্তর: লুসিয়ান ডাব্লিউ পাই (Lucian W. Pye) ও সিডনি ভারবা (Sidney Verba)। - ছ. কোন সমাজে প্রথম জাতীয় রাষ্ট্রের উদ্ভব ঘটে?
উত্তর: শিল্প সমাজে। - জ. The Communist Manifesto গ্রন্থের লেখক কে?
উত্তর: কার্ল মার্কস ও ফ্রিডরিখ এঙ্গেলস। - ঝ. সামরিক হস্তক্ষেপ কী?
উত্তর: সেনাবাহিনী কর্তৃক রাজনৈতিক ক্ষমতা দখল করাকে সামরিক হস্তক্ষেপ বলে। বা, অসামরিক নীতি ও কর্তৃত্বের জায়গায় সামরিক নীতি ও কর্তৃত্ব কায়েম হওয়াকেই সামরিক হস্তক্ষেপ বলা হয়। - ঞ. নির্বাচন কী?
উত্তর: প্রতিনিধি বাছাই করার একটি পদ্ধতি। বা, যে পদ্ধতির মাধ্যমে জনগণ নিজেদের পছন্দের প্রার্থী মনোনীত করে বাছাই করতে পারে, তাই নির্বাচন। - ট. বৈদেশিক সাহায্যের প্রকারভেদ কী কী?
উত্তর: বৈদেশিক সাহায্য সাধারণত চারটি প্রকারে বিভক্ত:
১. প্রকল্প সাহায্য
২. কারিগরি সাহায্য
৩. পণ্য সাহায্য
৪. অর্থ সাহায্য - ঠ. রাজনৈতিক উন্নয়ন কী?
উত্তর: রাজনৈতিক আধুনিককরণকেই রাজনৈতিক উন্নয়ন বলা হয়।
বাংলাদেশের রাজনীতি: ইস্যু ও প্রবণতা
(বিষয় কোড: ৩১১৯০৫)
‘ক’ বিভাগের প্রশ্নোত্তর (২০২২)
- ক. লাহোর প্রস্তাব কখন গৃহীত হয়েছিল?
উত্তর: ১৯৪০ সালে। - খ. কয়টি রাজনৈতিক দল নিয়ে ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল?
উত্তর: ৪টি রাজনৈতিক দল নিয়ে। - গ. পাকিস্তানের সংবিধানে কখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?
উত্তর: ১৯৫৬ সালে। - ঘ. পাকিস্তানে প্রথম কখন সামরিক আইন জারি করা হয়?
উত্তর: ১৯৫৮ সালের ৭ অক্টোবর। - ঙ. মৌলিক গণতন্ত্রে কতজন ভোটাধিকার ছিল?
উত্তর: ৮০,০০০ জন। - চ. ২৫ মার্চের গণহত্যার সাংকেতিক নাম কী ছিল?
উত্তর: অপারেশন সার্চলাইট। - ছ. বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয়?
উত্তর: ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর। - জ. বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে, ১৯৭১ সালের ২ মার্চ। - ঝ. মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কী?
উত্তর: বীরশ্রেষ্ঠ। - ঞ. বাংলাদেশ কখন জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
উত্তর: ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর। - ট. বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন কে?
উত্তর: জিয়াউর রহমান। - ঠ. কোন প্রতিষ্ঠান একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে?
উত্তর: ইউনেস্কো (UNESCO)।
শাসনের সমস্যাবলি
(বিষয় কোড: ৩১১৯০৭)
‘ক’ বিভাগের প্রশ্নোত্তর (২০২২)
- ক. বৈধতা কী?
উত্তর: নাগরিকদের মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ ক্ষমতা প্রয়োগের স্বীকৃতিই বৈধতা। - খ. আদর্শ আমলাতন্ত্রের প্রবক্তা কে?
উত্তর: ম্যাক্স ওয়েবার। - গ. গণভোট কী?
উত্তর: রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে ভোটের মাধ্যমে সমগ্র জনগণের মতামত গ্রহণের প্রক্রিয়া। বা, আইন প্রণয়ন কিংবা সংবিধানের সংশোধন সংক্রান্ত বিষয়ে জনগণের মতামত গ্রহণ করাকে গণভোট বলে। - ঘ. 'Foedus' শব্দের অর্থ কী?
উত্তর: সন্ধি বা মিলন। - ঙ. কোন দেশের আইনসভাকে 'Mother of Parliament' বলা হয়?
উত্তর: ব্রিটেনের আইনসভাকে। - চ. স্বচ্ছতা কী?
উত্তর: সরকার ও জনগণের মধ্যে পারস্পরিক সমঝোতাই হলো স্বচ্ছতা। বা, স্বচ্ছতা হলো কোনো কিছুর সম্ভাব্য সুষ্ঠুতম চিত্র। - ছ. “সংবিধান হচ্ছে একটি জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে”— কে বলেছেন?
উত্তর: এরিস্টটল। - জ. Comparative Politics Today বইটি কে লিখেছেন?
উত্তর: গ্যাব্রিয়েল এ. আলমোন্ড (Gabriel A. Almond)। - ঝ. পদসোপান কী?
উত্তর: পদসোপান বলতে প্রতিষ্ঠানের উচ্চপদ থেকে নিম্নপদ পর্যন্ত কর্মকর্তাদের স্তরভিত্তিক বিন্যাসকে বোঝায়। - ঞ. নির্বাচকমণ্ডলী কী?
উত্তর: রাষ্ট্রীয় আইনানুযায়ী যে সকল নাগরিক প্রতিনিধি নির্বাচনের অধিকার লাভ করে, তাদেরকে সমষ্টিগতভাবে নির্বাচকমণ্ডলী বলা হয়। - ট. আইনসভা কত প্রকার?
উত্তর: আইনসভা ২ প্রকার:
১. এক কক্ষ বিশিষ্ট আইনসভা
২. দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা - ঠ. নিয়মতান্ত্রিক সরকার কী?
উত্তর: আইনের অনুগত ও আইন দ্বারা সীমাবদ্ধ সরকারকে সাংবিধানিক সরকার বা নিয়মতান্ত্রিক সরকার বলে।
বাংলাদেশের দলীয় রাজনীতি
(বিষয় কোড: ৩১১৯১১)
‘ক’ বিভাগের প্রশ্নোত্তর (২০২২)
- (ক) "Political Parties and Political Development" গ্রন্থের লেখক কে?
উত্তর: জোসেফ লা পালাবারা এবং মাইরন ওয়েনার। - (খ) একদলীয় ব্যবস্থার মূলনীতি কী?
উত্তর: একদেশ, এক নেতা, এক জাতি। - (গ) "কতিপয় এর লৌহবিধি" উক্তিটি কে করেছেন?
উত্তর: রবার্ট মিশেলস। - (ঘ) বিশ্বে সর্বপ্রথম রাজনৈতিক দলের উদ্ভব ঘটে কোন দেশে?
উত্তর: ইংল্যান্ড। - (ঙ) প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি কী?
উত্তর: রাজনৈতিক দল। - (চ) কার্ল মার্কস সুশীল সমাজকে কী সমাজ বলে আখ্যায়িত করেছেন?
উত্তর: বুর্জোয়া সমাজ হিসেবে। - (ছ) RPO এর পূর্ণরূপ কী?
উত্তর: Representation of the People Order। - (জ) ফ্লোর ক্রসিং কী?
উত্তর: একদল হতে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদের ভোটাভুটিতে অন্য দলের পক্ষে ভোট দান করাকে ফ্লোর ক্রসিং বলে। - (ঝ) 'যুক্তফ্রন্ট' কত সালে গঠিত হয়?
উত্তর: ৪ ডিসেম্বর ১৯৫৩ সালে। - (ঞ) বলশেভিক পার্টির নেতৃত্ব দেন কে?
উত্তর: ভ্লাদিমির লেনিন। - (ট) বিল কী?
উত্তর: বিল হলো আইন প্রণয়নের উদ্দেশ্যে আনীত প্রস্তাব। - (ঠ) কোন সংগঠন বিকল্প সরকার হিসেবে গণ্য হয়?
উত্তর: বিরোধী দল।
নিরাপত্তা অধ্যয়ন
(বিষয় কোড: ৩১১৯০৯)
‘ক’ বিভাগের প্রশ্নোত্তর (২০২২)
- (ক) নিরাপত্তা অধ্যয়নের সূত্রপাত হয় কবে?
উত্তর: ১৯৫০ এর দশকে। - (খ) 'Violence and Peace' গ্রন্থের লেখক কে?
উত্তর: জোহান গালতুং (Johan Galtung)। - (গ) ন্যায় যুদ্ধ কী?
উত্তর: ন্যায় যুদ্ধ (Just War) হচ্ছে এমন এক নৈতিক ও দার্শনিক তত্ত্ব, যার মাধ্যমে যুদ্ধের ন্যায্যতা নির্ধারণ করা হয়। এটি মূলত যুদ্ধ শুরুর কারণ এবং যুদ্ধ পরিচালনার পদ্ধতিকে নৈতিকতার কাঠামোর মধ্যে বিচার করে। - (ঘ) 'Understanding Power' গ্রন্থটির লেখক কে?
উত্তর: নোম চমস্কি (Noam Chomsky)। - (ঙ) কত সালে 'সিয়াটো চুক্তি' স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৯৫৪ সালে। - (চ) IPCC-এর পূর্ণরূপ কী?
উত্তর: Intergovernmental Panel on Climate Change। - (ছ) কত সালে মানব নিরাপত্তার উপর স্বাধীন কমিশন গঠিত হয়?
উত্তর: ২০০১ সালে। - (জ) দুটি সন্ত্রাসবিরোধী অপারেশনের নাম লেখ।
উত্তর: ১. অপারেশন নোবেল ঈগল (Operation Noble Eagle)
২. অপারেশন এন্ডুরিং ফ্রিডম (Operation Enduring Freedom) - (ঝ) ANZUS-এর সদস্য দেশগুলোর নাম লেখ।
উত্তর: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। - (ঞ) কে প্রথম 'স্নায়ুযুদ্ধ' প্রত্যয়টি ব্যবহার করেন?
উত্তর: জর্জ অরওয়েল - (ট) সার্কের বর্তমান মহাসচিব কে?
উত্তর: গোলাম সরোয়ার (বাংলাদেশ)। - (ঠ) রোহিঙ্গা কারা?
উত্তর: রোহিঙ্গারা মায়ানমারের আরাকান (বর্তমানে রাখাইন) রাজ্যের মুসলিম সংখ্যালঘু জাতিগোষ্ঠী।
ভূ-রাজনীতি ও বাংলাদেশ
(বিষয় কোড: ৩১১৯১১৩)
‘ক’ বিভাগের প্রশ্নোত্তর (২০২২)
- (ক) ভূ-রাজনীতি কী?
উত্তর: ভৌগলিক অবস্থানকে কেন্দ্র করে যে রাজনীতি গড়ে ওঠে তাই ভূ-রাজনীতি। - (খ) 'Geo-strategy' এর অর্থ কী?
উত্তর: ভূ-কৌশল। - (গ) ছিটমহল কী?
উত্তর: ভৌগলিক সীমানা থেকে বিচ্ছিন্ন ভূখণ্ড বা বিচ্ছিন্ন জনপদকে ছিটমহল বলে। - (ঘ) সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কী?
উত্তর: নারিকেল জিঞ্জিরা। - (ঙ) 'বাফার স্টেট' কী?
উত্তর: বিবদমান দুই বৃহত্তম রাষ্ট্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত অপেক্ষাকৃত ক্ষুদ্র, কম শক্তিসম্পন্ন স্বাধীন ও নিরপেক্ষ রাষ্ট্রকে বাফার স্টেট বলে। - (চ) বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য কত?
উত্তর: ৪,১৫৬ কিলোমিটার (২,৫৮২ মাইল)। - (ছ) বাংলাদেশের প্রধান স্থল বন্দরের নাম কী?
উত্তর: বেনাপোল। - (জ) 'SEATO' এর পূর্ণরূপ কী?
উত্তর: South-East Asia Treaty Organization (সিয়াটো)। - (ঝ) গ্লাসনস্ত নীতির প্রবক্তা কে?
উত্তর: মিখাইল গর্বাচেভ। - (ঞ) ফারাক্কা বাঁধের দৈর্ঘ্য কত?
উত্তর: ফারাক্কা বাঁধের দৈর্ঘ্য ২,২৪০ মিটার (৭,৩৫০ ফুট)। - (ট) সার্ক কত সালে গঠিত হয়?
উত্তর: ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর। - (ঠ) উদ্বাস্তু কারা?
উত্তর: যে কোনো কারণে নিজের বাড়ি ও জন্মভূমি থেকে উৎখাত হওয়া মানুষকে উদ্বাস্তু বলে।
প্রশ্নোত্তর গুলোর উত্তর পিডিএফ পেতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।
Join Our Telegram Group For All New Updates
Class 8 New Curriculums Textbook, TG Guide, Suggestions etc. PDF for Join Helptrickbd Telegram Group - অষ্টম শ্রেণির নতুন পাঠ্যবই, শিক্ষক সহায়িকা, গাইড বই, সাজেশন ইত্যাদি পিডিএফ পেতে টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন
Related Posts
Content Protection & Copyright
If you believe any content on our website infringes your rights, please contact us. We will review and take action promptly.