রাষ্ট্রবিজ্ঞান মাস্টার্স সাজেশন্স ২০২৪: সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা (৩১১৯০১)

রাষ্ট্রবিজ্ঞান মাস্টার্স পরীক্ষার্থীদের জন্য ২০২৪ সালের গুরুত্বপূর্ণ সাজেশন্স নিয়ে আমাদের এই বিশেষ পোস্ট। যারা সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা (Recent Political Thought) বিষয়টি নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য বিষয় কোড ৩১১৯০১ এর প্রস্তুতির সুবিধার্থে সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নাবলী এখানে আলোচনা করা হয়েছে। এই রাষ্ট্রবিজ্ঞান মাস্টার্স সাজেশন্স গুলো আপনাদের চূড়ান্ত পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সহায়ক হবে আশা করি।
বিষয়: সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা (Recent Political Thought)বিষয় কোড: ৩১১৯০১
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)
- রাষ্ট্রচিন্তার সংজ্ঞা দাও।
- সাম্প্রতিক কালের রাষ্ট্রচিন্তা বলতে কী বোঝায়?
- দ্বান্দ্বিক বস্তুবাদ কী? অথবা, দ্বান্দ্বিক জড়বাদ বলতে কী বোঝো?
- বিপ্লব কী?
- মার্কসীয় সমাজতন্ত্রের চারটি বৈশিষ্ট্য লেখো।
- বৈজ্ঞানিক সমাজতন্ত্রের সঙ্গে কাল্পনিক সমাজতন্ত্রের পার্থক্য কোথায়?
- কার্ল মার্কসের উদ্বৃত্ত মূল্যতত্ত্ব কী?
- ভাববাদ বলতে কী বোঝো?
- লেনিনবাদ বলতে কী বোঝো?
- লেনিনের সাম্রাজ্যবাদ তত্ত্ব কী?
- সাংস্কৃতিক বিপ্লব বলতে কী বোঝো?
- অস্তিত্ববাদ বলতে কী বোঝো?
- ধর্ম সম্পর্কে রাসেলের ধারণা কী?
- রাজতন্ত্র সম্পর্কে বার্ট্রান্ড রাসেলের মতামত আলোচনা করো।
- উদারনৈতিক গণতন্ত্র কী?
- গণতন্ত্র ও স্বৈরতন্ত্রের মধ্যে পার্থক্য কী?
- ফ্যাসিবাদ বলতে কী বোঝো?
- কাল্পনিক সমাজতন্ত্র বলতে কী বোঝায়?
- উত্তর আধুনিকতাবাদ বলতে কী বোঝো?
- আন্তর্জাতিকতাবাদ বলতে কী বোঝো?
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions)
- সাম্প্রতিক রাষ্ট্রচিন্তার উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো।
- সাম্প্রতিক কালের রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো।
- রাষ্ট্রদর্শনে হেগেলের অবদান আলোচনা করো। অথবা, রাষ্ট্রদর্শনে হেগেলের প্রভাব মূল্যায়ন করো।
- হেগেলের ভাববাদী দর্শনটি আলোচনা করো।
- সমালোচনাসহ হেগেলের রাষ্ট্রসম্পর্কিত ধারণা আলোচনা করো।
- মার্কসীয় সমাজতন্ত্রের মূল বৈশিষ্ট্য লেখো অথবা আলোচনা করো।
- সমালোচনাসহ লেনিনের পার্টিতত্ত্ব আলোচনা করো।
- স্ট্যালিনের "এক দেশে সমাজতন্ত্র" তত্ত্বটি সমালোচনাসহ ব্যাখ্যা করো।
- স্ট্যালিনের একদেশে সমাজতন্ত্র তত্ত্বের সাথে ট্রটস্কির স্থায়ী বিপ্লব তত্ত্বের মিল ও অমিল বিশ্লেষণ করো। অথবা, স্টালিনের সমাজতন্ত্রের সাথে ট্রটস্কির বিপ্লবের সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখো।
- এডওয়ার্ড বার্নস্টাইনের রাজনৈতিক চিন্তাধারা আলোচনা করো। অথবা, বার্নস্টাইনের রাজনৈতিক দর্শন আলোচনা করো।
- অস্তিত্ববাদ কাকে বলে? অস্তিত্ববাদের প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো।
- নারীমুক্তি সম্পর্কে সিমোন দ্যা বুভোয়ারের মতবাদ ব্যাখ্যা করো।
- গণতন্ত্রের সাফল্যের শর্তাবলি আলোচনা করো। অথবা, গণতন্ত্র সাফল্যের জন্য কী কী দরকার?
- গণতন্ত্রের সাম্প্রতিক প্রবণতাসমূহ আলোচনা করো।
- সাম্প্রতিক বিশ্ববাস্তবতায় গণতন্ত্রের সংকটসমূহ চিহ্নিত করো অথবা আলোচনা করো।
- সমাজতন্ত্রের দোষ-গুণ আলোচনা করো।
- সেন্ট সাইমন ও রবার্ট ওয়েনের কাল্পনিক সমাজতন্ত্রের রূপরেখা বিশ্লেষণ করো।
এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রচিন্তার সাজেশন্স গুলো ভালোভাবে অনুশীলন করলে আপনারা রাষ্ট্রবিজ্ঞান মাস্টার্স পরীক্ষায় ভালো ফল করতে পারবেন। পরীক্ষার প্রস্তুতির জন্য শুভকামনা!
নতুন নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন
Telegram Group
Join Now
Our Facebook Page
Join Now
Class 8 FB Study Group
Join Now
Class 7 FB Study Group
Join Now
Class 6 FB Study Group
Join Now
If any objections to our content, please email us directly: helptrick24bd@gmail.com