অদৃশ্য প্রতিবেশি - ৭ম শ্রেণি বিজ্ঞান অনুশীলন বই ৫ম অধ্যায় সমাধান (ছকসহ)

1
ফেইসবুকে আমাদের সকল আপডেট পেতে Follow বাটনে ক্লিক করুন।




অদৃশ্য প্রতিবেশি - ৭ম শ্রেণি বিজ্ঞান অনুশীলন বই ৫ম অধ্যায় সমাধান (ছকসহ)

অদৃশ্য প্রতিবেশি - ৭ম শ্রেণি বিজ্ঞান অনুশীলন বই ৫ম অধ্যায় সমাধান (ছকসহ)

প্রশ্ন: অদৃশ্য প্রতিবেশি কি?

উত্তর: অদৃশ্য প্রতিবেশি হচ্ছে এক প্রকার অণু জীব যা আমাদেরকে ঘিরে রাখে। যেমন—ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, শৈবাল ইত্যাদি।


প্রশ্ন: অনুজীবের ভূমিকা এবং কিভাবে এটি মানুষের কাজে আসে?

উত্তর: অণুজীব ব্যবহার করে আমরা পরিবেশ দূষণ দূর করতে পারি, যা পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী। এ ছাড়া খাদ্য তৈরি ও উৎপাদন বাড়ানো, বিভিন্ন রোগ শনাক্তকরণ, রোগের প্রতিষেধক তৈরি, বিরূপ আবহাওয়ায় বীজ ও গাছ উৎপাদন (লবণ প্রতিরোধী গাছ)


প্রশ্ন: লুই পাস্তুর আর জোসেফ মাইস্টারের ঘটনাটা শুনে তোমার কী মনে হলো? 

উত্তর: জলতাঙ্ক এক ধরনের ভাইরাস জনিত সংক্রামক রোগ। এই সংক্রামক রোগের লক্ষণ এতটাই ভয়ংকর ছিল যার কারণে লক্ষ লক্ষ মানুষ আতঙ্কে থাকতো। কিন্তু বিজ্ঞানী লুই পাস্তুর জলতাঙ্ক রোগের প্রতিষেধক আবিষ্কার করায় অনেক মানুষের প্রাণ বেঁচে যায়। একটা ভাইরাসঘটিত রোগযে এতটা বিপদজনক হয় তা এই গল্পটা না পড়লে জানতে পারতাম না।


প্রশ্নঃ এ কাজে তোমরা নতুন কী কী শিখেছে?

উত্তর: এ কাজে আমরা নতুন যা যা শিখেছি তা নিচে আলোচনা করা হলো:-

১। বিভিন্ন ক্ষতিকর ও উপকারী অনুজীব সম্পর্কে জেনেছি।

২। সংক্রামক রোগ প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে জেনেছি।


সপ্তম শ্রেণির ফেইসবুক স্টাডি গ্রুপে নিচের লিংক থেকে জয়েন করে নিন। সেখানে আমি প্রতিদিন বিভিন্ন বিষয়ের সমাধান ও ছকসমূহ পূরণ করে দিয়ে দিব। আর আপনাদের বিভিন্ন সমস্যা ও বাড়ির কাজ গুলো সেখানে পোষ্ট করবেন। আমি সেগুলো দেখব এবং ভুল থাকলে কারেকশন করে দিব।

ফেইসবুক স্টাডি গ্রুপ লিংক:  Click Here

নিচের পিডিএফে প্রতিটি ছক সমাধান করে দেয়া হয়েছে। 

সপ্তম শ্রেণির বিজ্ঞান অনুশীলন বইয়ের বিগত অধ্যায় গুলোর সমাধান গুলো পেতে নিচের লিংকে ক্লিক করুন।

আরো পড়ুন: 

Post a Comment

1Comments
  1. ৬ াঅধ্যায় কখন দিবে

    ReplyDelete
Post a Comment