বাংলা বাগধারা ও অর্থ: বিসিএস ও চাকরির পরীক্ষার জন্য সেরা ৫০০+ কালেকশন

বাংলা বাগধারা, বাগধারা ও অর্থ, Bangla Bagdhara, Phrase and Idioms Bangla, BCS Preparation, Job Preparation Bangla

গুরুত্বপূর্ণ বাংলা বাগধারা ও অর্থ

বিসিএস, ব্যাংক, সরকারি চাকরি এবং যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বহুল প্রচলিতবাংলা বাগধারা ও অর্থএর একটি গোছানো তালিকা।

বাংলা বাগধারা, বাগধারা ও অর্থ, Bangla Bagdhara, Phrase and Idioms Bangla, BCS Preparation, Job Preparation Bangla

বাগধারা ও অর্থ: সংজ্ঞা ও গুরুত্ব

বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ হলোবাগধারা ও অর্থ। বাগধারা (Idioms) হলো এমন শব্দগুচ্ছ, যা তাদের আক্ষরিক অর্থ ছাপিয়ে একটি বিশেষ বা ভিন্ন অর্থ প্রকাশ করে। যেকোনো ভাষার সৌন্দর্য ও গভীরতা প্রকাশে বাগধারা বিশেষ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের জন্যবাগধারা ও অর্থজানা কেবল পরীক্ষার জন্যই নয়, বরং বাস্তব জীবনে সুন্দরভাবে কথা বলার জন্যও জরুরি।

চাকরির পরীক্ষায় বাংলা বাগধারা ও অর্থ

বিসিএস (BCS), ব্যাংক জব, প্রাথমিক শিক্ষক নিয়োগ এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বাংলা ব্যাকরণ অংশ থেকে নিয়মিত প্রশ্ন আসে। বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করলে দেখা যায়,বাগধারা ও অর্থসম্পর্কিত প্রশ্ন প্রায় প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় থাকে। তাই সেরা প্রস্তুতির জন্য বহুল প্রচলিত এই বাগধারাগুলো আয়ত্ত করা প্রয়োজন।

জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ বাগধারার তালিকা (A-Z)

নিচে বর্ণানুক্রমিকভাবে ৫ শতাধিক গুরুত্বপূর্ণবাংলা বাগধারা ও অর্থদেওয়া হলো। আপনার প্রয়োজনীয় বাগধারাটি দ্রুত খুঁজে পেতে ওপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।

বাগধারাঅর্থ
অকাল কুষ্মাণ্ডঅপদার্থ, অকেজো
অক্কা পাওয়ামারা যাওয়া
অগস্ত্য যাত্রাচির দিনের জন্য প্রস্থান
অগাধ জলের মাছখুব চালাক, সুচতুর ব্যক্তি
অজগর বৃত্তিআলসেমি
অর্ধচন্দ্রগলা ধাক্কা
অন্ধের যষ্ঠি / অন্ধের নড়িএকমাত্র অবলম্বন
অগ্নিশর্মানিরতিশয় ক্রুদ্ধ, ক্ষিপ্ত
অগ্নিপরীক্ষাকঠিন পরীক্ষা
অমৃতে অরুচিদামি জিনিসের প্রতি বিতৃষ্ণা
অকূল পাথারভীষণ বিপদ
অনুরোধে ঢেঁকি গেলাঅনুরোধে অনিচ্ছা সত্ত্বেও দুরূহ কাজ সম্পন্ন করা
অল্পবিদ্যা ভয়ংকরীসামান্য বিদ্যার অহংকার
অক্ষয় বটপ্রাচীন ব্যক্তি
অনধিকার চর্চাসীমার বাইরে পদক্ষেপ
অরণ্যে রোদননিষ্ফল আবেদন
অহিনকুল সম্বন্ধ / দা-কুমড়াভীষণ শত্রুতা
অন্ধকার দেখাদিশেহারা হয়ে পড়া
অমাবস্যার চাঁদদুর্লভ বস্তু
আকাশ কুসুমঅসম্ভব কল্পনা
আকাশ পাতালপ্রভেদ, প্রচুর ব্যবধান
আকাশ থেকে পড়াঅপ্রত্যাশিত
আকাশের চাঁদআকাঙ্ক্ষিত বস্তু
আগুন নিয়ে খেলাভয়ঙ্কর বিপদ
আগুনে ঘি ঢালারাগ বাড়ানো
আঙুল ফুলে কলাগাছঅপ্রত্যাশিত ধনলাভ, হঠাৎ করে ধনী হওয়া
আঠার আনাসমূহ সম্ভাবনা
আদায় কাঁচকলায়তিক্ত সম্পর্ক
আহ্লাদে আটখানাখুব খুশি
আক্কেল সেলামিনির্বুদ্ধিতার দণ্ড
আকাশের চাঁদ হাতে পাওয়াদুর্লভ বস্তুপ্রাপ্তি
আদা জল খেয়ে লাগাপ্রাণপণ চেষ্টা করা
আক্কেল গুড়ুমহতবুদ্ধি, স্তম্ভিত
আমড়া কাঠের ঢেঁকিঅপদার্থ
আকাশ ভেঙে পড়াভীষণ বিপদে পড়া
আমতা আমতা করাইতস্তত করা, দ্বিধা করা
আঠার মাসের বছরদীর্ঘসূত্রিতা
আলালের ঘরের দুলালঅতি আদরে নষ্ট পুত্র
আটকপালেহতভাগ্য
আকাশে তোলাঅতিরিক্ত প্রশংসা করা
আষাঢ়ে গল্পআজগুবি কেচ্ছা
ইঁদুর কপালেনিতান্ত মন্দভাগ্য
ইঁচড়ে পাকাঅকালপক্ব
ইলশে গুঁড়িগুড়ি গুড়ি বৃষ্টি
ইতর বিশেষপার্থক্য
উত্তম মধ্যমপ্রহার
উড়নচণ্ডীঅমিতব্যয়ী
উভয় সংকটদুই দিকেই বিপদ
উলু বনে মুক্ত ছড়ানোঅপাত্রে/অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান
উড়ো চিঠিবেনামি পত্র
উড়ে এসে জুড়ে বসাঅনধিকারীর অধিকার
উজানের কৈসহজলভ্য
উদোর পিণ্ডি বুধোর ঘাড়েএকের দোষ অন্যের ঘাড়ে চাপানো
ঊনপাঁজুড়েহতভাগ্য, দুর্বল
উনপঞ্চাশ বায়ুপাগলামি
ঊনকোটি চৌষট্টিপ্রায় সম্পূর্ণ
এক ক্ষুরে মাথা মুড়ানোএকই স্বভাবের, একই দলভুক্ত
এক চোখাপক্ষপাতিত্ব, পক্ষপাতদুষ্ট
এক মাঘে শীত যায় নাবিপদ এক বারই আসে না, বার বার আসে
এলোপাতাড়িবিশৃঙ্খলা
এসপার ওসপারমীমাংসা
একাদশে বৃহস্পতিপরম সৌভাগ্যের বিষয়
এক বনে দুই বাঘপ্রবল প্রতিদ্বন্দ্বী
এক হাত লওয়াপ্রতিশোধ নেয়া
এলাহি কাণ্ডবিরাট আয়োজন
ওজন বুঝে চলাঅবস্থা বুঝে চলা
ওষুধে ধরাপ্রার্থিত ফল পাওয়া
কচুকাটা করানির্মমভাবে ধ্বংস করা
কচু পোড়াঅখাদ্য
কচ্ছপের কামড়যা সহজে ছাড়ে না
কলম পেষাকেরানিগিরি
কলুর বলদএকটানা খাটুনি
কথার কথাগুরুত্বহীন কথা
কাঁঠালের আমসত্ত্বঅসম্ভব বস্তু
কাকতালআকস্মিক/দৈব যোগাযোগজাত ঘটনা
কপাল ফেরাসৌভাগ্য লাভ
কত ধানে কত চালটের পাওয়া
কড়ায় গণ্ডায়পুরোপুরি
কান খাড়া করামনোযোগী হওয়া
কানকাটানির্লজ্জ
কান ভাঙানো / কান ভারি করাকুপরামর্শ দান
কাপুড়ে বাবুবাহ্যিক সাজ
কেউ কেটাসামান্য
কংস মামানির্মম আত্মীয়
কেঁচে গণ্ডুষপুনরায় আরম্ভ করা
কেঁচো খুঁড়তে সাপসামান্য থেকে অসামান্য পরিস্থিতি
কই মাছের প্রাণকঠিন প্রাণ; যা সহজে মরে না
কুঁড়ের বাদশাখুব অলস
কাক ভূষণ্ডিঅত্যন্ত ভেজা
কেতা দুরস্তপরিপাটি
কচুবনের কালাচাঁদঅপদার্থ
কাছা আলগা / ঢিলাঅসাবধান
কাঁচা পয়সানগদ উপার্জন
কূপমণ্ডুকসীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন, ঘরকুনো
কাঠের পুতুলনির্জীব, অসার
কথায় চিঁড়ে ভেজাফাঁকা বুলিতে কার্যসাধন
কান পাতলাসহজেই বিশ্বাসপ্রবণ
কেবলা হাকিমঅনভিজ্ঞ
কুল কাঠের আগুনতীব্র জ্বালা
খয়ের খাঁচাটুকার
খণ্ড প্রলয়ভীষণ ব্যাপার
খাল কেটে কুমির আনাবিপদ ডেকে আনা
গড্ডলিকা প্রবাহঅন্ধ অনুকরণ
গদাই লস্করি চালঅতি ধীর গতি, আলসেমি
গণেশ উল্টানোউঠে যাওয়া, ফেল মারা
গলগ্রহপরের বোঝা স্বরূপ থাকা
গরজ বড় বালাইপ্রয়োজনে গুরুত্ব
গরমা গরমটাটকা
গরিবের ঘোড়া রোগ / ঘোড়া রোগঅবস্থার অতিরিক্ত অন্যায় ইচ্ছা/সাধ্যের অতিরিক্ত সাধ
গুরু মেরে জুতা দানবড় ক্ষতি করে সামান্য ক্ষতিপূরণ
গুরু খোঁজাতন্ন তন্ন করে খোঁজা
গাছে কাঁঠাল গোঁফে তেলপ্রাপ্তির আগেই আয়োজন
গা ঢাকা দেওয়াআত্মগোপন
গায়ে কাঁটা দেওয়ারোমাঞ্চিত হওয়া
গাছে তুলে মই কাড়াসাহায্যের আশা দিয়ে সাহায্য না করা
গায়ে ফুঁ দিয়ে বেড়ানোকোনো দায়িত্ব গ্রহণ না করা
গুরু মারা বিদ্যাযার কাছে শিক্ষা তারই উপর প্রয়োগ
গোকুলের ষাঁড় / ধর্মের ষাঁড়স্বেচ্ছাচারী লোক
গোঁয়ার গোবিন্দনির্বোধ অথচ হঠকারী
গোল্লায় যাওয়ানষ্ট হওয়া, অধঃপাতে যাওয়া
গোবর গণেশমূর্খ
গোলক ধাঁধাদিশেহারা
গোঁফ খেজুরেনিতান্ত অলস
গোড়ায় গলদ / বিসমিল্লায় গলদশুরুতেই ভুল
গৌরচন্দ্রিকাভূমিকা
গৌরীসেনের টাকাবেহিসাবী অর্থ
গুড়ে বালি / ভস্মে ঘি ঢালাআশায় নৈরাশ্য / নিষ্ফল কাজ
ঘর ভাঙানোসংসার নষ্ট করা
ঘাটের মরা / মড়াঅতি বৃদ্ধ
ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ামধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা
ঘোড়ার ঘাস কাটাঅকাজে সময় নষ্ট করা
ঘোড়ার ডিমঅবাস্তব
ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোনিজ খরচে পরের বেগার খাটা
ঘটিরামঅপদার্থ, অযোগ্য
চক্ষুদান করাচুরি করা
চক্ষুলজ্জা / চোখের পর্দাসংকোচ / লজ্জা
চর্বিত চর্বণপুনরাবৃত্তি
চাঁদের হাটপ্রিয়জনের সমাগম/আনন্দের প্রাচুর্য
চিনির বলদনিষ্ফল পরিশ্রম
চোখের বালিচক্ষুশূল
চোখ কপালে তোলাবিস্মিত হওয়া
চোখ টাটানোঈর্ষা করা
চোখে ধূলো দেওয়াধোঁকা দেয়া, প্রতারণা করা
চুনকালি দেওয়াকলঙ্কিত করা
চশমখোরচক্ষুলজ্জাহীন
চোখের মণিঅত্যধিক প্রিয়
চামচিকের লাথিনগণ্য ব্যক্তির কটূক্তি
চিনির পুতুল / ননীর পুতুলশ্রমকাতুরে
চুনোপুটিনগণ্য
চুলোয় যাওয়াধ্বংস
চিনে/ছিনে জোঁকনাছোড়বান্দা
ছ-কড়া ন-কড়াসস্তা দর
ছা পোষাঅত্যন্ত গরিব
ছাই ফেলতে ভাঙা কুলাসামান্যের বিশেষ প্রয়োজন
ছেলের হাতের মোয়াসহজলভ্য বস্তু
ছুঁচো মেরে হাত গন্ধ করানগণ্য স্বার্থে দুর্নাম অর্জন
ছক্কা পাঞ্জা করাবড় বড় কথা বলা
ছিঁচ কাদুনেঅল্পতেই কাঁদে এমন
ছিনিমিনি খেলানষ্ট করা
জগাখিচুড়ি পাকানোগোলমাল বাধানো
জিলাপির প্যাঁচকুটিলতা/কূটবুদ্ধি
ঝড়ো কাকদুর্দশাগ্রস্থ ব্যক্তি
জলে কুমির ডাঙায় বাঘউভয় সঙ্কট; মহাবিপদ
ঝাঁকের কৈ / এক ক্ষুরে মাথা মুড়ানোএক দলভুক্ত; সমগোত্রীয়
ঝিকে মেরে বউকে বোঝানোএকজনের মাধ্যমে অন্যজনকে শিক্ষাদান
ঝোঁপ বুঝে কোপ মারাসুযোগ বুঝে কাজ করা
টনক নড়াচৈতন্যোদয় হওয়া
টাকার কুমিরধনী ব্যক্তি
টেকে গোঁজাআত্মসাৎ করা
টুপভুজঙ্গনেশায় বিভোর
ঠাঁট বজায় রাখা / লেফাফা দুরস্তঅভাব চাপা রাখা / বাইরের ঠাঁট বজায় রাখা
ঠোঁট কাটাস্পষ্টভাষী
ঠগ বাছতে গাঁ উজাড়আদর্শহীনতার প্রাচুর্য, ভালো মানুষের অভাব
ছুঁটো জগন্নাথঅকর্মণ্য
ঠেলার নাম বাবাজিচাপে পড়লে কাবু
ডুমুরের ফুলদুর্লভ বস্তু, বিরল বস্তু
ডাকের সুন্দরীখুবই সুন্দরী
ডান হাতের ব্যাপারভোজন
ডামাডোলগণ্ডগোল, গোলোযোগ
ঢাক ঢাক গুড় গুড়গোপন রাখার চেষ্টা
ঢাকের কাঠিমোসাহেব, চাটুকার
ঢাকের বাঁয়ামূল্যহীন, অপ্রয়োজনীয়
ঢেঁকির কচকচিকলহ, বিরক্তিকর শব্দ
ঢি ঢি পড়াকলঙ্ক প্রচার হওয়া
ঢিমে তেতালামন্থর
তালকানাবেতাল হওয়া
তাসের ঘর / বালির বাঁধক্ষণস্থায়ী
তামার বিষঅর্থের কু-প্রভাব
তালপাতার সেপাইক্ষীণজীবী
তিলকে তাল করাবাড়িয়ে বলা, অতিরঞ্জিত করা
তুলসী বনের বাঘ / বিড়াল তপস্বী / বক ধার্মিকভণ্ড
তুলা ধুনা করাদুর্দশাগ্রস্ত করা
তুষের আগুনদীর্ঘস্থায়ী ও দুঃসহ যন্ত্রণা
তীর্থের কাকপ্রতীক্ষারত
থ-বনে যাওয়াস্তম্ভিত হওয়া
থরহরি কম্পভীতির আতিশয্যে কাঁপা
দহরম মহরমঘনিষ্ঠ সম্পর্ক
দু মুখো সাপদুজনকে দু'রকম বলে শত্রুতা সৃষ্টি করা
দিনকে রাত করাসত্যকে মিথ্যা করা
দুধে ভাতে থাকাভোগে বা ঐশ্বর্যে সুখে থাকা
দেঁতো হাসিকৃত্রিম হাসি
দাদ নেওয়াপ্রতিশোধ নেয়া
দুকান কাটাবেহায়া
দুধের মাছি / বসন্তের কোকিল / শরতের শিশিরসুসময়ের বন্ধু
ধড়া-চূড়াসাজপোশাক
ধরাকে সরা জ্ঞান করাঅহংকারে সবকিছু তুচ্ছ মনে করা
ধর্মের কল বাতাসে নড়েসত্য কখনো গোপন থাকে না
ধরি মাছ না ছুঁই পানিকৌশলে কার্যাদ্ধার
নয় ছয় / হরিলুটঅপচয়
নাটের গুরুমূল নায়ক
নাড়ি নক্ষত্র / হাড়হদ্দসব তথ্য
নিমক হারামঅকৃতজ্ঞ
নিমরাজিপ্রায় রাজি
নামকাটা সেপাইকর্মচ্যুত ব্যক্তি
নথ নাড়াগর্ব করা
নারদের ঢেঁকিবিবাদের বিষয়
নগদ নারায়ণ / কাঁচা পয়সানগদ অর্থ
নিরানব্বইয়ের ধাক্কাসঞ্চয়ে প্রবৃত্তি
নেই আঁকড়াএকগুঁয়ে
নেপোয় মারে দইধূর্ত লোকের ফল প্রাপ্তি
পটল তোলামারা যাওয়া
পগার পার হওয়াপালিয়ে যাওয়া
পটের বিবিসুসজ্জিত
পত্রপাঠঅবিলম্বে; সঙ্গে সঙ্গে
পালের গোদাদলপতি
পাকা ধানে মই / বাড়া ভাতে ছাইঅনিষ্ট করা
পাখিপড়া করাবার বার শেখানো
পাততাড়ি গুটানোজিনিসপত্র গোটানো
পাথরে পাঁচ কিল / পোয়া বারোসৌভাগ্য, সুসময়
পুঁটি মাছের প্রাণক্ষুদ্র প্রাণ; যা সহজে মরে যায়
পুকুর চুরিবড় রকমের চুরি
পুরোনো কাসুন্দি ঘাঁটাঅপ্রীতিকর আলোচনা
পৌ ধরাঅন্যকে দেখে একই কাজ করা
প্রমাদ গোণাভীত হওয়া
পায়াভারীঅহংকার
পরের মাথায় কাঁঠাল ভাঙাঅপরকে দিয়ে কাজ উদ্ধার
পরের ধনে পোদ্দারিঅন্যের অর্থে বাহাদুরী
ফপর দালালিঅতিরিক্ত চালবাজি
ফুলবাবুবিলাসী
ফেউ লাগাআঠার মতো লেগে থাকা
ফুলের ঘাঁয়ে মূর্ছা যাওয়াঅল্পেই কাতর
ফোড়ন দেওয়াটিপ্পনী কাটা
বইয়ের পোকাখুব পড়ুয়া
বগল বাজানোআনন্দ প্রকাশ করা
বজ্র আঁটুনি ফসকা গেরোসহজে খুলে যায় এমন; অন্তঃসারশূন্য
বর্ণচোরা আম / ভিজে বিড়ালকপট ব্যক্তি / কপটাচারী
বরাক্ষরেঅলক্ষুণে
বাজারে কাটাঅধিক বিক্রি হওয়া
বাঁ হাতের ব্যাপারঘুষ গ্রহণ
বাঁধা গৎনির্দিষ্ট আচরণ
বাজখাঁই গলাঅত্যন্ত কর্কশ ও উঁচু গলা
বাহাত্তরে ধরাবার্ধক্যের কারণে কাণ্ডজ্ঞানহীন
বিদ্যার জাহাজঅতিশয় পণ্ডিত
বিনা মেঘে বজ্রপাতআকস্মিক বিপদ
বাঘের দুধ/ চোখদুঃসাধ্য বস্তু
বুদ্ধির ঢেঁকিনিরেট মূর্খ
ব্যাঙের আধুলিসামান্য সম্পদ
ব্যাঙের সর্দিঅসম্ভব ঘটনা
ভরাডুবিসর্বনাশ
ভাদ্র মাসের তিলপ্রচণ্ড কিল
ভানুমতীর খেলাভেলকিবাজি
ভাল্লুকের জ্বরক্ষণস্থায়ী জ্বর
ভাঁড়ে মা ভবানীনিঃস্ব অবস্থা
ভূতের ব্যাগারঅযথা শ্রম
ভূঁইফোড়নতুন; অর্বাচীন
ভূষণ্ডির কাকদীর্ঘায়ু ব্যক্তি
মগের মুলুকঅরাজক দেশ
মণিকাঞ্চন যোগ / সোনায় সোহাগা / রাজ যোটকউপযুক্ত মিলন
মড়াকান্নাউচ্চকণ্ঠে শোক প্রকাশ
মাছের মানিষ্ঠুর; নির্মম
মাছের মায়ের পুত্রশোককপট বেদনাবোধ/লোক দেখানো শোক
মিছরির ছুরিমুখে মধু অন্তরে বিষ
মুখ চুন হওয়ালজ্জায় ম্লান হওয়া
মুখে দুধের গন্ধঅতি কম বয়স
মুশকিল আসাননিষ্কৃতি
মেনি মুখো / মুখচোরালাজুক
মাকাল ফলঅন্তঃসারশূন্য
মশা মারতে কামান দাগাসামান্য কাজে বিরাট আয়োজন
মুখে ফুল চন্দন পড়াশুভ সংবাদের জন্য ধন্যবাদ
মেছো হাটাতুচ্ছ বিষয়ে মুখরিত
মোসাহেবতোষামুদে
যক্ষের ধনকৃপণের ধন
যমের অরুচিযে সহজে মরে না
রত্নপ্রসবিনীসুযোগ্য সন্তানের মা
রাঘব বোয়ালসর্বগ্রাসী ক্ষমতাবান ব্যক্তি
রাবণের চিতা / রাবণের গুষ্টিচির অশান্তি / বড় পরিবার
রাশভারিগম্ভীর প্রকৃতির
রাই কুড়িয়ে বেলক্ষুদ্র সঞ্চয়ে বৃহৎ
রাজা উজির মারাআড়ম্বরপূর্ণ গালগল্প
রায় বাঘিনীউগ্র স্বভাবের নারী
রাহুর দশাদুঃসময়
রুই-কাতলা / হোমরা চোমরাপদস্থ বা নেতৃস্থানীয় ব্যক্তি
লগন চাঁদভাগ্যবান
ললাটের লিখনঅমোঘ ভাগ্য
লাল পানিমদ
লাল বাতি জ্বালাদেউলিয়া হওয়া
লাল হয়ে যাওয়াধনশালী হওয়া
লেজে গোবরে / হ-য-ব-র-লবিশৃঙ্খলা
শকুনি মামাকুটিল ব্যক্তি
শাঁখের করাতউভয় দিকেই বিপদ
শাপে বরঅনিষ্টে ইষ্ট লাভ
শিকায় ওঠাস্থগিত
শিঙে ফোঁকামরা
শিব রাত্রির সলতে / সবে ধন নীলমণিএকমাত্র সন্তান / অবলম্বন
শিরে সংক্রান্তিবিপদ মাথার ওপর
শুয়ে শুয়ে লেজ নাড়া / হাড় জুড়ানোআলস্যে সময় নষ্ট করা
শত্রুর মুখে ছাইকুদৃষ্টি এড়ানো
শ্রীঘরকারাগার
ষাঁড়ের গোবরঅযোগ্য
ষোল আনা / ষোল কলাপুরোপুরি
সবুরে মেওয়া ফলেধৈর্যে সুফল মিলে
সরফরাজি করাঅযোগ্য ব্যক্তির চালাকি
সাত খুন মাফঅত্যধিক প্রশ্রয়
সাত সতেরনানা রকমের
সাপের ছুঁচো গেলাঅনিচ্ছায় বাধ্য হয়ে কাজ করা
সাতেও নয়, পাঁচেও নয়নির্লিপ্ত
সাপের পাঁচ পা দেখাঅহংকারী হওয়া
সাক্ষী গোপালনিষ্ক্রিয় দর্শক
সখাত সলিলেঘোর বিপদে পড়া
সব শেয়ালের এক রাঐকমত্য
হাটে হাঁড়ি ভাঙাগোপন কথা প্রকাশ করা
হাতটানচুরির অভ্যাস
হরি ঘোষের গোয়ালবহু অপদার্থ ব্যক্তির সমাবেশ
হস্তীমূর্খবোকা
হাড়ে দুর্বা গজানোঅত্যন্ত অলস
হাতুড়ে বদ্যিআনাড়ি চিকিৎসক
হাতের পাঁচশেষ সম্বল
হীরার ধারঅতি তীক্ষ্ণবুদ্ধি
হিতে বিপরীতউল্টো ফল
হাড় হাভাতেহতভাগ্য
হালে পানি পাওয়াসুবিধা করা; বিপদমুক্ত হওয়া
হাত ধুয়ে বসাসাধু সাজা
দুঃখিত, কোনো ফলাফল পাওয়া যায়নি।

বাগধারা ও অর্থ মনে রাখার সহজ কৌশল

বাগধারা ও অর্থমুখস্থ করা অনেকের কাছেই কঠিন মনে হতে পারে। তবে কিছু কৌশল অবলম্বন করলে এগুলো সহজেই মনে রাখা সম্ভব:

১. বুঝে পড়ার চেষ্টা করুন

শুধু তোতা পাখির মতো মুখস্থ না করে শব্দগুলোর আক্ষরিক অর্থের সাথে ভাবার্থ মেলানোর চেষ্টা করুন। যেমন- 'ভিজে বিড়াল' দ্বারা 'কপটাচারী' বোঝানো হয় কারণ বিড়াল ভিজে গেলে তাকে খুব নিরীহ দেখায়। এভাবেবাগধারা ও অর্থমিলিয়ে পড়লে তা দীর্ঘস্থায়ী হয়।

২. বাক্য রচনা করুন

প্রতিটি বাগধারা দিয়ে একটি করে বাক্য তৈরি করুন। এতে মস্তিষ্কে শব্দটির ব্যবহার গেঁথে যাবে এবং পরীক্ষার হলে সহজেই মনে পড়বে।

৩. নিয়মিত অনুশীলন

একসাথে ৫০০টি বাগধারা মুখস্থ করার চেষ্টা না করে প্রতিদিন ১০-১৫টি করে পড়ুন এবং আগেরগুলো রিভিশন দিন।

Content Protection & Copyright

If you believe any content on our website infringes your rights, please contact us. We will review and take action promptly.

Post a Comment