কম্পিউটারের ইতিহাস: অ্যাবাকাস থেকে ইন্টিগ্রেটেড সার্কিট — এক দীর্ঘ প্রযুক্তিগত যাত্রা
আজকের আধুনিক কম্পিউটার—অসংখ্য কাজ করা, জটিল হিসাব মুহূর্তে সমাধান করা—এসব ক্ষমতা একদিনে তৈরি হয়নি। অ্যাবাকাসের মতো সাধারণ গণনার যন্ত্র থেকে শুরু করে চার্লস ব্যাবেজের ‘Analytical Engine’ এবং পরবর্তীতে ENIAC, UNIVAC, IC—এই যাত্রার প্রতিটি ধাপে প্রযুক্তির নতুন দরজা খুলেছে। এই ধারাবাহিক উন্নতি থেকেই আধুনিক কম্পিউটারের ভিত্তি গড়ে ওঠে।
কম্পিউটার প্রযুক্তির বিবর্তনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিচে সময় অনুযায়ী সাজানো হলো, যাতে পুরো অগ্রগতির পথটি পরিষ্কারভাবে বোঝা যায়।
কম্পিউটারের ইতিহাস (History of Computer)
প্রাচীন গণনা যন্ত্র থেকে ইলেকট্রনিক কম্পিউটার পর্যন্ত উল্লেখযোগ্য আবিষ্কারসমূহের সারাংশ নিচের সারণীতে দেয়া হলো:
| সময় | কম্পিউটার/যন্ত্র | বর্ণনা |
|---|---|---|
| ২০০০ খ্রিষ্টপূর্ব | Abacus | প্রথম গণনাকারী যন্ত্র; মিশর ও চীনে ব্যবহার হতো। |
| ১৬১৪ | Napier's Bones | জন নেপিয়ারের উদ্ভাবিত লগারিদমভিত্তিক গণনার দণ্ড। |
| ১৬৪২ | Pascalene | ব্লেইজ পাস্কেলের যান্ত্রিক ক্যালকুলেটর; গিয়ার ব্যবহৃত। |
| ১৬৭১ | Stepped Reckoner | লিবনিজের উন্নত ক্যালকুলেটর; গুণ-ভাগ করতে সক্ষম। |
| ১৮০১ | Punched Card | জেকার্ড বস্ত্রশিল্পে নকশা নিয়ন্ত্রণে ব্যবহার করেন। |
| ১৮৩৩ | Analytical Engine | চার্লস ব্যাবেজের নকশা; আধুনিক কম্পিউটারের ধারণা এতে ছিল। |
| ১৮৮৭ | Sensus Machine | ড. হলেরিথের তৈরি গণনা সহায়ক যন্ত্র। |
| ১৯৩৭ | ABC Computer | প্রথম বাইনারি ভিত্তিক ইলেকট্রনিক কম্পিউটার। |
| ১৯৪৪ | Mark-1 | IBM ও হাওয়ার্ড আইকেনের তৈরি প্রথম স্বয়ংক্রিয় গণনাযন্ত্র। |
| ১৯৪৬ | ENIAC | বিশ্বের প্রথম সফল ইলেকট্রনিক কম্পিউটার। |
| ১৯৫১ | UNIVAC-1 | প্রথম বাণিজ্যিক ডিজিটাল কম্পিউটার। |
এই ধারাবাহিক অগ্রগতির ফলেই আজকের সুপার কম্পিউটারের মতো শক্তিশালী প্রযুক্তির জন্ম হয়েছে।
গুরুত্বপূর্ণ আবিষ্কার ও যন্ত্রসমূহ
Abacus
ব্যাবিলন থেকে শুরু হওয়া অ্যাবাকাস মানবজাতির প্রথম গণনাযন্ত্র। যোগ, বিয়োগ, গুণ, ভাগ—সব ধরনের প্রাথমিক হিসাব করা যেত এতে। জাপানে এটি “সারোবান” নামে পরিচিত।
Napier's Bones
জন নেপিয়ার উদ্ভাবিত এই দণ্ডগুলোর সাহায্যে লগারিদমভিত্তিক জটিল গণনা সহজ হয়ে যায়। গুণ, ভাগ, বর্গমূল নির্ণয় এতে অনেক দ্রুত করা যেত।
Pascalene
পাস্কেলের তৈরি Pascalene ছিল প্রথম দিকের যান্ত্রিক ক্যালকুলেটর। ধাতব গিয়ার ও চাকার মাধ্যমে এটি স্বয়ংক্রিয়ভাবে যোগ-বিয়োগ করতে পারত।
Stepped Reckoner
গটফ্রাইড লিবনিজ নির্মিত এই যন্ত্রটি ছিল আরও উন্নত। এর সাহায্যে গুণ ও ভাগ—উভয় ধরনের হিসাব যান্ত্রিকভাবে করা যেত।
Punched Card
জোসেফ জেকার্ড প্রথম পাঞ্চকার্ড ব্যবহার করে বস্ত্রশিল্পের নকশা স্বয়ংক্রিয় করেন। পরবর্তীতে কম্পিউটারের ইনপুট সিস্টেমে এই প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
Analytical Engine
চার্লস ব্যাবেজের পরিকল্পিত Analytical Engine–এ আধুনিক কম্পিউটারের মূল কাঠামো—Arithmetic Unit, Memory, Control Unit এবং I/O সিস্টেম—সব ছিল। এ কারণে তাকেই আধুনিক কম্পিউটারের জনক বলা হয়।
প্রথম কম্পিউটার প্রোগ্রামার — অ্যাডা ল্যাভলেস
ব্যাবেজের ইঞ্জিনের জন্য অ্যালগরিদম লিখে অ্যাডা ল্যাভলেস ইতিহাসে প্রথম প্রোগ্রামার হিসেবে স্বীকৃতি পান।
ABC Computer
Atanasoff ও Clifford Berry নির্মিত ABC ছিল প্রথম ইলেকট্রনিক বাইনারি কম্পিউটার।
Mark-1
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের Mark-1 ছিল প্রথম স্বয়ংক্রিয় গণনাযন্ত্র; IBM-এর সহায়তায় তৈরি।
ENIAC-1
১৯৪৬ সালে তৈরি ENIAC-1 ছিল বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার।
EDSAC
EDSAC ছিল প্রথম Stored-Program Electronik কম্পিউটার—যা আধুনিক computing architecture-এর ভিত্তি।
UNIVAC-1
UNIVAC-1 ছিল প্রথম বাণিজ্যিকভাবে বাজারজাতকৃত ডিজিটাল কম্পিউটার।
আধুনিক প্রযুক্তির ভিত্তি: ট্রানজিস্টর ও IC
Transistor
১৯৪৮ সালে উদ্ভাবিত ট্রানজিস্টর কম্পিউটার প্রযুক্তিতে বিপ্লব ঘটায়। Semiconductor–ভিত্তিক এই যন্ত্রের ফলে কম্পিউটার ছোট, দ্রুত ও নির্ভরযোগ্য হয়ে ওঠে।
Integrated Circuit (IC)
১৯৫৮ সালে জ্যাক কিলবি Transistor, Resistor এবং Capacitor–কে একত্র করে IC তৈরি করেন। এটাই আধুনিক কম্পিউটার উন্নয়নের ভিত্তি।
ট্রানজিস্টর ও IC ভিত্তিক উল্লেখযোগ্য কম্পিউটার
- TX-0: প্রথম ট্রানজিস্টর ভিত্তিক কম্পিউটার।
- PDP-8 (1965): প্রথম মিনি-কম্পিউটার।
- B2500/B3500 (1968): প্রথম বাণিজ্যিক IC-ভিত্তিক সিস্টেম।
- IBM System 360: IC ব্যবহার করা অন্যতম সফল ডিজিটাল কম্পিউটার।
If you believe any content on our website infringes your rights, please contact us. We will review and take action promptly.