দাখিল পরীক্ষা ২০২৬: আকাইদ ও ফিকহ চুড়ান্ত সাজেশন ও মানবণ্টন

দাখিল পরীক্ষা ২০২৬: ইসলামের ইতিহাস টেস্ট পরীক্ষার পূর্ণাঙ্গ সাজেশন ও মানবণ্টন ১০০% কমন উপযোগী, আকাইদ ও ফিকহ চুড়ান্ত সাজেশন

দাখিল পরীক্ষা ২০২৬: আকাইদ ও ফিকহ চুড়ান্ত সাজেশন ও মানবণ্টন ১০০% কমন উপযোগী

দাখিল পরীক্ষা ২০২৬: আকাইদ ও ফিকহ চুড়ান্ত সাজেশন ও মানবণ্টন

আসসালামু আলাইকুম, সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুরা! দাখিল পরীক্ষার জন্য আকাইদ ও ফিকহ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের প্রস্তুতিকে আরও সহজ ও সুদৃঢ় করতে আমরা নিয়ে এসেছি একটি এক্সক্লুসিভ সাজেশন। এই পোস্টে মানবণ্টন, সৃজনশীল প্রশ্নের সাজেশন এবং ১৪৩টি গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের (MCQ) সঠিক উত্তরসহ সমাধান দেওয়া হয়েছে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর সবুজ রঙে মার্ক করা আছে। চলো, প্রস্তুতি শুরু করা যাক!

মানবণ্টন ও পরীক্ষার কাঠামো

আকাইদ ও ফিকহ
(১০০ নম্বর)
ক বিভাগ (MCQ)
৪০ নম্বর
খ বিভাগ (রচনামূলক)
৬০ নম্বর
বিভাগ বিবরণ মান
ক বিভাগ (বহুনির্বাচনি) আল আকাইদ (১২), আল ফিকহ (১২), আল আখলাক (৮), উসূলুল ফিকহ (৮) = মোট ৪০টি প্রশ্ন। ৪০টির উত্তর দিতে হবে। ৪০ × ১ = ৪০
খ বিভাগ (রচনামূলক) মোট ১১টি প্রশ্ন থাকবে। আকাইদ, ফিকহ, আখলাক, উসূল ও ইতিহাস অংশ থেকে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে। ১০ × ৬ = ৬০
মোট ১০০
👉 মোবাইলে সম্পূর্ণ টেবিলটি দেখতে ডানদিকে স্ক্রল করুন।

ক বিভাগ: বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (১৪৩টি)

নিচে অধ্যায়ভিত্তিক ১৪৩টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর দেওয়া হলো। সঠিক উত্তরটি সবুজ মার্ক করা হয়েছে।

আকাইদ অংশ

১. ঈমান মানে কী?
  • ক. আন্তরিক বিশ্বাস
  • খ. আন্তরিক মহব্বত
  • গ. আন্তরিক প্রমাণ
  • ঘ. আন্তরিক নির্যাস
২. কামিল মুরশিদ কে?
  • ক. কুরআন জানে
  • খ. তাকওয়ার সর্বোচ্চ মাকামে অবস্থানকারী
  • গ. উত্তম চরিত্রবান
  • ঘ. যে বিজ্ঞানী
৩. শরীয়তের দৃষ্টিতে নেফাক কত প্রকার?
  • ক. ৩ প্রকার
  • খ. ২ প্রকার
  • গ. ১ প্রকার
  • ঘ. ৪ প্রকার
৪. যে তাসাউফ অর্জন করল না সে কী?
  • ক. মুনাফিক
  • খ. যিন্দিক
  • গ. কাফের
  • ঘ. ফাসেক
৫. ইসলাম শব্দের আভিধানিক অর্থ কী?
  • ক. আত্মসমর্পণ করা
  • খ. শান্তি প্রতিষ্ঠা করা
  • গ. মানবতা প্রতিষ্ঠা করা
  • ঘ. সীমালঙ্ঘন না করা
৬. কারা জাহান্নামের সর্বনিম্নস্তরে থাকবে?
  • ক. ইহুদিরা
  • খ. কাফেরগণ
  • গ. ফাসেকরা
  • ঘ. মুনাফিকরা
৭. একজন নিরেট মুনাফিকের মধ্যে হাদিসের আলোকে কতটি বিষয় পাওয়া যায়?
  • ক. ২টি
  • খ. ৩টি
  • গ. ৪টি
  • ঘ. ৫টি
৮. মিথ্যা বলা কী ধরনের কাজ?
  • ক. ফাসেকী
  • খ. মুনাফেকী
  • গ. খারেজী
  • ঘ. মুশরেকী
৯. ইসলামের মূলভিত্তি কী?
  • ক. ঈমান
  • খ. ইহসান
  • গ. ইসলাম
  • ঘ. আকাইদ
১০. মুমিন জীবনে সর্বাধিক প্রয়োজনীয় বিষয় কী?
  • ক. সালাত সম্পর্কিত জ্ঞান
  • খ. বিশুদ্ধ আকিদা
  • গ. সাওম সম্পর্কিত জ্ঞান
  • ঘ. হজ্জ সংক্রান্ত জ্ঞান
১১. كفر -এর শাব্দিক অর্থ কী?
  • ক. মেনে নেওয়া
  • খ. উন্মুক্ত করা
  • গ. ঢেকে ফেলা
  • ঘ. প্রকাশ করা
১২. توحید-এর অর্থ?
  • ক. একত্ববাদ
  • খ. বিশ্বাস
  • গ. অংশীদার
১৩. আমি তোমাদের দ্বীন হিসেবে ইসলামকে মনোনীত করলাম- এটি কার কথা?
  • ক. আল্লাহর
  • খ. রাসূলুল্লাহ (স.)-এর
  • গ. সাহাবায়ে কেরামের
  • ঘ. জিবরাঈল (আ.)-এর
১৪. ইসলাম সকলের কীসের স্বাধীনতার কথা বলেছে?
  • ক. রাষ্ট্র পরিচালনার
  • খ. সমাজ পরিচালনার
  • গ. সমাজে বিশৃঙ্খলার
  • ঘ. ধর্মীয় স্বাধীনতার
১৫. তাযকিয়া মানে-
  • ক. অপবিত্র করা
  • খ. ভুল করা
  • গ. পবিত্র করা
  • ঘ. প্রবেশ করা
১৬. অসিলা কী?
  • ক. যার দ্বারা অন্যের নৈকট্য লাভ করা যায়
  • খ. যার দ্বারা আল্লাহর হুকুম পালিত হয়
  • গ. ইসলাম সমুন্নত হয়
  • ঘ. সুন্দর জীবন গঠন করা যায়
১৭. সকল ইবাদতের হকদার-
  • ক. আল্লাহ ও রাসূল
  • খ. একমাত্র আল্লাহ
  • গ. আল্লাহ ও তার রাসূলগণ
  • ঘ. আল্লাহ ও নবীগণ
১৮. কোনো পুণ্যের কাজ নিজের উপর অপরিহার্য করাকে বলা হয়-
  • ক. ইহসান
  • খ. ঈমান
  • গ. মানত
  • ঘ. তাকওয়া
১৯. ইবাদতের একমাত্র হকদার কে?
  • ক. আল্লাহ তাআলা
  • খ. রাসূল (স.)
  • গ. আল্লাহর অলী
  • ঘ. আল্লাহর বান্দা
২০. কোন নবীর পরে আল্লাহর পক্ষ থেকে আর কোনো নবী আসবে না?
  • ক. ঈসা (আ.)
  • খ. মুসা (আ.)
  • গ. মুহাম্মদ (স.)
  • ঘ. ইউসুফ (আ.)
২১. النذر শব্দের অর্থ কী?
  • ক. দান করা
  • খ. মানত করা
  • গ. আত্মসমর্পণ করা
  • ঘ. সদকা করা
২২. خاتم النبيين মানে-
  • ক. নবীর মোহর
  • খ. সর্বশেষ নবী
  • গ. সর্বশ্রেষ্ঠ নবী
  • ঘ. নবীর আদর্শ
২৩. নবীগণ কবরে কী করছেন?
  • ক. নামাজ পড়ছেন
  • খ. বিচরণ করছেন
  • গ. কুরআন পড়ছেন
  • ঘ. কান্নাকাটি করছেন
২৪. হযরত ঈসা (আ.) আগমন করে-
  • i. দাজ্জাল ধ্বংস করবেন
  • ii. উম্মতে মুহাম্মদির নেতৃত্ব দিবেন
  • iii. রাষ্ট্র পরিচালনা করবেন
  • ঘ. i, ii ও iii
২৫. আহলে বাইতের প্রতি মহববত রাখার হুকুম কী?
  • ক. সুন্নাত
  • খ. মুবাহ
  • গ. ওয়াজিব
  • ঘ. ফরজ
২৬. কতজন মিথ্যা নবুয়তের দাবিদার আসবে?
  • ক. ২৫ জন
  • খ. ২৮ জন
  • গ. ৩০ জন
  • ঘ. ৩২ জন
২৭. নবীগণ কবরে কী করছেন? (পুনরাবৃত্তি)
  • ক. কান্নাকাটি করছেন
  • খ. ঘুমাচ্ছেন
  • গ. বিচরণ করছেন
  • ঘ. নামাজ আদায় করছেন
২৮. কোন নবী খ্রিষ্টানদের ক্রুশ ভেঙে ফেলবেন?
  • ক. ঈসা (আ.)
  • খ. মুসা (আ.)
  • গ. ইউসুফ (আ.)
  • ঘ. ইবরাহীম (আ.)
২৯. তাওরাত নাযিল হয় কার উপর?
  • ক. হযরত আদম আলাইহিস সালাম
  • খ. হযরত নূহ আলাইহিস সালাম
  • গ. হযরত মুসা আলাইহিস সালাম
  • ঘ. হযরত ঈসা আলাইহিস সালাম
৩০. পূর্ণাঙ্গ সংবিধান কোনটি?
  • ক. তাওরাত
  • খ. যাবুর
  • গ. কুরআন
  • ঘ. ইঞ্জিল
৩১. কুরআন মানুষকে দেখায়?
  • ক. হেদায়েতের পথ
  • খ. ভুল পথ
  • গ. ধ্বংসের পথ
  • ঘ. বিপদের পথ
৩২. কোন আসমানি কিতাব বিকৃতি থেকে সুরক্ষিত?
  • ক. তাওরাত
  • খ. ইঞ্জিল
  • গ. কুরআন
  • ঘ. যাবুর
৩৩. البعث অর্থ কী?
  • ক. পুনর্গমন
  • খ. পুনঃপ্রচার
  • গ. পুনর্গঠন
  • ঘ. পুনরুত্থান
৩৪. আকিদার বিশুদ্ধতা দ্বারা কী হয়?
  • ক. আমল মাকবুল
  • খ. আমল সুন্দর
  • গ. সাওয়াব বৃদ্ধি
  • ঘ. সৌন্দর্য বৃদ্ধি
৩৫. উম্মতের অগ্নিপূজক কারা?
  • ক. আওয়ামী লীগ
  • খ. কাদেয়ানীরা
  • গ. খারেজী
  • ঘ. কাদারিয়া
৩৬. কিরামুন কাতিবুন কারা?
  • ক. দু'জন সম্মানিত মানুষ
  • খ. দু'জন সম্মানিত লেখক ফেরেশতা
  • গ. দু'জন সম্মানিত নেতা
  • ঘ. দু'জন সম্মানিত জান্নাতের ফেরেশতা
৩৭. تقدیر শব্দটি উৎকলিত-
  • ক. قدر থেকে
৩৮. তাকদীর কত প্রকার?
  • ক. দুই
  • খ. তিন
  • গ. চার
  • ঘ. পাঁচ
৩৯. কদর শব্দের অর্থ কী?
  • ক. হিসাব করা
  • খ. গণনা করা
  • গ. ওজন করা
  • ঘ. কোনো বস্তুর পরিমাণ নির্ধারণ করা

ফিকহ অংশ

৪০. ফিকহ শব্দের অর্থ কী?
  • ক. পড়া
  • খ. বোঝা
  • গ. রাখা
  • ঘ. ধরা
৪১. ইমামে আযম রহমাতুল্লাহি আলাইহির নাম কী?
  • ক. ইমরান
  • খ. গোফরান
  • গ. নোমান
  • ঘ. ইরফান
৪২. ইমাম শাফেয়ী (র.) কত সালে জন্ম গ্রহণ করেন?
  • ক. ১২০ হিজরীতে
  • খ. ১৩০ হিজরীতে
  • গ. ১৪০ হিজরীতে
  • ঘ. ১৫০ হিজরীতে
৪৩. ইমাম মালেক (র.)-এর মাযার কোথায়?
  • ক. মক্কা মোয়ায্যামায়
  • খ. ফিলিস্তিনে
  • গ. মদিনার জান্নাতুল বাকীতে
  • ঘ. ইরাকে
৪৪. ইমাম আবু হানিফা (রহ.)-এর জন্ম-
  • ক. ৫০ হিজরীতে
  • খ. ৬০ হিজরীতে
  • গ. ৭০ হিজরীতে
  • ঘ. ৮০ হিজরীতে
৪৫. الأئمة الأربعة বলতে কাদেরকে বুঝায়?
  • ক. আবু হানিফা, শাফেয়ী, মালেক, আহমদ বিন হাম্বল (র.)- কে
৪৬. كتاب الأثار কী ধরনের কিতাব?
  • ক. আকিদার কিতাব
  • খ. তাফসিরের কিতাব
  • গ. হাদিসের কিতাব
  • ঘ. ইতিহাসের কিতাব
৪৭. ইমাম আবু হানিফা (রহ.) কোথায় ইন্তেকাল করেন?
  • ক. যুদ্ধে
  • খ. কারাগারে
  • গ. গৃহে
  • ঘ. প্রাসাদে
৪৮. সর্বপ্রথম উসূলুল ফিকহ গ্রন্থ রচনা করেন কে?
  • ক. ইমাম আবু হানিফা (রহ.)
  • খ. ইমাম আবু ইউসুফ (রহ.)
  • গ. ইমাম মালেক (রহ.)
  • ঘ. ইমাম শাফেয়ী (রহ.)
৪৯. কুদূরীর লেখকের নাম কী?
  • ক. আবুল হুসাইন আহমাদ
  • খ. নোমান
  • গ. মুহাম্মদ
৫০. নিচের কোনটি অযুর ফরয?
  • ক. বিসমিল্লাহ বলে শুরু করা
  • খ. মুখমণ্ডল ধৌত করা
  • গ. গড়গড়াসহ কুলি করা
  • ঘ. নাকে পানি দেওয়া
৫১. জুমার নামাজের জন্য গোসল করার হুকুম কী?
  • ক. فرض
  • খ. واجب
  • গ. سنة
  • ঘ. مستحب
৫২. তায়াম্মুমের ফরয কয়টি?
  • ক. ২
  • খ. ৩
  • গ. ৪
  • ঘ. ৫
৫৩. গোসলে ফরয কয়টি?
  • ক. ২টি
  • খ. ৩টি
  • গ. ৪টি
  • ঘ. ৫টি
৫৪. نواقض الوضوء কয়টি?
  • ক. ৭টি
  • খ. ৮টি
  • গ. ৯টি
  • ঘ. ১০টি
৫৫. الطهارة শব্দের অর্থ কী?
  • ক. অপবিত্রতা
  • খ. পবিত্রতা
  • গ. অপরিচ্ছন্নতা
  • ঘ. পরিচ্ছন্নতা
৫৬. অযু করার সময় بسم الله বলার হুকুম কী?
  • ক. ফরয
  • খ. ওয়াজিব
  • গ. সুন্নাত
  • ঘ. মুস্তাহাব
৫৭. أوصاف الماء কী কী?
  • ক. রং, স্বাদ ও গন্ধ
৫৮. الْمَاءُ الْمُسْتَعْمَلُ কাকে বলে?
  • খ. যে পানি ব্যবহার করা হয়েছে
৫৯. سؤر الهرة -এর হুকুম কী?
  • গ. মাকরূহ
৬০. তায়াম্মুমে নিয়ত করা কী?
  • ক. ফরয
৬১. صعيد শব্দের অর্থ কী?
  • খ. মাটি
৬২. أقل الحيض -এর সীমা কত?
  • গ. তিন দিন তিন রাত
৬৩. নেফাসের সর্বোচ্চ সময়সীমা কতদিন?
  • গ. ৪০ দিন
৬৪. نجاسة শব্দের অর্থ কী?
  • খ. অপবিত্রতা
৬৫. পাঁচ ওয়াক্ত নামাজে আযান দেওয়ার হুকুম কী?
  • গ. سنة
৬৬. জামায়াতের সাথে নামাজ আদায়ের হুকুম কী?
  • খ. واجب (সুন্নাতে মুয়াক্কাদা/ওয়াজিব)
৬৭. ইমামতির জন্য সর্বোত্তম সে ব্যক্তি, যে-
  • ক. সুন্নাহর ব্যাপারে অধিক জ্ঞাত
৬৮. صلاة শব্দের অর্থ কী?
  • ক. দোয়া, ক্ষমা চাওয়া, রহমত ও দরূদ
৬৯. সালাতের ওয়জিব কয়টি?
  • গ. ১৪টি
৭০. شفق শব্দের অর্থ কী?
  • ক. পশ্চিম দিগন্তের লালিমা
৭১. أركان الصلاة কয়টি?
  • খ. ৭টি
৭২. কোন صلاة -এর دعاء القنوت পড়তে হয়?
  • ঘ. বিতর সালাতে
৭৩. صاحب الترتيب কাকে বলে?
  • খ. যার পাঁচ ওয়াক্তের বেশি সালাত কাযা হয়নি
৭৪. سجدة السهو কখন দিতে হয়?
  • ক. সালাতে কোনো ওয়াজিব ছুটে গেলে
৭৫. ঈদের নামাজের শরয়ী হুকুম কী?
  • খ. ওয়াজিব
৭৬. ঈদের নামাজের তাকবীর কয়টি?
  • খ. ৬টি
৭৭. صدقة الفطر কখন আদায় করা মুস্তাহাব?
  • ঘ. ঈদের দিন ফজর সালাতের পূর্বে
৭৮. تراویح শব্দের অর্থ কী?
  • খ. প্রশান্তি লাভ করা
৭৯. مرئث কাকে বলে?
  • খ. যুদ্ধাহত হয়ে চিকিৎসান্তে মৃতব্যক্তি
৮০. নিচের কোনটি হজ্জের ফরয?
  • ক. আরাফার অবস্থান
৮১. যিলহজ্জ মাসের কত তারিখকে يوم التروية বলে?
  • খ. ৮
৮২. বছরের কয়দিন ওমরাহ করা মাকরূহ?
  • ঘ. ৫
৮৩. حج শব্দের অর্থ কী?
  • ক. ইচ্ছা করা
৮৪. حج কত প্রকার?
  • খ. ৩টি
৮৫. حج -এর মীকাত কয়টি?
  • ক. ৫টি
৮৬. حج -এর রোকন কয়টি?
  • ক. ২টি
৮৭. طواف -এর চক্কর কয়টি?
  • ঘ. ৭টি
৮৮. حج -এর فرض কয়টি?
  • ক. ৩টি
৮৯. عمرة-এর ফরয কয়টি?
  • ক. ২টি
৯০. হজ্জের মাসগুলো কী কী?
  • ঘ. শাওয়াল, যিলকদ, যিলহজ
৯১. عمرة-এর ফরয কী কী?
  • ক. তাওয়াফ করা, ইহরাম বাঁধা
৯২. إحصار শব্দের অর্থ কী?
  • খ. বাধাপ্রাপ্ত হওয়া

আখলাক অংশ

৯৩. حسن المعاملة শব্দের অর্থ কী?
  • গ. সদ্ব্যবহার
৯৪. মানুষের জীবনে শ্রেষ্ঠ সম্পদ কী?
  • ঘ. সদ্ব্যবহার
৯৫. মুনাফিকের আলামত কয়টি?
  • ক. ৪টি (বা ৩টি)
৯৬. ওয়াদা ভঙ্গকার কাদের অন্তর্ভুক্ত?
  • ঘ. মুনাফিকদের
৯৭. عيادة المريض অর্থ কী?
  • গ. রোগীর সেবা
৯৮. الصدق শব্দের অর্থ কী?
  • খ. সততা
৯৯. أمين শব্দের অর্থ কী?
  • ঘ. বিশ্বস্ত
১০০. একবার দরূদ শরীফ পড়লে কয়টি রহমত পাওয়া যায়?
  • খ. ১০টি
১০১. النفل শব্দের অর্থ কী?
  • ক. অতিরিক্ত
১০২. তওবা অর্থ কী?
  • গ. প্রত্যাবর্তন করা
১০৩. সর্বোত্তম ইবাদত কী?
  • খ. আল্লাহর যিকর
১০৪. كبائر কী?
  • ক. এমন গুনাহ যা পূর্ণ হারাম
১০৫. কবীরা গুনাহসমূহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ কোনটি?
  • ঘ. শিরক করা
১০৬. كبيرة-এর শাব্দিক অর্থ কী?
  • ক. বড়
১০৭. কবীরা গুনাহের পরিণতি-
  • ক. জাহান্নাম
১০৮. শিরক শব্দের অর্থ কী?
  • ঘ. অংশীদার সাব্যস্ত করা
১০৯. عقوق শব্দের অর্থ কী?
  • খ. অবাধ্যতা
১১০. خمر অর্থ কী?
  • ক. মদ
১১১. তাকদীর পরিবর্তন হয় কিসের মাধ্যমে?
  • গ. দোয়ার
১১২. الدعاء অর্থ কী?
  • ক. প্রার্থনা
১১৩. আল্লাহ তাআলা কোন আমল খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন?
  • ঘ. দোআ
১১৪. ইবাদতের মগজ কী?
  • খ. দোয়া
১১৫. মুমিনের সম্বল কী?
  • ঘ. দোআ
১১৬. দোআর সময় কী করণীয়?
  • ঘ. উপরের সবগুলো

উসূলুল ফিক্‌হ অংশ

১১৭. উসূলে ফিকহের উৎস কয়টি?
  • গ. ৪টি
১১৮. উসূল (أصول) শব্দের ব্যবহারিক অর্থ কয়টি?
  • গ. ৩টি
১১৯. উসূলুশ শাশীর লেখকের জন্মস্থান কোথায়?
  • ঘ. মধ্য এশিয়ায়
১২০. উসূলুল ফিকহের প্রতিষ্ঠাতা কে?
  • গ. ইমাম শাফেয়ী (র.)
১২১. أصول মানে কী?
  • গ. যার উপর অন্য কিছুর ভিত্তি হয়
১২২. الفقه শব্দের অর্থ কী?
  • খ. বোঝা
১২৩. উসূলুল ফিকহের উদ্দেশ্য কী?
  • ঘ. সঠিক আমলের মাধ্যমে ইহ ও পরকালীন জীবনে সৌভাগ্য লাভ করা
১২৪. 'আল-উম্ম' গ্রন্থের রচয়িতা কে?
  • খ. ইমাম শাফেয়ী (রহ.)
১২৫. أصول الفقه-এর উৎস কী কী?
  • ক. কুরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস
১২৬. কুরআন ও হাদিসের পরেই দলীল হলো-
  • ক. ইজমা
১২৭. خاص কত প্রকার?
  • খ. ৩ প্রকার
১২৮. عام কত প্রকার?
  • খ. ৩ প্রকার
১২৯. عام শব্দের অর্থ কী?
  • ঘ. ব্যাপক
১৩০. مجاز অর্থ কী?
  • ক. রূপক অর্থ জ্ঞাপক
১৩১. صاع -এর পরিমাণ কী?
  • খ. ৩.৫০ কেজি
১৩২. حقيقة অর্থ কী?
  • ঘ. প্রকৃত
১৩৩. أمر শব্দের অর্থ কী?
  • গ. আদেশ করা
১৩৪. اجتهاد অর্থ কী?
  • ক. চেষ্টা বা গবেষণা করা
১৩৫. مطلق অর্থ কী?
  • গ. শর্তহীন
১৩৬. ظهار করলে স্ত্রী স্বামীর জন্য কী হয়?
  • ঘ. সাময়িক হারাম
১৩৭. قروء শব্দের অর্থ কী?
  • ঘ. হায়েয ও তুহুর
১৩৮. مشترك শব্দের অর্থ কী?
  • ঘ. একাধিক স্বতন্ত্র বস্তু ধারণকারী
১৩৯. حقيقة কত প্রকার?
  • খ. ৩ প্রকার
১৪০. نص কত প্রকার?
  • খ. ৪ প্রকার
১৪১. مأمور به কাকে বলে?
  • ক. আমর দ্বারা সাব্যস্ত বিষয়কে
১৪২. نهي কত প্রকার?
  • ক. ২ প্রকার
১৪৩. إنسان শব্দটি خاص-এর কোন প্রকারের উদাহরণ?
  • খ. تخصيص النوع

খ বিভাগ: রচনামূলক প্রশ্ন

মোট ১১টি প্রশ্ন থাকবে; ৬টি প্রশ্নের উত্তর লিখতে হবে।

আকাইদ অংশ

  • ১। عقائد এর সংজ্ঞা দাও। আকিদার প্রয়োজনীয়তা বর্ণনা কর।
  • ২। কুরআন ও সুন্নাহর আলোকে إيمان এর পরিচয় দাও। المؤمن الكامل এর জন্য কী কী গুণাবলি অপরিহার্য বর্ণনা কর।
  • ৩। کفر বলতে কী বুঝ? উহা কত প্রকার ও কী কী? বিস্তারিত বর্ণনা কর।
  • ৪। معجزة কাকে বলে? গুরুত্বপূর্ণ নবী রাসূলগণের উল্লেখযোগ্য পাঁচটি মু'জিযা সম্পর্কে বর্ণনা কর। মুহাম্মদ (স.)-এর উপর অবতীর্ণ চিরস্থায়ী মু'জিযা কোনটি? বুঝিয়ে লিখ।

ফিকহ অংশ

  • ১। ফিকহ কাকে বলে? ফিকহের আলোচ্য বিষয় কী? এর প্রয়োজনীয়তা কী? বিস্তারিত আলোচনা কর।
  • ২। طهارة শব্দের অর্থ কী? نواقض الوضوء কয়টি ও কী কী? কোন পানি দ্বারা طهارة হাসিল জায়েয এবং কোন পানি দ্বারা জায়েয নয়? লেখ।
  • ৩। الماء المستعمل, الماء الدائم الماء الجاري-এর সংজ্ঞা দাও। এগুলোর হুকুমসহ বর্ণনা কর।
  • ৪। سؤر কাকে বলে? তা কত প্রকার ও কী কী? বিস্তারিত আলোচনা কর।
  • ৫। صلوة এর অর্থ কী? صلاة -এর শর্ত, রোকন ও ওয়াক্ত বর্ণনা কর।
  • ৬। জামাআতে নামাজের হুকুম বর্ণনা কর। ইমামতির জন্য অধিক যোগ্য ব্যক্তি কে? আলোচনা কর।
  • ৭। মুসাফির কাকে বলে? কসর পড়ার জন্য সফরের দূরত্ব, সময়সীমা এবং صلاة القصر এর হুকুম বর্ণনা কর।
  • ৮। حج -এর ফরয ও ওয়াজিবগুলো কী কী? বর্ণনা কর।

আখলাক অংশ

  • ১। حسن المعاملة বলতে কী বুঝ? حسن المعاملة-এর গুরুত্ব আলোচনা কর।
  • ২। توبة এর পরিচয় দাও। এর পদ্ধতি ও ফযিলত বর্ণনা কর।
  • ৩। কবীরা গুনাহের পরিচয় দাও। কবীরা গুনাহের পরিণতি বর্ণনা কর।

উসূলুল ফিকহ ও ইতিহাস অংশ

  • ১। خاص কাকে বলে? উহা কত প্রকার ও কী কী? উদাহরণসহ আলোচনা কর।
  • ২। المطلقالمقيد কাকে বলে? উদাহরণসহ আলোচনা কর।
  • ৩। حقيقةمجاز কাকে বলে? উহাদের প্রকারভেদ উদাহরণসহ বর্ণনা কর।
  • ৪। نصّ কাকে বলে? نص কত প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা উদাহরণসহ আলোচনা কর।
  • ৫। কুদুরী গ্রন্থপ্রণেতার জীবনী ও কুদূরী গ্রন্থের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
  • ৬। علم الفقه-এর গুরুত্ব এবং উহার বিকাশ সম্পর্কে যা জান লেখ।
  • ৭। أَصْوْلُ الْفِقْهِ এর সংজ্ঞা দাও। أصول الفقه-এর আলোচ্য বিষয় ও প্রয়োজনীয়তা বর্ণনা কর।
  • ৮। উসূলুশ শাশী গ্রন্থকারের জীবনী ও তার গ্রন্থের বৈশিষ্ট্য লিখ?
  • ৯। أصول الفقه-এর উৎস ও গুরুত্ব সম্পর্কে আলোচনা কর।
বিংদ্র: সাজেশনটি তৈরি করেছেন AT-TADREES ONLINE MADRASAH
Content Protection & Copyright

If you believe any content on our website infringes your rights, please contact us. We will review and take action promptly.

Post a Comment