দাখিল পরীক্ষা ২০২৬: ইসলামের ইতিহাস টেস্ট পরীক্ষার পূর্ণাঙ্গ সাজেশন ও মানবণ্টন ১০০% কমন উপযোগী

আসসালামু আলাইকুম, সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুরা! ইসলামের ইতিহাস বিষয়টি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির শিকড়। আসন্ন টেস্ট পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতিকে আরও শাণিত ও গোছালো করতে আমরা নিয়ে এসেছি একটি এক্সক্লুসিভ সাজেশন। এই পোস্টে মানবণ্টন, অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন, সৃজনশীল উদ্দীপক এবং সংক্ষিপ্ত প্রশ্নের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা দেওয়া হয়েছে। যা তোমাদের পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার নিয়ে আসতে সহায়ক ভুমিকা পালন করবে।
মানবণ্টন ও পরীক্ষার কাঠামো
পরীক্ষার মোট নম্বর ১০০। প্রশ্নপত্র তিনটি প্রধান বিভাগে বিভক্ত থাকবে।
(১০০ নম্বর)
৩০ নম্বর
৫০ নম্বর
২০ নম্বর
| বিভাগ | বিবরণ | মান |
|---|---|---|
| বহুনির্বাচনি প্রশ্ন | ৩০টি প্রশ্ন থাকবে, ৩০টিরই উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১। | ৩০ × ১ = ৩০ |
| সৃজনশীল প্রশ্ন | 'ক', 'খ', 'গ' ও 'ঘ' বিভাগ থেকে মোট ৮টি প্রশ্ন থাকবে। প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম ১টি করে মোট ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। | ১০ × ৫ = ৫০ |
| সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন | ১৫টি প্রশ্ন থাকবে, যে কোনো ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ২। | ২ × ১০ = ২০ |
| সর্বমোট | ১০০ | |
ক বিভাগ: বহুনির্বাচনি প্রশ্ন
৩০টি প্রশ্ন থাকবে, ৩০টিরই উত্তর দিতে হবে। মূল বইয়ের প্রতি অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্নগুলো পরিপূর্ণ শেষ করতে হবে।
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও:
"সবার সুখে হাসব আমি, কাঁদব সবার দুঃখে,
নিজের খাবার বিলিয়ে দিব, অনাহারীর মুখে"
নিচের কোনটি সঠিক? ক. i, খ. ii, গ. ii ও iii, ঘ. i, ii ও iii
নিচের কোনটি সঠিক? ক. i ও ii, খ. i ও iii, গ. ii ও iii, ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও:
পাহারপুর গ্রামের কয়েকজন যুবক চুরি, ডাকাতি ও বিভিন্ন অপরাধ মূলক কাজে লিপ্ত হলে এলাকাবাসী তাদেরকে পুলিশে দিতে উদ্যত হয়। এমতাবস্থায় এলাকার জনপ্রিয় চেয়ারম্যান একটি পরিত্যক্ত সেতু পুনঃনির্মাণের শর্তে তাদেরকে ছেড়ে দেয়।
নিচের কোনটি সঠিক? ক. i ও ii, খ. ii ও iii, গ. i ও iii, ঘ. i, ii ও iii
নিচের কোনটি সঠিক? ক. i ও ii, খ. i ও iii, গ. ii ও iii, ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৩৪ ও ৩৫নং প্রশ্নের উত্তর দাও:
সুজাতপুর জামে মসজিদের ইমাম সাহেব জুমার খুতবার আলোচনায় একদিন বলেন, বংশ মর্যাদার অহমিকা মানুষকে বড় করে না। পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবতার সেবাই মুসলমানদের সম্মান বৃদ্ধি করে।
নিচের কোনটি সঠিক? ক. i ও ii, খ. iii, গ. i ও iii, ঘ. i, ii ও iii
নিচের কোনটি সঠিক? ক. i ও ii, খ. i ও iii, গ. ii ও iii, ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪৪ ও ৪৫নং প্রশ্নের উত্তর দাও:
সফল শাসক হিসেবে হারুন তাঁর সাম্রাজ্যকে নিরাপদ রাখার জন্য এবং একে সমৃদ্ধ ও সৌন্দর্যমন্ডিত করার জন্য বার বার পার্শ্ববর্তী অঞ্চল আক্রমণ করেন এবং প্রতিবারই বিজয় অর্জন করে ধনসম্পদ আহরণ করেন।
নিচের কোনটি সঠিক? ক. i, খ. ii, গ. iii, ঘ. i ও iii
৫১. 'ক' রাজ্যের রাজার মৃত্যুর পর তার পুত্র হাবিব-উদ-দৌলা পিতার আসনে সমাসীন হন। অর্থনৈতিক সংকট দেখা দিলে তিনি আশে-পাশের অঞ্চলে নজর দেন। অবশেষে পূর্বাঞ্চলে কয়েকবার হানা দিয়ে অনেক মূল্যবান সামগ্রী ও নগদ অর্থ নিয়ে নিজ এলাকায় ফিরে আসেন। হাবিব উদ দৌলা ভারতের কোন মুসলিম শাসকের আদর্শ অনুসরণ করেন?
উদ্দীপকটি পড়ে ৫৩ ও ৫৪নং প্রশ্নের উত্তর দাও:
তওসিফ রেজা লেখা-পড়া শেষ করে গ্রামে এসে নিজস্ব পুকুরে মাছ চাষ শুরু করেন। প্রথম বছর এতে প্রচুর লোকসান হয়। এ পরিস্থিতিতে তিনি মনোবল না হারিয়ে পূর্ণ উদ্যমে মাছের চাষ চালিয়ে যান। ফলে পরবর্তীতে তার পুকুরে সাফল্যজনকহারে মাছের উৎপাদন বৃদ্ধি পায় এবং তিনি অনেক লাভবান হন।
নিচের কোনটি সঠিক? ক. i ও ii, খ. i ও iii, গ. ii ও iii, ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৫৬ ও ৫৭নং প্রশ্নের উত্তর দাও:
ইউপি চেয়ারম্যান হোসাইন সাহেবের এলাকায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত কিছু লোক আশ্রয় নেয়। চেয়ারম্যান সাহেব নিজের ব্যক্তিগত অর্থ খরচ করে ক্ষতিগ্রস্ত লোকগুলোর জন্য টিউবওয়েল স্থাপন করলে পানীয় জলের অভাব দূর হয়। এর কিছুদিন পর ইউনিয়নের একদল লোক বলতে শুরু করে চেয়ারম্যান সাহেব ইউনিয়ন পরিষদের অর্থ আত্মসাৎ করেছেন।
নিচের কোনটি সঠিক? ক. i ও ii, খ. ii ও iii, গ. i ও iii, ঘ. i, ii ও iii
সৃজনশীল প্রশ্ন
প্রতিটি বিভাগ থেকে ১টি করে মোট ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। মান: ১০ × ৫ = ৫০।
'ক' বিভাগ (১ম অধ্যায়)
১। প্রাচীনকাল থেকেই বাংলা ছিল খাদ্যসমৃদ্ধ অঞ্চল। অনেকেই বাঙালিদের তাই 'মাছে ভাতে বাঙালি' আবার কেউ কেউ 'দুধে ভাতে বাঙালি' বলত। কারণ বাঙালির ছিল গোয়ালভরা গরু আর পুকুর ভরা মাছ। তাই মাছ আর দুধের কোনো অভাব হতো না। আর হাজার বছর ধরে বাঙালির কাছে এ দুটি খাদ্য বাঙালির ভীষণ প্রিয়।
- ক) আরবের অধিবাসীদের কয় শ্রেণিতে ভাগ করা যায়?
- খ) আরবের প্রাণিজ সম্পদের বর্ণনা দাও।
- গ) উদ্দীপকে উল্লিখিত দ্রব্যগুলো প্রাচীন আরবের কোন দুটি দ্রব্যের সাথে সাদৃশ্যপূর্ণ? -বর্ণনা কর।
- ঘ) উদ্দীপকের আলোকে প্রাচীন আরবের ফসলাদি ও প্রাকৃতিক সম্পদসমূহের বর্ণনা দাও।
২। চাঁপাইনবাবগঞ্জ এলাকায় ব্যাপক আম উৎপাদন হয়। সুস্বাদু ও অর্থকরী ফল হিসাবে আম সকলের নিকট জনপ্রিয়। অতিথি আসলে সেখানকার লোকেরা আম দিয়ে আপ্যায়ন করে। আমের বাকল গরু-ছাগলকে খাওয়ায়। আমের চারাকে বড় করার জন্য তারা ব্যাপক যত্ন নেয়। সেখানকার আম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হয়। অপরদিকে বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের বিভিন্ন দ্বীপে কিছুকিছু মানুষ মহিষ পালন করে লাভবান হচ্ছে। কেননা মহিষ দিয়ে তারা হাল চাষ ও মালামাল পরিবহন করে। মহিষের দুধ পান করার পাশাপাশি তা দিয়ে বিভিন্ন ধরনের মিষ্টান্ন দ্রব্য তৈরি করা হয়। মহিষের গোশত নিজেরা খায়। আবার বাহিরে রপ্তানি করে। তাই মহিষ অত্যন্ত উপকারী প্রাণী।
- ক) ভৌগোলিক পরিচিতির দিক হতে আরবকে কয়ভাগে ভাগ করা হয়?
- খ) মক্কা নগরীকে উম্মুল কুরা বলা হয় কেন? ব্যাখ্যা কর।
- গ) উদ্দীপকের আমকে আরবের কোন ফলের সাথে সাদৃশ্যপূর্ণ মনে করা হয়? ব্যাখ্যা কর।
- ঘ) উদ্দীপকের মহিষের সাথে সাদৃশ্যপূর্ণ আরবের প্রাণীটির ব্যাপক অর্থনৈতিক অবদান বিশ্লেষণ কর।
৩। ঘটনা-১: মেধাবি ছাত্র ইমরান বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে নিজ গ্রামে এসে শিক্ষকতা শুরু করেন। গ্রামের অবহেলিত জনপদকে উন্নত করার লক্ষ্যে তিনি এলাকার যুবকদেরকে উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করার পরামর্শ দেন। কিন্তু এলাকার কতিপয় মাদকসেবী বিপথগামী যুবক তাঁর বিরুদ্ধাচরণ করে তাঁকে কোনঠাসা করে রাখে। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাঁকে হত্যার হুমকি দেয়। এ প্রেক্ষিতে তিনি দীর্ঘদিন আপন ঘর থেকে বের হতে পারেননি। এক পর্যায়ে শত্রুরা তাদের ভুল বুঝতে পেরে ইমরানকে বন্দি দশা থেকে মুক্তি দেয়।
ঘটনা-২: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এনামুল সাহেবের পিতা ইন্তিকাল করেন। কিছুদিন পর সড়ক দুর্ঘটনায় তার স্ত্রীও মারা যান। পর পর দু'টি ঘটনায় তিনি শোকে মুহ্যমান হয়ে পড়েন। বিপদে-আপদে তার পিতা ও স্ত্রী ছায়ার মত তার পাশে থাকতেন। তাদের চিত্রবিদায়ে তিনি ভেঙে পড়েন।
- ক) আস-সাবাউল মুয়াল্লাকাত কী?
- খ) কুরআন নাযিলের পদ্ধতি ব্যাখ্যা কর।
- গ) ঘটনা-১ এ মেধাবী ছাত্র ইমরানের পরিস্থিতি মহানবি (স.) এর মক্কা জীবনের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
- ঘ) ঘটনা-২ এর এনামুলের সাথে মহানবি (স.) এর অত্যন্ত আপনজন আবু তালিব ও খাদিজা (রা.) এর ইন্তিকালের পরবর্তী অবস্থার মাঝে তুমি কী মিল খুঁজে পাও? মন্তব্য কর।
'খ' বিভাগ (২য় অধ্যায়)
১। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। নিরস্ত্র মুক্তিযোদ্ধারা সংখ্যায় শক্তিশালী পাকিস্তানী হানাদার বাহিনী অপেক্ষা নগণ্য হলেও তাদের মনোবল ছিল অদম্য এবং শক্তি ও বিশ্বাস ছিল অটুট। মুক্তিযোদ্ধারা ছিলেন অকুতোভয় ও মৃত্যুঞ্জয়ী। পাকিস্তানীদের দোসর কতিপয় বিশ্বাসঘাতক ও দেশদ্রোহীর রক্তচক্ষু ও ষড়যন্ত্র উপেক্ষা করে বাংলার সূর্যসন্তানরা দীর্ঘ নয়মাস মরণপণ লড়াই চালিয়ে স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনে। পাকিস্তানীদের বিরুদ্ধে সর্বপ্রথম সম্মুখ যুদ্ধের এ বিজয় বাঙালিদের উৎফুল্ল করে তোলে।
- ক) মদীনায় বসবাসরত ইহুদীগণ কয়টি শাখায় বিভক্ত ছিল?
- খ) মুনাফিকরা কেন মহানবি (স.) এর বিরোধিতা করেছিল? ব্যাখ্যা কর।
- গ) উদ্দীপকের অকুতোভয় ও মৃত্যুঞ্জয়ী মুক্তিযোদ্ধাদের যুদ্ধে শুক্র মোকাবেলার সাথে ইসলামের কোন যুদ্ধের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
- ঘ) মুক্তিযুদ্ধ চলাকালীন বিশ্বাসঘাতক ও দেশদ্রোহীদের মাঝে তুমি কি উক্ত যুদ্ধে আবদুল্লাহ ইবনে উবাই ও ইহুদীদের ভূমিকার মিল খুঁজে পাও? আলোকপাত কর।
২। বয়রাট ও মাজাইল নামক দুটি গ্রামের মধ্যে দীর্ঘদিন আদর্শিক দ্বন্দ্ব চলে আসছিল। এ দ্বন্দ্ব এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। বয়রাট গ্রামের লোকসংখ্যা ও অস্ত্রশস্ত্র বেশি থাকা সত্ত্বেও অল্প লোকসংখ্যা ও স্বল্প ভোতা অস্ত্রের অধিকারী মাজাইল গ্রাম সংঘর্ষে জয়লাভ করে। উক্ত যুদ্ধের কয়েক বছর পর বয়রাট গ্রাম পার্শ্ববর্তী কয়েক গ্রামের সমন্বয়ে সম্মিলিত বাহিনী গঠন করে মাজাইল গ্রামে হামলা চালায়। ফলে উভয় গ্রামের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সংঘর্ষে মাজাইল গ্রাম নতুন কৌশল অবলম্বন করে বয়রাট গ্রামকে পরাস্ত করে। ফলে অল্প সময়ের মধ্যে মাজাইল গ্রামের প্রভাব পার্শ্ববর্তী গ্রামগুলোতে ছড়িয়ে পড়ে।
- ক) মুহাম্মদ (স) কত খ্রিষ্টাব্দে মদিনায় হিযরত করেন?
- খ) কোন যুদ্ধ মুসলমানদের জন্য ঈমান ও ধৈর্যের অগ্নি পরীক্ষা ছিল? ব্যাখ্যা কর।
- গ) উদ্দীপকের বয়রাট ও মাজাইল গ্রামের ১ম সংঘর্থ ইসলামের কোন যুদ্ধের অনুরূপঃ ব্যাখ্যা কর।
- ঘ) উদ্দীপকের সম্মিলিত বাহিনীকে পরাস্ত করা ইসলামের যে যুদ্ধকে ইঙ্গিত করে তা চিহ্নিতপূর্বক ফলাফল বিশ্লেষণ কর।
৩। রফিক সাহের একটি রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। তিনি নিজ এলাকায় তাঁর রাজনৈতিক মতবাদ প্রতিষ্ঠা করতে না পেরে পার্শ্ববর্তী মেহেরপুর গ্রামে তাঁর অনুসারীদের দিয়ে বসতি স্থাপন করেন। মেহেরপুরে কোনো রাজনৈতিক দলের একক কর্তৃত্ব না থাকায় রাজনৈতিক কর্মসূচি নিয়ে প্রায়ই একে অপরের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়তো। এই অবস্থায় রফিক সাহেব সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে একত্রিত করে আলাপ-আলোচনার ভিত্তিতে একটি চুক্তিনামা তৈরি করেন। উক্ত চুক্তিনামার মাধ্যমে মেহেরপুরে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসে।
- ক) মুহাজির কারা?
- খ) হিজরতের প্রাকৃতিক কারণ বর্ণনা কর।
- গ) রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ নিরসনে রফিক সাহেব মহানবি (স.)-এর কোন আদর্শ অনুসরণ করেছেন? ব্যাখ্যা কর।
- ঘ) উক্ত চুক্তিনামার ফলাফল পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
৪। সুচিন্তানগর আবাসিক এলাকার বাসিন্দারা বাসাবাড়ির নিরাপতার জন্য ১০ জন প্রহরী নিয়োগ দেয়। প্রহরী দলের প্রধান তাদের প্রত্যেককে নির্দিষ্ট জায়গায় দায়িত্ব পালনের নির্দেশ দেন। একরাতে পার্শ্ববর্তী বাজারে গানের আসর চলছে শুনে প্রহরীরা পাহারার দায়িত্ব বাদ দিয়ে গানের আসরে চলে যায়। এর মধ্যে সুযোগ পেয়ে ডাকাতদল এলাকায় হানা দেয়। ফলে জানমালের ব্যাপক ক্ষতি হয়। পরবর্তীতে প্রহরীরা প্রতিজ্ঞা করে ভবিষ্যতে আর কখনো দায়িত্বে অবহেলা করবে না।
- ক) আব্দুল্লাহ বিন উবাই কোন বংশের লোক?
- খ) বদর যুদ্ধের অর্থনৈতিক কারণ কী ছিল? ব্যাখ্যা কর।
- গ) উদ্দীপকে বর্ণিত ঘটনাটি ইসলামের মের কোন কোন যুদ্ধের যুদ্ধের সাথে সাথে সাদৃশ্যপূর্ণ? সাদৃশ্যপূর্ণ? বর্ণনা বর্ণনা দাও।
- ঘ) ইসলামের ইতিহাসে উক্ত যুদ্ধের ফলাফল ছিল অত্যন্ত সুদূরপ্রসারী-বিশ্লেষণ কর।
'গ' বিভাগ (৩য় অধ্যায়)
১। সামি ও সামান্তা ইসলামের খোলাফায়ে রাশেদীনের শাসনব্যবস্থা নিয়ে আলোচনা করছিল। সামি বলল, খলিফাগণ ছিলেন নির্বাচিত প্রতিনিধি। সামান্তা বলল, তাহলে তারা কি বর্তমানের ন্যায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধি ছিলেন? উত্তরে সামি বলল, বর্তমানের পদ্ধতি অনুযায়ী নির্বাচিত না হলেও তারা বিভিন্ন বৈশিষ্ট্য ও জনমতের ভিত্তিতে নির্বাচিত হতেন এবং তাদের শাসনামল ছিল সুশাসনের উজ্জ্বলতম দৃষ্টান্ত।
- ক) খলিফা কাকে বলে?
- খ) হযরত মুহাম্মদ (স.) খিলাফতের নীতি অনুসরণের নির্দেশ দিয়েছিলেন কেন?
- গ) সামির মতে, খলিফারা ছিলেন নির্বাচিত প্রতিনিধি” কীভাবে? ইসলামের যেকোনো একজন খলিফার নির্বাচন পদ্ধতি উল্লেখ কর।
- ঘ) "খোলাফায়ে রাশেদীনের শাসনামল ছিল সুশাসনের উজ্জ্বলতম দৃষ্টান্ত-বিশ্লেষণ কর।
২। সাওরাইল ইউনিয়নের চেয়ারম্যান নোমান সাহেবের মৃত্যুর পর ফারহান সাহেব চেয়ারম্যান নিযুক্ত হন। ফারহান সাহেব চেয়ারম্যান নিযুক্ত হয়ে অনেক সমস্যা ও বাধা-বিপত্তির সম্মুখীন হন। এ সময় কিছু ভণ্ডপীর ও ইউনিয়নের কর দিতে অস্বীকারকারীগণ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটান। কিন্তু চেয়ারম্যান সাহেব অত্যন্ত সাহস ও দৃঢ়তার সাথে এ পরিস্থিতি মোকাবিলা করেন। এ জন্য তাঁকে বিশেষ উপাধিতে ভূষিত করা হয়।
- ক) 'রিদ্দা' শব্দের অর্থ কী?
- খ) মজলিস উস-শূরা বলতে কী বুঝায়?
- গ) উদ্দীপকে উল্লিখিত ফারহান সাহেবের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন খলিফার সাদৃশ্য আছে? ব্যাখ্যা কর।
- ঘ) উক্ত খলিফাকে ইসলামের ত্রাণকর্তা বলা যায় কী? মতামত দাও।
৩। চট্টগ্রামের একটি বহুজাতিক কোম্পানির চেয়ারম্যান পণ্যের মান উন্নয়ন ও কোম্পানির সুনাম বৃদ্ধিকল্পে উৎপাদন কাজে নিয়োজিত অদক্ষ কর্মকর্তা-কর্মচারীকে অপসারিত করে যোগ্য ও দক্ষ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেন। এতে কোম্পানীর ডেপুটি ডিরেক্টর তাঁর কতিপয় অনুগত কর্মকর্তা-কর্মচারীকে নিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে অবস্থান নেয়, যা পরবর্তীতে দ্বন্দ্ব-সংঘাতে রূপ নেয়। এতে কোম্পানির সুনাম নষ্ট হওয়ার আশংকা দেখা দিলে কোম্পানির কতিপয় উচ্চপদস্থ কর্মকর্তা উভয় পক্ষকে নিয়ে একটি সমঝোতা বৈঠকে বসে। এর ফলে উভয়ের মধ্যে ভুল বুঝাবুঝির অবসান ঘটে। ফলে সকলের সহযোগিতায় কোম্পানিটির সুনাম ও সমৃদ্ধি বৃদ্ধি পায়।
- ক) উষ্ট্রের যুদ্ধে উটের পিঠে চড়ে কে যুদ্ধ পরিচালনা করেন?
- খ) বায়তুলমাল বলতে কি বুঝ? ব্যাখ্যা কর।
- গ) উদ্দীপকে বহুজাতিক কোম্পানির চেয়ারম্যান ও ডেপুটি ডিরেক্টর-এর মধ্যে দ্বন্দ্ব-সংঘাত ইসলামের কোন খলিফার সময়ে সংঘটিত যুদ্ধের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
- ঘ) তুমি কি মনে কর উদ্দীপকে উল্লিখিত সমঝোতা বৈঠকের ফলাফল এবং উক্ত খলিফার সময়ের সমঝোতা বৈঠকের ফলাফল একই ছিল? মূল্যায়ন কর।
৪। শেরপুরের পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে তাঁর প্রতিষ্ঠানে কিছু কর্মচারী নিয়োগ দেন। এদের মধ্যে কয়েকজন ছিল তার নিকটাত্মীয়। কিছুদিন পর মেয়রবিরোধী কতিপয় ব্যক্তি তাঁর বিরুদ্ধে স্বজনপ্রীতি এবং অর্থ আত্মসাৎসহ কিছু অভিযোগ উত্থাপন করে। বিদ্রোহীরা এক পর্যায়ে মেয়রের বাড়ি অবরোধ করে এবং মেয়রকে হত্যা করে। ফলে শেরপুরের অধিবাসীদের মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি বিনষ্ট হয়।
- ক) খলিফা হযরত ওসমান (রা.) কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
- খ) যুননুরাইন বলতে কী বুঝ?
- গ) মেয়র হত্যার ঘটনাটি ইসলামের কোন খলিফার শাহাদাতের ঘটনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? -ব্যাখ্যা কর।
- ঘ) উদ্দীপকে বর্ণিত ঘটনার অনুরূপ ঘটনা ইসলামে গৃহযুদ্ধের সূচনা করে- তুমি কি উক্তিটির সাথে একমত? মতামত দাও।
'ঘ' বিভাগ (৪র্থ অধ্যায়)
১। ফরহাদ সাহেব বাল্যকাল থেকে অত্যন্ত সাহসী ও বিদ্যানুরাগী ছিলেন। তাঁর বীরত্ব পরবর্তীকালে তাকে একজন সফল শাসকে পরিণত করেছিল। তিনি তাঁর সাম্রাজ্যকে নিরাপদ রাখার জন্য এবং একে সমৃদ্ধ ও সৌন্দর্যমন্ডিত করার লক্ষ্যে বার বার পার্শ্ববর্তী অঞ্চল আক্রমণ করেন এবং প্রতিবারই বিজয় অর্জন করে প্রচুর ধনসম্পদ আহরণ করেন।
- ক) গজনী বংশের শেষ সুলতান কে?
- খ) সুলতান মাহমুদের ভারত অভিযানের ধর্মীয় উদ্দেশ্য ব্যাখ্যা কর।
- গ) ফরহাদ সাহেবের রণকৌশল ও বীরত্ব ইতিহাসের কোন সুলতানের বীরত্বের সাথে তুলনা করা যায়? ব্যাখ্যা কর।
- ঘ) উক্ত শাসকের অভিযানসমূহের ধর্মীয় দিক মূল্যায়ন কর।
২। আলাউদ্দিন খলজী গুজরাট অভিযান করে বহু ধনরত্নসহ মালিক কাফুর নামে একজন সুদর্শন দাসসহ রাজধানী দিল্লিতে প্রত্যাবর্তন করেন। কালক্রমে মালিক কাফুর প্রধান সেনাপতি ও অমাত্য উন্নীত হন। মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজীর দাক্ষিণাত্য অভিযানের প্রধান নায়ক। তিনি দাক্ষিণাত্যের দেবগিরি, বরঙ্গল ও হোয়সল রাজ্যে অভিযান চালিয়ে তাদেরকে পরাজিত করে বাৎসরিক কর দানে বাধ্য করেন।
- ক) সুলতান মাহমুদ কত বার ভারতে অভিযান পরিচালনা করেন?
- খ) সুলতান মাহমুদ কেন বার বার ভারতে অভিযান করেছিলেন।
- গ) উদ্দীপকে মালিক কাফুরের অভিযানের সাথে কুতুব উদ্দীন আইবেকের ভারত অভিযানের কোন দিকটির মিল রয়েছে? ব্যাখ্যা কর।
- ঘ) মালিক কাফুরের দাক্ষিণাত্য বিজয় এবং বখতিয়ার খলজীর বঙ্গ বিজয়ের মধ্যে সাদৃশ্য-বৈসাদৃশ্য বিশ্লেষণ কর।
৩। রাশেদ দোকানের পণ্য সামগ্রী কিনতে শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পার্শ্ববর্তী সুমনপুর গ্রামের কিছু দুষ্কৃতিকারী টাকা পয়সা ছিনতাই করে তাঁকে অপহরণ করে। রাশেদের বাবা ইউছুফ চেয়ারম্যান উক্ত গ্রামের মাতব্বরের কাছে দুষ্কৃতিকারীদের থেকে রাশেদের মুক্তি ও টাকা পয়সা ফেরতের জন্য অনুরোধ জানান। মাতব্বর কোনো পদক্ষেপ না নেওয়ায় ইউছুফ মিয়া থানায় অভিযোগ দায়ের করেন। পরে আইন প্রয়োগকারী সংস্থা সংশ্লিষ্ট সকলকে গ্রেফতার করে।
- ক) ভারতে স্বাধীন মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে?
- খ) আরবদের সিন্ধু বিজয়ের কারণ কী?
- গ) উদ্দীপকে মাতব্বর তার সাথে সংশ্লিষ্ট সকলকে গ্রেফতার করার ঘটনাটিতে কোন শাসনকর্তার অভিযানের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
- ঘ) উক্ত অভিযানের ফলাফল আলোচনা কর।
৪। হেলাল গৌরঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান সেলিম সাহেবের বাড়িতে কাজ করত। সে অত্যন্ত সৎ ও বিচক্ষণ ছিল। সে চেয়ারম্যান সাহেব কর্তৃক অর্পিত দায়িত্ব বিশ্বস্ততার সাথে পালন করত। চেয়ারম্যান সাহেবের কোনো সন্তান না থাকায় হেলালের কর্মদক্ষতা ও বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে তাকে নিজের ছেলের মতো দেখতেন। মৃত্যুর পূর্বে তাকে তার সম্পত্তির উত্তরাধিকারী মনোনীত করেন।
- ক) কুতুব মিনার কে নির্মাণ করেন?
- খ) কুতুবউদ্দিন আইবেকের সংক্ষিপ্ত পরিচয় দাও।
- গ) উদ্দীপকে হেলালের চরিত্রের সাথে ভারতীয় উপমহাদেশের কোন শাসকের মিল আছে? ব্যাখ্যা কর।
- ঘ) উদ্দীপকের আলোকে কুতুবউদ্দিন আইবেকের কৃতিত্ব মূল্যায়ন কর।
সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন
১৫টি প্রশ্ন থাকবে, যে কোনো ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে। মান: ২ × ১০ = ২০।
- উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন?
- জাহেলি যুগের নারীর অবস্থা কেমন ছিল?
- আইয়্যামে জাহেলিয়াত বলতে কী বুঝ? ব্যাখ্যা কর।
- হিলফ উল-ফুযুল বলতে কী বুঝ?
- পবিত্র কুরআন কেন দীর্ঘ ২৩ বছরে অবতীর্ণ হয়েছে? ব্যাখ্যা কর।
- প্রাচীন আরবের ভূ-প্রকৃতি কেমন ছিল? ব্যাখ্যা কর।
- মিসরকে নীলনদের দান বলা হয় কেন?
- হিজরত বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
- মদিনার সনদকে প্রথম লিখিত সংবিধান বলা হয় কেন? ব্যাখ্যা কর।
- আকাবার শপথ বা বাইয়াতে আকাবা বলতে কী বুঝায়?
- মদীনা সনদ বলতে কী বুঝায়? -ব্যাখ্যা কর।
- খন্দক যুদ্ধকে আহযাবের যুদ্ধ বলা হয় কেন?
- হুদাইবিয়ার সন্ধিকে কেন 'ফাতহুম মুবীন' বলা হয়েছে?
- 'বাইয়াতুর রিদওয়ান' কী? ব্যাখ্যা কর।
- মক্কা বিজয়কে 'রক্তপাতহীন বিজয়' বলা হয় কেন? ব্যাখ্যা কর।
- খুলাফায়ে রাশেদিন বলতে কী বোঝায়?
- উশর বলতে কী বোঝ?
- আলফাই বলতে কী বোঝ?
- হযরত ওমর (রা.)-কে কেন সত্য-মিথ্যার পার্থক্যকারী বলা হয়?
- যুননুরাইন বলতে কী বুঝ?
- আসাদুল্লাহ কে ছিলেন? বর্ণনা কর।
- হযরত উসমান (রা.)-কে যুন নুরাইন উপাধি দেয়ার কারণ কী? ব্যাখ্যা কর।
- হাজ্জাজ বিন ইউসুফ কেন সিন্ধু অভিযান করেছিলেন তার প্রধান কারণটি উল্লেখ কর।
- সুলতান মাহমুদের ভারত অভিযানের অর্থনৈতিক কারণ ব্যাখ্যা কর।
- সুলতান মাহমুদের সাফল্যের কারণ কী ছিল?
- মুহাম্মদ ঘুরীর ভারত অভিযানের অন্যতম কারণ কী ছিল? বর্ণনা কর।
- সিন্ধু বিজয়ের ফলে কীভাবে অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি পায়?
- বাংলায় ইসলামের আগমন সম্পর্কে কী জান লেখ।
If you believe any content on our website infringes your rights, please contact us. We will review and take action promptly.